দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না Free Sign-up / এখানে ক্লিক করুন! |
Connectors – (সংযোগকারী)
Connectors-এর সংজ্ঞা : যে সব words একটি বড় বাক্যের ভিতর দুই বা ততোধিক words, phrases বা clauses-কে সংযোগ করে তাদেরকে Connectors / Linkers / Connecting words / Linking words বলে।
( Connectors are the words that connect / Link / join two or more words, phrases or clauses together in a large sentence )
# A list of some common Connectors / Linkers / Connecting words / Linking words are furnished in a table given below:–
Connectors / Linkers / Connecting words / Linking words | Uses of Connectors / Linkers / Connecting words / Linking words |
---|---|
as well as – আরও / এবং | I as well as father am at home = আমি এবং বাবা বাড়ীতে আছি । |
with – সহ / এবং | I with my brother was reading a newspaper. =আমার ভাই সহ আমি খবরের কাগজ পড়িতেছিলাম । |
together with-সহ / এবং | Habib together with Hasan is here. =হাসান সহ হাবিব এখানে আছে । |
along with – সহ/এবং | Mohima along with Salma is here. =সালমার সাথে মহিমা এখানে আছে । |
and-এবং | I went there and found him ill. =আমি সেখানে গিয়েছিলাম এবং দেখতে পেলাম সে অসুস্থ । |
or – অথবা | Do or die. =কর না হয় মর । |
but – কিন্তু | He is poor but (he is ) honest. =সে গরীব কিন্তু সৎ । |
yet – তবুও / তথাপি | She is old yet she is working hard. =সে বৃদ্ধ তথাপি কঠোর পরিশ্রম করছে । |
therefore – কারণ/অতএব/ফলে | He got an accident, therefore he is absent. =সে দুরঘটনায় পতিত হয়েছিল তাই সে অনুপস্থিত । |
for – কারণ | He is loved everywhere for his honest, =তার সততার কারণে সে সবজায়গায় ভালবাসা পায় । |
so – কারণ / অতএব | He works hard so he is successful. =সে কঠোর পরিশ্রম করে অতএব সে কৃতকার্য । |
while – অথচ/যেখানে | I love him while he hates me. =আমি তাকে ভালবাসি অথচ সে আমাকে ঘৃণা করে । |
whereas –অথচ / যেখানে | She loves him whereas he hates her. =আমি তাকে ভালবাসি অথচ সে আমাকে ঘৃণা করে । |
when – যখন / তখন | He called me when he saw me. =সে আমাকে ডেকেছিল যখন সে আমাকে দেখেছিল । |
while - অথচ / যেখানে | Don’t run in the field while the sun is hot. =মাঠে দৌড়াও না যেখানে সূর্যের তাপ বেশী । |
as.....as – মত/ন্যায় –(হাঁ বোধক) | He is as simple as his brother (is).=সে তার ভাইয়ের মত সরল । |
whether.....not – কিনা | I don’t know whether he returns or not. =সে ফেরত আসবে কিনা আমি জানি না । |
both.....and - উভয়ই | He is both a player and a writer. =সে খেলোয়ার এবং লেখক উভয়ই । |
so .........that –এতই যে | The sun is so hot that we cannot go out. =সূর্যের তাপ এতো বেশী যে আমরা বাইরে যেতে পারি না । |
that – যাতে / যে | We eat that we may live well. = আমরা খাই যাতে আমরা ভালভাবে বেঁচে থাকি । |
so that – যাতে / যেন | He studies hard so that he can pass the exam. =সে কঠোর লেখাপড়া করে যেন পরীক্ষায় পাশ করতে পারে । |
in order that – যাতে / যেন | He worked hard in order that he could succeed. =সে কঠোর পরিশ্রম করেছিল যেন পরীক্ষায় পাশ করতে পারতো । |
until – যে পর্যন্ত না / যতক্ষণ না | Wait here until the rain stops. =বৃষ্টি থামা না পরযন্ত এখানে অপেক্ষা করো । |
till - – যে পর্যন্ত / যতক্ষণ | Wait here till father doesn’t come back. =বাবা না আসা পরযন্ত এখানে অপেক্ষা করো । |
before - আগে | We had reached school before the bell rang. =বেল বাজার আগেই আমরা স্কুলে পৌঁছিয়াছিলাম । |
after – পরে | They reached school after the bell had rang. =বেল বাজার পরেই আমরা স্কুলে পৌঁছিয়াছিলাম । |
since – যেহেতু / সেহেতু | Since he is ill, he will not go to school. =যেহেতু সে অসুস্থ, সে স্কুলে যাবে না । |
as – যেহেতু / সেহেতু | As he works hard, he will shine in life. =যেহেতু সে কঠোর পরিশ্রম করে, সে জীবনে উন্নতি করবে । |
as long as –যতক্ষণ | Wait here as long as it rains. =এখানে অপেক্ষা করো যতক্ষণ বৃষ্টি হয় । |
so......as – মত/ন্যায় ( না বোধক ) | She is not so bright as her sister. =সে তাঁর বোনের মত ততটা উজ্জ্বল না । |
so long – যতক্ষণ | Allah will help us so long we are honest. =আল্লাহ আমাদের সাহায্য করবে যতক্ষণ আমরা সৎ আছি । |
as soon as – পৌঁছতে না পৌঁছতে | As soon as we reached home, the rain started. =আমরা বাড়ীতে পৌঁছিতে না পৌঁছিতে বৃষ্টি শুরু হলো । |
no sooner.......than - – পৌঁছতে না পৌঁছতে | No sooner had we reached home than the rain started. =আমরা বাড়ীতে পৌঁছিতে না পৌঁছিতে বৃষ্টি শুরু হলো । |
scarcely ........when -– পৌঁছতে না পৌঁছতে | Scarcely had we reached home when the rain started. = আমরা বাড়ীতে পৌঁছিতে না পৌঁছিতে বৃষ্টি শুরু হলো । |
hardly.......before/when -– পৌঁছতে না পৌঁছতে | Hardly had we reached home before/when the rain started. =আমরা বাড়ীতে পৌঁছিতে না পৌঁছিতে বৃষ্টি শুরু হলো । |
but for –যদি না /তা না হলে /না করলে | But for your suggestion, I would have been unsuccessful. = তোমার পরামরশ না পেলে আমি অকৃতকারয হতাম । |
either.......or – দু “য়ের যে কোন একটি | Either Rahim or Jamil will come here. =হয় রহিম না হয় জামিল দু’জনের মধ্যে একজন আসিবে । |
neither .....nor –দু”য়ের একটিও না | Neither Helal nor Belal was present there. =হেলাল নতুবা বেলাল দু’জনের একজনও সেখানে উপস্থিত ছিল না । |
as though/as if – যেন | She talks as though/as if she were mad. =সে এমনভাবে কথা বলে যেন সে পাগল । |
unless –যদি না | Walk fast lest you should miss the train. Unless you study regularly, you will fail. =যদি না নিয়মিত লেখা পড়া করো ,তুমি অকৃতকারয হবে । |
lest – কোন কিছুর ভয়ে / আশংকায় | Walk fast lest you should miss the train. =দ্রুত হাটো নতুবা গাড়ী ধরতে পরেবে না । |
though –যদিও / তথাপি / তবুও | Though he is rich, he is unhappy. =যদিও সে ধনী তথাপি সে অসুখী । |
although –যদিও / তথাপি / তবুও | Although he is healthy, he is lazy. =যদিও সে স্বাস্থ্যবান তথাপি সে অলস । |
who –কে / যিনি | I know him who came here. =আমি তাকে চিনি যিনি এখানে এসেছিল । |
which –কোনটি /যেটি | Cumilla is a town which is historical. =কুমিল্লা একটি শহর যেটি ঐতিহাসিক । |
what – কি/যাহা | What he says is true. =সে যাহা বলে তা সত্য । |
whom- কাকে /যাকে | I know the woman whom I met yesterday. =আমি মহিলাটিকে চিনি যার সাথে গতকাল আমি সাক্ষাৎ করেছিলাম । |
where – কোথায় /যেথায় | I know the place where he works. =আমি জায়গাটি চিনি যেথায় সে কাজ করে । |
when –কখন /যখন | I know the time when he comes here. =আমি সময়টি জানি কখন সে এখানে আসে । |
how – কিভাবে /যেভাবে | I know the way how to solve it. =আমি নিয়মটি জানি কিভাবে সমাধান করতে হয় । |
why – কেন | I don’t know why he left the place. =আমি জানি না কেন সে জায়গাটি ত্যাগ করলো । |
whatever – যাহাই হোক | You can do anything whatever you like. =তোমার মনে যাহা চায় তাহাই তুমি করতে পারো । |
whenever - যখনই | You can go whenever you wish. =যখনই তোমার মনে চায় তুমি যেতে পারো । |
Free Sign-up / এখানে ক্লিক করুন! |
Details of The Rules of uses of some Connectors /Linkers/Connecting words/Linking words. |
Rule-1 : And = এবং
Note: দুটো সমজাতীয় words /phrases/clauses –কে Coordinating conjunction দ্বারা যুক্ত করা হয় । “And” হলো coordinating conjunction । যেমন;
For example:
- You and I will visit my uncle’s house.
- We went there and found him reading.
- He can read and write well.
- He came here and told me this.
Rule-2: Or = অথবা / নতুবা
Note: “ Or” দ্বারা দু’টি বিপরিতমূখী অরথ প্রকাশ করে এমন দু’টি principal clause-কে সংযুক্ত করে । “Or” হলো Co-ordination conjunction । যেমন:
For example:
- Move or die.
- Do or die.
- Read regularly or you will fail.
- Study hard or you will be unsuccessful.
Rule-3 : But = কিন্তু
Note: “But” বিপরিতধর্মী অর্থ প্রকাশ করে , এমন দু’টো Principal clause-কে সংযুক্ত করে । “But” হলো একটি coordinating conjunction, ইহা compound sentence-ও গঠন করে । যেমন:
For example:
- He is poor but honest.
- He was poor but he was honest.
- He is rich but unhappy.
- He is rich but he is unhappy.
- He is poor but he does not take any bribes.
Rule-4: “Because” = কারণ
Note: “Because” sub-ordinating conjunction হিসেবে ব্যবহার হয় ।
ইহা complex sentence গঠন করে ।
”Because” কারণযুক্ত clause-এর আগে বসে ।
ইহা সব সময় বাক্যের মাঝে বসে । যেমন:
For example:
- He succeeded because he worked hard.
- He can shine in life because he is honest.
- He did not do well in the exam. because he was irregular to school.
- He won the first prize because he practised well.
- He did well in the exam. because he studied well.
Rule-5: While = যখন / যেখানে / অথচ
Note: While শব্দটি “যখন” অরথ প্রকাশ করে তখন ইহা sub-ordination conjunction হিসেবে কাজ করে এবং বাক্যটি complex sentence হয় ।
যখন while শব্দটি ”অথচ” অর্থ প্রকাশ করে তখন ইহা Coordinating conjunction হিসেবে কাজ করে এবং বাক্যটি Compound sentence হয় । যেমন:
For example:
- Don’t run while (যখন) it rains. ..(Complex sentence).
- Don’t disturb him while (যখন) he sleeps…..(Complex sentence).
- I was fishing while (যখন) it was raining…..(Complex sentence) .
- I help the boy while (অথচ) he hates me……(Compound sentence).
- I respect the woman while (অথচ) she dislikes me……(Compound sentence).
- Bashir is regular while (অথচ) his brother is irregular…….(Compound sentence).
Rule-6 : So that : যেন / যাতে
Note:
- “So that” হলো Sub-ordinate conjunction.
- উদ্দেশ্য বুঝাতে “ So that” conjunction-টি Sub-ordinate clause –এর আগে বসে এবং অন্য clause-টি principal clause হয় ।
- “So that” conjunction-টি সব সময় দু’টি clause ( Sub-ordinate and principal clause) –এর মাঝে বসে ।
- ইহা complex sentence গঠন করে ।
Structure:
- Present tense + so that + subject + can / may + Base form verb (V1)….
- Past tense + so that + subject + could / might + Base form verb (V1)…
N.B : প্রথম subject –টি Noun হলে , “so that” –এর পরের subject-টি প্রথম Noun-টির pronoun হয় ( যদি subject দু’টো একই হয় ।
For example:
- We study hard so that we can make a good result…..(Structure-1).
- The man works hard so that he may lead a happy life…..(Structure-1)
- The boy walks fast so that he can reach school at right time…..(Structure-1)
- The boy worked hard so that he might succeed in life…(Structure-2).
- They studied hard so that they could make a good result….(Structure-2).
Rule-7 : That = যেন / যাতে
Note:
- “That” হলো sub-ordinate conjunction.
- উদ্দেশ্য বুঝাতে “that” conjunction-টি Sub-ordinate clause –এর আগে বসে এবং অন্য clause-টি principal clause হয় ।
- “ that” conjunction-টি সব সময় দু’টি clause ( Sub-ordinate and principal clause) –এর মাঝে বসে ।
- ইহা complex sentence গঠন করে ।
Structure:
- Present tense + that + subject + can / may + Base form verb (V1)….
- Past tense + that + subject + could / might + Base form verb (V1)…
N.B : প্রথম subject –টি Noun হলে , “that” –এর পরের subject-টি প্রথম Noun-টির pronoun হয় ( যদি subject দু’টো একই হয় ।
For example:
- We study hard that we can make a good result…..(Structure-1).
- The man works hard that he may lead a happy life…..(Structure-1)
- The boy walks fast that he can reach school at right time…..(Structure-1)
- The boy worked hard that he might succeed in life….(Structure-2).
- They studied hard that they could make a good result….(Structure-2).
Rule-8: In order that = যাতে / যেন
Note:
- “In order that” হলো Sub-ordinate conjunction.
- উদ্দেশ্য বুঝাতে “in order that” conjunction-টি Sub-ordinate clause –এর আগে বসে এবং অন্য clause-টি principal clause হয় ।
- “ in order that” conjunction-টি সব সময় দু’টি clause ( Sub-ordinate and principal clause) –এর মাঝে বসে ।
- ইহা complex sentence গঠন করে ।
Structure:
- Present tense +in order that + subject + can / may + Base form verb (V1)….
- Past tense +in order that + subject + could / might + Base form verb (V1)…
N.B : প্রথম subject –টি Noun হলে , “that” –এর পরের subject-টি প্রথম Noun-টির pronoun হয় ( যদি subject দু’টো একই হয় ।
For example:
- We study hard in order that we can make a good result…..(Structure-1).
- The man works hard in order that he may lead a happy life…..(Structure-1)
- The boy walks fast in order that he can reach school at right time…..(Structure-1)
- The boy worked hard in order that he might succeed in life…(Structure-2).
- They studied hard in order that they could make a good result…(Structure-2).
Rule-9 : “so…..that” = এতই…………. যে
Note:
- “so ……..that হলো co-relative conjunction.
- “so…….that”-এর মাঝে Adjective বা Adverb বসে ।
- ”so…..that” Co-relative conjunction-টি Complex sentence গঠন করে ।
- প্রদত্ত adjective-টি দিয়ে subject-এর ভাল দিক বুঝালে “so….that”-এর পরে হাঁবোধক clause হয় । কখনও না-বোধক clause হবে না । কিন্তু যদি মন্দ দিক বুঝায় তাহলে না-বোধক clause হয়।
Structure :
- ………so +adjective + that + subject + can/may/could/might + Base form verb (V1).
- ………..so + adjective + that + subject + can/may/could/might + not + Base form verb (V1).
For example:
- The man was so ill that he could not stand well……( মন্দ দিক )
- The sailors’ throats were so dry that they could not speak……… ( মন্দ দিক )
- He is so strong that he can fight well………( ভাল দিক )
- He is so rich that he can help you easily……….( ভাল দিক )
Rule-10: “too ……..to + verb” = এতই না ।
“too………to” = এতই না ।
“too……+ for + to + verb” = এতই না ।
“ too………+for + Noun + to + verb” = এতই না ।
Note:
- “too…….to” দিয়ে “না-বোধক” অর্থ /meaning প্রকাশ করে ।
- ”too……..to” +V1 দিয়ে simple tense গঠন হয় ।
- “too ……..to” এর মাঝখানে adjective /adverb বসে ।
- এই structure দিয়ে simple sentence গঠন হয় ।
Structure: subject + verb + too + adjective/adverb + to + Base form verb (V1).
For example:
- The old woman was too weak to speak well.
- The man was too dishonest to speak the truth.
- The problem is too difficult for me to solve easily.
Rule-11: “as well as “ = আরও / এবং ।
Note:
- “as well as “ conjunction-টি “and” এর মত অর্থ প্রকাশ করে ।
- ”as well as” সমগোত্রীয় word-কে যুক্ত করে ।
- Noun +as well as + Noun হয় ।
- Pronoun + as well as + Pronoun হয় ।
Structure:
- Noun + as well as + Noun + verb (as per tense).
- Pronoun + as well as + Pronoun + verb (as per tense).
- Subject + verb (as per tense) + Noun + as well as + Noun.
- Subject + verb (as per tense) + pronoun + as well as + pronoun.
For example:
- I as well as my brothers am going to school.
- She as well as her friends is talking to one another.
- I talked to Morium as well as her mother.
- I met her as well as her sister.
Rule-12 : “No sooner …..than” = পৌঁছতে না পৌঁছতে
“Scarcely………..when ” = পৌঁছতে না পৌঁছতে
“Hardly……….when/before “ = পৌঁছতে না পৌঁছতে
Note:
- উপরের তিনটিই Co-relative conjunctions.
- এরা একই অর্থ প্রকাশ করে ।
- এই তিন conjunctions.-ই complex sentence গঠন করে ।
- এই জাতীয় conjunctions গুলো নিম্নলিখিত অর্থ প্রকাশ করে থাকে । যেমন:
- যেতে না যেতে
- দেখতে না দেখতে
- পৌঁছতে না পৌঁছতে
- শোনতে না শোনতে
- খেতে না খেতে
- বাজতে না বাজতে
- শুরু হতে না হতে
- শেষ হতে না হতে ইত্যাদি ।
Structure:
- No sooner had + subject + verb pp (V3) + than + past indefinite tense.
- Scarcely had + subject + verb pp (V3) + when + past indefinite tense.
- Hardly had + subject + verb pp (V3) + when/before + past indefinite tense.
For example:
- No sooner had I reached school than the bell rang.
- Scarcely had we reached home when the rain started.
- Hardly had the bell rung when/before I reached school.
Rule-13 : “As if” = যেন
“As though” = যেন
Note:
- উপরের দু’টো Conjunctions-ই অবাস্তব অর্থ প্রকাশ করে থাকে ।উপরের দু’টো Conjunctions দিয়ে Complex sentence গঠন করা হয়ে থাকে ।
- উপরের দু’টো Conjunctions-ই Sub-ordinate conjunctions.
Structure:
- Present indefinite tense + as if + subject + were ( to be verb হলে )
- Present indefinite tense + as if + subject + V2 ( to be verb না হলে )
- Present indefinite tense + as though + subject + were ( to be verb হলে )
- Present indefinite tense + as though + subject + V2 ( to be verb না হলে )
- Past indefinite tense + as if + past perfect tense.
- Past indefinite tense + as though + past perfect tense.
For example:
- The woman talks as if she were mad.
- The woman talks as if she knew everything.
- The woman talks as though she were mad.
- The woman talks as though she knew everything.
- The boy ran in the sun as if he had been mad.
- The girl talked as though she had known everything.
Rule-14: It is time = এটাই সময়
It is high time = এটাই উপযুক্ত সময়
Note:
- আর বিলম্ব না করে এখনই কোন কাজ করা উচিৎ বুঝাতে It is time বা It is high time ব্যবহৃত হয়ে থাকে।
Structure:
- It is time + subject + V2 +……
- It is high time + subject + V2 +…….
For example:
- It is time we removed illiteracy from the society.
- It is high time we protested against injustice.
- It is time / It is high time we nursed the cyclone-affected people.
Rule-15 : Had sooner = তবুও / বরং
Had better =তবুও / বরং
Had rather =তবুও / বরং
Note:
- Had sooner, Had better, Had rather এই তিনটি শব্দ হচ্ছে Defective Auxiliary verb বা Modals (পঙ্গু verb ) ।
- অধিকতর গুরুত্ব বা জোর প্রকাশ করতে এই Defective Auxiliary verb ব্যবহার করা হয় ।
- এই তিনটি verb-এর পর “to” বিহীন verb বা Bare Infinitive বসে ।
Structure: subject + had sooner/had better/ had rather + Bare infinitive (V1) + …….
For example:
- You had better go home.
- You had sooner go home.
- You had rather see your ailing mother.
Rule-16 : Would sooner = তবুও / বরং
Would better = তবুও / বরং
Would rather = তবুও / বরং
Note:
- Would sooner / would better / would rather এই তিনটি শব্দ হচ্ছে Defective Auxiliary verbs / Modals ( পঙ্গু verb) ।
- দু’টো কাজের মধ্যে একটি কাজকে বেশী গুরুত্ব বা জোর প্রকাশ করতে এই Defective Auxiliary verbs / Modals ( পঙ্গু verb) ব্যবহার করা হয় ।
Structure:
- Subject + would sooner/would better/ would rather + Bare infinitive (V1) + than + Bare infinitive (V1).
- Subject + would sooner/would better/ would rather + Bare infinitive (V1) + than + Noun.
For example:
- We would rather visit the flood-affected area than visit the sea beach.
- We would rather die than beg.
- I would sooner drink tea than coffee.
- You would better go home than school.
Rule -17 : Though = যদিও / তবুও / তথাপি
Although = যদিও / তবুও / তথাপি
Note:
- Though / although এগুলো হচ্ছে Sub-ordinate conjunctions.
- Though / although এগুলো complex sentence গঠন করে থাকে ।
- Though / although এগুলো দিয়ে বিপরীত অর্থ প্রকাশ করে এমন clause গঠন করতে ব্যবহৃত হয় ।
For example:
- Though he is poor, he is honest.
- Although he is rich, he is unhappy.
- Though the weather was foul, we did not stop our work.
- Although he is hard up, he does not take bribe.
Rule-18: Since = যেহেতু / সেহেতু
AS = যেহেতু / সেহেতু
Note:
- Since / As এগুলো হচ্ছে Sub-ordinate conjunctions এবং এরা একই অর্থ প্রকাশ করে ।
- Since / As এগুলো দিয়ে complex sentence গঠন করা হয়ে থাকে ।
- দু’টো clause –এর মধ্যে যে clause-টি দ্বারা কারণ বুঝায়, উহার আগে Since / As বসে ।
For example:
- Since I got an accident, I could not attend the meeting.
- I could not go to school yesterday since I was ill.
- The boy was rewarded as he was truthful/honest.
- She has caught cold since/as she got wet in the rain water.
Rule-19 : Until = যে পযর্ন্ত না
Till = যে পযর্ন্ত
Note:
- Until / Till এগুলো হচ্ছে Sub-ordinate conjunctions.
- Until / Till এগুলো দিয়ে complex sentence গঠন করা হয়ে থাকে ।
- শর্ত প্রকাশ করতে Until / Till এগুলো ব্যবহার করা হয়ে থাকে ।
- Until / Till এগুলো conditional clause-এর আগে বসে ।
- Until / Till এগুলো না-বোধক অর্থ প্রকাশ করে ।
- Until / Till যুক্ত clause-এ not/no বসে না, কারণ এগুলো নিজেরাই না-বোধক শব্দ ।
For example:
- Wait here until the rain stops.
- Stay here until the storm stops.
- Wait here till the rain stops.
- Play in the field till the sun sets.
Rule-20: So much…….that = এত বেশী পরিমাণ
So many ……..that = এত বেশী সংখ্যক
Note:
- So much ……that = Uncountable noun-এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ।
- So many ……..that = Countable noun-এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ।
Structure:
- …..So much + uncountable noun + that + ……..
- ……So many + countable noun + that + …..
For example:
- He has so much intelligence that he can face any odd situation.
- There are so many stars in the sky that one can count them.
- I have so much money that I can buy a motorbike any time.
- There are so many birds that we can count it exactly.
Rule-21: As long as = যতক্ষণ / যতক্ষণ পযর্ন্ত না
So long = যতক্ষণ / যতক্ষণ পযর্ন্ত না
Note:
- As long as / So long এগুলো হচ্ছে Sub-ordinate conjunctions.
- As long as / So long এগুলো complex sentence গঠন করে ।
For example:
- Allah will bless us as long as our proposal is honest.
- Allah will help you so long you are truthful.
- Allah helps a man so long he is honest.
- Wait here as long as it rains.
Rule-22 : Unless = যদি না
Note:
- “Unless” negative অর্থ প্রকাশ করে ।
- “Unless” হলো sub-ordinate conjunction.
- “Unless” conjunction –টি complex sentence গঠন করে থাকে ।
- Conditional clause-এর আগে “Unless” বসে ।
For example:
- Unless you labour hard, you cannot change/alter your lot.
- Unless you work hard, you cannot improve your poor condition.
- I will be anxious unless you phone me.
- You cannot go to bed unless you finish your homework.
Rule-23: Lest = এই ভয়ে যে
Note:
- “Lest” হলো sub-ordinate conjunction.
- “Lest” দিয়ে complex sentence গঠন করা যায় ।
- যে sub-ordinate clause-এ ভয়ের/বিপদের/ক্ষতির আশঙ্কা থাকে উহার আগে “Lest” conjunction-টি বসে ।
- “Lest” না-বোধক অর্থ প্রকাশ করে থাকে ।
- “Lest” যুক্ত clause-এ কখনও No/Not বসে না ।
Structure: Principal clause + lest + subject + should / might+ Base form verb (V1) + object/extension.
Example:
- The man is walking fast lest he should miss the train.
- The students are very attentive to their study lest they might fail in the exam.
- Walk fast lest you should miss the class.
- Drink arsenic-uncontaminated water lest you might fall ill.
Rule-24: Wish / Fancy = কাল্পনিক ইচ্ছা প্রকাশ করা
Note:
- Wish / Fancy –এর পর verb-এর past form (V2) হয় ।
Structure: I wish /Fancy + subject + V2 + object /extension.
For example :
- I wish I flew in the sky.
- I wish I had the wings of a dove.
- I wish I were the Prime Minister of Bangladesh.
Rule-25: Such / The same = এইরূপ / একই
Note:
- Relative pronoun –হিসেবে “As” সবর্দা the same, such, as many, as much as, so পরে বসে ।
- ………The same + Noun + As (Relative pronoun).
Structure:
- …………such + noun + as +……..
- ………..the same + noun + as +……..
- …………only + noun + as +……..
- ……….as many + noun + as +…..
- ……….as much + noun + as +……..
For example:
- I want such boys as laborious.
- This is the same book as I have lost.
- This is the same book as contains interesting stories.
Rule-26: As soon as = যত তাড়াতাড়ি /কোন কিছু হতে না হতেই
Note:
- “As soon as” হচ্ছে sub-ordinate conjunction.
- “As soon as” দিয়ে complex sentence গঠন করা হয়ে থাকে ।
- “As soon as” দিয়ে নিম্নলিখিত অর্থ প্রকাশ পায় । যেমন:
- শুনতে না শুনতেই
- দেখতে না দেখতেই
- পৌঁছতে না পৌঁছতেই
- বাজতে না বাজতেই
- পড়তে না পড়তেই
- শেষ হতে না হতেই
- আসতে না আসতেই
- যেতে না যেতেই ইত্যাদি ।
- “As soon as” দ্বারা যুক্ত দু’টো clause-ই (Principal and sub-ordinate ) সাধারণত: past indefinite tense হয় ।
Structure:
- As soon as + past tense + past tense
- Past tense + as soon as + past tense
For example:
- As soon as the hunter aimed at the dove, it flew away.
- As soon as the deer saw the hunter, it ran away.
- The train left the station as soon as we reached the station.
- The game started as soon as we reached the playground.
Rule-27 : Provided / providing that / provided that = যদি / তবেও / তাতেও
Note:
- Provided / providing that / provided that –এগুলো হচ্ছে sub-ordinate conjunctions.
- Provided / providing that / provided that –এগুলো দিয়ে complex sentence গঠন করা হয়ে থাকে ।
- Provided / providing that / provided that –এগুলো যদি/If -এর ন্যায় কাজ করে থাকে বা অর্থ প্রকাশ করে থাকে ।
- Provided / providing that / provided that সবর্দা দু’টো clause-এর মাঝখানে বসে । তবে sub-ordinate clause –আগে বসে ।
- এই সকল conjunction দিয়ে conditional sentence শুরু হয়ে থাকে ।
Structure:
- Future tense + provided (যদি) + present tense .
- Future tense + providing that (যদি) + present tense .
- Future tense + provided that (যদি) + present tense .
For example:
- We will start our journey provided it does not rain.
- The game will start in time provided the sky is clear.
- The plane will take off provided that the weather is fine.
- You will prosper in life providing that you do not kill your time in vain.
Rule-28 : Would that / I wish = অসম্ভব ইচ্ছা বা কাল্পনিক ইচ্ছা
Note:
- I wish that + I were ( to be verb হলে )
- I wish that + main verb এর past form (V2).
- Would that + subject + were ( to be verb হলে )
- Would that + subject + main verb এর past form (V2).
For example:
- I wish I were a Prime Minister.
- I wish I had the wings of a bird.
- Would that my father was alive.
- Would that I flew like a bird in the sky
“The End of the connectors part”
Leave a Comment