fond of (পছন্দ)
কিছু কথা : “fond of” ইহা একটি phrase যার অর্থ পছন্দ। এর ব্যবহারটা আমার কাছে খুব মজার মনে হয়। কেন মজার মনে হয় তা পরে উদাহরণ দিয়ে বুঝাতে চেষ্টা করবো। বাক্যে “fond of” এর কাঠামোটা কেমন হবে তা জেনে নেই।
কাঠামো -১:
Subject + be verb (according to tense) + fond of + noun + extension (if any).
Example:
- I am fond of mango (আম আমার পছন্দ)
কাঠামো -২:
Subject + be verb (according to tense) + base form verb with “ing” + noun + extension (if any)
Example :
- I am fond of eating mango..(আমার আম খাইতে পছন্দ।)
মজার উদাহরণ : - আমি আম খেতে পছন্দ করি = আম খেতে আমার পছন্দ
I like to eat mango = I am fond of eating mango.
উপরের বাক্য দু’টির কাঠামো ভিন্ন কিন্তু অর্থ একই।
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
মনে রাখা ভালো : অনুশীলনের বিকল্প নাই। ইংরেজি শিখতে হলে ইংরেজিকে ভালোবাসতে হবে।
মতামতের অপেক্ষায় রইলাম।
আরও পড়ুন : Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা
Leave a Comment