Gender
Definition of Gender –( লিঙ্গের সংজ্ঞা ): যে noun / pronoun –দ্বারা পুরুষ বা স্ত্রী বুঝায় তাকে Gender / লিঙ্গ বলে ।
( A noun / a pronoun that denotes a male or a female is called Gender ).
Classification of Gender –( লিঙ্গের শ্রেণীবিন্যাস ):
Gender মূলত: ৪ প্রকার । যথা :
(Basically Gender is of four kinds. Such as; )
- Masculine Gender.-( পুলিঙ্গ / পুরুষর্নিণয়ক শব্দ )
- Feminine Gender – (স্ত্রীলিঙ্গ / মহিলা র্নিনয়ক শব্দ )
- Common Gender– ( উভয়লিঙ্গ / পুরুষ – মহিলা র্নিণয়ক শব্দ )
- Neuter Gender – ( ক্লিবলিঙ্গ / জড়বস্তুমূলক শব্দ )
Elaborate Discussion Of Gender-( লিঙ্গের বিস্তারিত আলোচনা )
💥Grammarly দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না✅ আপনি WhatsApp, Messenger -এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার, সঠিক গ্রামার এবং ভোকাবুলারি লেখার জন্য suggestions করবে Grammarly🤳 ✅ তাহলে আর দেরি কেন? ✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রীতে Sign-up করুন ! Sign up |
Masculine Gender :
যে Noun / Pronoun দ্বারা পুরুষ জাতীয় কিছু বুঝায় তাকে Masculine Gender বলে ।
( A noun / a pronoun that denotes a male is called Masculine Gender).
For example– ( উদাহরণ ) :
Father-বাবা, Brother-ভাই, Rahim-রহিম, He-সে, Grandfather-দাদা, Uncle-চাচা, Man-মানুষ etc.
Note: Masculine শব্দটি Adjective যাহা মূলত; Male-(পুরুষ) Noun থেকে উৎপত্তি ।
Feminine Gender :
যে Noun / Pronoun দ্বারা স্ত্রী জাতীয় কিছু বুঝায় তাকে Feminine Gender বলে ।
( A noun / a pronoun that denotes a female is called Feminine Gender).
For example– ( উদাহরণ ) :
Mother-মা, Grand-mother-দাদী, Sister-বোন, Woman-স্ত্রীলোক, Aunty-চাচী, খালা, Nasima- নাসিমা, She-সে etc.
Note: Feminine শব্দটি Adjective যাহা মূলত; Female-(স্ত্রীলোক) Noun থেকে উৎপত্তি ।
Common Gender :
যে সকল Noun / Pronoun দ্বারা পুরুষ বা স্ত্রীলোক কোন কিছুই বুঝা যায় না তাকে Common Gender বলে । ( A noun / a pronoun that denotes neither male nor female is called Common Gender ).
For example– ( উদাহরণ ) :
Baby-শিশু, Child-শিশু, Parents-পিতামাতা, Friend-বন্ধু, Infant-শিশু, Passenger-যাত্রী, Realtive-আত্মীয়, Student-ছাত্র-ছাত্রী, Teacher-শিক্ষক, Guardian-অভিভাবক, Cousin-চাচাতো ভাইবোন, Calf-বাছুর, Deer-হরিণ, Spouse-স্বামী-স্ত্রী etc.
Note: উপরোক্ত উদাহরণ দ্বারা কোনভাবেই বুঝা যায় না যে, ইহারা স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ । যেমন: Baby = মেয়ে শিশু বা পুরুষ শিশু কোনটাই বুঝা যায় না । তদ্রুপ Friend= মেয়ে বন্ধু বা পুরুষ বন্ধু কোনটাই বুঝা যায় না্ । অন্যান্যগুলো একই ।
Neuter Gender :
যে Noun / Pronoun দ্বারা কোন জড় বস্তু (non-living body / lifeless thing ) –কে বুঝায় তাকে Neuter Gender বলে ।
( A noun / a pronoun that denotes a non-living body / lifeless thing is called a Neuter Gender ).
For example– ( উদাহরণ ) :
Pen-কলম, Chair-চেয়ার/কেদারা, Table-টেবিল, Rock-শিলা, , Water-পানি, Milk-দুধ, Stone-পাথর, Computer-কম্পিউটার, Mobile-মুঠোফোন etc.
উপরোক্ত গুলো সবই জড়পর্দাথ, ইহাদের দ্বারা বুঝা যায় না যে ইহারা নারী না পুরুষ ।
Note: সকল Material noun – ই হচ্ছে Neuter Gender.
Masculine Gender থেকে feminine Gender-এ পর্রিবতন করার নিয়ম সমূহ :
সাধারণত: নিম্নলিখিত নিয়মগুলো দিয়ে Masculine Gender-কে Feminine Gender-এ পর্রিবতন করা হয়ে থাকে । যেমন:
- সর্ম্পূণ নূতন শব্দ যোগে Masculine Gender-কে Feminine Gender-এ পর্রিবতন ।
- শব্দের শেষে “ess” যোগ করে Masculine Gender-কে Feminine Gender-এ পর্রিবতন ।
- Compound / Hyphened word-কে Masculine Gender- থেকে Feminine Gender-এ পর্রিবতন ।
- শব্দের শেষে এক বা একাধিক letter যোগে Masculine Gender-কে Feminine Gender-এ পর্রিবতন ।
আরো পড়ুনঃ একটি আদর্শ মানের CV লেখার নিয়ম ২০২৪
English version article “What is a Sentence? “
For example-( উদাহরন ) :
- a. সর্ম্পূণ নূতন শব্দ যোগে Masculine Gender-কে Feminine Gender-এ পর্রিবতন ।
Masculine Gender | Feminine Gender |
---|---|
Bachelor – অবিবাহিত ছেলে | Maid / spinster –অবিবাহিত মেয়ে |
Boy-বালক | Girl-বালিকা |
Boar-বন্য শূকর | Sow-বন্য শূকরী |
Bull/Ox-ষাড় / এঁড়ে | Cow-গাভী |
Buck/Deer-হরিণ | Doe-হরিণী |
Cock-মোরগ | Hen- মুরগী |
Colt-অশ্ব শাবক | Filly-স্ত্রী অশ্বশাবক |
Dog-কুকুর | Bitch-স্ত্রী কুকুর |
Drake-হাঁস | Duck-হংস |
Drone-পুরুষ মৌমাছি | Bee-স্ত্রী মৌমাছি |
Earl-সম্ভ্রান্ত ব্যক্তি | Countess-মহিলা সম্ভ্রান্ত ব্যক্তি |
Friar-সন্যাসী | Sister-সন্যাসিনী |
Fox-পুরুষ খেঁকশিয়াল | Vixen-স্ত্রী খেঁকশিয়াল |
Gentleman-ভদ্রলোক | lady-ভদ্রমহিলা |
Gander/Cob-রাজহংস | Goose / pen-রাজহংসী |
hart-হরিণ | Roe-হরিণী |
Horse-ঘোড়া | Mare-ঘোটকী |
Husband-স্বামী | Wife-স্ত্রী |
Lamb-পুরুষ মেষশাবক | Ewe-স্ত্রী মেষশাবক |
Lad-বালক | Lass-বালিকা |
Lord-মনিব | Lady-সম্ভ্রান্ত মহিলা |
Master-শিক্ষক | Mistress-শিক্ষয়িত্রী |
Monk-সন্যাসী | Nun-সন্যাসিনী |
Mr.-জ্বনাব | Mrs.-জ্বনাবা |
Nephew-ভাইপো/বোনপো | Niece-ভাইঝি /ভাগ্নী |
Ram-ভেড়া | Ewe-ভেড়ী |
Sloven-অভদ্র লোক | Slut-অভদ্র মহিলা |
Son-পুত্র | Daughter-কন্যা |
Stag-পুরুষ বড় হরিণ | Hind-স্ত্রী বড় হরিণ |
Stallion-ঘোড়া | Mare-ঘোটকী |
Tailor-পুরুষ দর্জি | Seamstress-মহিলা দর্জি |
Uncle-চাচা / মামা | Aunt-চাচী / মামী |
Wizard-যাদুকর | Witch-যাদুকরনী / ডাইনি |
Bride groom-বর | Bride-কনে |
Father-বাবা | Mother-মা |
Gentleman-ভদ্র লোক | Gentle lady-ভদ্র মহিলা |
King-রাজা | Queen-রাণী |
Land-lord-জমিদার / বাড়ীয়ালা | Land - lady -বাড়িওয়ালী |
Sir-মহাশয় | Madam-মহাশয়া |
swain-গ্রাম্য যুবক | Nymph-গ্রাম্য যুবতী |
Widower-বিপত্নীক | Widow-বিধবা |
I) b. Masculine Gender-এর শেষে একটি Syllable যোগ করে অর্থাৎ Masculine Gender-এর মূল শব্দকে পরিবর্তন না করে “ess” যোগ করে Feminine Gender-এ পরিণত করা । যেমন:
Masculine Gender | Feminine Gender |
---|---|
Author-লেখক | Authoress-লেখিকা |
Baron-সম্ভ্রান্ত পুরুষ | Baroness-সম্ভ্রান্ত মহিলা |
Count-অভিজাত পুরুষ | Countess-অভিজাত মহিলা |
Giant-দৈত্য | Giantess-মহিলা দৈত্য |
God-দেবতা | Goddess-দেবী |
Heir-উত্তরধিকারী | Heiress-উত্তরাধিকারিণী |
Host-অতিথিসেবক | Hostess-অতিথিসেবিকা |
Lion-সিংহ | Lioness-সিংহী |
Manager-ব্যবস্থাপক | Manageress-ব্যবস্থাপিকা |
Mayor-ন্যায়পাল | Mayoress-ন্যায়পালিকা |
Prince-রাজপুত্র | Princess-রাজকন্যা |
Patron-পৃষ্ঠপোষক | Patroness-পৃষ্ঠপোষিকা |
Poet-কবি | Poetess-মহিলা কবি |
Peer-বীরপুরুষ / সহকর্মী | Peeress-মহিলা বীর / সহকর্মিনী |
Priest-পাদ্রী | Priestess-মহিলা পাদ্রী |
Shepherd-মেষপালক | Shepherdess-মেষপালিকা |
Steward-গৃহস্থালীর তত্ত্বাবধায়ক | Stewardess-গৃহস্থালীর তত্ত্বাবধায়িকা |
Tutor-গৃহশিক্ষক | Tutoress-গৃহশিক্ষিকা |
c. Masculine noun-টির শেষ vowel-টি তুলে দিয়ে “ess” যোগ করে Masculine Gender-কে Feminine Gender-এ পরিবর্তন করা । যেমন:
Masculine Gender | Feminine Gender |
---|---|
Actor-অভিনেতা | Actress-অভিনেত্রী |
Benefactor-হিতকারী | Benefactress-হিতকারিণী |
Conductor-পরিচালক | Conductress-পরিচালিকা |
Doctor-ডাক্তার | Doctress-মহিলা ডাক্তার |
Director-পরিচালক | Directress-পরিচালিকা |
Enchanter-মায়াবী | Enchantress-মায়াবিনী |
Hunter-শিকারী | Huntress-মহিলা / স্ত্রী শিকারী |
Inspector-পরিদর্শক | Inspectress-পরিদর্শিকা |
Instructor-প্রশিক্ষক | Instructress-প্রশিক্ষিকা |
Negro-কাফ্রি পুরুষ | Negress-কাফ্রি মহিলা |
Porter-মুটে | Portress-মুটেনী |
Songster-গায়ক | Songstress-গায়িকা |
Tiger-বাঘ | Tigress-বাঘিনী |
Traitor-বিশ্বাসঘাতক | Traitress-বিশ্বাসঘাতিনী |
Temptor-প্রলুব্দকারী | Temptress-প্রলুব্দকারিনী |
Warder-পুরুষ প্রহরী | Wardress-মহিলা প্রহরী |
Waiter-পরিচারক | Waitress-পরিচারিকা |
d. Masculine noun-এর শেষে অনিয়মিভাবে “ess” যোগ করে Masculine Gender-কে Feminine Gender-এ পরিবর্তন করা । যেমন:
Masculine Gender | Feminine Gender |
---|---|
Abbot-মঠের কর্তা | Abbess-মঠের কর্ত্রী |
Duke-সম্ভ্রান্ত ব্যক্তি | Duchess-সম্ভ্রান্ত মহিলা |
Emperor-সম্রাট | Empress-সম্রাজ্ঞী |
Master-প্রভু / শিক্ষক | Mistress-প্রভুপত্নী /শিক্ষিকা |
Mister-কুমার | Miss-কুমারী |
Mr.-মহাশয় | Mrs.-মহাশয়া |
Murderer-পুরুষ খুনী /হত্যাকারী | Murderess-হত্যাকরিনী |
Marquis-সম্ভ্রান্ত ব্যক্তি | Marquess / Marchioness-সম্ভ্রান্ত মহিলা |
Sorceror-যাদুকর | Sorceress-যাদুকরী |
Governor-শাসনকর্তা | Governess-শাসনকর্ত্রী |
e. বিদেশী ভাষা থেকে আগত Masculine Gender-কে a, trix, ine যোগ করে Feminine Gender-এ পরিণত করা । যেমন:
Masculine Gender | Feminine Gender |
---|---|
Administrator-প্রশাসক | Administratrix-প্রশাসিকা |
Czar, Tsar-রাশিয়ার সম্রাট | Czarina, Tsaita-রাশিয়ার সম্রাজ্ঞী |
Don- মহাশয় | Dona, Donna-মহাশয়া |
Executor-কার্যনির্বাহক | Executrix-কার্যনির্বাহিকা |
Hero-বীর / নায়ক | Heroine-বিরাঙ্গনা / নায়িকা |
Infant-শিশু | Infanta- মেয়ে শিশু |
Prosecutor-অভিশংসক | Prosecutrix-অভিসংসিকা |
Signor-ভদ্র পুরুষ | Signora-ভদ্র মহিলা |
Sultan-মুসলমান সম্রাট | Sultana-মুসলমান সম্রাজ্ঞী |
Testator-উইলকারী | Testatrix-উইলকারিনী |
Viceroy-রাজপ্রতিনিধি | Vicereine-রাজপ্রতিনিধির স্ত্রী |
Compound noun / Hyphened word –এর Masculine-কে Feminine-এ রূপান্তর করে । যেমন:
Masculine Gender | Feminine Gender |
---|---|
Beggar-man-ভিখারী | Beggar-woman-ভিখারিনী |
Foster- father-পালক পিতা | Mother-in-law-শ্বাশুরী |
Foster- father-পালক পিতা | Foster-mother-পালক মাতা |
Grandfather-দাদা | Grandmother-দাদী |
Milkman-গোয়ালা | Milkwoman-গোয়ালিনী |
Pea-cock-ময়ূর | Pea-hen-ময়ূরী |
Son-in-law-জামাতা | Daughter-in-law-পুত্রবধূ |
Step brother-সৎ ভাই | Step sister-সৎ বোন |
Brother-in-law-শ্যালক / ভগ্নিপতি | Sister-in-law-শ্যালিকা |
Fisherman-জেলে | Fisherwoman-জেলেনী |
God-father-ধর্ম পিতা | God-mother-ধর্ম মাতা |
Gentleman-ভদ্রলোক | Gentlewoman-ভদ্রমহিলা |
Mankind-পুরুষ জাতি | Womankind-স্ত্রী জাতি |
School master-স্কুল শিক্ষক | School mistress-স্কুল শিক্ষিকা |
Step-son-সৎ ছেলে | Step-daughter-সৎ মেয়ে |
Washerman-ধোপা | Washerwoman-ধোপানী |
কতকগুলো Common noun-এর পূর্বে Masculine ও Feminine শব্দ যোগ করে যথাক্রমে Masculine Gender ও Feminine Gender তৈরী করা হয় । যেমন:
Masculine Gender | Feminine Gender |
---|---|
Boy-friend=ছেলে-বন্ধু | Girl-friend=মেয়ে-বন্ধু |
Bull-calf=এঁড়ে-বাছুর | Cow-calf=বকনা-বাছুর |
He-goat=ছাগ | She-goat=ছাগী |
He-cuckoo=মর্দা -কোকিল | She-cuckoo=মাদী-কোকিল |
Male-child=পুং-শিশু | Female-child=স্ত্রী-শিশু |
Billy-goat=পাঁঠা | Nanny-goat=পাঁঠী |
Cock-sparrow=মর্দা-চড়ূই | Hen-sparrow=মাদী-চড়ূই |
He-ass=মর্দা-গাধা | She-ass=মাদী-গাধা |
Man-servant=চাকর | Maid-servant=চাকরানী |
Male-friend=পুরুষ-বন্ধু | Female-friend=স্ত্রী-বন্ধু |
কতিপয় Common Gender-এর Masculine ও Feminine রূপ । যেমন:
Common Gender | Masculine Gender | Feminine Gender |
---|---|---|
Cat | Male cat = পুরুষ বিড়াল | Female cat = স্ত্রী বিড়াল |
Calf | Bullock =এঁড়ে বাছুড় | Heifer = বকনা বাছুড় |
Fowl | Cock =মুরগ | Hen = মুরগী |
Orphan | Boy without parents = অনাথ | Girl without parents = অনাথিনী |
Person | Man = পুরুষ | Woman = মহিলা |
Servant | Male servant = চাকর | Maid servant = চাকরানী |
Student | Male student = ছাত্র | Female student = ছাত্রী |
Teacher | Male teacher = শিক্ষক | Female teacher = শিক্ষিকা |
Child | Male child = ছেলে শিশু | Female child = মেয়ে শিশু |
Deer | Hart, Stag = পুরুষ হরিণ | Roe, Hind = স্ত্রী হরিণ |
Monarch | King, Emperor = সম্রাট | Queen, Empress = সম্রাজ্ঞী |
Parent | Father = বাবা | Mother = মা |
Pig | Boar = শুকর | Sow = শুকরী |
Spouse | Husband = স্বামী | Wife = স্ত্রী |
Sheep | Ram = ভেড়া | Ewe = ভেড়ী |
Cock | He cock = মুরগ | She cock = মুরগী |
নিম্নলিখিত Noun গুলো নিত্য Masculine Gender । এদের কোন Feminine Gender হয় না । যেমন :
Chairman = সভাপতি | Captain = অধিনায়ক | Coward = কাপুরুষ | Judge = বিচারক |
Knight = শুর / ঘোড়া | Parson = পাদ্রী | Squire = সম্ভ্রান্ত পুরুষ | Bishop = ধর্মযাজক |
নিম্নলিখিত Noun গুলো নিত্য Feminine Gender । এদের কোন Masculine Gender হয় না । যেমন :
Amazon = পুরুষভাবাপন্ন নারী | Blonde = স্বর্ণাব কেশ ও বর্ণবিশিষ্ট নারী | Brunette =কালো চুল,চক্ষু ও বর্ণবিশিষ্ট নারী |
Coquette = হালকা স্বভাবের মেয়ে | Dowager = মৃত স্বামীর খেতাব বা সম্পত্তি প্রাপ্তা নারী | Drab = নোংরা মেয়ে |
Dowdy = বাজে পোষাক পড়া মেয়ে | Flirt = ছিনাল মেয়ে | Prude = কৃতিম লজ্জাবতী |
Shrew = মুখরা নারী | Siren = ভয়ানকভাবে আকর্ষণ করে এমন মেয়ে বা কুহকিনী | Nurse = সেবিকা |
Virgin = অবিবাহিত যুবতী বা কুমারী |
কতকগুলো Noun সবর্দা Common Gender হিসেবে ব্যবহৃত হয় । যেমন:
ass =গর্দভ / গর্দভী | artist=শিল্পিী | baby=শিশু | beggar=ভিখারী / ভিখারিনী |
bird=পক্ষী / পক্ষিণী | calf=বাছুর | cat=বিড়াল / বিড়ালী | child=খোকা / খুকী |
cousin=জ্ঞাতি ভাই বোন | citizen=নাগরিক | cook=পাচক / পাচিকা | criminal=অপরাধী |
deer=হরিণ / হরিণী | doctor=ডাক্তার | enemy=শত্রু | elephant=হাতি |
friend=বন্ধু / বান্ধবী | fool=বোকা | fowl=মোরগ / মুরগী | foreigner=বিদেশী / বিদেশিনী |
foal=পুং / স্ত্রী অশ্বশাবক | goat=ছাগ / ছাগী | guest=অতিথি / অতিথিনী | infant==খোকা / খুকী |
inhabitant=অধিবাসী | librarian=গ্রন্থগারিক | lawyer=আইনজীবী | monarch=সম্রাট / সম্রাজ্ঞী |
musician=সংগীত শিল্পী | novelist=ঔপন্যাসিক | neighbour=প্রতিবেশী / প্রতিবেশিনী | orphan=অনাথ / অনাথা |
person=পুরুষ / স্ত্রীলোক | pig=শূকর / শুকরী | parent=পিতা / মাতা | professor=অধ্যাপক / অধ্যাপিকা |
lecturer=প্রভাষক / প্রভাষিকা | pupil=ছাত্র-ছাত্রী | rat=মর্দা ইঁদুর / মাদী ইঁদুর | ruler=পুং / স্ত্রী শাসক |
relation/relative=আত্মীয় / আত্মীয়া | student=ছাত্র-ছাত্রী | teacher=শিক্ষক / শিক্ষিকা | writer=লেখক / লেখিকা |
Note: Common Gender গুলো পুরুষবাচক হলে “male” এবং স্ত্রী বাচক হলে “ female” শব্দ আগে বসায়ে যথাক্রমে Masculine Gender ও Feminine Gender করা হয় ।
- কতকগুলো Noun –এর Masculine ও Feminine উভয় রূপ থাকা সত্বেও Common Gender রূপটি সচরাচর ব্যবহ্র হয় । যেমন: Bee, Cow, Duck, Horse ইত্যাদি ।
- শক্তি, তেজ, বিরাটত্ব, প্রচন্ডতা প্রভৃতির পুরুষোচিত গুণ আছে বলে মনে করা হয়, তাই এই অচেতন পর্দাথগুলোর সবর্দা Masculine Gender হয় । যেমন: Sun, death, summer, winter, war, thunder, anger, fear, time ইত্যাদি ।
- The sun sheds his beams of the rich and the poor alike.-র্সূয ধনী গরীব সবাইকে সমানভাবে কিরণ দেয় ।
- Death lays his icy hand even on kings.-মৃত্যু তার শীতল হাত রাজাকেও র্স্পশ করে ।
আবার , কোমলতা, সৌন্দর্য, সুষমা, উর্বরতা ইত্যাদি নারীসুলভ গুণবিশিষ্ট কোন কিছু এবং সুকুমার ও পবিত্র গুণাবলীকে Feminine Gender হিসেবে গণ্য করা হয় । যেমন: Peace, hope, liberty, earth, moon, mercy, modest, church, night, truth, justice, religion, nature, autumn, spring ইত্যাদি ।
- The moon gives her slivery rays at night. –চাঁদ রাতে তার সিলভার রশ্মি কিরণ দেয় ।
- Hope always cheers us with her smile. –আশা সবর্দা তার হাসিমুখে আমাদিগকে আনন্দ দেয়।
জাহাজ, ট্রেন, বিমান, দেশ প্রভৃতির নামকে Feminine Gender হিসেবে গণ্য করা হয় । যেমন:
- The ship lost all her sailors in the storm.-জাহাজটি ঝরে তার সব নাবিকদের হারিয়েছিল ।
- Bangladesh is a rich country with her Agricultural wealth.-বাংলাদেশ তার কৃষি সম্পদে একটি ধনী দেশ ।
- The Madhumati train is running at her full speed. মধুমতি ট্রেনটি তার র্পূণ গতিতে চলছে ।
- The Biman is running on her right time.-বিমানটি তার সঠিক সময়ে চলছে ।
শিশু ও ইতর প্রাণীকে Neuter Gender হিসেবে গণ্য করা হয় । যেমন:
- The child is crying for its mother.-শিশুটি তার মার জন্য কাঁদছে ।
- The mouse cut the rope by its teeth.-ইঁদুরটি তার দাত দিয়ে রশিটি কাটলো ।
Collective noun-কে Neuter Gender হিসেবে গণ্য করা হয় । অনেক সময় Collective noun জীবন্ত প্রাণ দ্বারা গঠিত হলেও খোদ দল বা সমষ্টির প্রাণ নাই, তাই এগুলো Neuter Gender হিসেবে গণ্য করা হয় । যেমন:
- The class has failed to select its captain.-শ্রেণী তার ক্যাপ্টেন র্নিবাচনে র্ব্যথ ।
- The army showed its strength.-সেনাবাহিনী তার ক্ষমতা দেখালো ।
- The jury is one in its opinion.-জুরি তার মতামতে এক ।
Material noun ও Abstract noun-কে Neuter Gender হিসেবে গণ্য করা হয় । কারণ এরা পাণহীন । যেমন:
- Iron rusts when its surface comes to wet weather.-লোহা মরিচা ধরে যখন তার পৃষ্ঠ আদ্র আবহাওয়ায় আসে ।
- Truthfulness has its own reward.- সত্যবাদিতার তার নিজস্ব পুরস্কার আছে ।
Noun-এর Gender হিসেবে তৎপরিবর্তে ব্যবহৃত pronoun-এর Gender হয়ে থাকে । যেমন:
- The boy lost his way.-শিশুটি তার পথ হারিয়েছে ।
- The girl went to her father.- বালিকাটি তার বাবার কাছে গেল ।
- The ant is famous for its industry.- পিপিলিকা তার পরিশ্রমের জন্য বিখ্যাত ।
# At a glance kinds of Gender – (এক নজরে লিঙ্গের প্রকার ):
Gender
Feminine Gender
Masculine Gender
Neuter Gender
Common Gender
“ The End”
Leave a Comment