Tense

Future Continuous Tense কাকে বলে ও এর গঠন

Future Continuous Tense কাকে বলে

Future Continuous tense/ Progressive Tense-( ঘটমান ভবিষৎ কাল ) :


Future Continuous tense / Progressive Tense: ভবিষৎ কালে কোন কাজ বা ঘটনা চলতে থাকবে এইরূপ বুঝালে, তাকে Future Continuous / Progressive Tense বলে । ( A tense that denotes an action of a verb or an event which will be going on in future time is called Future Continuous tense / Progressive Tense ).

For example-(উদাহরণ ) :

  • The students will be playing football in the school field.- ছাত্ররা স্কুল মাঠে ফুটবল খেলতে থাকিবে / থাকবে ।

# Way to know-( চেনার উপায় ) : বাংলা বাক্যে ক্রিয়ার শেষে সাধালণত: –তে থাকবো /থাকিবো, -তে থাকিবে / থাকিবেন, -তে থাকবে / থাকিবে ইত্যাদি বিভক্তি থাকে ।

Future Continuous tense এর গঠন (Structure):


Subject + shall/will + be + ( verb base form-V1 + ing ) + object /extension.

For example-(উদাহরণ ) :

  • We will be playing football in the school field.-আমরা স্কুল মাঠে ফুটবল খেলতে থাকিবো ।
  • They will be reading books in the library.- তারা লাইব্রেরীতে বই পড়তে থাকিবে ।
  • Mother will be cooking rice.- মা ভাত রান্না করতে থাকিবেন ।
  • You will be sleeping till tomorrow morning.-আগামী সকাল পর্যন্ত তুমি ঘুমাইতে থাকিবে ।
  • I will be singing a song in the stage.-আমি মঞ্চে গান গাইতে থাকিবো ।

Note: আমরা we shall, I shall ব্যবহার করতে পারি । কিন্তু আধুনিক যুগে এর ব্যবহার একদম নাই বরলেই চলে ।

# Keep in mind-(মনে রেখো ) :
নিম্ন এর ছকে লিখিত verb গুলোর কখনও Continuous Tense হয় না । যেমন:
Table-1 : Verb of perception :

see=দেখাfind=খুজেঁ বের করাhear=শোনাwatch=মনোযোগের সাথে দেখাnotice=লক্ষ্য করা
know=জানাrecognize=স্বীকৃতি দেওয়া
Table-2: Verb of emotion :
love=ভাল বাসাlike=পছন্দ করাdislike=অপছন্দ করাwant=চাওয়াwish=ইচ্ছা করা
desire=আকাঙ্খা পোষণ করাlong for=টিকসই হওয়াhope=আশা করাexpect=আশা করাfeel=অনুভব করা
believe=বিশ্বাস করাagree=স্বীকার করাdisagree=অস্বীকার করাadmit=স্বীকার করাconfess=দোষ স্বীকার করা
refuse=ফেরত দেওয়অplease=সন্তোষ্ট করাdisplease=অসন্তোষ্ট করাsatisfy=সন্তোষ্ট করাdissatisfy=অসন্তোষ্ট করা
doubt=সন্দেহ করাprefer=অধিকতর পছন্দ করাwonder=আশ্চর্য্ হওয়া

Table-3: Verb of appearing :

look=তাকানোappear=মনে হওয়াarrive=পৌঁছানোreach=পৌঁছানোseem=মনে হওয়া
Table 4: Verb of thinking:
think=চিন্তা করাsuppose=মনে করাknow=জানাunderstand=বুঝাrealize=অনুধাবন করা
make out=বুঝাimagine=কল্পনা করাremember=স্মরণ করাremind=মনে করাmind=মনে করা
forget=ভূলে যাওয়াrecall=স্মরণ করাrecollect=স্মরণ করা
Table 5: Verb of possession:
have=কোন কিছু আছে/থাকাhas==কোন কিছু আছে/থাকাbelong to=অধিকারে থাকাpossess=অধিকারে থাকাown=নিজের
contain=ধারণ করাconsist of=কোন কিছু গঠিত হওয়া

আমরা জানি “see” verb এর অর্থ যখন দেখা হয় তখন verb এর সাথে “ing” যোগ হয় না বা continuous tense হয় না । কিন্তু “see” verb এর অর্থ যখন খোঁজা বুঝায় তখন “see” verb এর সাথে “ing” যোগ হয় বা continuous tense হয় । যেমন:
For example-(উদাহরণ ) :

  • My elder brother will be seeing a job.- আমার বড় ভাই চাকুরীর খোঁজতে থাকিবেন ।
  • The educated people will be seeing jobs.-শিক্ষিত লোকেরা চাকুরী খোঁজতে থাকিবেন ।
  • I will be seeing my lost pen.-আমি আমার হারানো কলমের খোঁজতে থাকিবো ।

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

Leave a Comment