Parts Of Speech

Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি? বিস্তারিত

Pronoun কাকে বলে? Pronoun কত প্রকা
Grammarly loop sliding

PRONOUN- (সর্বনাম)


 Pronoun: Pronoun হলো একটি শব্দ যাহা noun-এর পরিবর্তে ব্যবহার হয়)। (Pronoun is a word which is used instead of noun.) Example-(উদাহরণ):

Karim is a good boy- করিম একজন ভাল ছেলে।. He is also a good student- সে একজন ভাল ছাত্রও। Here “He” is a pronoun, because “He” is used instead of “Karim“- এখানে “He” একটি pronoun কারণ “Karim“-এর পরিবর্তে “He” বসেছে।

# Kinds of Pronoun: Pronouns are of nine kinds. They are as follows:

  • Personal pronoun- ব্যক্তি বিশেষ সর্বনাম
  • Possessive pronoun- অধিকারমূলক সর্বনাম
  • Reflexive/emphatic pronoun- আত্মঘটিত সর্বনাম
  • Interrogative pronoun- প্রশ্নবোধক সর্বনাম
  • Relative pronoun- সংযোজক সর্বনাম
  • Reciprocal pronoun- পারস্পারিক সম্পর্কযুক্ত সর্বনাম
  • Indefinite pronoun – অনির্দিষ্ট সর্বনাম (ব্যতিক্রম)
  • Demonstrative pronoun- প্রতিপাদক সর্বনাম
  • Distributive pronoun- বিভাজনজনিত সর্বনাম
💥Grammarly দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ !  😲অফারটি কেউ মিস করবেন না
Grammarly 100 off
✅ আপনি WhatsApp, Messenger -এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার, সঠিক গ্রামার এবং ভোকাবুলারি লেখার জন্য suggestions করবে Grammarly🤳 ✅

তাহলে আর দেরি কেন?
✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রীতে Sign-up করুন ! Sign up

# Detail- বিস্তারিত:

  • Personal pronoun: Person or thing এর পরিবর্তে যে শব্দ বসে তাকে Personal pronoun বলে। (Personal pronoun means a word which is used instead a person or thing).

Example– উদাহরণ:

Person’s categorySingular numberPlural number
1st personIWe
2nd personYouYou
3rd personHe, She, ItThey

# Keep in mind: Each personal pronoun has five forms like the below table:

PersonPronoun as a subjectPronoun as an objectPossessive as an adjectivePossessive as an objectPronoun as a Reflexive/Emphatic
1st
Person
Imemyminemyself
Weusouroursourselves
2nd
person
youyouyouryoursyourself
youyouyouryoursyourselves
3rd
person
Hehimhishishimself
Sheherherhersherself
Itititsitsitself

Use of personal pronoun as subject-(subject হিসেবে ব্যক্তি সর্বনামের ব্যবহার):


Structure-1: SP+V+O…..Example: I eat rice- (আমি ভাত খাই), We eat rice-(আমরা ভাত খাই), They eat rice-(তারা ভাত খায়), You eat rice-(তুমি ভাত খাও), He/She eats rice-(সে ভাত খায়) etc.

  • Structure-2: It is+SP+who+V+O…Example: It is I who did it (আমিই এ কাজ করেছিলাম), It is we who did it (আমরাই এ কাজ করেছিলাম), It is they who did it (তারাই এ কাজ করেছিল), It is you who did it (তোমারাই এ কাজ করেছিলে), It is he/she who did it (সেই এ কাজ করেছিল),
  • Structure-3: S+AV+as+adjective+as+SP….Example: He is as wise as I– (সে আমার মত বুদ্ধিমান). He is as wise as we-(সে আমাদের মত বুদ্ধিমান), He is as wise as you– (সে তোমার/তোমাদের মত বুদ্ধিমান), He is as wise as they-(সে তাদের মত বুদ্ধিমান). Karim is as wise as he/she-(করিম তার মত বুদ্ধিমান),

Note: AV means auxiliary verb and SP means subject as pronoun.

  • Possessive pronoun: Possessive pronoun হলো এমন একটি শব্দ যা কোন ব্যক্তি বা বস্তুর কোনছির মালিকানা বুঝায়)।-(Possessive pronoun is a word which indicates ownership something of a person or a thing)

.Example:

Person categoryPossessive pronoun as an adjectivePossessive pronoun as an objective/complement
1st person-(DËg cyiæl)my-(আমার)mine-(আমার)
our-(আমাদের)ours-(আমাদের)
2nd person-(ga¨g cyiæl)your-(তোমার)yours-(তোমার)
you-(তোমাদের)yours-(তোমাদের)
3rd person-(bvg cyiæl)his-(তার বা তাহার)his-(তার বা তাহার)
her-(তার বা তাহার)hers-(তার বা তাহার)
its- (ইহার)its- (ইহার)

possessive pronoun: (অধিকারমূলক সর্বনাম)


Use as an adjective-

  • This is my book-(এইটি আমার বই), or These are my books-(এইগুলি আমার বই).
  • This is our book-(এইটি আমাদের বই), or These are our books-(এইগুলো আমাদের বই).
  • This is your book-এইটি তোমার/তোমাদের বই), or These are your books-(এইগুলো তোমার/তোমাদের বই).
  • This is his book-(এইটি তার বই), or These are his books-(এইগুলো তার বই),
  • This is her book-(এইটি তার বই).. or These are her books-(এইগুলো তার বই)..
  • This is their book-(এইটি তাদের বই), or These are their books-এইগুলো তাদের বই).

Use as a complement-

  • This book is mine-(এই বইটি আমার), or These books are mine-(এই বইগুলো আমার),
  • This book is ours-(এই বইটি আমাদের).. or These books are ours-(এই বইগুলো আমাদের).
  • This book is yours-(এই বইটি তোমাদের), or These books are yours-(এই বইগুলো তোমাদের).
  • This book is his/hers -(এই বইটি তার), or These books are his/her’s-(এই বইগুলো তার).
  • This book is theirs-(এই বইটি তাদের), or These books are theirs-(এই বইগুলো তাদের)..
  • This book is its-(এই বইটি ইহার), or These books are its-(এই বইগুলো ইহার).

Reflexive/Emphatic pronoun: (আত্মঘটিত সর্বনাম)


Reflexive/Emphatic pronoun is a word that is formed with a possessive pronoun (Adjective) and self/selves (Reflexive/Emphatic pronoun এমন একটি শব্দ যাহা possessive pronoun (Adjective) and self/selves এর সমন্বয়ে গঠিত হয়).

Example: My+self Myself, Our+selves Ourselves, Your+self Yourself, Your+selves Yourselves, Them+selves= Themselves, Him+self Himself, Her+self-Herself, One+self=Oneself, It+self-Itself etc.

# Structure-1: S+V+O/Ext. + RP/EP = He has done the work himself (সে কাজটি নিজেই করেছে). Or I did the work myself (আমি কাজটি নিজেই করেছিলাম).

# Structure -2: S+RP/EP+V+O/Ext. = He himself has done the work (সে নিজেই কাজটি করেছে), Or I myself did the work (আমি নিজেই কাজটি করেছিলাম),

Note: Reflexive pronoun সাধারণত: object এর পরে বসে এবং Emphatic pronoun সাধারণত: subject এর পরে বসে।.

Reflexive pronoun is used after object and Emphatic pronoun is used after subject.

# Keep in mind (মনে রেখো):

NumberReflexive pronoun
SingularMyself, Yourself, Himself, Herself, Oneself, Itself
PluralOurselves, Themselves, Yourselves
  • Reflexive pronoun can never be a subject (Reflexive pronoun কখনও subject হতে পারে না).
  • T In passive voice “by + reflexive pronoun” is used in the last of the sentence (passive voice-এ বাক্যের শেষে সাধারণত: “by + reflexive pronoun”).
  • For “Every+ Noun = Every man, Every person, Every boy, Every girl “reflexive pronoun can be used in different ways…Like…below (“Every+ Noun” এর জন্য “reflexive pronoun” এর ব্যবহার বিভিন্ন রকমের হতে পারে, যেমন:):
  • Every person needs a break for themselves (প্রত্যেকের তাদের নিজেদের জন্য বিরতি দরকার),
  • Every person needs a break for himself (প্রত্যেকের তার নিজের জন্য বিরতি দরকার).
  • Every person needs a break for herself প্রত্যেকের তার নিজের জন্য বিরতি দরকার).

Interrogative pronoun: (প্রশ্নবোধক সর্বনাম)


Interrogative pronoun এমন একটি শব্দ যা noun-কে জানার জন্য প্রশ্ন করে থাকে। (Interrogative pronoun is a word which makes a question to know noun).

Examples of pronouns:

Who, Whom, What, Which, When, Where and How etc.

Questions:

  • Who (কে)= Who is he?-(সে কে?), Who are you?-(তুমি/তোমরা কে?), Who are they?- (তারা/তাহারা কে?)
  • Whom (কাকে)=Whom do you want?-(তুমি কাকে/কাহাকে চাও?), Whom do you like?-(তুমি কাকে/কাহাকে পছন্দ কর?), Whom does he want?-(সে কাকে/কাহাকে চাও?)
  • What (কি)= What do you want?-(তুমি কি চাও?), What is your name?-(তোমার নাম কি?)
  • Which (কোন্টি)= Which pen do you like?-(তুমি কোন কলম পছন্দ কর?), Which of these pens do you like?-(কলমগুলোর মধ্যে কোল্টিন্ট তুমি পছন্দ কর?), Which is your book?-(তোমার বই কোন্টি?)
  • When (কখন)= When are you going to Dhaka?-(তুমি কখন ঢাকা যাচ্ছ/যাইতেছো?), When does he get up in the morning?-(সকালে কখন সে উঠে?)
  • Where (কোথায়) = Where are they going now?-(এখন তারা/তাহারা কোথায় যাচ্ছে/যাইতেছে?),Where is mother going now?-(এখন মা কোথাথায় যাচ্ছে/যাইতেছে?)
  • How (কেমন)= How are you?-(তুমি কেমন আছো?, How is your mother?-(তোমার মা কেমন আছে?) How do you feel here?-(তোমার এখানে কেমন লাগে?).

Note: Actually “How” is not a pronoun.

#Keep in mind-(মনে রেখো):

  • Whatever, Whichever, Whomever, Whatsoever, Whichsoever, Whomsoever are also interrogative pronoun- (Whatever, Whichever, Whomever, Whatsoever, Whichsoever, Whomsoever এইগুলিও-কে Interrogative pronoun বলে). But Whatsoever, Whichsoever, Whomsoever are not so useable now, these are now old fashion-(কিন্তু Whatsoever, Whichsoever, Whomsoever এখন আর তেমন ‘ব্যবহার হয় না, এই গুলি এখন পুরাতন ফ্যাশন).

# Uses of Who, Which, What-(Who, Which, What এর ব্যবহার):

  • Who (কে বা কারা):
  • As a subject-example-(subjectহিসেবে):

Singular (এক বচন)-Who is he?(সে কে?)

Plural (বহু বচন)-Who are they?- (তারা/তাহারা কে

  • As an object-example-(object হিসেবে-উদাহরণ):

Singular-Who (Whom) do you want?-(তুমি কাকে/কাহাকে চাও?)

Plural-Who (Whom) are you looking for?-(তুমি কাদের/কাহাদের খুঁজতেছ?)

Note: In modern age “who” is used instead of whom to know the object of pronoun-(বর্তমান যুগে “whom” এর পরিবর্তে “who” ব্যবহার হয়).

  • Which: As an object in case of things-example-(বস্তুর বেলায় object হিসেবে-উদাহরণ):

Singular-Which pen do you want?-(তুমি কোন কলমটি চাও?)

Plural: Which of these pens do you want?-(তুমি কোন কোন কলমগুলো চাও?)

  • What:
  • In case of things-(বস্তুর বেলায় ব্যবহার):

Singular– What will you eat?-(তুমি কি খাইবে?)

Plural– What are the factors that should be considered?-(কোন্ কোন্ বিষয়গুলো বিবেচনায় আনতে হবে?)

  • In case of profession-(পেশার বেলায় ব্যবহার):

Singular– What is he?-(সে কি করে?)

Plural-What are they?-(তাঁরা/তাঁহারা কি করে?)

  • Uses of what and which as an adjective-(adjective হিসেবে what and which এর ব্যবহার):
    • Which pen do you want? (কোন্ কলমটি তুমি চাও?)
    • What factors should be considered?-(কোন্ কোন্ বিষয়গুলো বিবেচনায় আনতে হবে?)
  • Uses of what as an exclamation-(বিস্ময় হিসেবে what এর ব্যবহার):
    • What! Has he failed?-(কি বলো! সে কি ফেল করেছে?)
    • What a fool you are!-(তুমি যে কি বোকা!)
  • Some sentences as exception-(ব্যতিক্রম কিছু বাক্য):
    • I am looking for him-(affirmative)-(আমি তাঁকে/তাঁহাকে খোজছি-হাঁবোধক))। am looking for whom?-(Interrogative)-(আমি কাকে/কাহাকে খোজছি?-প্রশ্নবোধক)… Here “for” is used before “whom“-(এখানে “whom” এর সামনে “for” বসেছে). This is only
      used in conversation or spoken-(ইহা কেবল conversation or spoken-এ ব্যবহার হয়).
  • Who (Whom) am I looking for? Here “for” is used after “who (Whom)“- (আমি কাকে/কাহাকে খোজছি?-প্রশ্নবোধক)-(এখানে “who (Whom)”পর “for বসেছে)… This is only used in writing)-(ইহা কেবল রাইটিং-এ ব্যবহার হয়)..

আরো পড়ুনঃ Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?
Read more Parts of speech by facebook

Relative pronoun- সংযোজক সর্বনাম


যে pronoun পূর্বে উল্লেখিত কোন noun বা pronoun কে নির্দেশক পূর্বক দুইটি বাক্যকে যুক্ত করে তাকে relative pronoun বলে.। (Relative pronoun: The relative pronoun is that pronoun which refers to some noun or pronoun previously mentioned and at the same time joins the two sentences).

Example-(উদাহরণ): Who, Which, That (Whom, Whose) are relative pronouns. Relative pronouns are of three forms-(Relative pronouns এর রূপ তিনটি), like below-(নি মুরূপ):

Relative pronoun as a SubjectRelative pronoun as an ObjectRelative pronoun as a possessive
Who-কে/ কারাWhom-কাকে/ কাদেরকেWhose-কার/ কাদের
Which-যে/ যেটিWhich-যাকে/ যেটিকেWhose- যার /যাদের
That-যে/ যেটিThat-যে/ যেটি_

Note: what, but, as are also considered as a relative pronoun-(what, but, as -কেও relative pronoun হিসেবে বিবেচনা করা হয়).

# Use of relative pronouns-Who, Which, That-( relative pronouns Who, Which, That এর ব্যবহার):

  • Who” as a subject in case of person-(ব্যক্তির বেলায় subject হিসেবে “Who” এর ব্যবহার):
  • It is he who came here yesterday-(তিনিই গতকাল এখানে এসেছিল). Here “Who” refers the subject “He” (Pronoun), that’s why “Who” is a relative pronoun as subject-(এখানে “Who” subject “He”-কে নির্দেশ করছে, সেই কারণে “Who” এখানে subject হিসেবে relative pronoun এর কাজ করছে).
  • “Which” as a subject in case of things-(বস্তুর বেলায় subject হিসেবে “Which” এর ব্যবহার)::
  • The pen which I lost yesterday, was very expensive-(গতকাল আমি যে কলমটি হারিয়েছি, খুব দামী ছিল). Here “Which” refers the pen (Noun), that’s why “Which” is a relative pronoun as subject-(এখানে “Which” subject “The pen”-কে নির্দেশ করছে, সেই কারণেWhich” এখানে subject হিসেবে relative pronoun এর কাজ করছে).
  • That” as a subject in case of both living and nonliving bodies-(জীব ও জড় বস্তু উভয়ের বেলায় subject হিসেবে “That” এর ব্যবহার):

-Example in case of non living body-(জড়ের বেলায় ব্যবহৃত উদাহরণ):

  • The book that you gave me was lost yesterday-(যে বইটি তুমি আমাকে দিয়েছিলে, গতকাল হারিয়ে গেছে). Here “That” refers to the book, that’s why “That” is a relative pronoun as a subject-(এখানে “That“subject “The book”-কে নির্দেশ করছে, সেই কারণেThat” এখানে subject হিসেবে relative pronoun এর কাজ করছে),

– Example in case of living body-(জীবের বেলায় ব্যবহৃত উদাহরণ):

  • The baby that cries for its mother, is an orphan-(যে শিশুটি তার মার জন্য কাদছে, একজন অনাথ). Here “That” refers to “The baby”, that’s why “That” is a relative pronoun-(এখানে “That” subject “The baby”-কে নির্দেশ করছে, সেই কারণেThat” এখানে subject হিসেবে relative pronoun এর কাজ করছে).

#More examples of pronouns used as “Who”, “Which”, “That”, “Whom”, “Whose”, “But” and “As”-(Subject Pronoun হিসেবে “Who”, “Which”, “That”, “Whom”, “Whose”, “But” and “As” এর আরও উদাহরণ):

  • Use of Who, Whom & Whose in case of person-(ব্যক্তির বেলায় Who, Whom & Whose এর ব্যবহার):
  • The boy who came to me yesterday is my brother-(যে বালকটি গতকাল আমার নিকট এসেছিল, আমার ভাই)-(The boy came to me yesterday. He is my brother).
  • This is the man whom I saw yesterday (এইটিই সেই লোক যাকে আমি গতকাল দেখেছিলাম)-(This is a man. I saw him yesterday).
  • This is the man whose pen I borrowed yesterday-(এই সেই লোক যার কলম আমি গতকাল ধার নিয়েছিলাম). (This is a man. I borrowed his pen yesterday).
  • Use of Which in case of animals, non-living body & child-(ইতর প্রাণী, অচেতন বস্তু এবং শিশুর বেলায়):
  • In the case of animals: They have a cow which gives a calf every year-(তাদের একটি গাভী আছে যেটি প্রতি বছর একটি করে বাচ্চা দেয়)-(They have a cow. It gives a calf every year).
  • In case of non-living body: This is my table which I bought last month-(এই আমার টেবিল যেটি আমি গত মাসে কিনেছিলাম)- (This is my table. I bought it last month).
  • In the case of Child: This is the baby who cried for its mother last night.-(এই সেই শিশু যে গত রাতে তার মার জন্য কেঁদেছিল)- (This is a baby. The baby cried for its mother last night).
  • Use of “That” in case of person & thing-(person & thing বেলায় “That” এর ব্যবহার):
  • Example in case of person:- This is the patient that was taken to hospital-(এই সেই রোগিটি যাকে হাসপাতালে নেওয়া হয়েছিল)-(This is a patient. He was taken to hospital). Note: Here That = Who.
  • Example in case of thing:- This is the table that I bought yesterday-(এই সেই টেবিল যেটি আমি গতকাল কিনেছিলাম)- (This is a table. I bought it yesterday). Note: Here That Which.
  • Example for plural in case of thing: These are books that I borrowed from my friend Rahim-(এই সেই বইগুলো যেগুলো আমি আমার বন্ধু রহিমের কাছ থেকে ধার নিয়েছিলাম)- (These are books. I borrowed them from my friend Rahim). Note: Here That =which.

# Use of “What” in case only for thing-(Thing এর বেলায় “What” এর ব্যবহার):

Example:

  • I understood what he said-(সে যা বলেছিল আমি বুঝেছিলাম)- (I understood. He said something). I can’t understand what he says-(সে কি বলে সেটি আমি বুঝি না)-(I can’t understand. He
    says something). Note: Here “what”= That which-“That which” is a compound pronoun.

# Use of “But”-(Note: –“But”-কে আমরা সাধারণত: Conjunction হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু কোন কোন সময় “But”-কে relative pronoun হিসেবে ব্যবহার করা হয়। Example:

  • There is no mother but loves her child-(এমন কোন মা নাই যে তার শিশুকে ভাল বাসে না)- (There is no mother who does not love her child). Note: Here “But”= “Who does not”.
  • There is no man but wants to be happy-(এমন কোন লোক নাই যে সুখি হতে চায় না)- (There is no man who does not want to be happy). Note: Here “But”=Who does not.

# Use of “As” like a relative pronoun: Relative pronoun হিসেবে “As” এর ব্যবহার নিম্নলিখিত কায়দায় করা হয়ে থাকে:-

Structure-1:(……such + Noun + as +……)-

  • He needs such a boy as will be honest-(তাঁর এমন একটি ছেলে দরকার যে সৎ হবে)- (Note: Here, As=Who).
  • We need such people as vote for us-(আমাদরে এমন লোক দরকার যারা আমাদের সর্মথন করে) (Note: Here, As=Who).

Structure-2: (…….+ The same + Noun + as +…..)-

  • This book is the same as that-(এই বইটি আর ঐ বইটি এক),
  • This computer is the same as that-(এই কম্পিউটারটি আর ঐ কম্পিউটারটি এক),

Structurte-3: (….+ as + adjective + as +…..): (হাঁ-বোধক অর্থে ব্যবহার করা হয়),

  • He is as tall as I-(সে আমার মতো লম্বা).
  • The girl is as beautiful as she-(বালিকাটি তাঁর মতো সুন্দরী).

Structure-4: (….. + so + adjective + as + …..): (নাবোধক অর্থে ব্যবহার করা হয়).

  • She is not so beautiful as her sister-(সে তাঁর বোনের মতো সুন্দরী না).
  • He is not so strong as his brother-(সে তাঁর ভাইর মতো শক্তিশালী নয়).

# Restrictive use of “Who” and “Which”:

For “Who”:

  • The man who came to me yesterday is my brother-(যে লোকটি গতকাল আমার নিকটে এসেছিল সে আমার ভাই)-(The man is my brother).
  • The girl who talked to you is talented-(যে বালিকাটি তোমার সাথে কথা বলেছিল সে বুদ্ধিমতী)-(The girl is talented).

For “Which”:

  • The pen which I bought yesterday is missing-(যে কলমটি আমি গতকাল কিনেছিলাম তা হারিয়ে গেছে)-(The pen is missing).
  • The book which my mother bought for me is very costly-(যে বইটি আমার মা আমার জন্য কিনেছিল তা খুব দামী)-(The book is very costly). Note: “Who’ & “Which” দ্বারা কোন clause শুরু হলে তা adjective clause হয়।

উপরোল্লিখিত আন্ডার লাইন clause গুলো adjective clause.

# Restrictive use of “That”: Examples:

  • Use of “That” as a superlative degree:

* Structure-1: (S + Be verb + superlative degree + That + S + ever + v3…)

– Example-1: He is the most intelligent boy that I have ever seen-(আমি যত দেখেছি তার মধ্যে সে সবচেয়ে বেশী বুদ্ধিমান ছেলে).

– Example-2: It was the biggest bird that it was ever caught-(যত পাখী ধরা হয়েছে তার মধ্যে ইহা ছিল সবচেয়ে বড়).

  • b) Use of “That” with some exception structures:

* Structure-1: (……+ the same + Noun + That + …….)

Example-1: This is the same house that my father sold last year-(এই সেই বাড়ীটি আমার বাবা গত বৎসর বিক্রি করেছিলেন). যাহা

Example-2: This is the same pen that I lost yesterday-(এই সেই কলমটি যেটি আমি গতকাল হারিয়েছিলাম).

* Structure-2: (…… the only + Noun + That + ………)

Example-1: He is the only teacher that can teach us English-(সেই/তিনিই একমাত্র শিক্ষক যিনি আমাদের ইংরেজি শিখাতে/পড়াতে পারেন),

Example-2: Our Grandfather is the only guardian that can take all responsibilities of us-(আমাদের দাদাই একমাত্র অবিভাবক যিনি আমাদের সব দায়িত্ব নিতে পারেন).

  • Structure-3: (…..any + Noun + That + …….)
    • Example-1: I will give it any boy that can sing well-(যে কোন বালক যে ভাল গান
      গাইতে পারে তাকে আমি এটা দিব).
    • Example-2: The football committee will give the first prize any player that can play well-(যে কোন খেলোয়ার যিনি ভাল খেলতে পারে ফুটবল কমিটি তাকে প্রথম পুরস্কারটি দিবে).
  • Structure-4: (……all + Noun + that +…..)
    • Example-1: He did not get all the money that he needed-(তাঁর যত টাকার প্রয়োজন ছিল তার সব সে পায়নি),
    • Example-2: She got all the prizes that he deserved-(সে সব গুলো পুরস্কার পেয়েছিল যা তাঁর প্রাপ্য ছিল).
  • Structure-5: (…..the one + Noun + that +…..)
    • Example-1: The one book that can be used for this topic is this one-(এই topic এর জন্য যে বইটি ব্যবহার করা যেতে পারে তা হলো এই বইটি).
    • Example-2: The one pencil that can be used for this special drawing is this one-(এই বিশেষ ড্রাংি এর জন্য যে পেন্সিলটি ব্যবহার করা যেতে পারে তা হলো এই পেন্সিলটি),

# Continuative use of “Who” and “Which”-(পর্যায়ক্রমে “Who” and “Which” ব্যবহার):

Examples:

  • I went to Rahim-(আমি রহিমের নিকট গিয়েছিলাম). Rahim told me a story-(রহিম আমাকে একটি গল্প বলেছিল). The story was fine-(গল্পটি সুন্দর ছিল). (Using more than one sentence).
  • I went to Rahim and he told me a story and it was fine-(আমি রহিমের নিকট গিয়েছিলাম এবং সে আমাকে একটি গল্প বলিল এবং গল্পটি ভাল ছিল). (Using “and”)
  • I went to Rahim who told me a story which was fine-(আমি রহিমের নিকট গিয়েছিলাম যিনি আমাকে একটি গল্প বললো যাহা খুব সুন্দর ছিল), (Using “Who” and “Which”).

# Adverbial use of “Who” and “Which”-(Adverbial হিসেবে “Who” and “Which” এর ব্যবহার):

Example for “Who”:

  • .The thief was punished-(চোরটিকে শাস্তি দেওয়া হয়েছিল)-(Main clause). He stole money-(সে টাকা চুরি করেছিল)- (Main Clause).
  • The thief was punished because he stole money-(চোরটিকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ সে টাকা চুরি করেছিল)- (Bold mark is sub-ordinate clause).
  • The thief who stole money was punished-(চোরটিকে শাস্তি দেওয়া হয়েছিল যিনি টাকা চুরি করেছিলেন)-(Because he who, Who stole money-Subordinate clause as adverbial clause because it refers the main clause “The thief was punished”).

Example for “Which”:

  • The book was sold out-(বইটি বিক্রি হয়ে গেছে)-(Main clause). It was old-(ইহা পুরাতন ছিল)-(Main clause).
  • The book because it was old was sold out-(বইটি পুরাতন হয়ে যাওয়ার কারণে বিক্রি করে দেওয়া হয়েছে)-(Bold mark is sub-ordinate clause).
  • The book which was old was sold out (যে বইটি পুরাতন হয়ে গিয়েছিল তা বিক্রি করা হয়ে গেছে)-(Because it Which, Which was old an adverbial clause, because it refers the main clause “The book was sold out”).

# Use of “That” after interrogative pronouns -“Who”, “Which” and “What”- (interrogative pronouns -“Who”, “Which” and “What” এর পরে “That” এর ব্যবহার):

  • Example for “Who”: Structure (Who…….that…………..?)
    • Who is the man that says so?-(লোকটি কে যে এরূপ বলে?)-(That=Who).
    • Who are they that don’t like it?-(তাঁরা কে যারা ইহা পছন্দ করে না?)-(That-Who).
  • Example for “Which”: Structure-(Which……that…..?)
    • Which is the pen that you like best? (যে কলমটি তুমি বেশী পছন্দ কর সেটি কোনটি?) (That-which).
    • Which is the book that you read every day?-(যে বইটি তুমি প্রতিদিন পড় সেটি কোনটি?)- (That-which).
  • Example for “What“: Structure-(What……..that……?)
    • What is it that you are concealing from me?-(কি সেটা যেটি তুমি আমার কাছে গোপন করছো?)-(That-what).
    • What is the secret that you do not want say?-(গোপনটি কি যেটি তুমি আমাকে বলতে চাও না?)-(That=what).

#More use of “That”:

StructureExample
All...........thatAll that glitters is not gold-চক চক করিলেই সোনা হয় না।
Everything...........thatEverything that we expect is all right- আমরা যা/যাহা চাই তা সবকিছুই ঠিক আছে।.
Any.......that.......Any of these books that you can purchase-এই বইগুলোর যেকোনটি যা যাহা তুমি কিনতে পারো।.
....none.....that.....There is none that can achieve it-এমন কেহ নেই যিনি ইহা অর্জন করতে পারেন।.
....no.....that.....There is no possibility that the patient will come round-রোগিটি সেরে উঠার কোন সম্ভাবনা নাই/কোন সম্ভবনা নাই যে রোগিটি সেরে উঠবে।.
Nothing.....that....Nothing is impossible in the world that we cannot do-পৃথিবীর কোন কিছুই অসম্ভব না যা আমরা করতে পারি না।.
Nobody......that...Nobody likes it that you like-কেহই ইহা পছন্দ করে না যাহা তুমি কর।.
....much...that....There is much water that you needed-তোমার যা দরকার তারচেয়ে বেশী পানি আছে।.
....little....that....There is little water that will not serve your purpose-পানির পরিমাণ খুবই কম যা তোমার চাহিদা পূরণ করতে পারবে না।.

# Exceptional use of “That” in case of “Who” and Which” in a same sentence:

  • আমরা জানি, Men এর জন্য ব্যবহার হয় “Who” এবং Materials (দ্রব্যাদি) এর জন্য ব্যবহার হয় “Which”। কিন্তু নীচের বাক্যটিতে কোনটি ব্যবহার করতে হবে “Who” or “Which”?

The sentence: Men and materials who/which were affected during the flood were taken away to a safe place.

The right answer: In this case “That” will be used. (Who/Which=That).

# Use of “That” after ordinal numerical adjectives (First, Second, Third, Fourth, Fifth etc.)

  • Example: Rina was the third girl that won the first prize. (Rina=That=Who).

# Use of “As” and “So”:

  • For “As”-(Structure-1: …such + Noun + as +……)
    • We want such boys as are honest-(আমরা এমন ছেলেগুলো চাই যারা সৎ).
    • She wants such a husband as is honest and intelligent-(সে এমন স্বামী চায় যিনি সৎ
      ও বুদ্ধিমান).
  • For “As” -(Structure-2: (…….the same + Noun + as + ….)
    • This is the same book as/that you gave me-(তুমি আমাকে যেটি দিয়েছ সেটি আর এই বইটি একই). (That also can be used for the clause “you gave me.”
    • This is the same book as that-(এই বইটি সেই বইটির মতো).

Some examples to be kept in mind:

Incorrect: He wants such a wife who will love him.
Correct: He wants such a wife as will love him.
Incorrect: This is the same book as that.
Correct: This is the same book as that.

For “As”-Structure-3:(……as + Adjective + as + Noun/pronoun/Noun phrase + …..)

  • He is as strong as his brother-(সে তাঁর ভাইয়ের মতো শক্তিশালী).
  • She is as beautiful as her sister-(সে তাঁর বোনের মতো সুন্দরী),

For “So”-Structure-1: (….so + adjective +as + Noun/Pronoun/Noun phrase +…..)

  • You are not so friendly as your sister-(তুমি তোমার বোনের মতো বন্ধুসুলভ না)..
  • He is not so kind as his brother-(সে তাঁর ভাইয়ের মতো দয়ালু না).

Note: Here “So” is used for negative sentences.

# Some exceptional use of “So” in conversation:

  • Karim: Do you think that he is a thief?-(তুমি কি মনে করাে সে একজন চোর?)

Rahim: Yes, I think so-(হ্যাঁ, আমি তাই মনে করি)…. (So= He is a thief)

  • Shampa: Do you believe that she will pass?-(তুমি কি মনে করো সে পাশ করবে?).

Rumpa: No, I don’t believe so-(না, আমি তা মনে করি না)…. (So that she will pass)

  • Mitul: Do you hope that she will come back tonight?-(তুমি কি আশা করো সে আজ রাতে ফিরে আসবে?)

Titul: Yes, I hope so-(হ্যাঁ, আমি তাই আশা করি)… (So that she will come back tonight).

# Use of antecedents:

  • Definition of antecedents: The words (noun/pronoun) which are modified by relative pronoun is called antecedent-(যে সকল noun/pronoun সংযোজক পদ (relative pronoun) দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ relative pronoun যে noun/pronoun-কে নির্দেশ করে তাকেই. antecedents বলে). (Structure: (Noun/pronoun + Relative pronoun + ……..)

Note: Noun/pronoun normally precedes relative pronoun. Example:

  • Incorrect: The farmers are poor who have applied for a loan.
  • Correct: The farmers who are poor have applied for a loan-(কৃষকগণ যারা গরীব তারাই ঋণের জন্য দরখাস্ত করেছেন).
  • Incorrect: He came here yesterday who is my brother. (He came yesterday. He is my brother).
  • Correct: He who came here yesterday is my brother-(সে যিনি গতকাল এখানে এসেছিল সে আমার ভাই).
  • Incorrect: The pencil is missing which I bought from the market…(The pencil is missing. I bought it from the market).
  • Correct: The pencil which I bought from the market is missing-(পেন্সিলটি যেটি আমি বাজার থেকে কিনেছিলাম তা হারানো গেছে).

# যদি who/that এর antecedent “They” হয় তাহলে, ঐ “They” তখন “Those” হয়ে যায়।

Example:

  • Incorrect: They who came here are my friends. (They came here. They are my friends)
  • Correct: Those who came here are my friends-(ওরা যারা এখানে এসেছিল আমার বন্ধু)- (They came here. They are my friends)

Some examples are given below for better understanding:

  • Incorrect: I have read Shelley’s poems who was a great poet.
  • Correct: I have read the poems of Shelley who was a great poet-(আমি শেলীর কবিতাগুলো পড়েছি যিনি/সে একজন মহা কবি ছিলেন).
  • Incorrect: I have read the poems of Shelley which were very interesting.
  • Correct: I have read the Shelley’s poems which were very interesting-(আমি শেলীর কবিতাগুলো পড়েছি, যাহা/কবিতাগুলো চিত্তাকর্ষক ছিল).

# Antecedent এর Number এবং Person অনুযায়ী Relative pronoun এর পরবর্তী verb এর রূপ নির্ধারণ হয়।

Examples are as below:

  • Incorrect: It is I who is guilty.
  • Correct: It is I who am guilty-(আমিই অপরাধী),
  • Incorrect. It is you who has said thic
  • Correct: It is you who have said this-(তুমিই ইহা বলিয়াছ)
  • Incorrect: The boys who is playing in the field is the students of this school. Correct: The boys who are playing in the field are the students of the school-(বালকগুলো যারা মাঠে খেলিতেছে তারা এই স্কুলের ছাত্র-ছাত্রী).

# No clause can be antecedent of a relative pronoun-(কোন clause কোন relative pronoun এর antecedent হতে পারে না।). Examples are as follows:

  • You failed in the exam. which shocked your father. In this sentence, the underline clause cannot be antecedent of relative pronoun “Which” according to rules, so the sentence is not correct. The correct sentence is like below:
  • You failed in the exam and it shocked your father. (Note: Here and it = which, we can also use “and this”, “and that” etc.)

# Some more examples for better understanding:

  • Incorrect: The man is my uncle who came here.
  • Correct: The man who came here is my uncle.
  • Incorrect: People heard this who say so.
  • Correct: People who heard this say so.
  • Incorrect: He told a lie which shocked me.
  • Correct: He told me a lie and this shocked me. (Here, Which=and this.).
  • Incorrect: It is Rehena who have broken the plate.
  • Correct: It is Rehena who has broken the plate.

# Omission/Understood of relative pronoun-:

Examples:

  • I have lost the money that you gave me.-(With relative pronoun “That“). I have lost the money you gave me. -(Without relative pronoun “That“).
  • He is the man whom I saw then.-(With relative pronoun “Whom“). He is the man I saw then.- (Without relative pronoun “Whom“).
  • This is the pen that you offered me. – (With relative pronoun “That“). This is the pen you offered me.-(Without relative pronoun “That“).
  • I heard everything that you said.-(With relative pronoun “That“). I heard everything you said.-(Without relative pronoun “That“).
  • I have a student whom I must teach.-(With relative pronoun “Whom“). I have a student to teach.-(Without pronoun “Whom“).
  • I have a lot of work which I must do.-(With relative pronoun “Which“). I have a lot of work to do. (Without relative pronoun “Which“).
  • She has many books which she has to read.-(With relative pronoun “Which“) She has many books to read.-(Without relative pronoun “Which“)

(Note: The meanings of the above sentences are the same.)

Reciprocal Pronoun: (পারস্পারিক সম্পর্কযুক্ত সর্বনাম)


পারস্পরিক সম্পর্ক-এর ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের pronoun কে Reciprocal Pronoun বলা হয়। (The words which make reciprocal relation between two or more than two nouns/pronouns are called Reciprocal Noun.) Example:

  • Shimu and Lima like each other-(শিমু এবং লিমা প্রত্যেকেই একে অপরকে পছন্দ করে।).
  • The two students love each other-(ছাত্র-ছাত্রী দুইজন প্রত্যেকেই একজন আরেক জনকে ভালবাসে।).
  • The two sisters help each other-(দুই বোন প্রত্যেকেই একজন আরেক জনকে সাহায্য করে।).
  • They two love each other-(তাঁরা দু’জন প্রত্যেকেই একজন আরেক জনকে ভালবাসে।).
  • Shimu, Lima and Rita like one another-(শিমু, লিমা এবং রিতা প্রত্যেকেই একে অন্যজনকে পছন্দ করে।).
  • The three students love one another-(তিন ছাত্র-ছাত্রী প্রত্যেকেই একজন অন্যজনকে ভাল বাসে।).
  • The ten students love one another-(দশ ছাত্র-ছাত্রী প্রত্যেকেই একজন অন্যজনকে ভালবাসে।).
  • The five friends talked with one another-(পাঁচ বন্ধু প্রত্যেইে একজন অনুজনের সাথে কথা বলে।).

Keep in mind:

  • Each other-(Each other আলাদা আলাদা শব্দ হবে, একত্রে হবে না।)….Not eachother/ One another-(One another আলাদা আলাদা শব্দ, একত্রে হবে না।)….. Not oneanother.
  • Shimu and Lima are two friends-(শিমু এবং লিমা দুই বন্ধু). They help each other- (তাঁরা প্রত্যেকেই একজন আরেক জনকে সাহায্য করে।). (They= Shimu + Lima).
  • Shimu, Lima and Rita are close friends-(শিমু, লিমা এবং রিতা ঘনিষ্ট বন্ধু). They help one another-(তাঁরা প্রত্যেকেই একজন অন্যজনকে সাহায্য করে।). (They Shimu+Lima+Rita+……).
  • Shimu and Lima often use each other’s phone-(শিমু এবং লিমা প্রায়ই প্রত্যেকেই একজন আরেক জনের ফোন ব্যবহার করে।). (each other’s=possessive pronoun).

Indefinite Pronoun-(অনির্দিষ্ট সর্বনাম)


Definition-সংজ্ঞা: The indefinite pronouns are pronouns which modifies the indefinite nouns of persons, things and subjects-(অনির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা বিষয়কে বুঝাতে indefinite pronoun ব্যবহার করা হয়। এই হচ্ছে যেমন:

  • Everybody, somebody, anybody, nobody-( it’s four types following “body”)
  • Everyone, someone, anyone, none, no one-(It’s five types following “one”)
  • Everything, something, anything, nothing-(It’s four types following “thing”)

Examples:

  • Everybody wants to be happy in life-(প্রত্যেকেই জীবনে সুখী হতে চায়।).
  • Somebody like it-(কিছু লোক ইহা পছন্দ করে।).
  • Anybody can do it-(যে কেহ ইহা করতে পারে।).
  • Nobody is allowed to go out after 10:00 PM-(কেহই রাত ১০:০০ টার পর বাইরে যাওয়ার অনুমতি নাই।).
  • Everyone wants to be rich-(সবাই ধনী হতে চায়।).
  • Someone can go there-(কিছু লোক সেখানে যেতে পারে।).
  • Anyone can come with me-(যে কোন লোক আমার সাথে আসতে পারে।).
  • None is allowed to come here-(কেহই এখানে আমার জন্য অনুমোদিত নন।).
  • Everything is found okay-(সবকিছু ঠিক পাওয়া গেছে।).
  • Something is better than nothing-(কোন কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভলো।).
  • You can buy anything from the market-(তুমি বাজার থেকে যেকোনকিছু কিনতে পারো।).
  • Nothing is found good-(কোনকিছু ভালো পাওয়া গেল না।).

Keep in mind:

  • Everybody- দিয়ে “অনির্দিষ্ট করে সবাই”-কে বুঝায়।
  • Somebody- দিয়ে “অনির্দিষ্ট করে কিছু লোক-“কে বুঝায়।
  • Anybody – দিয়ে “অনির্দিষ্ট করে যে কোন লোক “কে বুঝায়।
  • Nobody – দিয়ে “অনির্দিষ্ট করে যে কেহই না’কে বুঝায়।
  • Everyone দিয়ে ”অনির্দিষ্ট করে সবাই”-কে বুঝায়।
  • Someone – দিয়ে “অনির্দিষ্ট করে কিছু লোক-“কে বুঝায়।
  • Anyone- দিয়ে ‘অনির্দিষ্ট করে যে কোন লোক “কে বুঝায়।
  • None- দিয়ে “অনির্দিষ্ট করে যে কেহই না’কে বুঝায়।
  • Everything- দিয়ে “অনির্দিষ্ট করে সবকিছু”-কে বুঝায়।
  • Something – দিয়ে “অনির্দিষ্ট করে কোনকিছু”-কে বুঝায়।
  • Anything – দিয়ে “অনির্দিষ্ট করে যে কোনকিছু”-কে বুঝায়।
  • Nothing – দিয়ে ‘অনির্দিষ্ট করে যে কোনকিছুই না”-কে বুঝায়।

Demonstrative Pronoun-(নির্দেশক সর্বনাম)


Definition-সংজ্ঞা: যে সব শব্দসমূহ noun-কে বিশেষভাবে নির্দেশ করে তাদেরকে Demonstrative pronoun বলে।-যেমন: This, These, That, Those etc. (The words which denote noun especially are called Demonstrative pronoun- Such as This, These, That, Those etc.)

Note-টীকা: This, These, That, Those act like “The”. This, These, That, Those and The all these are called determiners also-(This, These, That, Those and The এই গুলোকে determiners-ও বলা হয়।).

NatureSingularPlural
Things are near in distance –কাছের বস্তুর বেলায়,,,,,,,,,ThisThese
Things are far in distance-দূরের বস্তুর বেলায়,,,,,,,ThatThose

For example:

I like this pen-(আমি এই কলমটি পছন্দ করি।)……. কাছের বস্তুর বেলায়… যখন noun..Singular.

I like these pens-(আমি এই কলমগুলো পছন্দ করি।)…….. কাছের বস্তুর বেলায়… যখন noun… Plural.

I like that pen-(আমি ঐ কলমটি পছন্দ করি।)…… দূরের বস্তুর বেলায়…… যখন noun …Singular.

I like those pens-(আমি ঐ কলমগুলো পছন্দ করি।)……. দূরের বস্তুর বেলায়…… যখন noun….Plural.

Keep in mind-মনে রেখো:

  • This, These, That, Those and The এই গুলোকে Demonstrative adjective-6 বলা হয়, কেননা এরা noun-এর আগে বসে noun-কে modify করে।

মাঝে মাঝে Such, None, Neither এই গুলোকেও Demonstrative pronoun বরে। যেমন:

  • Such is his sense-(এই হলো তার কান্ডজ্ঞান।).
  • None of them will get it-(তাদের কেহই ইহা পাবে না।).
  • Neither of them was there-(তাদের কেউ সেখানে ছিল না।).

Distributive Pronoun-(বন্টক/বিভাজক সর্বনাম)


Definition-(সংজ্ঞা): যে সকল শব্দসমূহ একই জাতীয় একাধিক ব্যক্তি, বস্তু বা বিষয়-কে আলাদাভাবে নির্দেশ করে তাদেরকে Distributive Pronoun বলে।), যেমন: Either, Neither, Each, Every etc

(The words which denote more than one person, things, and subjects from the same species are called Distributive pronouns. Such as Either, Neither, Each, Every etc.)

Fxample-উদাহরণ।

  • Either of the two men has gone there-(দু’জনের মধ্যে যেকোন একজন সেখারে গিয়েছে।).
  • Neither of the books was fascinating-(বইগুলোর মধ্যে কোনটিই চমৎকার ছিল না।).
  • Each of the members has been selected for next level-(সদস্যের মধ্যে প্রত্যেকেই পরবর্তী ধাপের জন্য মনোনিত হয়েছে।).
  • Neither of the members has been selected for next level-(সদস্যের মধ্যে কেহই পরবর্তী ধাপের জন্য মনোনিত হয় নাই।)..

Keep in mind:

  • Each of/Either of/ Neither of + Noun (plural)….in this case, verb is singular because subject is singular-(এ ক্ষেত্রে verb singular হয়, কারণ subject singular).
  • Each/Every + Noun (Singular)……in this case, Each and Every act like an adjective, because it acts taking position in front of noun, that’s why they are adjectives-(এ ক্ষেত্রে Each, Every প্রত্যেকেই adjective কাজ করে কারণ এরা Noun এর সামনে বসে Noun-কে প্রভাবিত করে।). Such as an example- উদাহরণস্বরূপ:
  • Every person is allowed-(প্রত্যেকজন অনুমোদিত।).
  • Each member can be selected-(প্রত্যেক সদস্য নির্বাচিত হতে পারে।).

 

 

 

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment