Parts Of Speech

Preposition কাকে বলে ? কত প্রকার ও কি কি

Preposition কাকে বলে ? Preposition কত প্রকার ও কি কি
# Preposition-( পদাম্বয়ী বা সমন্ধসূচক অব্যয় ) : যে সকল শব্দসমূহ noun/pronoun/phrasal noun/Gerund এর পূর্বে বসে বাক্যের অন্য কোন শব্দের সাথে  সর্ম্পক স্থাপন করে বাক্যের পূণার্ঙ্গ  অর্থ প্রকাশে সহায়তা করে তাদেরকে Preposition বলে ।
( A preposition is a word that is placed before / in front of noun/pronoun/phrasal noun/gerund to show the relation with  other words of the sentence  and helps to express the complete  sense of  the sentence ).
For example- ( উদাহরণ ) :
  • The book is on the table.-বইটি টেবিলের উপর ।
  • The man is under the tree.-লোকটি গাছটির নিচে ।
  • The fish is in the pond.-মাছটি পুকুরে ।
  • The bird flew over our head.-পাখীটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল ।
  • He is behind you.-সে তোমার পিছনে ।
  • What did you say about her?- তার সর্ম্পকে তুমি কি বলেছিলে ?
উপরের বাক্য্যগুলোতে on, under, in, over শব্দগুলো যতাক্রমে table, tree, pond, head এই সব noun গুলোর পূর্বে বসে এবং behind, about এই সব preposition গুলো you এবং her pronoun গুলোর পূর্বে বসে বাক্যের অন্যসব শব্দের সাথে  সম্পর্ক স্থাপন করেছে এবং বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাম করেছে ।

Preposition Dictionary – ( পদাম্বযী বা সমন্ধসূচক অব্যয়ের অভিধান ) :


At a glance all prepositions in the following table :
LetterPrepositionLetterPreposition
Aat, about, among, around, above, against, access, after longBbetween, beyond, before, behind, beside, back, below, beneath, but
Ddespite, down, duringEexcept
Ffor, forward, from, far, further, fartherIin, into, inside, inward
NnearOof, off, on, out, outside
Ppast, providingRround, regard
SsinceTto, towards, through, than,
Uup, upon, underWwith, within, without,
Irregular prepositions –(অনিয়মিত পদাম্বয়ী বা সমন্ধসুচক অব্যয় ) :
BbutLlike
Wwhile
এখানে লক্ষণীয় বিষয় হলো, but, like, while এই সব শব্দসমূহ বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয় । তাই এই সব preposition –কে irregular preposition বলা হয়ে থাকে । যেমন:
For example- ( উদাহরণ ) :
  • You are like your father.-তুমি তোমার বাবার মত.
  • While driving the car, I found a stranger.-কার গাড়ী চালানোর সময় আমি একজন আগন্তককে দেকেছিলাম ।
  • Everybody attended the meeting but Mr. Babar.-মি: বাবর বাদে / ছাড়া প্রত্যেকে সভায় উপস্থিত ছিল ।
# Keep in mind-( মনে রেখো ) :  Preposition-এর ব্যাপারে কিছু শর্ত বা condition  আছে যাহা আমাদের সকলকে জানা উচিৎ । কেননা ইহা  preposition-এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধি করবে । শর্ত বা  condition –গুলো নিম্নরূপ :
  • Condition-1 : প্রতিটি preposition – এর একেকটি অর্থ আছে । সেই অর্থ অনুযাযী preposition শব্দের বা বাক্যের পরে বসে থাকে ।
  • Condition-2 : Preposition এক ধরণের  connective word  বা সংযোজককারী শব্দ হিসেবে কাজ করে । দু’টি শব্দের মধ্যে সর্ম্পক সৃষ্টি করাই preposition –এর মূল লক্ষ্য ।
  • Condition-3 : Preposition  সাধারণত:  noun/pronoun/phrasal noun / gerund এর পরে বসে থাখে । অর্থাৎ preposition –এর object হলো noun/pronoun/phrasal noun / gerund
  • Condition -4 : Preposition  পরে সাধারণত:  verb, adverb, adjective, conjunction , interjection  বসে না ।
  • Condition -5 : Appropriate preposition –এর ব্যবহার সঠিকভাবে জানতে হলে , ইংরেজী পড়ার সময় prepossition –এর ব্যবহার অবশ্রই যত্ন সহকারে বা carefully পড়তে হবে । তা নাহলে Appropriate preposition –এর ব্যবহার সঠিকভাবে জানা কষ্টসাধ্য হবে ।
  • Condition -6: নিদির্ষ্ট শব্দের পরে যে নিদির্ষ্ট preposition বসে তাকে Appropriate preposition বলে । এই preposition গুলো চর্চার মাধ্যমে (through practice ) মনে রাখতে হবে । নতুবা ইহা মনে রাখা কষ্টসাধ্য হবে ।
এখানে উল্লেখ্য যে, উপরোক্ত শর্তের মধ্যে যে কথাটা সবচেয়ে গুরুত্বর্পূণ তা হলো :  Preposition –এর পরে অবশ্যই একটি object থাকে তা হলো- noun/pronoun/phrasal noun / gerund । অর্থাৎ ইহার কাঠামোটি হলো – Preposition + noun/pronoun/phrasal noun / gerund.
For example – (উদাহরণ ) :
  • It is not wise to depend on him….তার উপর নির্ভর করা ঠিক হবে না ।  ….( him = pronoun  on=Preposition )
  • Now he is at home….এখন সে বাড়ীতে আছে । …….( home=noun, at = preposition )
  • I am fond of eating fish….আমি মাছ খাইতে পছন্দ করি ।….( eating = gerund, of = preposition )
  • We should take care of our kith and kin….আত্মীয়স্বজনদের খোঁজ নেওয়া আমাদের উচিৎ । …( kith and kin = phrasal noun, of = preposition )
# Use of preposition-(পদাম্বয়ী বা সমন্ধসূচক অব্যয় –এর ব্যবহার ) ;

At এর ব্যবহার:

i)ছোট স্থান বুঝাতেNow he is at office.সে এখন অফিসে
iii)ঘড়ির সময় বুঝাতেI wake up at 6:00 am.আমি সকাল ৬ টায় উঠি ।
iii)কোন স্থানের কাছে বুঝাতেShe comes at the balcony whenever I beckon her.সে বেলকনিতে আসে যখনই আমি তাকে ইশারা করি

In এর ব্যবহার :

i)বড় স্থান বুঝাতেI live in Bangladeshআমি বাঙলাদেশে বাস করি ।
ii)দিনের কোন সময় বুঝাতেI will meet you in the evening.আমি তোমার সাথে বিকেলে দেখা করবো ।
iii)ক্ষেত্রে বুঝাতেIt is not appropriate in your life.তোমার জীবনের ক্ষেত্রে ইহা প্রযোজ্য না ।
iv)কোন খারাপ অবস্থার মধ্যে বুঝাতেI am in trouble.আমি সমস্যায় আছি ।
  • Remove confusion-( সন্দেহ দূর করো ) :
যদি দুইট স্থান একই বাক্যে উল্রেখ থাকে তাহলে যে অপেক্ষকৃত ছোট সেটার বেলায় “at” বসবে এবং অন্যটির বেলায় “in” বসবে । যেমন:
For example – (উদাহরণ ) :
  • He lives at Mirpur in Dhaka….সে ঢাকার মিরপুরে বাস করে ।
#Keep in mind-( মনে রেখো ) : ঢাকার চেয়ে মিরপুর ছোট । সেই কারণে মিরপুরের সামনে “at” বসেছে এবং মিরপুরের চেয়ে ঢাকা বড়, সেই কারণে ঢাকার সামনে “in” বসেছে ।

Into এর ব্যবহার :

i)প্রবেশ বা গতিশীল বুঝাতেOur teacher is coming into the class room.আমাদের শিক্ষক শ্রেণী কক্ষের ভিতর আসতেছে ।
ii)রূপান্তরিত বা পরির্বতন বুঝাতেWater changes into ice by freezing.ঠান্ডায় পানি বরফ হয় ।
iii)দলে দলে ভাগ হয়ে যাওয়া বুঝাতেFinally, all the people were divided into three major parties.অবশেষে সকল মানুষ প্রধান তিনটি দলে ভাগ হয়ে গিয়েছিল ।

On এর ব্যবহার :

i)কোন কিছুর উপর লেগে থাকা বুঝাতেPut the book on the table.বইটি টেবিলর উপর রাখো ।
ii)সপ্তাহের সাত দিনের নামের আগেMy elder brother is coming on Friday.আমার বড় ভাই শুক্রবারে আসতেছে ।
iii)বিশেষ অনুষ্ঠানের আগেWe should donate some money on Eid-Day.ঈদের দিনে আমাদের কিছু টাকা দান করা উচিৎ ।

With এর ব্যবহার :

i)কোন কিছুর সাথে বুঝাতেI live with my family in Dhakaআমি আমার পরিবারের সাথে ঢাকায় থাকি ।
ii)কোন উপকরণ বা বস্তু দ্বারা কোন কিছু করা বুঝাতেHe hit me with his iron stick on my head.সে তার লোহার লাঠি দিয়ে আমাকে আমার মাথায় আঘাত করেছিল ।

By এর ব্যবহার :

i)অন্যের দ্বারা কোন কিছু করা বুঝাতে ( Passive অর্থে )I am loved by her.সে আমাকে ভাল বাসে ।
ii)নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কিছু করা বুঝাতেI will complete my assignment by 10 am.আমি ১০ টার মদ্যে আমার কাজটি শেষ করবো ।
iii)পরিমাণ নির্দেশ করতেThe man failed in race competition by only one mile.দৌড় প্রতিযোগিতায় মাত্র এক মাইলের ব্যবধানে লোকটি পরাজিত হয়েচিল ।
iv)একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বুঝাতেKeep the glass of water by the AC ( Air condition )পানির গ্লাসটি এয়ার কন্ডিশনের কাছে বা ধারে রাখো ্

Above এর ব্যবহার :

i)কোন কিছুর ব্যাপারে বলে শেষ করা যাবে না এরূপ বুঝাতেThe talent of this little girl is above of our thinking.এই ছোট বালিকাটির বুদ্ধি /মেধা আমাদের চিন্তার বাইরে ।
ii)তাপমাত্রা, বয়স, সংখ্যার চেয়ে বেশি বুঝাতেYou are allowed as you are above twelve years.আপনাকে অনুমতি দেওয়া হলো কারণ আপনার বয়স ১২ এর উপরে
iii)লক্ষ্যে অটুট থাকা বুঝাতেFix the ball above the index finger.তর্জনী আঙ্গুলের উপর বলটিকে লক্ষ্য স্থির করো ।

After এর ব্যবহার :

i)পরে বা পরবর্তী বুঝাতেI will meet you after coming back from home.বাড়ী থেকে আসার পর আমি তোমার সাথে দেখা করবো ।
ii)পেছন থেকে অনুসরন করা বুঝাতেHe aimed the arrow after meসে পিছন থেকে আমার দিকে তীর লক্ষ্য করেছিল ।
iii)অতীতে দুটি কাজ শেষ হয়েছে এরকম ধারাবহিকতা বুঝাতে ।The patient died after the doctor had come.ডাক্তার আসার পর রোগিটি মারা গেল ।
iv)নাম অনুসারে নাম রাখাHe was named Galib after his father.তার বাবার নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল ।
v)কোন কিছু মনের মত হওয়া বুঝাতেShe is after my mind.সে আমার মনের মত ।

Among এর ব্যবহার :

i)কোন কিছু দুইয়ের অধিকি জনের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতেDivide the mangoes among the boys.আমগুলো বালকদের মধ্যে ভাগ করে দাও ।
ii)কোন কিছু চারিদিকে কোন বস্তু দ্বারা আবৃত বা পরিবেষ্টিত বুঝাতেOur house is among the mango tree.আমাদের বাড়ী আম গাছ দ্বারা পরিবেষ্টিত ।

Before ব্যবহার :

i)অতীতে দুটি কাজ শেষ হয়েছে এরকম ধারাবহিকতা বুঝাতে ।The patient had died before the doctor cameডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল ।
ii)শুরু করার পূর্বে বুঝাতেBefore starting something, you have to know the rules and terms.কোন কিছু শুরু করার পূর্বে তোমাদেরকে নিয়মগুলো এবং শর্তগুলো জানতে হবে ।
iii)সামনে বুঝাতেI stood before you.আমি তোমার সামনে দাড়িয়েছিলাম ।

Behind এর ব্যবহার :

i)পিছনের বিষয বস্তুকে ইংগিত করতেIt was behind our thinking that we did not know before.ইহা ছিল আমাদের ধারণার বইরে যাহা আগে আমরা জানতাম না ।

Below এর ব্যবহার :

i)অবস্থানগত দিক হতে নিচে বুঝাতেMost of the people of this village live below poverty line.এই গ্রামের বেশীরভাগ লোক দরিদ্র সিমার নীচে বাস করে ।
ii)গুনগত মানের চেয়ে কম বুঝাতেThe quality of this rice is below the standard.এই চাউলের গুনগত মান আদর্শ মানের নীচে ।
iii)পদ মর্যাদায় কম বুঝাতেYour position in this village is below of all.এই গ্রামে তোমার অবস্থান সবার নীচে ।

Beside এর ব্যবহার :

i)পাশে বুঝাতেI feel happy when you sit beside meতুমি যখন আমার পাশে বস তখন আমি খুশি হই ।
ii)ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা অর্থেYour presence beside her is like husband-wife.তার পাশে তোমার উপস্থিতি স্বামীস্ত্রীর মত ।
# Keep in mind- ( মনে রেখো :  Beside  একটি preposition,  অন্যদিকে  besides  হলো  adverb / preposition ,  besides এর অর্থ হলো  অধিকন্তু বা ছাড়াও ।

Between এর ব্যবহার :

i)দুইয়ের মধ্যে বুঝাতেDivide the mangoes between the two boys.বালকদ্বয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও ।

Beyond এর ব্যবহার :

i)নির্দিষ্ট সময়ের পর বুঝাতেYou will not be permitted to come here beyond afternoon.বিকালের পর তুমি এখানে আসার অনুমতি পাবে না ।
ii)কল্পনার বাইরে বুঝাতেYour achievement is really beyond imagination.তোমার অর্জন সত্যিই কল্পনার বাইরে ।
iii)সামর্থের বাইরে বুঝাতেMy living cost is beyond my income.আমার জীবনযাপনের খরচ আয়ের বাইরে ।

During এর ব্যবহার :

i)কোন সময় ধরে বুজাতেTwo girls were gossiping during class hourদু’জন বালিকা ক্লাস চলকালীন সময়ে খোশ গল্প করতেচিল ।
ii)কোন নির্দিষ্ট মুর্হূতকে বুঝাতেAs you have kept fast, you are prohibited to take any meal during day time.যেহেতু তুমি রোজা রেখেছো তাই দিনের বেলায় কোন বেলায় কোন পানাহার করা তোমারর নিষেধ ।

Till এবং Until এর ব্যবহার :

i)যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না বুঝাতেI will wait for you till your arrival. / I will wait until your arrival.তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো । / তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা কনবো ।

For এর ব্যবহার :

i)কারও জন্য কিছু বুঝাতেThese pens are for you.এই কলমগুলো তোমার জন্য ।
ii)কারও পক্ষে বা জনকোন কিছু করা বুঝাতেI am speaking for you.আমি তোমার পক্ষে কথা বরতেছি ।
iii)কারও জন্য কিছু বুঝাতেShe became angry for being late.দেরী হওয়ার করেণে সে রাগান্বিত হয়েছিল ।
iv)কোন উদ্দেশ্য বুঝাতেHe tried lots for upgrading his condition.তার অবস্থার উন্নতির জন্র সে অনেক চেষ্টা করেফছল ।
v)কোন বিনিময় বুঝাতেTake this Iftar package for fifty taka.৫০ টাকার বিনিময়ে এই ইফতারের প্যাকেটটি লও ।
vi)অনেক সময় বুঝাতেI am waiting for you for a long time.আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি ।

Over এর ব্যবহার :

i)উপর দিয়ে ভাসমান বুঝাতেThe Aero plane flew over our head.বিমানটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল ।
ii)কোনো মাধ্যমে কতা বলাWe talk over cell phone every day.প্রতিদিন আমরা সেল ফোনে কথা বলি ।
iii)সমগ্র অর্থেEnglish is spoken all over the world.সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়ে থাকে ।
iv)কর্তৃত্ব আরোপ করতে বুঝাতেShe has no guardian over her.তাকে কর্তৃত্ব করার মত তার কোন অভিভাবক নাই ।
v)বিপরীত বা অন্য পাশ বুঝাতেI believe, I will survive prettily over there.আমার বিশ্বাস আমি ওখানে খুব ভাল থাকবো ।

Off এর ব্যবহার :

i)বিচ্ছিন্ন অর্থেYou have cut off from your target.তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো ।
ii)মূল্য ছাড় অর্থেWe offer 10% off on this product.আমরা এই পণ্যের উপর ১০% ছাড় দেয় ।
iii)কোন কিছু থেকে পড়ে যাওয়াThe kid fell off the cradle.বাচ্চাটি দোলনা থেকে পড়ে গেল ।
Note:  এখানে off = from

To এর ব্যবহার :

i)কোন নির্দিষ্ট দিক বুঝাতেI am going to school.আমি বাজারে যাচ্ছি ।
ii)পরিমাণ র্নিদেশ করতেIt is 4 cm to an inch.ইহা ইঞ্চিতে ৪ সেন্টিমিটার বাকী ।
iii)পর্যন্ত বুঝাতেThey are working restlessly from dawn to dusk.তারা বিরামহীনভাবে সকাল থেকে সন্ধ্যা পযৃন্ত কাজ করছে ।

Towards এর ব্যবহার :

i)কোন অনির্দিষ্ট দিকে গন্তব্য বুঝাতেI am going towards the city.আমি শহরের দিকে যাচ্ছি ।
ii)লক্ষ্য অর্জন করা অর্থেMy handsome salary is well enough towards maintaining my family.আমার এই ভালো বেতন আমার সংসার চালানোর জন্য যথেষ্ট ।
Note: নির্দিষ্ট দিকে বুঝাতে “To”  এবং অনির্দিষ্ট দিক বুঝাতে “ Towards” ব্যবহৃত হয় ।
For example –( উদাহরণ ):
I am going to school….আমি স্কুলে যাচ্ছি । ….(নির্দিষ্ট দিক )
I am going towards town. – াামি শহরের দিকে যাচ্ছি । …..( অনির্দিষ্ট দিক )
#  Keep in mind-(মনে রেখো ): Towards = Toward = Onto একই অর্থ বহন করে । “Toward” is for the USA language and “Towards” is for the UK language.

upto এর ব্যবহার :

i)কোন কিছুর সিমা পর্যন্ত বুঝাতেThis discount may may be increased upto 15%. / I will go upto Dhaka.এই ছাড়টি ১৫% পর্যন্ত বাড়তে পারে । / আমি ডাকা পর্য

Up এর ব্যবহার :

i)উচুঁতে কোন কিছু আছে বুঝাতেThe village Somal is very up the hill.সোমাল গ্রামটি পাহাড় থেকে অনেক উচুঁতে ।

Upon এর ব্যবহার :

i)কোন কিছুর উপর ভিত্তি করা বুঝাতেI can’t say anything depending upon you.আমি তোমার উপর ভিত্তি করে কোন কিছু বলতে পারি না ।
Note : Upon = On একই অর্থ বহন করে ।

Under এর ব্যবহার :

i)কোন কিছুর নীচে বুঝাতেThe old man is sleeping under / beneath the tree.বৃদ্ধ লোকটি গাছের নীচে ঘুমাচ্ছে ।
ii)নিযন্ত্রণে বা অধীনে থাকা বুঝাতেKeep in mind; you are working under my supervision.মনে রেখো, তুমি আমার অধীনে কাজ করছো ।
iii)কারো চেয়ে বয়সে ছোট বুঝাতেNational ID (NID) is not allowed for you as you are under 18 years.জাতীয় পরিচয় পত্র তোমার জন্য প্রযোজ্য নয়, কারণ তোমার বয়স ১৮ এর নীচে ।
Note : Under = Beneath একই অর্থ বহন করে ।

Within এর ব্যবহার :

i)কোন সময়ের মধ্যে বুঝাতেI will come back within 5 minutes.৫ মিনিটের মধ্যে ফিরে আসবো ।
ii)কোন সময়ের মধ্যে বুঝাতেSay something within your limitation.তোমার সীমাবদ্ধতার মধ্যে কিছু বলো ।

Without এর ব্যবহার :

i)ছাড়া / ব্যতীত অর্থেMy existence is under threatened without you.তুমি ছাড়া আমার অস্তিত্ব হুমকির মূখে ।

From এর ব্যবহার :

i)হতে বা থেকে বুঝাতেI am from Bangladesh.আমি বাংলাদেশ থেকে এসেছি ।

Of এর ব্যবহার :

i)কারো অধিকারে আছে বুঝাতেThis property is of four brothers.এই সম্পত্তি চার ভাইয়ের
ii)বয়স / গুন বুঝাতেHe is a man of letters. / He is a boy of fifteenসে একজন পন্ডিত লোক / ছেলেটির বয়স ১৫
# Keep in mind – ( মনে রেখো ) : উপরোক্ত  preposition  গুলো  আমরা বেশী বেশী ব্যবহার করে থাকি । ভালভাবে ইংরেজী শিখতে হলে উপরোক্ত  preposition  গুলো মুখস্থ করা এবং অনুশীলন করা একান্ত জরুরী ।

Collocation with preposition / Phrasal preposition:


Collocation with preposition  হলো এক ধরণের Phrasal preposition , কারণ এগুলো একাধিক শব্দ দ্বারা গঠিত । ইংরেজি বলা বা লেখার ক্ষেত্রে এই সব  Collocation  with preposition বা  Phrasal preposition খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যে যত বেশী এগুলো জানবে বা চর্চ্চা করবে সে তত ইংরেজী বলতে বা লেখতে পারবে । নিম্নে ছকের মাধ্যমে কিছু Collocation with preposition / Phrasal preposition দেওয়া হলো :

 Note : Collocation = সমাবেশ
Table-1 : “At” দ্বারা গঠিত collocation -:
At first =শুরুতেAt down=নিচের দিকেAt school=স্কুলেAt first hand =প্রথম দিকে
At one’s desk=কারো সন্নিকটেAt sunset=র্সূয ডুবার সময়At the age of =বয়সেAt the door=দরজার কাছে
At the table=টেবিলেAt the beginning of=শুরুতেAt first sight=প্রথম দর্শনেAt the time=সময় সাপেক্ষে
At breakfast=নাস্তায়At a glance =এক নজরেAt times=মাঝে মাঝেAt lunch=মধ্যাহ্নভোজে
At heart=হৃদয়েAt the top of=সর্ব্বোচ্চAt the bottom of = সবচেয়ে নিম্নেAt home=বাড়ীতে/আরামে/দক্ষ
At University=বিশ্ববিদ্যালয়েAt the bus stop=বাসস্ট্যান্ডেAt last=অবশেষেAt the weekend=সপ্তাহান্তে
At church=গীর্জায়At least=কমপক্ষেAt work=কাজের স্থানেAt all costs=যেকোন মূল্যে
At a loss=হতভম্ব / ক্ষতিতেAt the seaside=সমুদ্র পারে
Table-2 : “In” দ্বারা গঠিত  collocation :
In action=কাজে/ কর্মেIn addition to=এছাড়াওIn aid of =সহযোগিতার জন্যIn bed=বিছানায়
In brief=সংক্ষেপেin any case=যেকোন ক্ষেত্রেIn someone’s interest=কারো আগ্রহেIn a line=এক লাইনে/একসংগে
In a mess=জগাখিচুরিin the meaning=অর্থেIn luxury=বিলাসিতার মধ্যেIn secret=গোপনে
In short=সংক্ষেপেIn sight of=দর্শনেIn the sky=আকাশপানেIn stock=মজুদ
In need of=প্রয়োজনIn a nutshell=সংক্ষেপেIn the open উন্মুক্তIn order to=জন্য
In cash=নগদেIn charge=ভারপ্রাপ্তIn color=রঙেIn common=সাধারণ
In comparison with=তুলনামূলকভাবেIn the country=দেশেIn love=প্রণয়াসক্তIn the long run=পরিণামে
In the mood=মেজাজেIn the morning=সকালেIn a newspaper=খবরের কাগজেIn theory=ধারণায়
In the sun=সূর্যেIn succession=সাফল্যেIn a word এককথায়In practice=প্রস্তুতিতে
In other words=অন্যকথায়In pairs=জোড়ায়In particular=বিশেষতin the past=অতীতে
In danger=বিপদেIn the dark=অন্ধকারে / আধারেIn hand=হাতে হাতেIn general=সাধারণত:
In the hope of=প্রত্যাশায়/আশায়In a hurry=তাড়ার মধ্যেIn politics=রাজনীতিতেIn progress=চলমান
In return=বদলেIn reality=বাস্তবেIn safety=সুরক্ষায়In conclusion=পরিশেষে
In detail=বিস্তারিতIn the end=অবশেষেIn fact=প্রকৃতপক্ষেIn future=ভবিষৎতে
In a problem=সমস্যার মধ্যেIn a short time=অল্প সময়ের মধ্যেIn time= উপযুক্ত সময়েIn no time=চোখের নিমিষে
Table-3 :  “On” দ্বারা গঠিত  collocation :
on account of =কারণেon the agenda=বিষয়সূচীon arrival=আগমনেon average=গড়ে
on balance=ভারসাম্যon behalf of =পক্ষেon one’s birthday=কারো জন্মদিনেon business=ব্যবসা
on call=ডাকেon condition=শর্ত সাপেক্ষেon the radio=রেডিওতেon the TV=টিভিতে
on the screen=পর্দাতেon the contrary=পক্ষান্তরেon credit=ব্যাংক হিসেবের খাতায়on a excursion/tour=শিক্ষা সফরে
on a holiday=ছুটির দিনেon demand=চাহিদা সাপেক্ষেon duty=কতর্ব্যরতon the 1st/2nd/3rd floor=প্রথম/দ্বিতীয়/তৃতীয় তলায়
on the floor=মেঝেতেon the other hand=পক্ষান্তরেon holiday=ছুটিতেon strike=ধর্মঘটে
on time=ঠিক সময়েon top of=শীর্ষে/উপরেon the increase=ক্রমবর্দমানon a journey=যাত্রাকালে
on the left=বামদিকon loan=কিস্তিতেon the market=বাজার ব্যবস্থার উপরon one’s mind=কারো মনের উপর
on New Year’s Day=নব বর্ষের দিনon order=নির্দিষ্ট নমুনা অনুসারেon the phone=ফোনেon purposeেউদ্দেশ্যে
on a trip=ভ্রমণেon the way=রাস্তায়/পথেon the whole=সামগ্রিকভাবে/মোটের উপর
Table-4 : “Out” দ্বারা গঠিত collocation :
out of condition=শর্তের বাইরেout of control=নিয়ন্ত্রণের বাইরেরout of danger=বিপদমুক্তout of date=সেকেলে
out of stock=মজুদ শেষout of doors=দরজার বাইরেout of fashion=পুরানোout of focus=লক্ষ্যের বাইরে
out of orderেএলোমেলোout of use=ব্যবহারের অযোগ্যout of print=ছাপার অযোগ্যout of the question=প্রশ্নাতীত
out of season=মৌসম শেষout of sight=দৃষ্টির বাইরেout of work=অকেজো
Table-5 : “ Under” দ্বারা গঠিত collocation :
under age=বয়সের নীচেunder control=নিয়ন্ত্রণের অধীনunder arrest=গ্রেপ্তারunder supervision=তত্ত্বাবধানে
under discussion=আলোচনাধীনunder the impression=ছাপময়under pressure=চাপের মধ্যেunder affair=বিষয়াধীন
under the weather=আবহাওয়াধীন
Table-6:  “By” দ্বারা গঠিত collocation.
by accident=র্দুঘটনাক্রমেby birth=জন্মসূত্রেby chance=হঠাৎby all odd=সব মতভেদে
by mistake=ভূলবশত:by nature=প্রকৃতপক্ষেby phone=ফোনযোগেby day/night=দিবালকে/রাত্রিতে
by far =এখন পর্যন্তby heart=হৃদয় দ্বারাby request=অনুরোধেby side=র্পাশ্বে
by surprised=অবাক হয়েby the by=কথা প্রসংগেby law=আইন দ্বারাby marriage=বিবাহ দ্বারা
by means of =উপায়েby the way=যাইহোকby the time=এক সময়by all means=সর্বতোভাবে
by bus/train/plane/helicopter/taxi/ship = বাস দ্বারা /.........../........../........
but...
on + a/the+bus/plane/train/coach/ship/board= বাসের মধ্যে /....../........../.....
Table-7:  “For” দ্বারা গঠিত  collocation :
For ages=যুগে যুগেfor break=বিরতির জন্যfor lunch=মধ্যহ্ন ভোজেরfor dinner=রাতের খাবারের জন্য
for breakfast=নাস্তার জন্যfor a chance=সুযোগের জন্যfor safe keeping=নিরাপদ রাখার জন্যfor life=জীবনের জন্য
for sale=বিক্রয়ের জন্যfor ever=চিরতরেfor good=চিরতরেfor fun=বিনোদনের জন্য
for certain=নিশ্চয়তার জন্যfor short=অল্পের জন্যfor the time being=আপাতত:for a holiday= ছুটির জন্য
for love=ভালোবাসার জন্যfor hire=ভাড়ার জন্যfor instance=উদাহরণ স্বরুপfor the rest of =বাকীগুলোর জন্য
for a week =এক সপ্তাহের জন্যfor a while=কিছু সময়ের জন্যfor the sake=জন্য

appropriate prepositions কাকে বলে


# Use of appropriate prepositions: ( সঠিক সমন্ধসূচক অব্যয়ের ব্যবহার ): ইংরেজি ভাষারীতি মোতাবেক  যখন কোন শব্দের পর  সঠিক prepositions ব্যবহার করে সর্ম্পূণভাবে একটি নির্দিষ্ট  অর্থ প্রকাশ করে তখন তাদেরকে “Use of appropriate  prepositions” বলে । যেমন:
For example-(উদাহরণ ):
  • Abstain from –( বিরত থাকা ) : We should abstain from evil deeds. – আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকা উচিৎ ।
  • Access to –( প্রবেশাধিকার ): We have access to the principal’s room.- অধ্যক্ষের কক্ষে আমাদের প্রবেশাধিকার আছে ।
  • Ability for-( সামর্থ ) : We have no ability for doing this work.- এই কাজটি করার জন্য আমাদের সামর্থ নাই ।
Grammar explanation:
  • Abstain from = Abstain (verb) + from (preposition).
  • Access to  = Access (noun) + to (preposition) .
  • Ability for = Ability (Noun ) + for (preposition).
এখানে উলেল্লখ্য যে , Abstain পর ”from”, Access এর পর  ”to” এবং Ability এর  পর “for” বসার ফলে আমরা বাক্যেগুলোর সুন্দর  অর্থ  র্পূণ বাংলা অনুবাদ পেয়েছি । আর যদি  ঐ সকল শব্দের পর অন্য কোন preposition বসতো তাহলে আমরা আর এরকম অর্থ  র্পূণ বাংলা অনুবাদ পেতাম না, হয়তো অন্য কোন বাংলা অনুবাদ পেতাম যার অর্থ আলাদা হতো । এতে বুঝা যাচ্ছে যে, Use of appropriate prepositions গুরুত্ব কত অপরিসীম । ইহার ব্যবহার শত শত । এগুলো আমাদের মনে রাখতে হবে । শুধু মনে রাখলে হবে না , এগুলো অনুশীলন করতে হবে । তাহলেই মনে থাকবে । নতুবা মনে রাখা বড়ই কঠিন হবে । যে যত বেশী শিখবে তার  vocabulary  তত rich হবে ।

Leave a Comment