Advance English

Complement বা পরিপূরক কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

Classification Of Complement (পরিপূরকের প্

Complement


Definition of complements: Sentence-এ Subject-এর পূর্ণতা আনার জন্য Verb-এর পরে যে word / phrase বসে, তাকে Complement বলে ।
( A word/phrase which is used after a verb (Linking verb ) to bring completeness to a subject in a sentence is called complement ).
For example-( উদাহরণ ):

  • I am happy. – আমি সুখী ।
  • They are helpless. –তাহারা অসহায় ।
  • Rahim is a farmer. –রহিম একজন কৃষক ।

Note: উপরোক্ত বাক্যসমূহে bold marked যুক্ত শব্দসমূহ ( words / phrases) হলো complements, কারণ ইহারা Subject-এর পরিপূরক হিসেবে কাজ করছে । যেহেতু subject ও verb একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে সেহেতু আমরা যদি equal to (=) দিয়ে লেখি তাহলে পায় I = happy, They = helpless, Rahim = a farmer ইত্যাদি ।

GrammarlyPrimaryLockup LightBG 1 দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ !😲
Grammarly 100 off

 আপনি WhatsApp কিংবা Messenger-এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার ,সঠিক গ্রামার এবং vocabulary লেখার জন্যে suggestion করবে grammarly 🤳 ✅

 তাহলে আর দেরি কেন? 
✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রিতে sign-up করুন!
Free Sign-up / এখানে ক্লিক করুন!

Classification of complement-(পরিপূরকের প্রকার ):


Complement প্রধানত: দুই প্রকার । যথা :

  1. Subjective complement.
  2. Objective complement.

আবার Subjective complement দুই প্রকার । যথা:

  1. Noun complement.
  2. Adjective complement.

For example-( উদাহরণ ):
# Example of Noun complement :

  • He is a doctor. – সে একজন ডাক্তার ।
  • She is a nurse. – সে একজন সেবিকা ।
  • My father is a farmer. – আমার বাবা একজন কৃষক ।

Note: উপরোক্ত বাক্যসমূহে bold marked যুক্ত শব্দসমূহ ( Noun phrases ) হলো Noun complements.

# Exception –( ব্যতিক্রম ): কিছু কিছু complement আছে যাহা pronoun দিয়ে গঠিত হয়ে থাকে । যেমন:
It is I = আমিই It is me = আমিই/আমাকেই It is you = তুমিই It is he / she = সেই
এখানে bold marked যুক্ত শব্দসমূহ হলো pronouns যাহা pronoun complement / complement নামে পরিচিত ।
# Example of Adjective complement:

  • She is happy. –সে সুখী ।
  • Honey tastes sweet. –মধু খেতে মিষ্টি ।
  • He feels relaxed. – সে প্রশান্তি অনুভব করছে ।

Note: উপরোক্ত বাক্যসমূহে bold marked যুক্ত শব্দসমূহ ( Adjectives) হলো Adjective complements. কারণ ইহারা subject-এর পরিপূরক হিসেবে কাজ করছে ।

# একটি বাস্তবধর্মী Subjective complement-এর উদাহরণ । যেমন:

  • It always seems impossible until it is done. –কোন কিছু শেষ না হওয়া পর্য়ন্ত তা অসম্ভব মনে হয় । ( Nelson Mandela ).

# Example of objective complement:

  • He has made me happy. – সে আমাকে খুশী করেছিল ।
  • We appointed him our bodyguard. –আমরা তাকে আমাদের দেহরক্ষী হিসেবে নিয়োগ দিলাম।
  • I found her talking. – আমি তাকে আলাপ করতে দেখিলাম ।

Note: উপরোক্ত বাক্যসমূহে bold marked যুক্ত শব্দ সমূহের মধ্যে me, him, him, her ইত্যাদি হলো objects (indirect) এবং happy, our bodyguard, talking ইত্যাদি হলো objective complements.

আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

Keep in mind-( মনে রেখো ):

  • Subject ও Complement যেহেতু একে অপরের পরিপূরক তাই Subject ও Complement র্নিণয়ে Subject ও Complement এর মাঝে equal to (=) চিহ্ন বসায়ে দিয়ে Complement র্নিণয় করা যায় । যেমন: He is a doctor অর্থাৎ He = a doctor.
  • Subject ও Complement এর মাঝে যে verb বসে তাকে Linking verb বলে । এর structure-টি হবে ,
    Structure = Subject + Linking verb + complement.
  • Be verb, seem- (মনে হয়), feel-(অনুভব করা), remain-(বাকী), taste-(স্বাদ নেওয়া) etc. verb গুলো হলো Linking verb .
  • Complement লিখতে গিয়ে অনেকেই ভূল করে Compliment লিখে ফেলে, প্রকৃতপক্ষে এটা আলাদা শব্দ । যেমন: Complement = পরিপূরক । Compliment= অভিবাদন/অভিনন্দন ।

# Object ও Complement – এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ । যেমন:

ObjectComplement
Object এর অর্থ কর্ম ।Complement – এর অর্থ পরিপূরক ।
Object দুই প্রকার ।Complement তিন প্রকার ।
Transitive verb-এর পরে object বসে ।Linking verb-এর পরে complement বসে ।
Object-এর পরে Adverb বসতে পারে ।Complement-এর পরে কোন word বসে না ।
# At a glance kinds of Complements-(এক নজরে Complements এর প্রকার ):
Complement

Subjective Complement
Objective Complement

Adjective complement
Noun Complement

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment