Topic: Gerund, participle, and infinitive.
পরিচিতি: Gerund, participle and infinitive মূলতঃ Non-finite verb এর প্রকার। এটা যদি আরও একটু পরিস্কার করি তাহলে হবে এরকম, যেমন ধরি, Non-finite একটি পরিবার যার সদস্য সংখ্যা তিন, যেমন: Gerund, participle and infinitive.
# Gerund details :
Structure : Verb+ing = walk + ing= Walking ( Walk হলো base form verb)
মনে রাখা ভালো : Gerund কিন্তু Noun হিসেবে কাজ করে। ইহার আরেকটি নাম আছে সেটা হলো verbal noun. কারণ verb থেকে এর উৎপত্তি।
Gerund এর ব্যবহার :
সাধারণত: বাক্যে ৫টি জায়গায় এর ব্যবহার লক্ষ্য করা যায়। ধরি, Walking হলো Gerund. যেমন:
1. Subject হিসেবে : Walking is a good exercise.
2. Object হিসেবে : I saw the man walking.
3. Preposition এর object হিসেবে : I am fond of walking.
4. Complement হিসেবে : His only exercise is walking.
5. Compound noun হিসেবে : His walking stick has been lost.
স্মরণীয় : Gerund চেনার উপায় হলো ইহা বাক্যে স্থির বা অচল অবস্থায় থাকে।
# Participle এর details:
Structure : Verb+ing = Walk+ing = Walking… (Walk হলো base form verb)
মনে রাখা ভালো : বাক্যে participle adjective হিসেবে কাজ করে। ইহার আরেকটি নাম আছে সেটা হলো verbal adjective. কারণ verb থেকে এর উৎপত্তি।
এখানে মজার ব্যাপার হলো Gerund এবং Participle এর structure একই। শুধু ব্যবহারে পার্থক্য।
Participle এর ব্যবহার :
সাধারণত: Participle বাক্যে চারটি জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন: ধরি, Participle হলো Walking
1. Noun এর adjective হিসেবে : I saw a walking man.
3. Object এর post modifier হিসেবে : I saw the man walking.
3. Intransitive verb এর object হিসেবে : He went away walking.
4. যেখানে Gerund এর ব্যবহার নাই এরূপ অবস্থানে participle এর ব্যবহার : Walking home, I became tired.
মনে রাখা ভালো : Participle এর প্রকার : Participle মূলত: তিন রকমের হয়ে থাকে। যেমন:
1. Present participle.
2. Past participle
3. Past perfect participle.
Example :
1. Present participle: Walking
2. Past participle: Walked.
3. Past perfect participle: Having walked.
# Infinitive verb : ইহা মূলত: “to verb ” হিসেবে পরিচিত। Base form verb এর আগে “to” ব্যবহার করে infinitive verb এর উৎপত্তি হয়ে থাকে।
যেমন: To walk, To eat, To go ইত্যাদি।
Example :
I want to walk = আমি হাটতে চাই।
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
Read more: Let’s learn English together
Leave a Comment