Present perfect Tense কাকে বলে
Present perfect tense : যখন কোন verb এর কাজ এই মাত্র শেষ হয়েছে এবং ইহার ফল এখনও আছে এরূপ বুঝায় তখন ইহা Present perfect tense হয় । ( A tense that expresses an action of a verb or an event and its result exists still now then it is called present perfect tense. )
# Way to know- ( চেনার উপায় ): বাংলা ক্রিয়ার শেষে “-য়াছি,” ”-য়াছে” , “ –য়াছ / -য়াছেন ” ইত্যাদি থাকে । অপরদিকে ইংরেজি বাক্যে “ has/have + verb past participle “ থাকে । যেমন:
💥Grammarly দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না✅ আপনি WhatsApp, Messenger -এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার, সঠিক গ্রামার এবং ভোকাবুলারি লেখার জন্য suggestions করবে Grammarly🤳 ✅ তাহলে আর দেরি কেন? ✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রীতে Sign-up করুন ! Sign up |
For example-(উদাহরণ ) : It is shown in table – ( ছকে দেখানো হলো ) :
বিভক্তি | বাংলা বাক্য | ইংরেজি বাক্য |
---|---|---|
-য়াছি | আমি ভাত খাইয়াছি | I have eaten rice |
-য়াছে | সে ভাত খাইয়াছে | He /She has eaten rice. |
-য়াছ | তুমি /তোমরা ভাত খাইয়াছ | You have eaten rice. |
Present perfect tense –এর গঠন (Structure ):
For affirmative: Subject + have/has + verb past participle + object/extension.
For negative: Subject + have/has + not + verb past participle + object /extension.
For more example –( আরও উদাহরণ ):
- Mother has called me.-মা আমাকে ডাকিতেছে ।
- I have helped my mother.-আমি আমার মাকে সাহায্য করিয়াছি ।
- I have written the letter.-আমি চিঠিটি লিখিয়াছি ।
- Rafique has finished the work.-রফিক কাজটি শেষ করিয়াছে ।
# নিচের ছকে present perfect tense এর affirmative, negative এবং interrogative sentence দেখানো হলো –
Affirmative sentence | Negative sentence | Interrogative sentence from affirmative |
---|---|---|
Father has gone to Dhaka.-বাবা ঢাকা গিয়াছে । | Father has not gone to Dhaka.- .-বাবা ঢাকা যায় নাই । | Has father gone to Dhaka?- .বাবা কি ঢাকা গিয়াছে ? |
We have finished the work.-আমরা কাজটি শেষ করিয়াছি । | We have not finished the work.- .-আমরা কাজটি শেষ করি নাই । | Have we finished the work?.--আমরা কি কাজটি শেষ করিয়াছি ? |
They have called us.-তাহারা আমাগিকে ডাকিয়াছে । | They have not called us.- .তাহারা আমাগিকে ডাকে নাই । | Have they called us?- .-তাহারা কি আমাগিকে ডাকিয়াছে ? |
We have called him.-আমরা তাহাকে ডাকিয়াছি । | We have not called him.- .-আমরা তাহাকে ডাকি নাই । | Have we called him?- .-আমরা কি তাহাকে ডাকিয়াছি ? |
# Grammar explanation- ( গ্রামারের ব্যাখ্যা ) :
যদি বাক্যে just, just now, already, recently, lately, never, ever, yet ইত্যাদি থাকে, তাহলে sentence –টি present perfect tense হবে । যেমন;
- A flood has recently visited our locality. -সম্প্রতি আমাদের এলাকায় বন্যা দেখা য়েছে ।
- We have just finished reading the book.-আমরা সবে মাত্র বিইটি পড়া শেষ করলাম ।
- She has already finished reading the letter.-সে ইতিমধ্যে চিঠিটি পড়া শেষ করেছে ।
- We have not yet received any reply from him. -আমরা এখন পযর্ন্ত তার কাছ থেকে কোন উত্তর পাইনি ।
- I have never been to London.- আমি কখনও লন্ডনে যাই নাই ।
- Have you ever been to Cox’s Bazar?- কখনও তুমি কক্সবাজারে গিয়েছ ?
যদি বাক্যে it is the first time, it is the second time , it is the third time ইত্যাদি থাকে, তাহলে এক্ষেত্রে present perfect tense হবে । যেমন:
For example-( উদাহরণ ) :
- It is the first time we have visited the Zoo.- আমরা চিড়িয়াখানায় প্রথম বার আসলাম ।
- It is the second time he has come to our house.- দ্বিতীয় বারের মতো সে আমাদের বাড়ীতে আসলো ।
- It is the third time his family has gone to London. -তৃতীয় বারের মতো তার পরিবার লন্ডনে গেলো ।
যদি বাক্যে ” superlattive + time “ হয়, তবে এক্ষেত্রে present perfect tense হয় । যেমন:
For example-( উদাহরণ ) :
- This is the longest time we have made a journey by boat.-অনেক সময় ধরে আমরা নৌকায় ভ্রমণ করলাম ।
- This is the busiest time I have learnt my lesson. – অনেক ব্যস্ততার মধ্যেও আমি আমার পড়া শিখলাম ।
যদি কোন complex sentence –এ principal clause টি future simple / indefinite tense হয় এবং পরের sub-ordinate clause –টি when, after, as soon as and until ইত্যাদি দ্বারা শুরু হয় তাহলে sub-ordinate clause-টি present perfect tense হবে । যেমন :
For example-( উদাহরণ ) :
- I shall go to bed after I have finished my lesson.- আমার পড়া শেষ করে ঘুমাতে যাবো ।
- I will write to you when I have reached home.- আমি বাড়ী পৌঁছিয়েই আমি তোমার কাছে লেখবো ।
- I will come back as soon as I have finished my work.- আমি কাজ শেষ করেই ফিরে আসবো ।
- You will come round after you have taken medicine regularly.- নিয়মিত ঔষধ সেবন করলেই তুমি সেরে উঠবে ।
# Keep in mind- ( মনে রখো ) :
যদি বাক্যে last, previous, ago, before, since, yesterday ইত্যাদি শব্দ থাকে তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে present perfect tense –এর রূপ বা চিহ্ন যেমন – ইয়াছি, ইয়াছ বা ইয়াছে থাকা সত্বেও ইহা past indefinite / simple tense হবে । যেমন :
For example-( উদাহরণ ) :
- He called me yesterday.- সে আমাকে গতকাল ডাকিয়াছে / ডেকেছে ।
- He came home last Monday.- সে গত সোমবারে বাড়ী আসিয়াছে / এসেছে ।
- Rahim reached home ten minutes ago. – দশ মিনিট আগে রহিম বাড়ী পৌঁছিয়াছে / পৌঁছিয়েছে ।
- She slept a sound sleep the previous night.- গত রাতে সে ভালো ঘুম ঘুমিয়াছে / ঘুমিয়েছে ।
Reach, hope, happen, occur, continue, die ইত্যাদি verb গুলো কখনও present continuous tense বা present perfect tense হয় না । যেমন:
For example-( উদাহরণ ) :
- It happened.- ইহা ঘটেছে ।
- It continues.- ইহা চলছে ।
- He died.- সে মারা গেছে ।
- We hope it.- আমরা ইহা আশা করছি ।
Leave a Comment