Assertive sentence-(বণর্নামূলক বাক্য ):
যে বাক্য কোন ব্যক্তি, বস্তু,, প্রাণী বা স্থানের সম্পর্কে বিবৃতি প্রদান করে তাকে Assertive sentence-( বণর্নামূলক বাক্য ) বলে ।
(Assertive Sentence: A Sentence that makes an assertion or a statement about a person, a thing, an animal, a place or a substance is called Assertive Sentence.)
এখানে উল্লেখ্য যে, Assertive Sentence দুই ধরনে হয়ে থাকে । যেমন:
- Affirmative Sentence-( হ্যাঁ বোধক ).
- Negative Senetence-( না বোধক ).
Affirmative Sentence-( হ্যাঁ বোধক বাক্যের সজ্ঞা )
যে বাক্য বিবৃতিকে স্বীকার করে তাকে হ্যাঁ বোধক বাক্য বা Affirmative Sentence বলে ।
(Affirmative Sentence: A sentence which affirms the statement about a person, a thing, an animal, a place or a substance is called Affirmative Sentence).
Example: Karim is playing.-( করিম খেলিতেছে ।)
Negative Sentence-( না বোধক বাক্য )
যে বাক্য বিবৃতিকে অস্বীকার করে তাকে Negative Sentence বা না বোধক বাক্য বলে ।
(Negative Sentence: A sentence which denies the statement about a person, an animal, a thing, a place or a substance is called Negative Sentence)
Some examples –( কিছু উদাহরণ):
- Karim is playing –( করিম খেলিতেছে । …Affirmative.
- Karim is not playing-( করিম খেলিতেছে না । )….Negative
- The book is on the table-( বইটি টেবিলের উপর । )….Affirmative.
- The book is not on the table-( বইটি টেবিলের উপর না । )….Negative.
- The dog is barking-( কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে । )….Affirmative.
- The dog is not barking-( কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে না । )…Negative.
- Dhaka is the capital city of Bangladesh-( ঢাকা বাংলাদেশের রাজধানী শহর । )…Affirmative.
# Strructure-1: subject + verb + extension. = Rita walks very fast.- ( রিতা খুব দ্রুত হাটে ।)
# Structure-2: subject + auxiliary verb + verb (v1) + object/extension. = He can read her mind.- (সে তার মন বুঝতে পারে ।)
# Structure-3: There + verb + subject (noun/noun phrase) + object / extension. = There is a post office in our village.-(আমাদের গ্রামে একটি ডাকঘর আছে ।)
# Structure-4: adjective + subject (you) + be verb.= Correct you are. / Right you are.-( তুমি ঠিক / সঠিক ।)
# Keep in mind-(মনে রেখো): বাক্যে অতি মাত্রায় জোর দেওযার জন্য # Structure-4 ব্যবহার করা হয় ।
আরো পড়ুনঃ Sentence সর্ম্পকে কিছু মৌলিক ধারণা
Leave a Comment