How about (কেমন হয় )
আজকে আমরা How about দিয়ে কিছু বাক্য তৈরীর অনুশীলন করবো। How about দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। উদাহরণ :
- এই মুহূর্তে চা খেলে কেমন হয়?
- How about taking tea at this moment?
Note: We can use ” Having” or “Drinking ” instead of “Taking “.
- একটু বিশ্রাম নিলে কেমন হয়?
- How about taking rest a bit?
আমরা যদি উপরের বাক্য দু’টির কাঠামোর বা Structure এর কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পায় যেমন:
Structure: How about + Verb V1 with ing + extension?
এই কাঠামোটা মনে রাখতে পারলেই আর সমস্যা হওয়ার কথা না। এই কাঠামোটি দিয়ে অনেক অনেক বাক্য তৈরী করা যাবে। এর জন্য চাই অনুশীলন এবং ইংরেজি শিখার প্রতি প্রবল ভালোবাসা।
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
দ্রষ্টব্য: আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
Leave a Comment