Tense

Present perfect Tense কাকে বলে

Present perfect Tense কাকে বলে

Present perfect Tense কাকে বলে


Present perfect tense যখন কোন verb এর কাজ এই মাত্র শেষ হয়েছে এবং ইহার ফল এখনও আছে এরূপ বুঝায় তখন ইহা Present perfect tense হয় ।

(A tense that expresses an action of a verb or an event and its result exists still now then it is called present perfect tense.)

# Way to know- ( চেনার উপায় ): বাংলা ক্রিয়ার শেষে “-য়াছি,” ”-য়াছে” , “ –য়াছ / -য়াছেন ” ইত্যাদি থাকে । অপরদিকে ইংরেজি বাক্যে “ has/have + verb past participle “ থাকে । যেমন:

GrammarlyPrimaryLockup

Grammarly এখন ফ্রীতে ব্যবহার করুন! এই অফারটি কেউ মিস করবেন না

Grammarly loop slidingSign up It's free→

For example-(উদাহরণ ) : It is shown in table – ( ছকে দেখানো হলো ) :

বিভক্তিবাংলা বাক্যইংরেজি বাক্য
-য়াছিআমি ভাত খাইয়াছিI have eaten rice
-য়াছেসে ভাত খাইয়াছেHe /She has eaten rice.
-য়াছতুমি /তোমরা ভাত খাইয়াছYou have eaten rice.
Note: খাইয়াছি=খেয়েছি, খাইয়াছে= খেয়েছে, খাইয়াছ=খেয়েছো

Present perfect tense –এর গঠন (Structure ):


For affirmative: Subject + have/has + verb past participle + object/extension.
For negative: Subject + have/has + not + verb past participle + object /extension.

For more example –( আরও উদাহরণ ):

  • Mother has called me.-মা আমাকে ডাকিতেছে ।
  • I have helped my mother.-আমি আমার মাকে সাহায্য করিয়াছি ।
  • I have written the letter.-আমি চিঠিটি লিখিয়াছি ।
  • Rafique has finished the work.-রফিক কাজটি শেষ করিয়াছে ।

# নিচের ছকে present perfect tense এর affirmative, negative এবং interrogative sentence দেখানো হলো –

Affirmative sentenceNegative sentenceInterrogative sentence from affirmative
Father has gone to Dhaka.-বাবা ঢাকা গিয়াছে ।Father has not gone to Dhaka.- .-বাবা ঢাকা যায় নাই ।Has father gone to Dhaka?- .বাবা কি ঢাকা গিয়াছে ?
We have finished the work.-আমরা কাজটি শেষ করিয়াছি ।We have not finished the work.- .-আমরা কাজটি শেষ করি নাই ।Have we finished the work?.--আমরা কি কাজটি শেষ করিয়াছি ?
They have called us.-তাহারা আমাগিকে ডাকিয়াছে ।They have not called us.- .তাহারা আমাগিকে ডাকে নাই ।Have they called us?- .-তাহারা কি আমাগিকে ডাকিয়াছে ?
We have called him.-আমরা তাহাকে ডাকিয়াছি ।We have not called him.- .-আমরা তাহাকে ডাকি নাই ।Have we called him?- .-আমরা কি তাহাকে ডাকিয়াছি ?

# Grammar explanation- ( গ্রামারের ব্যাখ্যা ) :

যদি বাক্যে just, just now, already, recently, lately, never, ever, yet ইত্যাদি থাকে, তাহলে sentence –টি present perfect tense হবে । যেমন;

  • A flood has recently visited our locality. -সম্প্রতি আমাদের এলাকায় বন্যা দেখা য়েছে ।
  • We have just finished reading the book.-আমরা সবে মাত্র বিইটি পড়া শেষ করলাম ।
  • She has already finished reading the letter.-সে ইতিমধ্যে চিঠিটি পড়া শেষ করেছে ।
  • We have not yet received any reply from him. -আমরা এখন পযর্ন্ত তার কাছ থেকে কোন উত্তর পাইনি ।
  • I have never been to London.- আমি কখনও লন্ডনে যাই নাই ।
  • Have you ever been to Cox’s Bazar?- কখনও তুমি কক্সবাজারে গিয়েছ ?

যদি বাক্যে it is the first time, it is the second time , it is the third time ইত্যাদি থাকে, তাহলে এক্ষেত্রে present perfect tense হবে । যেমন:

For example-( উদাহরণ ) :

  • It is the first time we have visited the Zoo.- আমরা চিড়িয়াখানায় প্রথম বার আসলাম ।
  • It is the second time he has come to our house.- দ্বিতীয় বারের মতো সে আমাদের বাড়ীতে আসলো ।
  • It is the third time his family has gone to London. -তৃতীয় বারের মতো তার পরিবার লন্ডনে গেলো ।

যদি বাক্যে ” superlattive + time “ হয়, তবে এক্ষেত্রে present perfect tense হয় । যেমন:

For example-( উদাহরণ ) :

  • This is the longest time we have made a journey by boat.-অনেক সময় ধরে আমরা নৌকায় ভ্রমণ করলাম ।
  • This is the busiest time I have learnt my lesson. – অনেক ব্যস্ততার মধ্যেও আমি আমার পড়া শিখলাম ।

যদি কোন complex sentence –এ principal clause টি future simple / indefinite tense হয় এবং পরের sub-ordinate clause –টি when, after, as soon as and until ইত্যাদি দ্বারা শুরু হয় তাহলে sub-ordinate clause-টি present perfect tense হবে । যেমন :

For example-( উদাহরণ ) :

  • I shall go to bed after I have finished my lesson.- আমার পড়া শেষ করে ঘুমাতে যাবো ।
  • I will write to you when I have reached home.- আমি বাড়ী পৌঁছিয়েই আমি তোমার কাছে লেখবো ।
  • I will come back as soon as I have finished my work.- আমি কাজ শেষ করেই ফিরে আসবো ।
  • You will come round after you have taken medicine regularly.- নিয়মিত ঔষধ সেবন করলেই তুমি সেরে উঠবে ।

# Keep in mind- ( মনে রখো ) :

যদি বাক্যে last, previous, ago, before, since, yesterday ইত্যাদি শব্দ থাকে তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে present perfect tense –এর রূপ বা চিহ্ন যেমন – ইয়াছি, ইয়াছ বা ইয়াছে থাকা সত্বেও ইহা past indefinite / simple tense হবে । যেমন :

For example-( উদাহরণ ) :

  • He called me yesterday.- সে আমাকে গতকাল ডাকিয়াছে / ডেকেছে ।
  • He came home last Monday.- সে গত সোমবারে বাড়ী আসিয়াছে / এসেছে ।
  • Rahim reached home ten minutes ago. – দশ মিনিট আগে রহিম বাড়ী পৌঁছিয়াছে / পৌঁছিয়েছে ।
  • She slept a sound sleep the previous night.- গত রাতে সে ভালো ঘুম ঘুমিয়াছে / ঘুমিয়েছে ।

Reach, hope, happen, occur, continue, die ইত্যাদি verb গুলো কখনও present continuous tense বা present perfect tense হয় না । যেমন:

For example-( উদাহরণ ) :

  • It happened.- ইহা ঘটেছে ।
  • It continues.- ইহা চলছে ।
  • He died.- সে মারা গেছে ।
  • We hope it.- আমরা ইহা আশা করছি ।

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

1 Comment

Leave a Comment