Definition of Number –( বচনের সংজ্ঞা ):
যে Noun বা Pronoun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাকে Number বলে ।
( A word by which the number of a person or a thing ( Noun / Pronoun ) is denoted is called a Number ).
❤️Grammarly এখন ফ্রীতে Sign-up করুন ![]() |
# Classification of Number –( বচনের শ্রেণীবিন্যাস ) : Number মূলত: দুই প্রকার । যথা:
- Singular Number-এক বচন ।
- Plural Number-বহু বচন ।
Elaborate Discussion of Number – ( বচনের বিস্তারিত আলোচনা ):
- Definition of Singular Number-( এক বচনের সংজ্ঞা ) : যে Noun বা Pronoun দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায়, তাকে Singular Number বলে ।
( A noun or a pronoun by which only one person or thing or animal is denoted is called Singular number ).
For example: pen, book, pencil, man, he, she, it, woman, boy, girl, etc.
- Definition of Plural Number-( বহু বচনের সংজ্ঞা ): যে Noun বা Pronoun দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায়, তাকে Plural Number বলে ।
( When more than one person, thing, or animal is denoted then it is called Plural Number ).
For example pens, books, pencils, men, women, they etc.
Note:
- সাধারণভাবে Noun-এর Number পরিবর্তন হয় বলা হলেও বাস্তবে কেবলমাত্র Common noun ও Collective Noun –এর Number পরিবর্তন হয় । এছাড়া অন্যকোন Noun-এর Number পরিবর্তন হয় না ।
Common Noun গুলো হলো – boy, girl, father, mother, brother, sister, tree etc.
Collective Noun গুলো হলো – army, class, team, gang etc.
- Proper Noun-এর কোন Number পরিবর্তন হয় না ।
Proper Noun গুলো হলো – Dhaka, Quran, Rahim, Padma, Tajmahal etc. - Material Noun –এর কোন Number পরিবর্তন হয় না ।
Material Noun গুলো হলো – gold, iron, silver, salt, rice, water etc. - Abstract Noun-এর কোন Number পরিবর্তন হয় না ।
Abstract Noun গুলো হলো- honesty, kindness, health, wealth, freedom etc.
আরো পড়ুনঃ advanced English grammar
# Single Number-কে Plural-এ রূপান্তর করার নিয়মসমূহ :
Rule-1: Singular Noun-এর সাথে “S” যোগ করে Plural Number-এ রূপান্তর । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
boy=বালক | boys | apple=আপেল | apples | dog=কুকুর | dogs |
animal=প্রাণী | animals | desk=ডেস্ক | desks | king=রাজা | kings |
lion=সিংহ | lions | axe=কুঠার | axes | doll=পুতুল | dolls |
mat=মাদুর | mats | bag=থলে | bags | door=দরজা | doors |
book=বই | books | ear=কান | ears | queen=রাণী | queens |
bird=পাখী | birds | egg=ডিম | eggs | rat=ইঁদুর | rats |
cap=টুপি | caps | eye=চোখ | eyes | ring=আংটি | rings |
car=গাড়ী | cars | farmer=কৃষক | farmers | rose=গোলাপ | roses |
cat=বিড়াল | cats | friend=বন্ধু | friends | ship=জাহাজ | ships |
camel=উট | camels | girl=বালিকা | girls | student=ছাত্র | students |
chair=চেয়ার | chairs | hand=হাত | hands | teacher=শিক্ষক | teachers |
clock=ঘড়ি | clocks | head=মাথা | heads | table=টেবিল | tables |
cock=মুরগ | cocks | hen=মুরগী | hens | village=গ্রাম | villages |
cow=গরু | cows | house=বাড়ী | houses | window=জানালা | windows |
Rule-2: Singular Noun-এর শেষে s, ss, ch ( “চ” এর মত উচ্চারণ ), sh, x, z থাকলে তার শেষে “es” যোগ করে Plural Number-এ রূপান্তর । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
bus=বাস গাড়ী | buses | ass=গাধা | asses | bench=বেঞ্চ | benches |
dish=থালা | dishes | box=বাক্স | boxes | topaz=মূল্যবান পাথর | topazes |
bunch=গুচ্ছ | bunches | glass=কাঁচ | glasses | church=গীর্জা | churches |
grass=ঘাস | grasses | class=শ্রেণী | classes | inch=ইঞ্চি | inches |
lass=বালিকা | lasses | brush=ব্রাশ | brushes | fez=ফেজ টুপি | fezes |
loss=ক্ষতি | losses | fox=খেক শিয়াল | foxes | tax=কর | taxes |
branch=শাখা | branches | bush=ঝোপ | bushes | gas=গ্যাস | gases |
watch=ঘড়ি | watches |
Exception-(ব্যতিক্রম) : “ch”-এর উচ্চারণ যদি “ক” এর মত হয় তাহলে Singular Noun-এর পরে “s” যোগ করে Plural Number-এ রূপান্তর করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
monarch= সম্রাট | monarchs | patriarch=পরিবারের কর্তা পিতা | patriarchs |
stomach=পাকস্থলি | stomachs | matriarch=পরিবারের কর্ত্রী মাতা | matriarchs |
Rule-3 : Singular Noun-এর শেষে “y” থাকলে এবং “y”-এর পূর্বে Consonant থাকলে “y” –এর স্থলে “i” হয় এবং শেষে “es” যোগ করে Plural Number-এ রূপান্তর করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
army=সৈন্য | armies | country=দেশ | countries | family=পরিবার | famlies |
baby=শিশু | babies | copy=অনুলিপি | copies | fly=মাছি | flies |
body=শরীর | bodies | duty=শুল্ক | duties | lady=ভদ্রমহিলা | ladies |
city=শহর | cities | enemy=শত্রু | enemies | party=দল | parties |
story=গল্প | stories |
কিন্তু “y”-এর পূর্বে vowel থাকলে “y”-এর কোন পরিবর্তন না হয়ে শুধু মাত্র “s” যোগ করে Plural Number-এ রূপান্তর করা হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural | |
---|---|---|---|---|---|---|
boy=বালক | boys | joy=আনন্দ | joys | toy=খেলনা | toys | |
day=দিন | days | monkey=বানর | monkeys | tray=ট্রে | trays | |
donkey=গাধা | donkeys | play=নাটক | plays | way=পথ | ways | |
key=চাবি | keys | ray=রশ্মি | rays |
Rule-4: Singular Noun-এর শেষে “f” / “fe” থাকলে Plural Number করার সময় “f” / “fe” এর স্থলে “v” হয় এবং শেষে “es” যোগ করে Plural Number-এ রূপান্তর করা হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
calf=বাছুর | calves | leaf=পাতা | leaves | sheaf=শস্যাদির আঁটি | sheaves |
half=অর্ধেক | halves | loaf=রুটি | loaves | thief=চোর | thieves |
life=জীবন | lives | self=নিজ /স্ব | selves | wife=স্ত্রী | wives |
knife=ছুরি | knives | shelf=তাক | shelves | wolf=নেকরে | wolves |
Exception-ব্যতিক্রম : কিছু কিছু Singular Noun –এর শেষে “f” বা “fe” থাকা সত্বেও শুধু “s” যোগ করে Plural Number –এ রূপান্তরিত করা হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
belief=বিশ্বাস | beliefs | hoof=খুর | hoofs | roof=ছাদ | roofs |
brief=সংক্ষিপ্ত | beliefs | dwarf=বামন | dwarfs | safe=সিন্ধুক | safes |
chief=প্রধান | chiefs | gulf=উপসাগর | gulfs | reef=পাহাড় শ্রেণী | reefs |
cliff=চূড়া | cliffs | proof=প্রমাণ | proofs | staff=লাঠি / কর্মী | staffs |
Note: উপরোল্লিখিত Singular Noun গুলোর কয়েকটিকে “s” বা “es” –এর যে কোন একটি যোগ করে Plural Number করা যায় । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
hoof=খুর | hoofs/hooves | wharf=জেটি | wharfs/wharves | scarf=ওড়না | scarfs/scarves |
staff= লাঠি/কর্মী | staffs/staves |
Rule-5: Singular Noun-শেষে “o” থাকলে এবং “o”-পূর্বে র অক্ষরটি consonant থাকলে “es” যোগ করে Plural Number-এ রূপান্তরিত করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
buffalo=মহিষ | buffaloes | mango=আম | mangoes | tomato=টমেটো | tomatoes |
cargo=জাহাজের মালপত্র | cargoes | mosquito=মশা | mosquitoes | tornado=ঘূর্ণিঝড় | tornadoes |
echo=প্রতিধ্বনি | echoes | negro=কাফ্রি | negroes | volcano=আগ্নেয়গিরি | volcanoes |
hero=বীর | heroes | potato=আলু | potatoes | zero=শূন্য | zeroes |
Exception-ব্যতিক্রম: Singular Noun-শেষে “o” থাকলে এবং “o”-পূর্বে র অক্ষরটি consonant থাকা সত্বেও “s” যোগ করে Plural Number-এ রূপান্তরিত করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|---|---|
canto=কাব্যের স্বর্গ | cantos | momento=গতিবেগ | momentos | dynamo=তড়িৎ উৎপাদক যন্ত্র | dynamos |
photo=ছবি | photos | halo=জ্যোতির্মন্ডল | halos | piano=বাদ্য যন্ত্র | pianos |
manifesto=ইশতেহার | manifestos | quarto=আটপেজী বই | quartos |
Note: নিম্নলিখিত Noun গুলোর শেষে “s” বা “es” যে কোন একটি ব্যবহার করে Plural Number করা যায় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
calico=সুতির সাদা কাপড় | calicos / calicoes | mosquito=মশা | mosquitos/mosquitoes |
grotto=গুহা | grottos/grottoes | portico=বারান্দা | porticos/porticoes |
Rule-6 : Singular Noun -এর শেষ অক্ষরটি “o” তার পূর্বের অক্ষরটি vowel হলে শুধু “s” যোগ করে Plural Number-এ রূপান্তরিত করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
bamboo=বাঁশ | bamboos | folio=হিসাব বহির পাতা | folios |
cuckoo=কোকিল | cuckoos | radio=রেডিও | radios |
curio=দুর্লব বস্তু | curios | ratio=অনুপাত | ratios |
cameo=মমি বিশেষ | cameos | studio=স্টুডিও | studios |
Rule-7: কতকগুলো Singular Noun-এর মধ্যস্থিত স্বরবর্ণ (inside vowel) পরিবর্তন করে Plural Number-এ রূপান্তরিত করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
foot=পা | feet | dormouse=ইঁদুর জাতীয় জীব | dormice |
goose=রাজহংস | geese | man=মানুষ | men |
louse=উকুন | lice | tooth=দাত | teeth |
mouse=ইঁদুর | mice | woman=স্ত্রীলোক | women |
Rule-8: কতকগুলো Singular Noun-এর শেষে “en”, “ren”, “ne” যোগ করে Plural Number-এ রূপান্তরিত করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
brother=ভাই | brethren (brothers) | cow=গরু | kine (cows) |
child=শিশু | children | ox=ষাঁড় | oxen |
Rule-9: Compound Noun-এর প্রধান অংশের সাথে “s” যোগ করে Plural Number-এ রূপান্তরিত করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
brother-in-law=শ্যালক /ভগ্নিপতি | brothers-in-law | sister-in-law=শ্যালিকা | sisters-in-law |
step-brother=সৎ ভাই | step-brothers | step-sister=সৎ বোন | step-sisters |
father-in-law=শ্বশুর | fathers-in-law | mother-in-law=শ্বাশুড়ি | mothers-in-law |
son-in-law=জামাতা | sons-in-law | daughter-in-law=বৌমা | daughters-in-law |
land-lord=ভূ-স্বামী | lands-lord | passer-by= পথিক | passers-by |
maid-servant=চাকরানী /গৃহপরিচারিকা | maid-servants | commander-in-chief=সেনা প্রধান | commanders-in-chief |
step-son=সৎ ছেলে | step-sons | step-daughter=সৎ মেয়ে | step-daughters |
কিন্তু কতকগুলো Compound Noun-এ প্রত্যেকটি অংশের Plural করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
lord-justice=প্রধান বিচারপতি | lords - justices | man-servant=চাকর/গৃহ পরিচারক | men-servants |
woman-servant=চাকরানী/গৃহপরিচারিকা | women-servants |
Rule-10: Compound Noun-শেষে “s” যোগ করে Plural করা হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
advocate- general=সরকারী প্রধান উকিল বা কৌশলী | advocate- generals | Attorney-general=সর্ব প্রধান সহকারী আইনবিদ | Attorney- generals |
book-case=বইয়ের খোপ | book-cases | book-shelf=বইয়ের তাক | book-shelfs |
forget-me-not=নীল রঙের ক্ষুদ্র ফুলের গাছ বিশেষ | forget-me-nots | major-general=মেজর জেনারেল | major-generals |
poet-laurete=রাজ কবি | poet-lauretes | principal-officer=প্রধান কর্মকর্তা | principal-officers |
staff-officer=কমর্চারী কর্মকর্তা | staff-officers |
Rule-11 : Compound Noun-এর বিভিন্ন অংশ মিলে এক শব্দে পরিণত হলে word-টির শেষে “s” যোগ করে Plural করা হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
basketful=ঝুরি ভর্তি | baskefuls | handful=মুঠোভরা | handfuls |
mouthful=মুখভরা | mouthfuls | newcomer=নবাগত / আগন্তক | newcomers |
onlooker=দর্শক | onlookers | runaway=পলাতক | runaways |
spoonful=চামচ ভরা | spoonfuls |
Rule-12: Compound Noun-এর শেষ অংশ “man” থাকলে এবং তার অর্থ মানুষ বুঝালে “man” – এর স্থলে “men” বসায়ে Plural করতে হয় । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
boatman=মাঝি | boatmen | milkman=গোয়ালা | milkmen |
chairman=সভাপতি | chairmen | man-of-war=যোদ্ধা | men-of-war |
coachman=গাড়োয়ান | coachmen | postman=ডাক হরকরা | postmen |
Englishman=ইংরেজ পুরুষ | Englishmen | salesman=বিক্রেতা | salesmen |
footman=পদাতিক | footmen | washer man=ধোপা | washer men |
fisherman=জেলে | fishermen | workman=শ্রমিক | workmen |
কিন্তু “man”- এর অর্থ মানুষ না বুঝায়ে শুধুমাত্র word-এর অংশ হলে তার শেষে “s” যোগ করে Plural করতে হয়। যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
Brahman=ব্রাহ্মন | Brahmans | German=জার্মানির অধিবাসী | Germans |
Musalman=মুসলমান | Musalmans | Norman=নরম্যান্ডির অধিবাসী | Normans |
Talisman=তাবিজ | Talismans |
Rule-13: কতকগুলো Singular Noun-এর দুইটি ভির্ন্নাথক Plural হয় । যেমন:
Singular | Plural |
---|---|
Brother=ভাই |
|
Beef=গোমাংশ |
|
Cloth=কাপড় |
|
Die= মুদ্রার ছাঁচ |
|
Fish=মাছ |
|
Genius =প্রতিভাবান |
|
Index = সূচিপত্র |
|
Pea=মটর কালাই |
|
Penny =ইংল্যান্ডের তাম্র মুদ্রা |
|
Sail=পাল |
|
Shot=গুলি |
|
Staff =কমর্চারী |
|
Sow= শূকর |
|
Rule-14: কতকগুলো Noun আছে যাদের Singular-এ দুইটি বা দুই-এর অধিক অর্থ এবং Plural-এ একটি অর্থ প্রকাশ করে । যেমন:
Word ( Noun) | Singular | Plural |
---|---|---|
Abuse |
| Abuses= অপব্যবহার সমূহ = Now a days abuses of power are common in our country. – বতর্মানে আমাদের দেশে ক্ষমতার অপব্যবহার সাধারণ চিত্র । |
Foot |
| Feet=পাগুলো =The feet of the child are as thin as pencils. –শিশুটির পাগুলো পেন্সিলের মত সরু । |
Force |
| Forces=সৈন্যসমূহ=The forces captured some important points. – সৈন্যবানিী কিছু গুরুত্বপূর্ণ জায়গা দখল করলো । |
Horse |
| Horses= অশ্বগুলো =There are ten horses grazing in the field. - |
Issue |
| Issues=ফলাফল = New issues of Banknotes have been out. –ব্যাংকনোটের নূতন ফলাফল বাহির হয়েছে । |
Light |
| Lights= প্রদীপগুলো =Put out the lights.-প্রদীপগুলো / বাতিগুলো নিবাও । |
People |
| Peoples= জাতিগুলো =Different peoples live in Mongolia. –মঙ্গোলিয়ায় বিভিন্ন জাতি বাস করে । |
Practice |
| Powers=শারীরিক শক্তি বা জোর = The powers of the blow was unbelievable. –ঘুষির শক্তি ছিল অবিশ্বাস্য । |
Wood |
| Woods= বনগুলো =There are many woods in south Africa. – দক্ষিণ আফ্রিকায় অনেক বন আছে । |
Word |
| Words=শব্দগুলো = Rearrange the words to make a sentence. –বাক্য তৈরী করতে শব্দগুলো সাজাও । |
Rule-15: কতকগুলো Noun-এর Singular-এ একটি অর্থ এবং Plural-এ দুইটি অর্থ হয় । যেমন:
Singular | Plural |
---|---|
Arm = বাহু |
|
Circumstance=ঘটনা |
|
Colour =বর্ণ |
|
Custom = প্রথা |
|
Effect=ফল |
|
Manner=প্রক্রিয়া |
|
Minute=মিনিট |
|
Number=সংখ্যা |
|
Part=অংশ |
|
Pain=বেদনা |
|
Premise=প্রভাব |
|
Quarter=এক-চতুরাংশ |
|
Spectacle=দৃশ্য |
|
Note: Arms=অস্ত্র, Circumstances=অবস্থা, Colours=পতাকা, Customs=শুল্ক, Letters=পন্ডিত, Manners=আচরণ, Minutes=সভার প্রস্তাব সমূহ, Numbers=কবিতা, Parts=যোগ্যতা, Pains=ক্লেশ, Premises=প্রাঙ্গণ, Quarters=বাসগৃহ, Spectacles=চশমা, Effects=সম্পত্তি, এগুলো সবর্দা Plural হিসেবে ব্যবহৃত হয় ।
Rule-16: কতকগুলো Noun-এর Singular-এ দুইটি এবং Plural-এ তিনটি অর্থ প্রকাশ করে । যেমন:
Word | Singular | Plural |
---|---|---|
Letter |
|
|
Ground |
|
|
Rule-17: কতকগুলো Noun-Singular- এ এক অর্থ এবং Plural- এ ভিন্ন অর্থ প্রকাশ করে । যেমন:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
Advice=উপদেশ | Advices=বাণিজ্য সংক্রান্ত সংবাদ | Good=ভাল | Goods=মালপত্র |
Air=বাতাস | Airs=হাবভাব | Iron=লোহা | Irons=লোহা নির্মিত শিকল |
Content=সন্তোষ | Contents=জিনিষপত্র | Physic=ঔষধ | Physics=পদার্থ বিদ্যা |
Corn=শস্য | Corns=পায়ের কড়া | Return=প্রত্যাবর্তন | Returns=বিবরণী |
Copper=তাম্র | Coppers=তাম্রমুদ্রা | Sand=বালি | Sands=বালুকাময় স্থান |
Compass=দিকদর্শন যন্ত্র | Compasses=বৃত্ত অংকনের যন্ত্র | - | - |
Rule-18: কতকগুলো Noun আছে যারা সর্বদা Singular Noun হিসেবে ব্যবহৃত হয়, এরা কখনও Plural হয় না । যেমন:
Singular | Singular | Singular | Singular |
---|---|---|---|
Furniture=আসবাবপত্র | Scenery=দৃশ্য | Information=তথ্য | Poetry=কবিতা |
Machinery=যন্ত্রপাতি | Expenditure=খরচাদি | Bread=রুটি | Issue=সন্তানসন্ততি |
Rule-19: এমন কতকগুলো Noun আছে যারা সব সময় Plural অর্থে ব্যবহৃত হয় এবং এদের পরে Plural verb বসে । যেমন;
Aborigin=আদিম অধিবাসী | Alms=ভিক্ষা | Amends=ক্ষতিপূরণ | Ashes=ছাই |
---|---|---|---|
Assets=সম্পত্তি | Auspices=আনুকূল্য | Belongings=অধিকারভূক্ত জিনিষপত্র | Bellows=হাপর |
Bowels=অন্ত্র | Dregs=তলানী | Eaves=ঘরের ছাঁইচ | Entrails=নাড়িভূঁড়ি |
Environs=শহরতলী | Earnings=আয় | Fetters=পদশৃঙ্খল | Measles=হাম |
Mumps=গলাফোলা রোগ | Nuptials=বিবাহ | Odds=বাধাবিপত্তি | Politics=রাজনীতি |
Proceeds=আয় | Savings=সঞ্চয় | Scissors=কাঁচি | Surroundings=পরিবেষ্টনী |
Shears=কাস্তে | Spectacles=চশমা | Tidings=সংবাদ | Trousers=পাজামা |
Vitals= জীবনীশক্তি |
Rule-20: কতকগুলো Noun আছে দেখতে Singular, কিন্তু বাস্তবিকপক্ষে এরা Plural । যেমন: র্
Aristocracy=কুলীন সম্প্রদায় | Artillery=আগ্নেয়াস্ত্র সকল | Cattle=গো-মহিষাদি | Clergy=যাজক সম্প্রদায় |
---|---|---|---|
Gentry=ভদ্র সম্প্রদায় | Mankind=মানবজাতি | Government=সরকার | Majority=সংখ্যাগরিষ্ঠ |
Peasantry=কৃষক সম্প্রদায় | Poultry=হাঁস-মুরগী | Perfumery=সুগন্ধি দ্রব্যাদি | People=জনগণ |
Public=জনসাধারণ | Vermin=ইঁদুর | Tenant= প্রজাকূল |
Rule-21: কতকগুলো Noun আছে যাদের দেখতে Plural মনে হয়, কিন্তু বাস্তবিকপক্ষে ইহাদেরকে Singular অর্থে ব্যবহৃত করা হয় । যেমন:
Athletics=শরীরচর্চা বিজ্ঞান | Economics=অর্থনীতি | Ethics=নীতিশাস্ত্র | Gallows=ফাঁসিকাষ্ঠ |
---|---|---|---|
Mathematics=অংকশাস্ত্র | News=সংবাদ | Optics=আলোক বিজ্ঞান | Politics=রাজনীতি |
Physics=পর্দাথ বিজ্ঞান | Wages=মজুরী | - | - |
Rule-22 : কতকগুলো Noun আছে যারা Singular ও Plural একই রূপ । যেমন:
Apparatus=যন্ত্রপাতি | Canon=কামান | Corps=সৈন্যদল | Deer=হরিণ |
---|---|---|---|
Gross=বার ডজন | Innings=ক্রিকেট খেলার ইনিংস | Means=উপায় | Pice=পয়সা |
Salmon=এক জাতীয় মাছ | Series=শ্রেণী | Species=প্রজাতি | Sheep=ভেড়া |
Dozen= বার পিছ | Pair=জোড়া | Hundred=শত | Thousand=হাজার |
Note: নির্দিষ্ট সংখ্যক adjective যদি Noun-এর আগে থাকে, তাহলে dozen, score, pair, hundred, thousand ইত্যাদি Plural হয় না । যেমন:
- Give me five thousand taka. –আমাকে পাঁচ হাজার টাকা দাও ।
- I have bought two pair of shoes. –আমি দুই জোড়া জুতা কিনেছি ।
কিন্তু অনির্দিষ্ট সংখ্যা যেমন some, several, a few, many ইত্যাদি যদি Noun-এর আগে থাকে বা পুনরুক্তি হয় যেমন শত শত, হাজার হাজার ইত্যাদি, তাহলে Noun গুলো Plural হয় । যেমন:
- Hundreds of people were present in the meeting. –শত শত লোক সভায় উপস্থিত ছিল ।
- Thousands of Salmon were caught by the fishermen. –জেলেদের দ্বারা হাজার হাজার স্যালমন মাছ ধরা হয়েছিল ।
Rule-23: নিচের Word গুলোর Plural form মনে রাখা একান্ত আবশ্যক । এদরকে Foreign plural বলে ।
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
Mr. =মহাশয় | Messers | Genus=গণ | Genra |
Mrs. / Madam=ভদ্র মহিলা | Mesdames | Hypothesis=প্রকল্প | Hypotheses |
Axis=অক্ষ | Axes | Hippopotamus=জলহস্তী | Hippopotami |
Analysis=বিশ্লেষণ | Analyses | Locus=সঞ্চারপথ | Luci / Locuses |
Agendum=বির্চায বিষয় | Agenda | Medium=মাধ্যম | Media |
Alumnus=প্রাক্তন ছাত্র | Alumni | Memorandum=স্মারকলিপি | Memoranda |
Appendix=পরিশিষ্ট | Appendices | Phenomenon=দৃশ্য বস্তু | Phenomenia |
Bandit=দস্যু | Banditti/Bandits | Parenthesis=বন্ধনী চিহ্ন | Parentheses |
Bureau=সরকারী বিভাগ | Bureaux/Bureaus | Referendum=গণভোট | Referenda |
Basis=ভিত্তি | Bases | Oasis=উদ্যান | Oases |
Crisis=সংকট | Crises | Radius=ব্যাসার্ধ্ | Radii/Radiuses |
Cherub=স্বর্গীয় দূত | Cherubium/Cherubs | Seraph=স্বর্গীয় দূত | Seraphim |
Criterian=নির্ণায়ক | Critera | Syllabus=পাঠ্যক্রম | Sullabi/Syllabuses |
Datum=উপাত্ত | Data | Thesis=প্রবন্ধ | Theses |
Erratum=ভূলের তালিকা | Errata | Terminus=শেষ প্রান্ত | Termini/Terminuses |
Focus=কেন্দ্র | Foci | Vertex=শীর্ষ | Vertices |
Formula=সূত্র | Formolae/Formulas | - | - |
Rule-24: Plural of letters, figures and abbreviations.
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
t | t’s/ts | M.A | M.A’s/M.As |
m | m’s/ms | 8 | 8’s/8s |
p | p’s/ps | 20 | 20’s/20s |
B.A | B.A’s/B.As | 100 | 100’s/100s |
Rule-25: Number of pronouns:
Singular | Plural | Singular | Plural |
---|---|---|---|
I | We | Him / Her | Them |
My | Our | His / Her | Their |
Mine | Ours | This | These |
Me | Us | That | Those |
You | You | It | They |
Your | Your | Its | Theirs |
He / She | They. | - | - |
Miscellaneous –( বিবিধ )
- সংবাদ, আশ্বাস, প্রতিশ্রুতি অর্থে “Word” শব্দটি Singular হিসেবে ব্যবহৃত হয় । যেমন:
- His word has made us happy. – তার আশ্বাস আমাদেরকে খুশী করেছে ।
- নির্দিষ্ট র্দৈঘ্য ও পরিমাণ বুঝালে কোন Noun দেখতে plural হলেও তা Singular হিসেবে ব্যবহৃত হয় । যেমন:
- Sixty-miles is a long way. – ষাট মাইল লম্বা পথ ।
- Three months is a long time. – তিন মাস লম্বা সময় ।
- Adjective-এর কোন plural form হয় না । কিন্তু Adjective-এর র্পূবে “The” বসালে তা Plural common noun হয়ে যায় এবং তার পরে Plural verb বসে । যেমন:
- The rich are not always happy. –ধনীরা সব সময় সুখি না ।
- The poor live from hand to mouth. –গরীবেরা দিন আনে দিন খায় ।
- “More than one” –Singular Noun হিসেবে পরিগণিত হয় । এই কারণে “More than one”-এর পরে Singular verb বসে । যেমন:
- More than one student was present there. –একের অধিক ছাত্র সেখানে উপস্থিত ছিল ।
- More than one man was present there. – একাধিক লোক সেখানে উপস্থিত ছিল ।
কিন্তু “More than one” –পরে যদি “One” না থেকে “two”, “three” এরূপ সংখ্যা থাকলে সেক্ষেত্রে তা Plural হিসেবে গণ্য করা হয় এবং তার পরে Plural verb বসে । যেমন: - More than two students were present there. –দুইয়ের অধিক ছাত্র সেখানে উপস্থিত ছিল ।
- More than three men were present there. –দইয়ের অধিক লোক সেখানে উপস্থিত ছিল ।
- কতকগুলো Noun সাধারণত: Plural রূপ গ্রহণ করলেও যখন সেগুলো Compound adjective গঠন করে এবং একটি নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে তখন উক্ত Noun-টি Singular হিসেবে ব্যবহৃত হয় । এক্ষেত্রে Compound adjective-টির পূর্বে a, an, one, this, that ইত্যাদি বসে । যেমন:
- A eight year old girl was drowned in the river. –একটি আট বছরের মেয়ে নদীতে ডুবে গিয়েছিল ।
- He gave me a ten taka note. –সে আমাকে একটি দশ টাকার নোট দিয়েছিল ।
- শিকারী প্রাণী বা পাখিকে যখন সমষ্টিগতভাবে বুঝায় তখন তা Singular রুপ গ্রহণ করলেও Plural হিসেবে ব্যবহৃত হয় । যেমন:
- We went to Sunderbans to kill tiger. – আমরা সুন্দরবনে বাঘ মারতে গিয়েছিলাম ।
এখানে Tiger বলতে একটি বাঘ না বুঝিয়ে সমষ্টিগত কিছু বাঘকে বুঝানো হয়েছে ।
- We went to Sunderbans to kill tiger. – আমরা সুন্দরবনে বাঘ মারতে গিয়েছিলাম ।
- দেশের নাম, বইয়ের নাম দেখতে Plural হলেও তা Singular এবং এদের পরে Singular verb বসে । যেমন:
- The United Kingdom was the host country in the World Cup. –বিশ্বকাপে যুক্তরাজ্য স্বাগতিক দেশ হিসেবে ছিল ।
- Antony and Cleopetra by William Shakespeare is a famous novel. –সেক্সপেয়ারের লেখা “এন্টনি এবং ক্লিওপেট্রা” একটি বিখ্যাত নোবেল ।
“The End”
Leave a Comment