Tense

Present continuous Tense কাকে বলে

Present continuous Tense কাকে বলে

Present continuous Tense কাকে বলে


Present Continuous Tense- : কোন কাজ বা ঘটনা চলছে বা ঘটছে বা নিকটতম ভবিষৎ এ ঘটবে এরূপ বুঝালে তাকে Present Continuous tense /progressive Tense বলে । ( A present continuous tense expresses an action of a verb or an event that is going on at now or will continue in near future ) ।

For example-(উদাহরণ ) :

  • Mother is cooking rice.- মা ভাত রান্না করিতেছেন /করছেন।
  • Father is reading a book.-বাবা একটি বই পড়িতেছেন / পড়ছেন ।
  • We are going to school.-আমরা বিদ্যালয়ে যাইতেছি /যাচ্ছি ।
  • Rima is writing a poem.-রিমা একটি কবিতা লেখিতেছে /লেখছেন।
  • You are singing a song.- তুমি একটি গান গাইতেছ /গাচ্ছো ।

Grammar explanation:
উপরোক্ত বাক্যসমূহে যথাক্রমে book, poem, song এই শব্দগুলো common noun and countable বিধায় ইহাদের পূর্বে “a” article ব্যবহৃত হয়েছে ।

নিম্ন এর ছকে লিখিত verb গুলোর কখনও  Present Continuous Tense হয় না । যেমন:
Table-1 : Verb of perception :

see=দেখাfind=খুজেঁ বের করাhear=শোনাwatch=মনোযোগের সাথে দেখাnotice=লক্ষ্য করা
know=জানাrecognize=স্বীকৃতি দেওয়া
Table-2: Verb of emotion :
love=ভাল বাসাlike=পছন্দ করাdislike=অপছন্দ করাwant=চাওয়াwish=ইচ্ছা করা
desire=আকাঙ্খা পোষণ করাlong for=টিকসই হওয়াhope=আশা করাexpect=আশা করাfeel=অনুভব করা
believe=বিশ্বাস করাagree=স্বীকার করাdisagree=অস্বীকার করাadmit=স্বীকার করাconfess=দোষ স্বীকার করা
refuse=ফেরত দেওয়াplease=সন্তোষ্ট করাdisplease=অসন্তোষ্ট করাsatisfy=সন্তোষ্ট করাdissatisfy=অসন্তোষ্ট করা
doubt=সন্দেহ করাprefer=অধিকতর পছন্দ করাwonder=আশ্চর্য্ হওয়া
Table-3: Verb of appearing :
look=তাকানোappear=মনে হওয়াarrive=পৌঁছানোreach=পৌঁছানোseem=মনে হওয়া
Table 4: Verb of thinking:
think=চিন্তা করাsuppose=মনে করাknow=জানাunderstand=বুঝাrealize=অনুধাবন করা
make out=বুঝাimagine=কল্পনা করাremember=স্মরণ করাremind=মনে করাmind=মনে করা
forget=ভূলে যাওয়াrecall=স্মরণ করাrecollect=স্মরণ করা
Table 5: Verb of possession:
look=তাকানোappear=মনে হওয়াarrive=পৌঁছানোreach=পৌঁছানোseem=মনে হওয়া

Keep in mind –(মনে রেখো ): আমরা জানি “see” verb এর অর্থ যখন দেখা হয় তখন verb এর সাথে “ing” যোগ হয় না বা continuous tense হয় না । কিন্তু “see” verb এর অর্থ যখন খোঁজা বুঝায় তখন “see” verb এর সাথে “ing” যোগ হয় বা continuous tense হয় । যেমন:
For example-(উদাহরণ ) :

  • My elder brother is seeing a job.- আমার বড় ভাই চাকুরীর খোঁজ করতেছে ।
  • The educated people are seeing jobs.-শিক্ষিত লোকেরা চাকুরী খোঁজ করতেছে ।
  • I am seeing my lost pen.-আমি আমার হারানো কলমের খোঁজ করতেছি ।

# Present continuous tense-কে affirmative, negative ও interrogative করার পদ্ধতি নিম্নের ছকে দেখানো হলো ।

Affirmative sentenceNegative sentenceInterrogative sentence from affirmative
I am calling him.-আমি তাকে ডাকতেছি ।I am not calling him.- .-আমি তাকে ডাকতেছি না।Am I calling him? .-আমি কি তাকে ডাকতেছি ?
He is calling me.-সে আমাকে ডাকতেছে ।He is not calling me.- সে আমাকে ডাকতেছে না ।Is he calling me? .-সে কি আমাকে ডাকতেছে ?
You are calling her.-তুমি/তোমরা তাকে ডাকতেছো ।You are not calling her.- তুমি/তোমরা তাকে ডাকতেছো না ।Are you calling her? .-তুমি/তোমরা কি তাকে ডাকতেছো ।
I am doing it.-আমি ইহা করতেছি ।I am not doing it.- .-আমি ইহা করতেছি না ।Am I doing it? .-আমি কি ইহা করতেছি ?
He is doing it.-সে ইহা করতেছে ।He is not doing it.- .-সে ইহা করতেছে না ।Is he doing it? .-সে কি ইহা করতেছে?
You are doing it.-তুমি/তোমরা ইহা করতেছো ।You are not doing it. .-তুমি/তোমরা ইহা করতেছো না ।Are you not doing it? .-তুমি/তোমরা কি ইহা করতেছো ?
They are doing it.- তারা ইহা করতেছে ।They are not doing it.- .- তারা ইহা করতেছে না ।Are they doing it? .- তারা কি ইহা করতেছে ?

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

Present continuous tense এর sentence structure:


  • For affirmative: subject + am/is/are + (base form verb-V1 + ing) + object/extension.
  • For negative: subject + am/is/are + not + (base form verb-V1 + ing ) + object/extension.

Keep in mind-(মনে রেখো ): Present continuous tense চেনার সহজ উপায় হলো –বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে বা তেছেন ইত্যাদি থাকে । অপর পক্ষে ইংরেজি বাক্যে am/is/are + base form verb-V1এর সাথে ” ing” যোগ থাকে । যেমন:
For example-(উদাহরণ ) :
খাইতেছি—am + eating (eat+ing)—খাইতেছে—is/are + eating—–খাইতেছ—-are + eating
যাইতেছি—-am + going (go+ing)—-যাইতেছে—is/are + going—–যাইতেছ—–are + going
পড়তেছি—am + reading (read+ing).—-পড়তেছে—-is/are + reading.——পড়তেছ——are + reading

 

Leave a Comment