Writing

Paragraph কাকে বলে? কিভাবে Paragraph লিখবেন বিস্তারিত

Paragraph কাকে বলে? কিভাবে Paragraph

Paragraph Writing


# Definition of Paragraph-( Paragraph- এর সংজ্ঞা ): Paragraph হলো কোন কিছুর ধারণা সমন্ধে কিছু বাক্যের সমষ্টি ।
( Paragrap is a group of some sentences about an idea of something. )

# Parts of paragraph – (Paragraph-এর অংশ ): একটি Paragrap-এর সাধারণত: তিনটি মূল অংশ থাকে । যেমন:

  1. Topic sentence
  2. Supporting sentences / adding details.
  3. Conclusion.

Topic sentence-এর ধারণা:

Topic sentence বলতে paragraph-এর প্রথম sentence-কে বুঝায়, যাহা থেকে paragraph-এর মূল ধারণা পাওয়া যায় ।

Supporting sentences / adding details-এর ধারণা :

Supporting sentences / adding details বলতে কিছু বাক্যের সমষ্টিকে বুঝায়, যাহা Topic sentence –এর সমন্ধে সম্যক ধারণা দেয় ।

Conclusion-এর ধারণা :

সাধারণত: paragraph-এর শেষ বাক্যকে বুঝায় , যাহা paragraph –এর topic sentence –এর মূল ধারণাকে পুনরায় মনে করিয়ে দেয় ।

# Paragraph সমন্ধে আরও কিছু ধারণা আছে যাহা আমাদের জানা দরকার : যেমন:

  • Paragrap-এর অবশ্যই একটি শিরোনাম থাকবে ।
  • Paragrap-টি অবশ্যই এক para-তে শেষ করতে হবে ।
  • Paragrap লেখার ক্ষেত্রে word limitation আছে । যদি word limitation না থাকে তবে ১৫০ শব্দের মধ্যে paragrap লেখা উচিৎ ।

# একটি Real Test-মাধ্যমে paragraph লেখার নমুনা নিম্নে দেওয়া হলো । যেমন:
ধরা যাক পরীক্ষায় Dengue Fever নিয়ে paragraph লেখার জন্য বলা হলো, তখন আমাদের করণীয় হলো paragraph-কে তিনটি অংশে ভাগ করা । যেমন:

  1. Topic sentence
  2. Supporting sentences / adding details.
  3. Conclusion

নমুনা :

Dengue Fever

Dengue fever is a fatal disease now. It is a mosquito-borne viral infection caused by dengue virus. Dengue virus is spread among us from some Aedes mosquitoes. These mosquitoes thrive in areas with standing water including water tanks, water containers and water tires. Generally, they bite in the daytime. Since World War dengue has become the cause of concern. Though it is a simple fever, but it has taken a serious turn this year, especially in Bangladesh. Sometimes it causes death. Since it is a fatal disease so public awareness along with the government activities is mandatory to prevent this tropical disease like dengue fever.

বাংলায় অনুবাদ : ডেঙ্গু জ্বর এখন একটি মারাত্বক রোগ । এটা মশা সৃষ্ট সংক্রমক রোগ যাহা সৃস্টি হয় ডেঙ্গু ভাইরাস থেকে । এডিস মশার মাধ্যমে আমাদের মাঝে ডেঙ্গু ভাইরাস ছড়ায় । এডিস মশাগুলো জমে থাকা পানি বিশেষ করে পানির ট্যাংক, পানির পাত্র এবং পুরানো গাড়ীর টায়ারে বংশ বিস্তার করে । সাধারণত: এই মশাগুলো দিনের বেলায় কামড়ায় । দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় থেকেই ডেঙ্গু উদ্বেগের কারণ হয়েছে । যদিও ডেঙ্গু জ্বর একটি সাধারণ জ্বর, কিন্তু এই বছর এই জ্বরটি এক মারাত্বক রূপ নিয়েছে বিশেষ করে বাংলাদেশে । মাঝে মাঝে এই জ্বর থেকে মৃত্যু পযর্ন্ত হযে থাকে । সুতরাং এই গৃষ্মকালীন রোগ ডেঙ্গু জ্বর প্রতিরোধে সরকারের কমর্কান্ডের সাথে জনসচেতনা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই করণীয় ।

Note:
এখানে উল্লেখ্য , উপরের paragraph-টিতে লক্ষ্য করলে দেখা যায় যে, bold করা লেখা প্রথম বাক্যটি হলো Topic sentence , যাহা paragrap-এর মূল ধারণাকে অর্থাৎ Dengue Fever-কে Highlight করেছে । এখানে Bold করা বাক্য ছাড়া বাকী বাক্যগুলো হলো supporting sentences / adding details ।

Paragraph-এর সবশেষে Bold করা বাক্যটি হলো Conclusion যাহা Paragrap-এর মূলধারণাকে আবার জোর দিয়ে প্রতিরোধের পথ দেখায়ে দেওয়া হয়েছে ।

এখানে আমাদের মনে রাখতে হবে যে, Paragraph-এর Title বা শিরোনাম হলো “ Dengue Fever” ।

আরো পড়ুন:  Advanced English Grammar’s all content

Leave a Comment