Conjunction কাকে বলে
Conjunction-(সংযোজক অব্যয় ): যে সকল শব্দসমূহ বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের একটি শব্দের সাথে অন্য একটি শব্দ বা একটি বাক্যের সাথে অন্য একটি বাক্য বা একটি ক্লজের সাথে অন্য একটি ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে Conjunction-(সংযোজক অব্যয় ) বলে ।
( A conjunction is a word that joins words or sentences or clauses in a sentence )
#Keep in mind-( মনে রেখো ) : Conjunction এর র্পূণ অর্থ হলো , Con + Junction = একত্র + সংযোগ = একত্রসংযোগ ।
For example-( উদাহরণ ):
- Dipu is a boy but Mira is a girl.-
- Be attentive to lecture or leave the class.-
- Reba and Rekha are good girls.-
- I will come if you come.-
- Either you or your brother has done this work.-
- Neither you nor your parents have done this work.-
- I like not only tea but also coffee.-
- Both Rahim and Karim are guilty.-
- I don’t care whether you come or not.-
উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Conjuntion ।
💥Grammarly দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না✅ আপনি WhatsApp, Messenger -এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার, সঠিক গ্রামার এবং ভোকাবুলারি লেখার জন্য suggestions করবে Grammarly🤳 ✅ তাহলে আর দেরি কেন? ✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রীতে Sign-up করুন ! Sign up |
#Grammar explanation 🙁 গ্রামারের ব্যাখ্যা ) : উপরোক্ত বাক্যসমূহের :-
- ১ নং ও ২ নং বাক্যে যথাক্রমে but , or দ্বারা দুইটি করে বাক্য সংযোগ হয়েছে ।
- ৩ নং বাক্যে and দ্বারা দুইটি শব্দ সংযোগ হয়েছে ।
- ৪ নং বাক্যে if দ্বারা দুইটি clause সংযোগ হয়েছে । একটি principal clause এবং অন্যটি sub-ordinate clause.
- ৫ নং বাক্যে Either….. or দ্বারা দুইটি শব্দ সংযোগ হয়েছে । একটি you এবং অন্যটি your brother.
- ৬ নং বাক্যে Neither….. nor দ্বারা দুইটি শব্দ সংযোগ হয়েছে । একটি you এবং অন্যটি your parents.
- ৭ নং বাক্যে not only….. but দ্বারা দুইটি শব্দ সংযোগ হয়েছে । একটি tea এবং অন্যটি coffee.
- ৮ নং বাক্যে Both….. and দ্বারা দুইটি শব্দ সংযোগ হয়েছে । একটি Rahim এবং অন্যটি Karim.
- ৯ নং বাক্যে whether….. or দ্বারা দুইটি clause সংযোগ হয়েছে । একটি I don’t care এবং অন্যটি you come.
Kinds of conjunction
– (conjuntion এর প্রকার) ইহা মূলত: দুই প্রকার । যথা :
- Co-ordinate conjunction
- Sub-ordinate conjunction.
# Detail of conjuntion : (conjuntion এর বিস্তারিত ) :
Co-ordinate conjunction
ইহা দুই প্রকারের । যেমন:
- Single co-ordinate conjunction. যেমন: for, and, nor, but, or, yet etc. …( এগুলো মূলত: compound sentence গঠনে ব্যবহৃত হয় )
- Pair co-ordinate conjunction. যেমন: either….or, neither….nor, not only….but also, both….and, whether ….or etc…….( এইগুলো মূলত: compound sentence গঠনে ব্যবহৃত হয়।)
# Keep in mind-( মনে রেখো ) :
- Co-ordinate conjunction দ্বারা গঠিত বাক্যসমূহ সাধারণত: compound sentence হিসেবে পরিচিত ।
- Co-ordinate conjunction দ্বারা subject যুক্ত হলে , সাধারণত; দ্বিতীয় /শেষ subject অনুযায়ী verb বসে ।
Sub-ordinate conjunction
এই সকল conjunction গুলো মূলত: principal clause এবং sub-ordinate clause –কে সংযোগ করে থাকে । এখানে উল্লেখ্য যে, compound sentence বা complex sentence এর বাক্যাংশকে একেকটি clause বলে ।
For example-( উদাহরণ ) :
- I will meet you if you come here.-
- You cannot meet me now as I am with my boss.-
- He is honest though he is poor.-
- Grammar explanation: (গ্রামারের ব্যাখ্যা ) : উপরোল্লিখিত তিনটি বাক্যকে বিশ্লেষণ করখল আমরা পাই, যেমন:
- I will meet you = principal clause এবং if you come here = sub-ordinate clause.
- You cannot meet me now= principal clause এবং as I am with my boss= sub-ordinate clause.
- He is honest = principal clause এবং though he is poor = sub-ordinate clause.
- Sub-ordinate conjuntion গুলোর একটি ছক নিম্নে দেওয়া হলো :
as since if as if though as though although till until unless lest so....that so that সকল WH words : যেমন: who whose whom which what when where how
আরো পড়ুনঃ
Parts of Speech (পদ প্রকরণ) কাকে বলে? কত প্রকার ও কি কি?
বাক্যে Conjuntional phrase এর ব্যবহার
# Keep in mind-( মনে রেখো ) :
- Sub-ordinate conjuntion + 1st clause + comma + 2nd clause + full stop / 1st clause + Sub-ordinate conjuntion + 2nd clause + full stop
- Sub-ordinate conjunction দ্বারা গঠিত সকল বাক্যই হলো complex sentence.
- Conjunction যখন preposition এবং preposition যখন conjuntion হয় : যেমন :
- Str.-1: 1st clause + preposition ( ইহা মূলত: conjuntion ) + 2nd clause.
- Str.-2: Conjuntion ( এটি মূলত: preposition ) + noun /noun phrase/gerund (verb+ing).
For example-( উদাহরণ ) :
- Where do you live in ?
- Why do you angry about ?
উপরের বাক্যগুলোতে ব্যবহৃত “in” এবং “about” যেহেতু বাক্যের শেষে বসেছে সেহেতু এগুলো হলো “ adverb”.
Leave a Comment