Future Indefinite Tense / Simple Tense –( বিস্তারিত সাধারণ ভবিষৎ কাল ) :
Future Indefinite tense/ Simple Tense: সাধারণভাবে ভবিষৎ এ যে কাজ হবে, তাকে Future Indefinite tense / Simple Tense বলে । ( A tense that denotes an action of a verb or an event which will be done or will happen is called Future Indefinite / Simple Tense. )
❤️Grammarly এখন ফ্রীতে Sign-up করুন ![]() |
For example-(উদাহরণ ) :
- I will learn English.- আমি ইংরেজী শিখবো ।
# Way to know-( চেনার উপায় ) : বাংরা বাক্যের ক্রিয়ার শেষে –ব, -বে, -বেন,-িবি, -বা ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে ।
Future Indefinite Tense এর গঠন (Structure ):
Subject + shall / will + verb base form (V1) + object/extension.
For example-(উদাহরণ ) :
- She will learn English.-সে ইংরেজী শিখবে ।
- They will play football.- তারা ফুটবল খেলবে ।
- The girl will sing a song.-বালকাটি গান গাইবে ।
- We will go on a picnic.- আমরা বনভোজনে যাবো ।
- The students will go on study tour.-ছাত্ররা শিক্ষা সফরে যাবে ।
Note: I shall, we shall আমরা ব্যবহার করতে পারি । কিন্তু বতর্মানে এর ব্যবহার নাই বললেই চলে ।
# Exception-(ব্যতিক্রম )
- নিকটতম ভবিষৎ বুঝাতে present continuous tense ব্যবহার হয়ে তাকে ।
- ভবিষৎ কালের কোন সিদ্ধান্ত বা পরিকল্পনা প্রকাশ করতে present continuous tense ব্যবহার হয়ে থাকে ।
Structure : Subject + am/is/are + (verb base form-V1 +ing ) + to verb (Infinitive verb ) + object /extension.
For example-(উদাহরণ ) :
- We are going to open a new shop.- আমরা একটি নূতন দোকান খুলতে যাচ্ছি ।
- They are going to start a new business.- তারা একটি নূতন ব্যবসা শুরু করতে যাচ্ছে ।
- The Headmaster is going to call a meeting tomorrow.-প্রধান শিক্ষক আগামীকাল একটি সভা ডাকতে যাচ্ছে ।
- We are going to open a new school next month.- পরের মাসে আমরা একটি নূতন স্কুল খুলতে যাচ্ছি ।
- Our Govt. is going to set up a clinic in our village.- আমাদের সরকার আমাদের গ্রামে একটি ক্লিনিক স্থাপন করতে যাচ্ছে ।
Leave a Comment