Writing

একটি আদর্শ মানের CV লেখার নিয়ম ২০২৪

একটি আদর্শ মানের CV লেখার

CV  Writing-(জীবন বৃত্তান্ত লিখন )


Introduction-(পরিচিতি বা সূচনা ): 
CV = Curriculum vitae (British term).  অন্যকথায় CV-কে Resume বলা হয়ে থাকে (American term) ।
CV  বা Resume লেখার ক্ষেত্রে অবশ্যই Cover letter ষংযোজন করতে হবে ।

Cover letter : Cover letter-এর মূলত: চারটি অংশ থাকে । যেমন:

প্রথম অংশ :  সম্বোধনের পর এই অংশে চাকরি সংক্রন্ত তথ্যাবলীর উৎস এবং লেখার উদ্দেশ্য উল্লেখ করতে হবে ।
দ্বিতীয় অংশ : এই অংশে Applicant বা প্রার্থীর্ চাকরির সংগে সম্পর্কিত তথ্যগুলো প্রাসঙ্গিক কিনা  তা লেখতে হবে বা বলতে হবে ।
তৃতীয় অংশ : কেন একজন প্রার্থী উল্লেখিত চাকরটি পেতে ইচ্ছুক  তার উপর ভিত্তি করে কিছু লেখতে হবে ।
চতুর্থ অংশ : এই অংশে প্রার্থী  সাক্ষাৎকারের আণায় একটি request (অনুরোধমূলক ) বাক্য লেখে শেষ করতে হবে ।

একটি আদর্শ মানের  CV লেখার নমুনা নিচে দেওয়া হলো :-


20-02-2024 / 20th January 2024
The Secretary
Managing committee
C.S.C Dhaka
Subject : Application for the post of …………………………(যে চাকরি তার নাম )
Sir,
With reference to the advertisement published on 15-02-2024 in “The Daily Star” for appointment to a post of …………………(যে চাকরি তার নাম ) in your school/college/institution under you.  I beg to offer myself as one of the candidates for the post and I furnish the following particulars fo your sympathetic consideration.
I hope that you will give me an opportunity to prove my competence for the post.
Yours obediently
Md. A

 

 

CURRICULUM VITAE
  • Name : Md. A
  • Father’s name : Md. X
  • Mother’s name : Mrs Y
  • Permanent address: 3/6 Puran Thana Road, Dhaka.
  • Present address: Matihar, Kazla, Rajshahi.
  • Date of birth: 01-01-2000
  • Nationality: Bangladeshi ( By birth).
  • Religion: Islam (Sunni).
  • Marital status: Single
  • Mobile number: 01722-******
  • Academic Qualification:
Name of Exam.Year of passingBoard/UniversityREsult/GPA
S.S.C2010Rajshahi Board5.00
H.S.C2012Rajshahi Board5.00
B.A Hons.2016Rajshahi University2nd class
M.A in English2017Rajshahi University2nd class
  • Experience : 3 years experience as an Assistant Teacher / Lecturer/  in X school/college/institution.
  • Reference: 1. Prof. Md. Zakir
     Rajshahi University
     Phone: o1722635423
2. Prof. Reza Chowdhury
     Rajshahi College
    Phone: 01723665422
  • Attachment : (i) Photocopies of all certificates. (ii) Passport size photo 2 copies.
N.B : উল্লেখ্য, Experience (12 no) and Reference (13 No) C.V লেখার ক্ষেত্রে বাধ্যতামূলক শর্ত নয় ।

Leave a Comment