sentences

Interrogative Sentence – ( প্রশ্নবোধক বাক্য )

Interrogative Sentence – ( প্রশ্নবোধক ব

Interrogative Sentence – ( প্রশ্নবোধক বাক্য )


যে বাক্য দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, পর্দাথ বা স্থান সমন্ধে কোন কিছু প্রশ্ন করা হয় তখন তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে ।
(Interrogative Sentence: A sentence which asks something about a person, a thing, an animal, a place or a substance is called a Interrogative Sentence).

❤️Grammarly এখন ফ্রীতে Sign-up করুন

Grammarly 100 offFree Sign-up

Some examples-( কিছু উদাহরণ ):

  • What class do you read in?….তুমি কোন শ্রেণীতে পড়?
  • How old are you?..তোমার বয়স কত?
  • What is your father?…তোমার বাবা কি করে?
  • Who is your father?….তোমার বাবা কে?
  • Who do you live with?…তুমি কার সাথে থাক?
  • Where do you live in?…তুমি কোথায় থাক?
  • Who do you speak?…..তুমি কার সাথে কথা বল?
  • Whom do you want?…তুমি কাকে চাও?
  • Where are you going?…তুমি কোথায় যাইতেছ?
  • Who calls you?…তোমাকে কে ডাকে?
  • Which flower do you like?…কোন ফুলটি তুমি পছন্দ কর?
  • Which flower do you want?….কোন ফুলটি তুমি চাও?
  • Where have you come from?…তুমি কোথায় থেকে আসিয়াছ?
  • Where are you from?….তুমি কোথায় থেকে ? বা তুমি কোথায় থেকে আসিয়াছ?
  • Where are you going?…তুমি কোথায় যাচ্ছো?
  • Do you like?…তুমি কি পছন্দ কর?
  • Are you sick?…তুমি কি অসুস্থ?
  • Have you done the work?….তুমি কি কাজটি করেছো?
  • Did he go there? …সে কি সেখানে গিয়েছিল?
  • Has your sister done it?…তোমার বোন কি ইহা করিয়াছে?

# Structure-1 : Wh word+auxiliary verb + subject +verb (v1)? = What did they think? –(তারা কি চিন্তা করেছিল?
# Structure-2 : Wh word + auxiliary verb + subject ? = Who are you? –(তুমি কে?)
# Structure-3 : auxiliary verb + subject + verb (v1) + object/extension ? = Does he act like him?-(সে কি তার মত অভিনয় করে?)

# Keep in mind-(মনে রেখো) :
Auxiliary verb দ্বারা গঠিত প্রম্নবোধক বাক্যকে “ Yes /No “ question বলে ।
প্রম্নবোধক বাক্য চার ধরনের হয়ে থাকে। যেমন:

  • Yes/No question.
  • Wh question.
  • Tag question.
  • Embedded question.

আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment