দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না Free Sign-up / এখানে ক্লিক করুন! |
Embedded Question and Its Details-( বাক্যের ভিতরে প্রশ্ন / সম্প্রসারিত প্রশ্নবাক্য এবং বিস্তারিত )
Embedded Question-এর সংজ্ঞা : একটি complex sentence-এর ভিতরে প্রম্ন করার ধরন বা নিয়মকেই Embedded Question বলে। যেমন:
- Can you tell me when you will come?
Note: এইটি একটি complex sentence, এখানে দুইটি clause আছে । একটি principal clause = Can you tell me? এবং অন্যটি sub-ordinate clause = when you will come. এখানে উল্লেখ্য যে, main clause-কে প্রশ্ন করা যাবে, কিন্তু sub-ordinate clause –কে প্রশ্ন করা যাবে না ।
For example-( উদাহরন) :
Incorrect question : Can you tell me when will you come? ( এখানে উভয় বাক্যকে প্রশ্ন করা হয়েছে যা নঠিক না )
Correct question : Can you tell me when you will come? ( এখানে শুধু মাত্র main clause-কে প্রশ্ন করা হয়েছে । )
Free Sign-up / এখানে ক্লিক করুন! |
# Keep in mind: Embedded question –এর তিনটি বেশিষ্ট্য আছে । যেমন:
- Embedded question –কে complex sentence-এর ভিতরেই করতে হবে।
- Embedded sentence / complex sentence-এর ভিতর দুইটি clause থাকে , একটি principal clause এবং অন্যটি sub-ordinate clause ।
- Principal clause ছাড়া অন্য কোন sentence-কে প্রশ্ন করা যাবে না।
# Structure : Interrogative sentence + assertive sentence + question mark.
Note: Interrogative sentence = Principal clause, Assertive sentence = Sub-ordinate clause.
# Some more example-(আরও কিছু উদাহরণ ):
Incorrect: Do you know what is his problem? =
Correct: Do you know what his problem is? = তুমি কি জানো তার সমস্যা কি ?
Incorrect: Can you tell me what is your problem?
Correct: Can you tell me what your problem is ? =তুমি কি বলতে পারো তুমার সমস্যাটি কি ?
Incorrect: Can anybody tell me how tall is she?
Correct: Can anybody tell me how tall she is? = কেউ/কেহ কি বলতে পারো /পারেন সে কত লম্বা?
# Keep in mind:
- Embedded question-এ sub-ordinate clause-এর Wh. words গুলো যেমন: what, why, when, who, where, which, how ইত্যাদি conjunction হিসেবে ব্যবহার হয় ।
- Embedded question-এর প্রশ্নবোধক চিহ্ন sub-ordinate clause এর পরে বসে।
# Exception –(ব্যতিক্রম) : Embedded question –এর নিয়ম ছাড়াও আরও কয়েকটি নিয়মে Embedded question গঠিত হতে পারে । যদিও সেগুলো দেখতে Embedded question-এর মতই, কিন্তু বাস্তবে Embedded question না । এইধরনের Embedded question দুই ধরনের হয়ে থাকে । যেমন:
- Imperative sentence যোগে Embedded sentence .
- Assertive sentence যোগে Embedded sentence.
আরো পড়ুনঃ Advanced English Grammar all topics
# Details:
Imperative sentence যোগে Embedded sentence.
Structure: Imperative sentence + sub-ordinate clause + full stop.
For example:
Incorrect: Tell me how are you?
Correct : Tell me how you are. = আমাকে বলো তুমি কেমন/যেমন আছো ।
লক্ষণীয় : উপরে উল্লেখিত incorrect বাক্যটি দেখলে মনেই হবে না যে বাক্যটি ভূল আছে । ইহা দেখতে Embedded question sentence –এর মতই, কিন্তু বাস্তবে তা নয় । উপরে উল্লেখিত correct বাক্যটি Structure : Imperative sentence + sub-ordinate clause + full stop.-কে মেনে চলেছে । এখানে “how” word-টি conjunction হিসেবে কাজ করছে । এধরনের বাক্যের শেষে কোন প্রশ্নবোধক চিহ্ন থাকে না ।
# Some more example –( আরও কিছু উদাহরণ ):
Incorrect: Explain why did you go there?
Correct: Explain why you went there. = ব্যাখ্যা করো যেজন্য তুমি সেখানে গিয়েছিলে ।
Incorrect: Tell me what is he doing?
Correct: Tell me what he is doing. =আমাকে বলো সে যাহা করছে ।
লক্ষণীয় : উপরে উল্লেখিত correct বাক্যগুলো Structure : Imperative sentence + sub-ordinate clause + full stop. নিয়মটি মেনে চলেছে ।32
- Assertive Sentence যোগে Embedded Sentence:
Structure: Assertive sentence + sub-ordinate clause + full stop
For example:
Incorrect: I asked him what was his name.
Correct: I asked him what his name was. = আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তার নাম যা ছিল ।
লক্ষণীয় : এখানে Embedded sentence-এর নিয়মটি Narration-এর নিয়ম । Narration-এর ক্ষেত্রে যে কোন বাক্যই direct থেকে indirect হলে তা Assertive বাক্যে পরিণত হয় ।
# Some more examples :
Incorrect : I don’t know who is he?
Correct: I don’t know who he is. = আমি জানি না সে কে.
Incorrect: Nobody knows why was the meeting postponed?
Correct: Nobody knows why the meeting was postponed. = কেউ জানে না কেন আলোচনাটি স্থগিত হয়েছিল ।
# Embedded sentence নিয়ে একজন শিক্ষার্থীর ভাবনা :
একজন শিক্ষার্থী Embedded sentence –এ ভূল বা incorrect sentence-টাকে প্রাথমিকভাবে সঠিক মনে করে । কেননা, অর্থের দিক দিয়ে বাক্যটি সঠিকই মনে হয় । শুধু মাত্র Grammatical নিয়মের ক্ষেত্রেই আসল ভূলটা ধরা পড়ে ।
At a glance Embedded question –( এক নজরে Embedded question) :
- Embedded Question –এর তিনটি Structure:
- Interrogative + assertive + question mark
- Imperative sentence + Sub-ordinate clause + full stop
- Assertive sentence + sub-ordinate clause + full stop
Keep in mind:
Embedded sentence-এর আলোচনা তখনই ভালভাবে বুঝা যাবে ,যখন Principal clause এবং Sub-ordinate clause সমন্ধে ভালো ধারণা থাকবে ।
Leave a Comment