Conjunctional phrase-এর সংজ্ঞা :
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি Conjunction-এর ন্যায় কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে । যেমন:
For example-(উদাহরণ) :
- Not only he but also his brother helped me. –শুধু সে নয়, তার ভাইও আমাকে সাহায্য করেছিল ।
- Biva as well as Eva has come. –বিভা এবং ইভা আসিয়াছে ।
- No sooner had we reached home than it began to rain. –আমরা বাড়ী পৌঁছাইতে না পৌঁছাইতে বৃষ্টি শুরু হলো ।
- He talks as if / as though he were mad. – সে এমনভাবে কথা বলে যেন সে পাগল ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Conjunctional phrase ।
যেমন:
Not only ……….but also, As well as, No sooner …..than, as if / as though ইত্যাদি ।
বাক্যে Conjunctional phrase এর ব্যবহার।
পরিচিতি : Conjunctional phrase হলো একাধিক শব্দের সমষ্টি যা বাক্যে একটি single conjunction হিসেবে কাজ করে। এখানে উল্লেখ্য যে, conjunction একাধিক clause বা বাক্যাংশকে সংযোগ করে।
সাধারণতঃ Conjunctional phrase গুলো হলো ;
* not only….but also.
* as well as.
* no sooner had….than…
* as if or as though etc.
Example with sentences:
1. NOT ONLY he BUT ALSO his brothers helped me in my rainy days….(শুধু সে নয় তাঁর ভাইগণও আমার দুর্দিনে আমাকে সাহায্য করেছিল।)
2. Biva AS WELL AS Eva came to my home yesterday….(বিভা এবং ইভা গতকাল আমার বাসায় এসেছিল।)
3. NO SOONER HAD we reached home THAN it began raining….(আমরা বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গেলো।)
4. He talks AS IF/AS THOUGH he knew everything…….(সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে।)
এখানে উপরোক্ত বাক্যগুলোতে capital letter বিশিষ্ট শব্দগুলো conjunctional phrase হিসেবে ব্যবহার করা হয়েছে যা single conjunction হিসেবে কাজ করছে।
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি?
Leave a Comment