Advance English

Clause কাকে বলে? Clause কত প্রকার ও কি কি

clause কাকে বলে

Basic Conception On Clause –( বাক্যাংশ –এর উপর মৌলিক ধারণা ):


# Definition of clause – ( বাক্যাংশের সংগা ); কোন জটিল (Complex) বা যৌগিক  ( Compound )  বাক্যের  ( Sentence ) বাক্যাংশ যাহার মধ্যে একটি কর্তা ( Subject) এবং একটি সমাপিকা ক্রিয়া (Finite verb ) থাকে , এই রকম বাক্যাংশকে ইংরেজিতে  Clause বলে ।যেমন: 

❤️Grammarly এখন ফ্রীতে Sign-up করুন

Grammarly 100 offFree Sign-up
  • I will go if you come. – আমি যাবো যদি তুমি আসো ।

Note : ইহা একটি Complex Sentence যাহার মধ্যে  দুইটি Clause আছে । যেমন: 

  • I will go = Main claus
  • If you come = Sub-ordinate claus

এবং প্রতিটি clause –এ একটি  verb ও একটি finite verb আছে । এখানে উল্রেখ্য যে , “if” হলো  Sub-ordinate conjunction. এছাড়া আরও sub-ordinate conjunction আছে । যেমন:   As, since, when, if, as if, though, as though, although, so….that, till, until, unless এবং সকল Wh words ( who, which, what, when, whose, how etc.). 

  • Karim is a teacher and his wife is a housewife.

Note: ইহা একটি Compound Sentence  বা যৌগিক  বাক্য যাহার মধ্যে দুইটি Claus আছে । যেমন : 

  • Karim is a teacher = Principal claus.
  • His wife is a housewife = Principal claus.

এবং প্রতিটি claus   একটি  verb একটি finite verb আছে এখানে উল্রেখ্য যে , “and” হলো  Coordinate ( Coordinating ) conjunction. এছাড়া আরও Coordinate ( Coordinating )  conjunction আছে । যেমন: 

  • Single Coordinate conjunction = and, but, or, for, nor, yet, so  ইত্যাদি । ইহা মনে রাখার জন্য আমরা একটি সংক্ষিপ্ত acronym ব্যবহার করতে পারি । যেমন: “ FANSBOY”. 

F=for, A= and, N= nor, S= so, B=but, O=or, Y= yet.

  • Pair co-ordinate conjunction = either….or, neither ….nor, not only…..but also, not….but, both…..and, whether…….or etc.  

# Kinds of Clause – ( বাক্যাংশের প্রকার ):  Claus প্রধানত: তিন প্রকার । যথা: 

  1. Principal clause.-( প্রধান বাক্যাংশ )
  2. Sub-ordinate clause.- ( অধীন বাক্যাংশ )
  3. Co-ordinate clause.- ( সমখন্ড বাক্যাংশ )

For example-( উদাহরণ ):

  • I will go if you come .- আমি যাবো যদি তুমি আসো । 

ইহা একটি  complex sentence বা জটিল বাক্য, , এখানে,  I will go = Principal claus

 if you come = Sub-ordinate claus.

Noteif যুক্ত  sentence-কে বা sub-ordinate conjunction যুক্ত sentence-কে sub-ordinate claus বলে ।

  • Karim is a teacher and his wife is a housewife. –করিম একজন শিক্ষক এবং তার স্ত্রী একজন গৃহিণী ।

ইহা একটি  compound sentence  যৌগিক বাক্য ) । এখানে , 

Karim is a teacher = Principal claus 

his wife is a housewife = Principal claus

and = co-ordinate conjunction.

এখানে উল্লেখ্য যে, compound sentence-এ একাধিক principal clause থাকে, কিন্তু কোন রকম sub-ordinate clause থাকে না । principal clause গুলো ‘and” বা অন্য কোন co-ordinate conjunction দ্বারা যুক্ত থাকলে, তাকে  compound sentence বলে ।

# Definition of principal clause –( প্রধান বাক্যাংশের সংগা ):


 যে clause বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করতে অন্য কোন  claus-এর উপর র্নিভর করতে হয় না , অর্থাৎ নিজেই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে , তাকে principal clause বলে ।

( A principal claus is a claus which does not depend on other claus to express the full meaning of the sentence. )

# Definition of sub-ordinate clause –( অধীন বাক্যাংশের সংগা ):


যে clause বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করতে অন্য কোন  claus-এর উপর র্নিভর করতে হয়  , অর্থাৎ নিজেই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না , তাকে sub-ordinate clause বলে ।

( A sub-ordinate claus is a claus which depends on other claus to express the full meaning of the sentence. )

# Definition of co-ordinate clause( সমখন্ড বাক্যাংশের সংগা ) :


যখন দুইটি  principal clause কোন একটি  co-ordinate conjunction দ্বারা যুক্ত হয়ে কোন compound sentence-এর পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে  co-ordinate clause বলে ।

( When two principal claus are joined by a co-ordinate conjunction ( and, or, so, for, therefore, otherwise, etc.) to express the full meaning of a compound sentence is called a co-ordinate claus. )

For example- ( উদাহরণ ):  Principal claus Vs sub-ordinate claus Vs co-ordinate claus.

 Table of Principal clause Vs sub-ordinate clause

Principal clauseSub-ordinate clause
Hamidur was the boywho was brave
Cumilla is a townwhere many old relics are found.
This is a sick babythat cries all the time.
I know the girlwho can sing well.
Bagerhat is a townwhich is situated near the Sundarbans.

Table of Principal clause Vs co-ordinate clause

Principal clauseCo-ordinate conjunctionPrincipal clause
My father is a teacherandmother is a housewife
Salma ate ricebutSelina drank milk
Satter is an officerbutRahim is a farmer
He studied wellsohe has made a good result.
Study hardoryou will fail in the exam.
Plant more treesotherwisewe will not be able to preserve our environment.

# Kinds of sub-ordinate claus – ( অধীন বাক্যাংশের প্রকার ): ইহা মূলত: তিন প্রকার । যথা

  • Noun clause –

Example: Where he lives is known to all.

  • Adjective clause.- 

Example: I know the girl who came here yesterday.

  • Adverbial claus. –

Example: I know where my friend resides in.

উপরোক্ত বাক্যগুলোতে  bold mark যুক্ত শব্দসমূহ যথাক্রমে  

known to all = noun_claus, 

who came here yesterday = adjective claus,

where my friend resides in = adverbial claus.

# Kinds of Adverbial clauses – (Adverbial clauses-এর প্রকার ): ইহা মূলত: নয় প্রকার । যথা:

  • Adverbial claus of time.

Example: They came here when they saw me.

  • Adverbial claus of place.

Example: I know where my friend resides in.

  • Adverbial claus of reason or cause.

Example: I did not go to school as I was ill.

  • Adverbial claus of effect or result.

Example:  The milk is so hot that I cannot drink it.

  • Adverbial claus of purpose.

Example: The boy studies hard so that he can make a good result in the exam.

  • Adverbial claus of condition.

Example: If you rise early, you can enjoy the fresh air.

  • Adverbial claus of manner. 

Example:  The girl talks as if she were crazy/mad.

  • Adverbial claus of comparison.

Example: Salam is as intelligent as Karim (is).

  • Adverbial claus of concession.

Example: Though the man has riches, he is unhappy.

  • Adverbial claus of Contrast.

Example: Though he got an American visa, he could not go to America.

  • Adverbial claus of Supposition.

Example: I will not go with you, even if you send me a car.

At a glance kinds of clause:

Adverbial Clause

আরো পড়ুনঃ Preposition কাকে বলে ? কত প্রকার ও কি কি

বিস্তারিত Noun clause:


# Noun clause-এর সংগা: কোন sub-ordinate clause যখন  কোন বাক্যে কোন Noun এর কাজ করে, তখন তাকে  Noun clause বলে । (When a sub-ordinate clause acts like a Noun in a sentence, it’s known as a Noun claus. )

For example- ( উদাহরণ ):

    • I know where he lives in. – 
    • Brother says that he is not afraid of speaking the truth.
    • I know who came yesterday.-
    • We read which is educative.-
    • Tell me when you will come.-
    • We heard that he was ill.
  • Note:  উপরোক্ত বাক্যসমূহে Bold Mark যুক্ত clause –কে  Noun claus বলে ।

Keep in mind-( মনে রেখো ): 

  • সাধারণত: verb-কে  “কি” বা “What”  দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে claus-টি পাওয়া যায় , তাকে Noun_clause বলে ।
  • সাধারণত: sub-ordinate conjunction  যেমন: “that” বা Relative pronoun বা Relative adverb দ্বারা Noun claus শুরু হয় ।

Note: 

  • Relative pronoun = who, which, that, what ইত্যাদি । 
  • Relative adverb = where, when, whom, why, how ইত্যাদি । 

Noun claus সবর্দা complex sentence-এ থাকে । 

বিস্তারিত Adjective Clause:


# Adjective Clause-এর সংগা: কোন  sub-ordinate claus যখন বাক্যে  Adjective-এর মত কাজ করে, তখন তাকে Adjective Clause বলে । ( When a sub-ordinate clause does function like an adjective in a sentence, it’s known as An Adjective clause.

For example-( উদাহরণ ):

  • Now I can see a bird which is flying in the sky. – 
  • I know the girl who came here yesterday. –
  • I met Mr. Kamal who is a teacher. –

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold Mark যুক্ত claus গুলো হলো Adjective claus.

Keep in mind- ( মনে রেখো ):

  • Noun claus Adjective claus উভয়ই  Relative pronoun ( who/which/what/that etc.) বা Relative adverb ( when/where/why/whom/how etc.) দ্বারা শুরু হয় ।
  • Noun claus-এর ক্ষেত্রে  Antecedent উহ্য থাকে । অন্যদিকে Adjective clause-এর ক্ষেত্রে Antecedent উহ্য থাকে না ।
  • Relative pronoun বা Relative adverb বাক্যের পূর্বে উল্লেখিত Noun বা Pronoun-কে নির্দেশ করে , তখন ইহাকে Antecedent বলে ।
  • Antecedent-এর ঠিক পরপরই Reltative pronoun বা Relative Adverb বসে ।  নিম্নের ছকের সাহায্যে  Noun claus এবং Adjective clause-এর মধ্যে পাথর্ক্য দেখানো হলো :-
Noun clause without AntecedentAdjective clause with Antecedent
I know who came yesterday.-I know the man who came yesterday.
We read which is educative.-We read the lessons which are educative.-
Tell me when you will come.-Tell me the time when you will come.-
I know where he lives.-I know the place where he lives.-
We heard that he was ill.-We heard the news that he was ill.-

Adjective clause চিনিবার উপায় সমূহ :- 

  • Adjective claus- Antecedent থাকে । যেমন:- 
  1. We helped the man ( Antecedent )who is helpless.
  2. This is a new car ( Antecedent ) which belongs to me.

Note:  উপরোক্ত বাক্যসমূহে Bold Mark যুক্ত clause সমূহ হলো Adjective claus.

  1. Adjective claus সবর্দাই Noun বা Pronoun-এর পরে বসে অর্থাৎ Antecedentএর পরে বসে ।
  2. Adjective claus সাধারণত: Relative pronoun ( who/which/what/that/but/as/who etc.) বা Relative adverb ( where/when/why/who/how etc. ) দিয়ে শুরু হয়।

Adverbial Clause -এর উপর মৌলিক ধারণা :


# Adverbial Clause-এর সংগা: Adverbial clauses বাক্যে Adverb-এর মতো কাজ করে, যাহা Verb, Adjective বা অন্য কোন Adverb-কে modify করে এবং সাধালণত: time, place, reason or caus, effect or result, purpose, condition, manner, comparison, concession, contrast ইত্যাদিকে নিদের্শ করে । (An Adverbial claus is used as an adverb to modify a verb, an adjective or another adverb in a sentence and usually denotes time, place, reason or cause, effect or result, purpose, condition, manner, comparison, concession, contrast etc. )

# Kinds of Adverbial Clause –( Adverbial Clause-এর প্রকার ): ইহা মূলত: ১১ প্রকার । যথা :

  1. Adverbial claus of time.-
  2. Adverbial claus of place
  3. Adverbial claus of reason or cause-
  4. Adverbial claus of effect or result.-
  5. Adverbial claus of purpose.-
  6. Adverbial claus of condition.-
  7. Adverbial claus of manner.-
  8. Adverbial claus of comparison.-
  9. Adverbial claus of concession.-
  10. Adverbial claus of contrast.-
  11. Ad Adverbial claus of supposition.-

আরো এমন পোষ্টঃ  Clauses: Definition, Types & Examples

#1. Details Adverbial Clause Of Time:


Adverbial clause of time – এর সংজ্ঞা : ইহা মূলত: Principal clause –এর কার্য সম্পাদনের সময়কে নিদের্শ করে । (An Adverbial claus of time denotes / modifies the time of the action of principal claus. )

Keep in mind 🙁 মনে রেখো ) :

  • when, while, till, until, since, before, after, whenever, as soon as, as long as, as quickly as, than, no sooner then, hardly….when/before, scarcely…..when ইত্যাদি conjunction দ্বারা Time claus শুরু হয়ে থাকে । অর্থাৎ Sub-ordinate conjunctions দ্বারা Adverbial claus of time শুরু হয়ে থাকে ।

For example-( উদাহরণ ):

  • As soon as we reached home, the rain started.-বাড়ীতে পৌঁছা মাত্রই বৃষ্টি শুরু হলো ।
    They came home when they saw me. – তারা বাড়ী আসিল যখন তারা আমাকে দেখলো ।
    Wait here as long as it rains. -এখানে অপেক্ষা করুন যতক্ষণ বৃষ্টি হয় ।
    Please wait here until I come back.-আমি না আসা পযর্ন্ত দয়াকরে এখানে অপেক্ষা করুন।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold Mark যুক্ত claus গুলো হলো Adverbial claus.

#2. Details On Adverbial Clause Of Place:


# Adverbial Clause Of Place –এর সংজ্ঞা : ইহা মূলত: Principal claus –এর কার্য্য সম্পাদনের স্থানকে নির্দেশ করে থাকে ।(An Adverbial claus of time denotes/modifies the place of the action of principal claus. )

Keep in mind-( মনে রেখো ): সাধারণত: where, wherever, whence ইত্যাদি Relative Adverb দিয়ে Adverbial Clause Of Place শুরু হয়ে থাকে । যেমন :
For example- ( উদাহরণ ):

  • He is allowed wherever he likes to go.- সে যেখানে যেতে চায় যেতে পারবে ।
  • I know where the girl resides in.– মেয়েটি কোথায় থাকে আমি জানি ।
  • You can go wherever you wish. – আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold Mark যুক্ত claus গুলো Adverbial Claus Of Place.

#3. Details On Adverbial Clause Of Reason or Cause:


# Adverbial Clause Of Reason or Cause – এর সংজ্ঞা : ইহা মূলত: Principal claus –এর কার্য্য সম্পাদনের কারণকে নির্দেশ করে ।
( An Adverbial clause of reason or caus denotes or modifies the reason or caus of the action of the principal clause. )

Keep in mind – ( মনে রেখো ): সাধারণত: as, since, because, that, for ইত্যাদি sub-ordinate conjunction দিয়ে Adverbial claus of reason or caus শুরু হয় ।
For example- ( উদাহরণ ):

  • As I was ill, I could not go to school.- আমি অসুস্থ থাকার কারণে স্কুলে যেতে পারি নাই ।
  • Since I was ill, I did not attend the classe. – আমি অসুস্থ থাকার কারণে ক্লাসে যোগদান করতে পারি নাই ।
  • He was absent because he was ill. –সে অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল ।
  • He was absent for he was ill.– –সে অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল ।
  • We are glad that he passed the examination.-সে পরীক্ষায় পাশ করেছে তাতেই আমরা খুশী ।
  • We could not start our journey as the weather was foul.-আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা ভ্রমণ শুরু করতে পারি নাই ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold Mark যুক্ত claus সমূহ হলো Adverbial claus of reason or cause.

# 4. Details On Adverbial Clause Of Effect or Result :


# Adverbial Clause Of Effect or Result –এর সংজ্ঞা :- ইহা মূলত: principal clause –এর কার্য্য সম্পাদনের ফলাফল-কে নির্দেশ করে থাকে ।
( An Adverbial claus of effect or result denotes or modifies the result or effect of the action of the principal clause. )

Keep in mind-( মনে রেখো ): সাধারণত: so….that, such……that ইত্যাদি co-relative conjunctions দ্বারা Adverbial Claus Of Effect or Result শুরু হয়ে থাকে ।
Structure:

  • ……such + adjective /adverb + that……
  • ……so + adjective /adverb + that……
    Note:
  • ….such + a/an + adjective + Noun + that …..

such এর পরে a/an যদি Noun থাকে ।

For example-( উদাহরণ ):

  • The milk is so hot that I cannot drink it.-দুধ এতো গরম যে পান করতে পারি না ।
  • The child is so ill that it cannot stand.-শিশুটি এতো অসুস্থ যে দাড়াতে পারে না ।
  • My grandmother is so old that she cannot walk.-আমার দাদী এতো বৃদ্ধ যে হাটতে পারে না ।
  • He is such a dishonest man that none can rely on him.-সে এমন অসৎ লোক যে কেহ তার উপর ভরসা করতে পারে না ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Claus Of Effect or Result.

# 5. Details On Adverbial Clause Of Purpose :


# Adverbial Clause Of Purpose-এর সংজ্ঞা : ইহা মূলত: principal clause-এর কার্য্যের উদ্দেশ্য বা লক্ষ্যকে নির্দেশ করে থাকে ।
( An Adverbial claus of purpose denotes / modifies the purpose of the action of principal clause. )

Keep in mind-( মনে রেখো ): সাধারণত: that, so that, in order that, lest ইত্যাদি sub-ordinate conjunctions দ্বারা Adverbial Claus Of Purpose শুরু হয়ে থাকে ।

For example-( উদাহরণ ):

  • The boy studies hard that he may make a good result.-ছেলেটি কঠোর লেখাপড়া করে যেন ভালো ফলাফল করতে পারে ।
  • He worked hard so that he might make a good result.-সে কঠোর পরিশ্রম করেছিল যেন সে ভালো ফরাফল করতে পারে ।
  • Our football team practices regularly so that it can win the final match.-আমাদে ফুটবল টীম নিয়মিত অনুশীলন করে যেন চুড়ান্ত ম্যাচে জয়লাভ করে ।
  • We walked fast in order that we could catch the train.-আমরা দ্রুত হাটলাম যেন ট্রেন ধরতে পারি ।
  • Walk fast lest you should miss the train.-দ্রুত হাটো নতুবা ট্রেন হারাবে ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Claus Of Purpose.

# 6. Details On Adverbial Clause Of Condition:


# Adverbial Clause Of Condition-এর সংজ্ঞা : ইহা মূলত: এমন কতকগুলো শর্ত সমূহ যাহার উপর principal claus –এর কার্য্যাবলী নিভর্রশীল হয়ে পড়ে । অর্থাৎ principal clause সমূহ যে সব শর্ত মেনে চলে তাকেই Adverbial Claus Of Condition বলে ।
( An Adverbial claus of condition contains some conditions on which the action of principal clause depends on.)

# Keep in mind –( মনে রেখো ): সাধারণত: if, had, provided, in case, providing that, till, until, unless, once ইত্যাদি sub-ordinate conjunctions দ্বারা Adverbial Claus Of Condition শুরু হয়ে থাকে ।
For example-( উদাহরণ ):

  • you rise early, you will enjoy the fresh air.-তুমি সকাল সকাল উঠলে টাটকা বাতাস উপভোগ করবে ।
  • Had I been a bird , I would fly in the sky.-যদি আমি পাখী হতাম তাহলে আকাশে উড়তাম ।
  • If I were a child again, I would play all day long.-আবার যদি শিশু হতাম তাহলে সারাদিন খেলাধূলা করতাম ।
  • If it rains today, I will not go to school.-যদি আজ বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাবো না ।
  • Supposing that the sun is hot, I will not go out._ যদি সূর্যের তাপ বাড়ে তাহলে আমি বাইরে যাবো না ।
  • In case it rains, I will open my umbrella.-যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা ফুটাবো ।
  • Unless you study regularly, you cannot make a good result.- যদি তুমি নিয়মিত না পড়ো তাহলে তুমি ভালো ফলাফল করতে পারো না ।
  • Please wait here until the storm stops.-ঝড় থামা না পযর্ন্ত দয়াকরে এখানে অপেক্ষা করো ।

Note: উপরোক্ত বাক্য সমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Clause Of Condition.

# Keep in mind –( মনে রেখো ): had, were, would that, should ইত্যাদি বাক্যের প্রথমে বসলে ,ইহা “if” –এর ন্যায় কাজ করে । ইহা সাধারণত: কাল্পনিক উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে ।
For example-( উদাহরণ ):

  • Should we not walk fast, we will miss the train.-যদি আমরা দ্রুত না হাটি তাহলে গাড়ী হারাবো ।
  • Had I been a bird , I would fly in the sky.-যদি আমি পাখী হতাম তাহলে আমি আকাশে উড়তাম ।
  • Were I a bird, I would fly to the U.S.A.-যদি আমি পাখী হতাম তাহলে ইউএসএ উড়ে যেতাম ।
  • Would that I were a bird, I would fly in the sky.- যদি আমি পাখী হতাম তাহলে আমি আকাশে উড়তাম ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Clause Of Condition.
# Keep in mind –( মনে রেখো ):
Imperative sentence ( 1st claus) + and + Assertive sentence (2nd claus) এইরূপ sentence দ্বারাও condition প্রকাশ হয়ে থাকে । এক্ষেত্রে 1st claus-টি Adverbial Claus Of Condition হয় এবং 2nd clause-টি principal clause হয় ।
For example-( উদাহরণ ):

  • Borrow me your pen and I will lend you my book.-তোমার কলম আমাকে ধার দাও বিনিময়ে আমি তোমাকে বই ধার দিবো ।
  • Please come to our office and we will give you necessary information.-দয়া করে তুমি আমাদের অফিসে আসো, এবং আমরা তোমাকে প্রয়োজনীয় তথ্য দিবো ।
  • See me at my office and I will give you an application form. –আমার অফিসে দেখা করো এবং আমি তোমাকে একটি দরখাস্ত দিবো ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Clause Of Condition.

# 7. Details On Adverbial Clause Of Manner :


# Adverbial Clause Of Manner-এর সংজ্ঞা : ইহা মূলত: principal clause –এর কার্য্যাবলী কোন ধরনের এবং উহা কিভাবে সম্পন্ন হয় তাহা নির্দেশ করে ।
( An Adverbial claus of manner qualifies /denotes/modifies the manner of the action of principal claus. )

Keep in mind– ( মনে রেখো ): সাধারণত: as though, as if, how, as, like, however ইত্যাদি sub-coordinate conjunctions দ্বারা Adverbial Claus Of Manner শুরু হয়ে থাকে ।

For example- ( উদাহরণ ):

  • The girl talks as if she were crazy / mad.- বালিকাটি এমনভাবে কথা বলে যেন সে পাগল ।
  • The woman speaks though she knew everything.- মহিলাটি এমনভাবে কথা বলে যেন সে সব জানে ।
  • The boy ran as though he had been crazy/mad.-বালকটি এমনভাবে দৌড়ায়ছিল যেন সে পাগল হয়ে গেছে ।
  • The man spoke as if he had known everything.- লোকটি এমনভাবে কথা বলেছিল যেন সে সব জানে ।
  • The girl can cook food like her mother does.-বালিকাটি তার মায়ের মতো রান্না করতে পারে ।
  • Follow me attentively how I do the work.-মনোযোগ সহকারে আমাকে অনুসরণ করো কিভাবে আমি কাজটি করি ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Claus Of Manner.

# 8. Details On Adverbial Clause Of Comparison:


# Adverbial Clause Of Comparison –এর সংজ্ঞা : ইহা মূলত: দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ।

Keep in mind – ( মনে রেখো ): সাধারণত: as…..as, negative…..as, than ইত্যাদি দ্বারা Adverbial Claus Of Comparison শুরু হয়ে থাকে ।

For example– ( উদাহরণ ):

  • My father is as wise as our principal (is).-আমার বাবা আমাদের অধক্ষ্যের মত জ্ঞানী ।
  • Motiur Rahman was as brave as Hamidur Rahman (was).-মতিয়র রহমান হামিদুর রহমানের মত সাহসী ছিল ।
  • Bangladesh is not so developed as Japan (is).-বাংলাদেশ জাপানের মত এতো উন্নত না ।
  • Salam was as dedicated as Barek (was).-সালাম বারেকের মত নিবেদিতপ্রাণ ছিল ।
  • Salma is as intelligent as Rahima (is).- সালমা রহিমার মত বুদ্ধিমতী ।
  • Rahman runs faster than Harun (does).-রহমান হারুনের চেয়ে দ্রুত দৌড়ায় ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Claus Of Comparison.

# 9. Details On Adverbial Clause Of Concession :


# Adverbial Clause Of Concession-এর সংজ্ঞা: ইহা মূলত: principal claus-এর কার্য্যাবলীর opposite meaning দিয়ে থাকে । (An Adverbial claus of concession denotes/modifies speech which is the opposition of the action of the principal claus. )

Keep in mind- ( মনে রেখো ): সাধারণত: though, although, even if, for all, whatever, however, whenever ইত্যাদি sub-ordinate conjunctions দ্বারা Adverbial Clause Of Concession শুরু হয়ে থাকে ।
For example –( উদাহরণ ) :

  • Though the man has riches, he is unhappy.- লোকটির অর্থ-সম্পদ থাকা সত্বেও সে অসুখী ।
  • Although our team played well, it lost the game.- যদিও আমাদের টীম ভালো খেলেছে তথাপি খেলায় হেরেছে ।
  • For all you say, the man is honest and sincere.- তোমরা সবাই বলো লোকটি সৎ এবং আন্তরিক ।
  • Even if he is unsuccessful, he is not helpless.-যদিও সে অকৃতকার্য্য কিন্তু অসহায় না ।
  • Whatever happen, we will not adopt unfair means.-যাহাই ঘটুক আমরা অসৎ উপায় অবলম্বন করবো না ।
  • Poor as he is, he is honest and sincere.- যদিও সে গরীব কিন্তু সে সৎ এবং আন্তরিক ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Claus Of Concession.

Keep in mind-( মনে রেখো ): Conjunction or Relative adverb or Relative pronoun –এর অর্থ ও প্রয়োগ ( meaning and uses ) অনুসারে Noun claus, Adjective claus বা Adverbial claus হিসেবে গণ্য হতে পারে ।
নিম্নের ছকে ইহাদের তুলনামূলক ব্যবহার দেখানো হলো –( It’s shown in the following table ):

Conjunction/Relative pronoun/Relative adverbNoun clauseAdjective clauseAdverbial clause
whereI know where he lives in.-
=আমি জানি সে কোথায থাকে ।
I know the place where he lives in.
= আমি জায়গাটা চিনি সে কোথায় থাকে ।
I will go where my friend lives in.
= আমি যাবো যেখানে আমার বন্ধু থাকে ।
whenI know when my elder brother comes.
=আমি জানি কখন আমার বড় ভাই আসে ।
I know the time when my elder brother comes.
=আমি সময়টা জানি কখন আমার বড় ভাই আসে ।
I will go when he will arrive.
=আমি যাবো যখন সে আসবে ।
whoI know who has broken the glass.
=আমি জানি কে গ্লাসটি ভেঙ্গেছে ।
I know the boy who has broken the glass.
=আমি ছেলেটাকে চিনি যে গ্লাসটি ভেঙ্গেছে ।
I will call the boy who has broken the glass.
=আমি ছেলেটিকে ডাকবো যিনি গ্লাসটি ভেঙ্গেছে ।
thatI know that the man is sincere.
=আমি জানি যে লোকটি আন্তরিক ।
I bought the book that contains many stories.
= আমি বইটি কিনেছিলাম যেটিতে অনেক গল্প আছে ।
We work hard that we may prosper in life.
=আমরা কঠোর পরিশ্রম করি যেন আমরা জীবনে উন্নতি করতে পারি ।

# 10. Details On Adverbial Clause Of Contrast:


# Adverbial Clause Of Contrast-এর সংজ্ঞা : সাধারণত: though, although, in spite of, despite, still, nevertheless, just ইত্যাদি দ্বারা যুক্ত claus-কে Adverbial Clause Of Contrast বলে ।
( An Adverbial claus of contrast denotes the clause that begins with though, although, in spite of, despite, still, nevertheless, just, it is known as an Adverbialz Claus Of Contrast. )

For example –( উদাহরণ ):

  • Although he got American visa, he could not go to America.-যদিও সে আমেরিকান ভিসা পেয়েছিল, তবুও সে আমেরিকা যেতে পারেননি ।
  • In spite of his physical problem, he joined on the sports day.-তার শারীরিক সমস্যা থাকা সত্বেও সে ক্রিয়া দিবসে যোগদান করেছিল ।
  • All the members were present in the meeting, nevertheless they were deprived.-সকল সদস্যই সভায় উপস্থিত ছিল, যদিও তারা বঞ্চিত ছিল ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Claus Of Contrast.

# 11. Details On Adverbial Clause Of Supposition :


# Adverbial Clause Of Supposition-এর সংজ্ঞা : সাধারণত: no matter, however, even though, even if ইত্যাদি দ্বারা গঠিত clause-কে Adverbial Clause Of Supposition বলে ।
( An Adverbial Clause Of Supposition denotes the clause which begins with no matter, however, even though, even if, it is known as an Adverbial Claus Of Supposition. )

For example– ( উদাহরণ ):

  • I will not go with you, even if you send me a car.-আমি তোমার সাথে যাবো না , এমনকি যদিও তুমি গাড়ী পাঠাও ।
  • No matter what you think, don’t try to get it back.-তুমি কি ভাবছো ব্যাপার না, তবে ইহা ফিরে পাবার চেষ্টা করিও না ।
  • However the old man is, he is very optimistic.-বৃদ্ধলোকটির বয়স যাহাই হোক না কেন, সে এখনও খুবই আশাবাদী ।

Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত claus সমূহ হলো Adverbial Claus Of Supposition.

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

1 Comment

Leave a Comment