Spoken English

২০টি প্রতিদিনের প্রয়োজনীয় ইংরেজি বাক্য

২০টি প্রতিদিনের প্রয়োজ

কেউ কেমন আছে জিজ্ঞেস করতে চাইলে যা বলবেন:

ইংরেজিতে কী বলবেন

  1. What’s up? ————————- এটি বেশ informal. স্বাভাবিক informal situation এ এটি ব্যবহার করতে পারেন।
  2. How’s it going? ————————- যাবতীয় কিছু কেমন চলছে জানতে।
  3. How’s everything? ————————- যাবতীয় সবকিছু কেমন চলছে?

কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, জবাবে যা বলবেন:

ইংরেজিতে কী বলবেন
4. I’m fine, thanks. How are you? ———– আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন?
5. Pretty good. ————————- বেশ ভালো, যদি মেজাজ বেশ ভালো থাকে।
6. Not so good really. ————————- তেমন ভালো না, যদি মুড খারাপ থাকে।


কৃতজ্ঞতা জানানোর জন্য যা বলতে পারেন:

ইংরেজিতে কী বলবেন
7. I’m really grateful. ————————- আমি সত্যিই কৃতজ্ঞ।
8. I can’t thank you enough. ————————- আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।
9. I owe you one! ————————- আমি আপনার কাছে ঋণী।


Welcome জানানোর জন্য যা বলতে পারেন:

ইংরেজিতে কী বলবেন
10. You’re most welcome! ————————- আপনাকে অশেষ স্বাগতম!
11. Anytime! ————————- যখনই প্রয়োজন, যেকোনো সময় আমাকে বলুন।
12. My pleasure! ————————- এটি আমার আনন্দের বিষয়।

কিছু না জানলে যা বলবেন:

ইংরেজিতে কী বলবেন
13. No idea. ————————- জানি, আপনার জানা নেই।
14. No clue. ————————- এটি আপনার জানা নেই অর্থে ব্যবহার হয়।


সমমতি প্রকাশ করতে যা বলবেন:

ইংরেজিতে কী বলবেন
15. That’s so true. ——————- এটা একদম সত্যি।
16. I couldn’t agree more. ——————- মানে, এর চেয়ে বেশি একমত হওয়া আসলে আর সম্ভব না।


মতভেদ প্রকাশ করতে যা বলবেন:

ইংরেজিতে কী বলবেন
17. Not necessarily. ——————- জরুরি না যে, এটা এমনই হবে।
18. I couldn’t disagree more. ——————- আমি আপনার সাথে এত কম একমত যে, এর চেয়ে কম একমত হওয়া সম্ভব না।


Goodbye বলার সময় যা বলতে পারেন:

ইংরেজিতে কী বলবেন
19. I must take off. ——————- আমাকে যেতে হবে।
20. Speak to you soon! ——————- আবার কথা হবে।

আরো পড়ুনঃ Basic English grammars

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment