sentences

Exclamatory Sentence (বিস্ময়কর সূচক বাক্য) কাকে বলে? উদাহরণসহ এর গঠন

Exclamatory Sentence (বিস্ময়কর সূচক ব

Exclamatory Sentence-(বিস্ময়কর সূচক বাক্য)


যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব/আবেগ, বিস্ময়, আনন্দ, বেদনা বা দুঃখ প্রকাশ পায় বা বুঝা যায় তাকে Exclamatory Sentence-(বিস্ময়কর সূচক বাক্য) বলে।

(Exclamatory Sentence: A sentence which expresses / denotes a sudden emotion, a sorrow of mind, a strong feeling of mind or delights is called a Exclamatory Sentence).

❤️Grammarly এখন ফ্রীতে Sign-up করুন

Grammarly 100 offFree Sign-up

# Example with its structure-(গঠন বা কাঠামো সহ উদাহরণ):

  • How charming the scenery is !-দৃশ্যটি কি মনোরম !…Structure: How + adjective + object + verb !
  • What a beautiful bird it is !-পাখিটি কি সুন্দর !…..What + article a/an + adjective + noun + subject + verb !
  • Alas! How helpless the old man is !-হায়! বৃদ্ধটি কত অসহায় !….Alas !+ How + adjective + noun + verb !
  • Oh/Ah! How lovely the flower is !-ওহ ! ফুলটি কত সুন্দর !….Oh/Ah ! + How + adjective + noun (sub)+ verb !
  • Bravo/Hurrah! Our team has won the match !-সাবাস ! আমাদের দল খেলায় জিতেছে !…..Structure: Bravo/Hurrah ! + sub + verb + extension.
  • Alas! My grandfather is dead !-হায় ! আমার দাদা মারা গেছে !…..Structure: Alas ! + sub + verb + complement /extension !

# Some Translation from Bengali to English of Exclamatory Sentence-(Exclamatory Sentence এর বাংলা থেকে ইংরেজি কিছু অনুবাদ)ঃ

  • হায় ! আমার সবর্নাশ হয়েছে !-Alas ! I am undone.
  • হায় ! আমার কি হবে !-Alas ! What will become of me !
  • হায় ! কি দুঃখের বিষয় !-Alas ! What a pity !
  • হায় ! হৃদয় বিদারক দৃশ্য !-Alas ! What a heart rending sight it is !
  • হায় ! লোকটি মারা গেছে !-Als ! The manb is dead !
  • আহা / হায় ! বৃদ্ধ মহিলাটি কত অসহায় !-Alas ! How helpless the old woman is !
  • আহা ! শিশুটি কত অসহায় !-Alas ! How helpless the baby is !
  • আহা ! লোকটি কত গরীব !-Alas ! How poor the man is !
  • ছি ! কি লজ্জা !-Fie ! What a shame !
  • চুপ ! শীঘ্রই স্যার আসছেন !-Hush ! Our teacher / sir is coming soon !
  • কি পরিতাপের বিষয় !-What a pity ! / What a pity it is !
  • কি চমৎকার বুদ্ধি !-What an idea !
  • কত বড় সাপ !-What a big snake it is ! / What a snake !
  • ছেলেটি কি বোকা !-What a fool the boy is !
  • বাহ ! ফুলটি কি চমৎকার !-Oh ! How lovely the flower is !
  • বাহ ! কি সুন্দর পাখী !-Oh ! How beautiful the bird is !
  • আজকে কি বিশ্রী দিন !-How foul weather is today !
  • গোলাপ ফুলটি কি সুন্দর !-How beautiful the rose is !

Additional information of sentence –( বাক্যের অতিরিক্ত কিছু তথ্য)


Characteristics of a sentence-(বাক্যের বৈশিষ্ট্য): প্রতিটি বাক্যের তিনটি বৈশিষ্ট থাকতে হবে । যেমনঃ

  • Should have completeness -(পূণর্তা থাকতে হবে)।
  • Should have proper order of words with meaning-(অর্থ সহ শব্দসমূহের যথাযথ শৃঙ্খলা থাকতে হবে) ।
  • Should have combination of words having meaning-(শব্দ সমষ্টির অব্শ্যই অর্থ থাকতে হবে বিশেষ করে phrasal words গুলোর)।

Single worded sentence and Multi worded sentence-(এক শব্দবিশিষষ্ট বাক্য এবং একাধিক শব্দবিশিষ্ট বাক্য)ঃ

শব্দের উপর ভিত্তি করে বাক্যকে দুইভাগে ভাগ করা হয়েছে । যেমন :

  1. Single worded sentence : যে সকল বাক্য একটি শব্দ দ্বারা গঠিত তাকে এক শব্দবিশিষ্ট বাক্য বা Single worded sentence বলে ।
    Example-(উদাহরণ)ঃ
    No, Yes, Come, Go, Start, Stop, Halt, Look, Sure, Fine, Really, What, Thanks, Well, Nice, Beautiful etc.
  2. Multi worded sentence : যে সকল বাক্য একাধিক শব্দ দ্বারা গঠিত তাকে একাধিক শব্দবিশিষ্ট বাক্য বা Multi worded sentence বলে ।
    Example-(উদাহরণ) ঃ
    • Yes, I do.
    • No, I don’t.
    • Certainly come.
    • Surely happen.
    • Come quickly.
    • Go at once.
    • Go there.
    • Halt there.
    • Thank you. etc.

Multi worded sentence with “verb”: যে সকল একাধিক শব্দবিশিষ্ট বাক্যে verb থাকে , তাকে Multi worded sentence with “verb” বলে ।
Example-(উদাহরণ):

  • Wait here.
  • Come here.
  • Thank you.
  • Help, please. etc.

Multi worded sentence without verb : যে সকল একাধিক শব্দবিশিষ্ট বাক্যে verb থাকে না , তাকে Multi worded sentence without “verb” বলে ।
Example-(উদাহরণ):

  • Time, please.
  • Please ID card.
  • Why not?
  • All right.
  • Certainly they here.
  • All correct etc.

Expression এর উপর ভিত্তি করে Sentence এর প্রকারঃ Expression এর উপর ভিত্তি করে Sentence-কে দুই ভাগে ভাগ করা হয়েছে । যেমন:

  1. Written form of sentence.
  2. Spoken form of sentence.

আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment