Participle phrase-এর সংজ্ঞ।:
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে Adjective phrase-এর ন্যায় কাজ করে তখন তাকে Participle phrase বলে । Participle phrase আবার তিন প্রকার । যেমন:
💥Join & Get $25 Instantly ›› ![]() Free Sign-up |
- Present participle.
- Past participle
- Perfect participle.
For example-(উদাহরণ) :
- Present participle:
- Finally checking over his answer, the examiner announced his final result. –অবশেষে তার উত্তরটি যাচাই করে পরীক্ষক তার চূড়ান্ত ফলাফল প্রকাম করলো ।
Note: উপরোক্ত বাক্যে under line যুক্ত শব্দগুচ্ছ হলো Present participle:
- Past participle :
- Frightened by the loud sound, the dog hid in the jungle. –উচ্চ শব্দে ভীত হয়ে কুকুরটি জংগলে লুকালো ।
Note: উপরোক্ত বাক্যে under line যুক্ত শব্দগুচ্ছ হলো Past participle ।
- Perfect participle:
- Having completed the work, he joined our party. –কাজটি শেষ করে সে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছিলেন ।
Note: উপরোক্ত বাক্যে under line যুক্ত শব্দগুচ্ছ হলো Perfect participle ।
# Some important examples for different phrases :
- We enjoy doing the work. – আমরা কাজটি করে আনন্দ পাই ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো objective phrase । কারণ ইহা verb/ sentence-এর object।
- The man doing this work is my father. –এই কাজেরত লোকটি আমার বাবা ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adjective phrase । কারণ ইহা “The man” noun-কে modify করছে ।
- Taking exercise is good for health. –ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভাল ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো phrasal subject । কারণ ইহা sentence –এর শুরুতে বসেছে ।
- The boy taking exercise is my brother. –ব্যায়ামরত বালকটি আমার ভাই ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো phrasal adjective / adjective phrase । কারণ ইহা “The boy” noun-কে modify করছে ।
- The pond in front of my house is very old. –আমার বাড়ীর সামনের পুকুরটি খুব পুরাতন ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো phrasal adjective / adjective phrase । কারণ ইহা “The pond” noun-কে modify করছে ।
- The pond in front of our house is very old. –আমার বাড়ীর সামনের পুকুরটি খুব পুরাতন।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো prepositional phrase । কারণ “in front of” শব্দগুচ্ছটি “our house”-এর সাথে যুক্ত হয়নি । অন্যদিকে ইহা “our house”-সামনে বসে preposition-এর ন্যায় কাজ করছে ।
- The tree stands in front of my house. – গাছটি আমাদের বাড়ীর সামনে অবস্থিত ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adverbial phrase । কারণ ইহা “stands” verb-কে modify করছে ।
- Even a man in the street has some money.-এমনকি একটি পথের মানুষেরও কিছু টাকা আছে।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো noun phrase যাহা এখানে subject হিসেবে কাজ করছে।
- Even a man in the street has some money.-এমনকি একটি পথের মানুষেরও কিছু টাকা আছে।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adjective phrase যাহা এখানে subject “ a man “–কে modify করছে ।
- The man is in the street. –লোকটি রাস্তায় আছে ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adverbial phrase যাহা এখানে subject “ The man “–কে modify করছে বা লোকটি কোথায় আছে তা নিদের্শ করছে ।
আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি?
Leave a Comment