Basic English

Article কাকে বলে? article কত প্রকার ও কি কি? ও এর ব্যবহার

Article কাকে বলে? article কত প্রকা

Article কাকে বলে


ইংরেজিতে a, an, the- কে article বলে। এরা মূলত adjective এর কাজ করে।

Articles এর উৎপত্তিগত রূপভেদ:
ইংরেজি ‘one’ adjective- টি সংক্ষিপ্ত হয়ে ‘an’ article- টির রূপ লাভ করেছে, আবার ‘an’ সংক্ষিপ্ত হয়ে ‘a’ article- টি হয়েছে। আবার, demonstrative adjective যেমন- this, that, these, those ইত্যাদি সংক্ষিপ্ত হয়ে ‘the’ article- টির রূপভেদ হয়েছে।

The words a ” and the are usually called Articles.

Classification of Articles:


Articles- কে দুই ভাগে ভাগ করা হয়। যথা:

  1. Indefinite Article 
  2.  Definite Article.

Indefinite Article


Indefinite Article a ও an অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্দেশ করে বলে এদেরকে Indefinite article বলে। a/an সাধারণত singular noun এর পূর্বে বসে।

মূলত a/an হলো ‘one’ এর একটি দুর্বল রূপ। এরা Noun এর অর্থকে খুব বেশি ত্বরান্বিত করে না।

a ও an এর মধ্যে অর্থগত কোন পার্থক্য নেই। কেবল ব্যবহারের দিক থেকে এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

উদাহরণ: A girl is knocking at the door. An apple is delicious.

এখানে A girlAn apple দ্বারা অনির্দিষ্টকৃত বালিকা ও আপেল বুঝাচ্ছে। উপরের বালিকা, আপেল এখানে অনির্দিষ্ট বা (বলা যেতে পারে) অপরিচিত।

Definite Article:


Definite Article ‘the’- কে definite article বলে। কারণ ‘the’ কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। যেমন- the girl, the boy, the mobile set ইত্যাদি। কোন ব্যক্তি/বস্তু যখন আমাদের কাছে সুস্পষ্ট/নির্দিষ্ট হয় তখন আমরা তার পূর্বে article বসাই। পুনরাবৃত্তি, উল্লেখিত ইত্যাদি ব্যক্তি/বস্তুর ক্ষেত্রে the বসানো হয়।

A, an এবং the কে article বলা হয়। মূলত Article গুলো Noun কে Qualify করে। তাই বাক্যের ভিতরে Articles মূলত Adjective হিসেবে ব্যবহৃত হয়। Article দুই প্রকার। যেমন-

  • Definite Article। যেমন- The
  • Indefinite Article। যেমন- A এবং an।

Use of Definite Article ‘The’


1. যদি কোনকিছু নির্দিষ্ট করে বুঝায় সেক্ষেত্রে the বসে। যেমন-

  •  The boy is playing.
  • She takes the pot.

2. সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ, নক্ষত্র ইত্যাদির নামের পূর্বে the বসে। যেমন-

  • The Earth moves around the Sun.
  • The sun is up.

3. যে বস্তু বা ব্যক্তির কথা আগে বলা হয়েছে তা নির্দেশ করার জন্য ঐ ব্যক্তি বা বস্তুর পূর্বে the বসে। যেমন-

  • He met a boy. The boy was brilliant.
  • She bought some books. The books are cheap.

4. খাল, সাগর, নদী, মহাসাগর, পর্বতশ্রেণী, জাহাজ, দ্বীপপুঞ্জ, ট্রেন, উপসাগর ইত্যাদির নামের পূর্বে the বসে। যেমন-

  • The Suez, The Jamuna, The Atlantic, The Sea Augel, ইত্যাদি।

5. বিখ্যাত গ্রন্থ, পত্রিকা, খবরের কাগজ, ধর্মগ্রন্থ ইত্যাদির নামের পূর্বে The বসে। যেমন-

  • The Azad, The Jugantor, The Quran, The Shahanama ইত্যাদি।

6. তারিখের পূর্বে the বসে। যেমন-

  • He was born on the 4th January.
  • The 26th March, the 16th December ইত্যাদি।

7 . ভৌগোলিক নামের পূর্বে the বসে । যেমন-

  • The UAE , The USA , The Hindukush .

8 . জাতির নামের পূর্বে the বসে । যেমন-

  •  The English , The Indians , The Bangladeshis .

9. পদবি , পেশা , খ্যাতি ইত্যাদি নামের পূর্বে the বসে । যেমন-

  •  He came from the bar .
  • The Sher – e – Bangla .

10 . কোন Common noun কে Abstract হিসেবে বুঝানোর জন্য the বসে । যেমন-

  •  The mother arose in her . Check the beast in you .

11 . Superlative degree এর পূর্বে the বসে । যেমন-

  •  He is the best boy in the class.

12 . কোন Adjective দ্বারা বিশেষ শ্রেণীকে বুঝানোর সময় ঐ Adjective এর পূর্বে the বসে । যেমন-

  •  The poor suffer.
  •  The rich enjoy.

13 . Abstract noun দ্বারা নির্দিষ্ট গুণ বুঝাতে ঐ Abstract noun এর পূর্বে the বসে । যেমন-

  • The kindness of our chairman is well known.

14 . সাধারণত Material noun এর পূর্বে the বসে না ; কিন্তু নির্দিষ্ট কোন বস্তুর বা ব্যক্তির গুণ বুঝালে তার পূর্বে the বসে । যেমন-

  • The rice of Barishal is fine ইত্যাদি ।

15 . ঐতিহাসিক ঘটনা , বিখ্যাত প্রাসাদ , দালান ইত্যাদির নামের পূর্বে the বসে । যেমন-

  • The Twin Tower , The Crimean War , The Battle of Palassey ইত্যাদি ।

16 . দুই এর মধ্যে তুলনা বুঝাতে Comparative degree তে Adjective এর পূর্বে the বসে । যেমন-

  • He is the better of the two boys .

17 . কোন ব্যক্তি , বস্তু বা স্থানের সাথে তুলনা বুঝাতে ঐ ব্যক্তি বা বস্তুর পূর্বে the বসে । যেমন-

  • Nazrul is the Shelley of Bangladesh.
  • Narayangonj is the Dundee of Bangladesh.

18 . বাদ্যযন্ত্রের নামের পূর্বে the বসে । যেমন-

  • He plays the violin .

Uses of Indefinite Article এর ব্যবহার


A এর ব্যবহার

1 . যদি কোন শব্দের পূর্বে Consonant থাকে তার আগে a বসে । যেমন-

  • a boy , a cat , a dog , a pot ইত্যাদি ।

2 . যদি Vowel এর উচ্চারণ ‘ ইউ ‘ এর মত হয় তবে an না বসে a বসে । যেমন-

  • a ewe , a university , a unity , a useful book , a unique , a union ইত্যাদি ।

3 . শব্দের শুরুতে ব্যবহৃত Vowel এর উচ্চারণ যদি ‘ ওয়া ‘ হয় , তবে সেখানে a বসে । যেমন-

  • a one taka note , a one – eyed man .

4 . যদি শব্দের শুরুতে ব্যবহৃত ‘ h ‘ যদি উচ্চারিত হয় তবে , তার পূর্বে a বসে । যেমন-

  • a horse , a house , a historical place ইত্যাদি ।

5 . কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্বে a বসে । যেমন-

  • a B.A. , a B.Com .

An এর ব্যবহার

1 . যদি শব্দের শুরুতে Vowel ( a , e , i , o , u ) থাকে , তবে ঐ শব্দের পূর্বে an বসে । যেমন-

  • an apple , an ass , an egg , an idea ইত্যাদি ।

2 . শব্দের শুরুতে ব্যবহৃত ‘ । ‘ যদি উচ্চারিত না হয় , তবে ঐ শব্দের পূর্বে an বসে । যেমন-

  • an honest man , an heir , an hour ইত্যাদি ।

3 . কিছু কিছু সংক্ষিপ্ত শব্দ এর পূর্বে an বসে । যেমন-

  • an L.L.B , an M. A , an F. R. C. S , an S. S , an M.B.B.S , an M.P ইত্যাদি ।

A / An এর আরও ব্যবহার

1 . The same ( একই ) , a certain ( কোন এক ) ইত্যাদি অর্থ প্রকাশের ক্ষেত্রে a / an বসে । যেমন-

  • Birds of a same feather flock together .
  • here lived a wise ( a certain ) man .

2. ব্যবসায় ( Business ) , পেশা ( Profession ) ইত্যাদি বুঝানো a / an বসে । যেমন-

  • He is a businessman.
  • My brother is an architect.

3. একই ধরনের গুণ প্রকাশার্থে Proper noun এর পূর্বে a / an বসে । যেমন-

  • You are a Sabana, I see.
  • He is a Nazrul.

4 . যদি Plural noun এর পূর্বে few , lot of , quite , such , how , too , as ইত্যাদি থাকে তার পূর্বে a বসে । যেমন-

  • He has a lot of books.
  • A few boys attended the class.

5 . Per ( প্রতি ) বা Each অর্থ প্রকাশের ক্ষেত্রে a / an বসে । যেমন-

  • He earns Tk. 10,000 a ( each ) week.
  • The driver drove the car at 70 miles an  ( = per ) hour.

6 . অনেক Disguised preposition হিসেবে এ বসে । যেমন-

  • They went a ( = on ) hunting .
  • She visited me twice a ( = in ) month .

7 . What দ্বারা শুরু Exclamatory sentence এ What এর পরে a / an বসে । যেমন-

  • What a beautiful girl Shampa is!
  • What an excellent idea!

Where , Indefinite Articles are not used ( যেখানে অ / অহ বসে না )


a . কোন Plural noun এর পূর্বে ,

  • a dog কিন্তু dogs , men , umbrellas , etc.

b . কোন uncountable noun এর পূর্বে ;

  • Water , oil , rice , milk , advice , information .

তবে এদের পূর্বে পরিমাপক শব্দ আসলে সেই পরিমাপক শব্দের শুরুতে Article বসতে পারে ।

  • a little water , a bar of soap , a piece of chalk , a lot of money etc.

c . কোন abstract noun এর পূর্বে । তবে এই noun যদি বিশেষ অর্থ প্রকাশ করে তখন তার পূর্বে the বসে ।

  • Man fears death , but the death of the Prime Minister was tragic .

d . খাবারের নামের পূর্বে বসে না । তবে ঐ নামের পূর্বে Adjective থাকলে Article বসতে পারে ।

  • We have breakfast at eight .
  • They gave me a good dinner.

Where Definite Article is not used ( যেখানে ঃযব বসে না )


1. উপরে যেসব নামের কথা বলা হল সেসব নাম ব্যতীত অন্যান্য নামের পূর্বে

Rahim , Dhaka , Karim , Jashore etc.

ব্যতিক্রম

The + বহুবচন বিশিষ্ট বংশগত নাম

  • The Choudhuries , the Pauls

কোন ব্যক্তির নামের পূর্বে the বসতে পারে তাকে আলাদাভাবে বুঝানোর জন্য ।

  • I know two Smiths . Which one do you want ?
  • I want the Smith who works in the post office .

শুধু Title এর পূর্বে The বসে না , কিন্তু Title এর সাথে Phrase থাকলে তার পূর্বে the বসে ।

  • Mr. Roy , The Duke of York .

2. Abstract noun এর পূর্বে

  • Man fears death .

কিন্তু যখন সেটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়

  • The death of the Prime Minister was pathetic .

3. কোন Noun possessive case আকারে থাকলে অথবা Possessive adjective এর পরে ;

  • Rahim’s uncle , My brother etc.

4. সকাল , দুপুর ও রাত্রির খাবারের নামের পূর্বে ।

  • I have had breakfast .

কিন্তু এদের পূর্বে adjective ব্যবহৃত হলে the বসতে পারে ।

  • The wedding breakfast was fine .

5. শরীরের কোন অংশ বা পোশাকের নাম তার পূর্বে , কারণ এদের পূর্বে Possessive বেশি বসে ।

→ Raise your left arm . She wore her coat .

কিন্তু শরীরের কোন অংশ ধরলে বা সেই সম্পর্কে কথা বললে অথবা কোন পোশাকের অংশ বিশেষের কথা বললে সেক্ষেত্রে the বসে ।

  • She seized the boy by the collar .
  • The brick hit him in the face.

6. Plural noun এর পূর্বে তবে সেটা অনির্দিষ্ট হলে। আর নির্দিষ্ট হলে তার পূর্বে the বসে।

  • Women are expected to like housework. (সাধারণভাবে মহিলা বুঝাতে)
  • The Women you met were poor. (নির্দিষ্ট কিছু মহিলা বুঝাতে)

7. প্রকৃতি বুঝাতে nature এর পূর্বে the বসে না।

  • We should not interfere with nature.

8. Home এর পূর্বে the বসে না।

  • She went home. They got home.

কিন্তু home এর পূর্বে / পরে বর্ণনামূলক শব্দ বা Phrase থাকলে তখন এর পূর্বে Article হবে।

  • We went to the bride’s home.
  • For some years, this was the home of the king.

9. Chapel, church, market, college, school, hospital, court, prison, work, sea, bed এসব শব্দ যদি এদের প্রাথমিক অর্থে ব্যবহৃত হয় তবে এদের পূর্বে The বসে না। কিন্তু অন্য উদ্দেশ্যে যদি সেখানে যাওয়া বুঝায় তবে The বসে। প্রাথমিক উদ্দেশ্যে যাওয়া :

  • We go to church to pray, to the market to buy or sell, to school to study, to the hospital as patients, to bed to sleep, to sea as sailors, etc.

কিন্তু বিশেষ উদ্দেশ্যে যাওয়া :

  • His father came to the school to speak to the headmaster.
  • He goes to the church to repair it. (একজন মিস্ত্রী গির্জা মেরামত করতে যাচ্ছে)
  • Rahim returned from the prison after he had seen his brother.

তবে Office, Cinema, Theatre এগুলোর পূর্বে the বসে।

  • She was going to the cinema.

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা
What Are Articles in English Grammar?

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment