sentences Basic English

Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

Sentence  সর্ম্পকে কিছু  মৌলিক ধারণা


আমরা জানি যে কিছু শব্দের সমিষ্টিতে (Combination of words) বাক্য Sentence গঠিত (Formed)হয় যাহা  দ্বারা আমরা মনের ভাব (Mind’s words) প্রকাশ করে (Express) থাকি। এখন প্রশ্ন হলো, যে কোন শব্দ ব্যবহার করলেই কি বাক্য হবে? উত্তর একটাই “না” । তাহলে সহজেই বুঝা যাচ্ছে যে , শব্দসমূহ শুধু ব্যবহার করলেই হবে না। এর অবশ্যই সঠিক অর্থ (Meaning) থাকতে হবে যা দিয়ে মনের ভাব প্রকাশ পাবে। এখন আবার প্রশ্ন, তাহলে শুধু মাত্র শব্দসমূহের অর্থ (Meaning) থাকলেই কি হবে যা দিয়ে মনের ভাব প্রকাশ পাবে? উত্তর একটাই “না”। তাহলে আবার প্রশ্ন তবে উত্তরটা কি? উত্তরটা হলো শব্দসমূহেকে অবশ্যই বাক্যের মধ্যে ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী বসাতে হবে বা সাজায়ে গোছায়ে বসাতে হবে । তাহলেই বাক্যটি মনের সর্ম্পূণভাব প্রকাশ করতে পারবে।
উপরের কথাগুলো নিচের উদাহরণের মাধ্যমে আরও পরিস্কার করা যেতে পারে-যেমনঃ
  1. “ আমি তাভ ইখা ”(I tab ikha)”– এখানে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে যার মধ্যে আমি শব্দটার অর্থ  (Meaning) ঠিক আছে, আর দুইটি শব্দ যেমন-তাভ ও ইখার এদের কোন  অর্থ  (Meaning) নাই। অতএব আমরা বলতে পারি , বাক্যের এই তিনটি শব্দসমূহ দিয়ে মনের ভাব প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
  2. আবার “ খাই ভাত আমি “( Eat rice I )” – এইখানে তিনটি  শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু  শব্দগুলো সঠিকভাবে বসানো হয়নি বা সাজানো হয়নি। ফলে মনের ভাব সঠিকভাবে প্রকাশিত হয়নি।
  3. “ আমি ভাত খাই “( I eat rice )” – এখানে প্র্রতিটি  শব্দের  meaning  আছে। তাছাড়া  শব্দগুলো সঠিকভাবে বসানো হয়েছে এবং সর্ম্পূণ মনের ভাব প্রকাশ করেছে
আমাদের মনে রাখতে হবে :   ইংরেজি বাক্যে যে শব্দসমূহ ব্যবহার করা হয় তারা হলো “ Parts of speech.” । এই parts of speech  গুলো আবার আট প্রকার  যেমন :
1.Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction  and
8.  interjection. পরে  parts of speech lesson এ এই  নিয়ে বিশদ আলোচনা করা হবে।  এখানে parts of speech এর প্রকার নিয়ে একটু ধারণা দেওয়া হলো মাত্র।
এখন আসল  বিষয়ে আসা যাক- ইংরেজি বাক্যে শুদ্ধভাবে মনের ভাব প্রকাশের জন্য  parts of speech গুলো সুবিন্যাস্ত আকারে ব্যবহার করা হয়। নিচের বাক্যের মাধ্যমে সহজেই বুঝা যায় যেমনঃ
  • I eat rice-(আমি ভাত খাই।).
এখানে I = pronoun (subject), eat = verb,  rice = noun (object)  , বাক্যের গঠন প্রণালীতে দেখা যাচ্ছে, – ‍subject এর পর verb বসেছে এবং তার পর object  বসেছে ।
বাক্যের গঠনটা আমরা এইভাবে লেখতে পারি, যেমনঃ  subject + verb + object.
এখানে আমাদের মনে রাখতে হবে যে, subject = যে কোন noun / pronoun  এবং object = যে কোন noun / pronoun. হতে পারে । নিচে একটি  উদাহরণ দেওয়া হলো সহজেই বুঝার জন্য-
Example:
  • Bangladesh is a beautiful country in the world.
Grammar explanation (গ্রামারের ব্যাখ্যা):  এখানে  Bangladesh = noun, is=verb, a beautiful = adjective, country=noun, in=preposition, the = article, world = noun. এখানে জেনে রাখা ভালো, “ in the world” (পৃথিবীর মধ্যে) একটি  “combined word” (যৌগিক শব্দ) যাহা এখানে “adverb of place” হিসেবে কাজ করছে।
এই গ্রামার ব্যাখ্যার মাধ্যমে ইহাই প্রতীয়মান হয় যে বাক্যে “Parts of speech” এর ব্যবহার অতীব গুরুত্বর্পূণ।

Sentence and its kinds – (বাক্য এবং ইহার প্রকার)


Sentence (বাক্য) এর  definition (সংগা) ঃ যখন কতকগুলো বা একাধিক  অর্থবোধক (meaningful ) শব্দসমূহ বাক্যে সুবিন্যাস্ত আকারে  (In a systematic way) বসে বাক্যের বক্তার বক্তব্যের র্পূণাঙ্গ  অর্থ (Meaning) প্রকাশ করে তখন তাকে বাক্য বা Sentence বলে ।
Definition of sentence: When a group of meaningful words arranged in a systematic way that expresses the complete sense of the mind’s words of a speaker is called sentence.
Kinds of sentence (বাক্যের প্রকার ): অর্থের উপর ভিত্তি করে Sentence –কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে । যেমন :
  1. Assertive sentence.
  2. Interrogative sentence.
  3. Imperative sentence.
  4. Optative sentence.
  5. Exclamatory sentence.

Details description of sentence –( বাক্যের বিস্তারিত আলোচনা ) :

Assertive sentence – (বণর্নামূলক বাক্য )


যে বাক্য কোন ব্যক্তি, বস্তু,, প্রাণী বা স্থানের সম্পর্কে  বিবৃতি প্রদান করে তাকে Assertive sentence-( বণর্নামূলক বাক্য )  বলে ।
(Assertive Sentence: A Sentence that makes an assertion or a statement about a person, a thing, an animal, a place or a substance is called Assertive Sentence.)
এখানে উল্লেখ্য যে, Assertive Sentence দুই ধরনে হয়ে থাকে । যেমন:
  • Affirmative Sentence-( হ্যাঁ বোধক ).
  • Negative Senetence-( না বোধক ).
a. Definition of Affirmative Sentence-(  হ্যাঁ বোধক বাক্যের  সজ্ঞা ): যে বাক্য বিবৃতিকে স্বীকার করে তাকে  হ্যাঁ বোধক বাক্য বা Affirmative Sentence বলে ।

Affirmative Sentence


A sentence which affirms the statement about a person, a thing, an animal, a place or a substance is called Affirmative Sentence.
Example: Karim is playing.-( করিম খেলিতেছে ।)
  • Definition of Negative Sentence-( না বোধক বাক্য ): যে বাক্য বিবৃতিকে অস্বীকার করে তাকে  Negative Sentence  বা না বোধক বাক্য বলে ।

Negative Sentence


A sentence which denies the statement about a person, an animal, a thing, a place or a substance is called Negative Sentence
Some examples –( কিছু উদাহরণ): 
  • Karim is playing –( করিম খেলিতেছে । …Affirmative.
  • Karim is not playing-( করিম খেলিতেছে না । )….Negative
  • The book is on the table-( বইটি টেবিলের উপর । )….Affirmative.
  • The book is not on the table-( বইটি টেবিলের উপর না । )….Negative.
  • The dog is barking-( কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে । )….Affirmative.
  • The dog is not barking-( কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে না । )…Negative.
  • Dhaka is the capital city of Bangladesh-( ঢাকা বাংলাদেশের রাজধানী শহর । )…Affirmative.
Strructure-1:  subject + verb + extension. = Rita walks very fast.- ( রিতা খুব দ্রুত হাটে ।)
Structure-2:  subject + auxiliary verb + verb (v1) + object/extension. = He can read her mind.- (সে তার মন বুঝতে পারে ।)
Structure-3: There + verb + subject (noun/noun phrase) + object / extension. = There is a post office in our village.-(আমাদের গ্রামে একটি ডাকঘর আছে ।)
Structure-4: adjective + subject (you) + be verb.= Correct you are. / Right you are.-( তুমি ঠিক / সঠিক ।)
# Keep in mind-(মনে রেখো): বাক্যে অতি মাত্রায় জোর দেওযার জন্য # Structure-4 ব্যবহার করা হয় ।

Interrogative Sentence – (প্রশ্নবোধক বাক্য)


যে বাক্য দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী,  পর্দাথ বা স্থান সমন্ধে কোন কিছু  প্রশ্ন করা হয় তখন তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে ।
(Interrogative Sentence: A sentence which asks something about a person, a thing, an animal, a place or a substance is called a Interrogative Sentence).
Some examples-( কিছু উদাহরণ ):
  • What class do you read in?….তুমি কোন শ্রেণীতে পড়?
  • How old are you?..তোমার বয়স কত?
  • What is your father?…তোমার বাবা কি করে?
  • Who is your father?….তোমার বাবা কে?
  • Who do you live with?…তুমি কার সাথে থাক?
  • Where do you live in?…তুমি কোথায় থাক?
  • Who do you speak?…..তুমি কার সাথে কথা বল?
  • Whom do you want?…তুমি কাকে চাও?
  • Where are you going?…তুমি কোথায় যাইতেছ?
  • Who calls you?…তোমাকে কে ডাকে?
  • Which flower do you like?…কোন ফুলটি তুমি পছন্দ কর?
  • Which flower do you want?….কোন ফুলটি তুমি চাও?
  • Where have you come from?…তুমি কোথায় থেকে  আসিয়াছ?
  • Where are you from?….তুমি কোথায় থেকে ? বা তুমি কোথায় থেকে আসিয়াছ?
  • Where are you going?…তুমি কোথায় যাচ্ছো?
  • Do you like?…তুমি কি পছন্দ কর?
  • Are you sick?…তুমি কি অসুস্থ?
  • Have you done the work?….তুমি কি কাজটি করেছো?
  • Did he go there? …সে  কি সেখানে গিয়েছিল?
  • Has your sister done it?…তোমার বোন কি ইহা করিয়াছে?
# Structure-1 : Wh word+auxiliary verb + subject +verb (v1)? = What did they think? –(তারা কি চিন্তা করেছিল?
# Structure-2 : Wh word + auxiliary verb + subject ? = Who are you? –(তুমি কে?)
# Structure-3 : auxiliary verb + subject + verb (v1) + object/extension ? = Does he act like him?-(সে কি তার মত অভিনয় করে?)
# Keep in mind-(মনে রেখো) : 
Auxiliary verb দ্বারা গঠিত প্রম্নবোধক বাক্যকে “ Yes /No “ question বলে ।
প্রম্নবোধক বাক্য চার ধরনের হয়ে থাকে। যেমন: 
  • Yes/No question.
  • Wh question.
  • Tag question.
  • Embedded question.

Imperative Sentence – (অনুজ্ঞা সূচক বাক্য)


যে sentence দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, ও অনুমতি প্রকাশ করা হয় বা বুঝা যায় তাকে Imperative Sentence (অনুজ্ঞাসুচক বাক্য) বলে।
(Imperative Sentence: A sentence which expresses or denotes an order, an advice, a request, a recognition, a proposal, a suggestion or a permission is called an Imperative Sentence.)
Example with structure-(বাক্যের গঠন সহ উদাহরণ):
  • Help the poor -(দরিদ্রদেরকে সাহায্য কর)……………Structure: verb + object.
  • Don’t look down upon the blind-(অন্ধকে অবজ্ঞা করিও না)…. Structure: Don’t + verb + object.
  • Please lend me a book-(দয়া করে আমাকে একটি বই ধার দিন)…Structure: Please + verb + objective case of pronoun + object.
  • Please lend a book for me-(দয়া করে আমার জন্য একটি বই ধার দিন)……Structure: Please + verb + nonliving object + for + living object.
  • Kindly participate in my birthday ceremony-(দয়া করে আমার জন্ম দিনের অনুষ্ঠানে যোগদান করিও)……Structure: Kindly + verb + object / extension.
  • Always respect your elders and parents-(সর্বদা তোমার বড়দের এবং পিতামাতাকে সম্মান করিও)…..Structure: Always + verb + object/extension.
  • Never kill your valuable time in vain-(কখনও অযথা তোমার মূল্যবান সময় নষ্ট করিও না)…..Structure: Never + verb + object / extension.
  • Let us play football in our school play ground-(আমাদেরকে আমাদের স্কুলের খেলার মাঠে ফুটবল খেলতে দিন)….Structure: Let + objective case of pronoun (me, us, you, his, her, them) + object/extension.
Some translation from Bengali to English of imperative sentence – (Imperative sentence এর বাংলা থেকে ইংরেজি কিছু অনুবাদ):
  • দরিদ্রকে সাহায্য কর-Help the poor.
  • সদা সত্য কথা বলিও-Always speak the truth.
  • কখনও মিথ্যা বলিও না-Never tell a lie.
  • বিপদে দৈর্য্য ধারণ করিও-Have patience in danger.
  • সময় নষ্ট করিও না –Don’t waste your time.
  • সদা স্বাস্থ্যের প্রতি যত্ন নিও-Always take care of your health.
  • অসহায়দের প্রতি সদয় হও-Be kind to the helpless.
  • চুপ কর-Keep quiet / shut up.
  • জানালাটি বন্ধ কর-Shut/close the window.
  • জানালাটি খোল-Open the window.
  • কখনও অন্যের সাথে ঝগড়া করিও না-Never quarrel with others.
  • ফিরে না আসা পযর্ন্ত দয়া করে অপেক্ষা কর-Please wait until I return.
  • অনুগ্রহ করে কলম ও বইটি ধার দাও-Kindly lend me the book and the pen.
  • বাগানে ফুল ছিড়বেন না-Don’t pluck flower in the garden.
  • চলো মাঠে বেড়ায়-Let us go for a walk in the field.
  • আমাকে যেতে দিন-Let me go / Please let me go.
  • এখনই যাও-Go at once.
  • আর একবার চেষ্টা করে দেখো-Try again.
  • নিশ্চয় আসবে-Do come/Do comes.
  • ভেবে চিন্তে বলবে-Think before you speak.
Structure-1: verb + extension = Go out.-(বাহিরে যাও।)
Structure-2: Please/kindly + verb = Please/kindly shut the door.-(অনুগ্রহপূর্বক/দয়া করে দরজাটি বন্ধ কর।)
Structure-3: don’t/never + verb + object/extension. = Don’t eat rice / Never eat rice.-(ভাত খেয়ো না / কখনও ভাত খেয়ো না।)
Structure-4: Let + object of pronoun + verb + objective/extension = Let us go there. –(চলো সেখানে যায়।)
.

Optative Sentence – (ইচ্ছা সূচক বাক্য)


যে sentence বা বাক্য দ্বারা ইচ্ছা, কামনা, বাসনা, প্রাথর্না বা আশীরবাদ প্রকাশ পায় বা বুঝায় তাকে  Optative Sentence-(ইচ্ছা সূচক বাক্য) বলে।

Optative sentence: A sentence which expresses or denotes a wish, a desire, a prayer or a blessing is called ‍a Optative sentence.

Example with its structure-(বাক্যের গঠন সহ উদাহরণ):
  • May Allah bless you-আল্লাহ তোমার মঙ্গল করুন……Structure-1: May + subject + verb(v1)  + object/extension.
  • Long live our Bangladesh-আমাদের বাংলাদেশ  দীর্ঘজিবী হোক……Structure-2: Long + verb (v1) + subject.
  • Long live our beloved child-আমাদের প্রিয় শিশু দীর্ঘজিবী হোক….Structure-3: Long + verb (v1) + subject.
  • Would that I were a bird-আমি যদি পাখি হতাম…Structure-4: Would that (যদি) + subject + verb (v2) + object / extension.
  • Would that we were children again-আমরা যদি আবার শিশু হতাম…Structure-5: Would that + subject + verb (v2) + object / extension.
  • Had I the wings of a bird-আমি যদি পাখির পাখা হতাম…Structure-6: Had + subject + object /extension.
  • I wish I were a king-আমি যদি রাজা হতাম……Structure-7: I wish + subject + verb (v2) + object/extension.
  • I wish I were a child again-আমি যদি আবার শিশু হতাম……Structure-8: I wish + subject + verb (v2) + object/extension.
Some translation from Bengali to English of Optative sentence-( Optative sentence এর বাংলা থেকে ইংরেজি কিছু অনুবাদ):
  • আমি যদি আবার শিশু হতাম- Would I be child again!
or If I were a child again!
or Were I child again!
or Had I been a child again!
or Would that I were a child again!
or If I could be a child again!
  • আমি যদি রাজা হতাম- If I were a king.
or If I could be a king.
or Had I been a king.
or Were I a king.
  • আমার যদি পাখির মত ডানা থাকতো-Had I the wings of a bird.
  • তোমার জীবনে উন্নতি হউক-May you shine in life.
  • আমাদের দেশ দীর্ঘ জীবি হউক-Long live our Bangladesh.
  • আমাদের প্রধান মন্ত্রী দীর্ঘ জীবি হউক-Long live our honorable prime minister.
  • বাংলাদেশ জিন্দাবাদ-Long live Bangladesh.
  • আল্লাহ তোমার সহায় হউক-May Allah bless/help you.
  • তুমি সুখি হও-May you be happy.
  • আল্লাহ তোমায় রক্ষা করুন-May Allah save you.
  •  আল্লাহ তোমার মঙ্গল করুন- May Allah bless you.
  • যদি বাবা আজ বেঁচে থাকতেন-Would that father were alive now.

Exclamatory Sentence – (বিস্ময়কর সূচক বাক্য)


যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব/আবেগ, বিস্ময়, আনন্দ, বেদনা বা দুঃখ প্রকাশ পায় বা বুঝা যায় তাকে Exclamatory Sentence-(বিস্ময়কর সূচক বাক্য) বলে।
(Exclamatory Sentence: A sentence which expresses / denotes a sudden emotion, a sorrow of mind, a strong feeling of mind or delights is called a Exclamatory Sentence).
Example with its structure-(গঠন বা কাঠামো সহ উদাহরণ):
  • How charming the scenery is !-দৃশ্যটি কি মনোরম !…Structure: How + adjective + object + verb !
  • What a beautiful bird it is !-পাখিটি  কি সুন্দর !…..What + article a/an + adjective + noun + subject + verb !
  • Alas! How helpless the old man is !-হায়! বৃদ্ধটি কত অসহায় !….Alas !+ How + adjective + noun + verb!
  • Oh/Ah! How lovely the flower is !-ওহ! ফুলটি কত সুন্দর !….Oh/Ah! + How + adjective + noun (sub)+ verb !
  • Bravo/Hurrah! Our team has won the match !-সাবাস ! আমাদের দল খেলায় জিতেছে !…..Structure: Bravo/Hurrah ! + sub + verb + extension.
  • Alas! My grandfather is dead !-হায় ! আমার দাদা মারা গেছে !…..Structure: Alas ! + sub + verb + complement /extension !
Some Translation from Bengali to English of Exclamatory Sentence-(Exclamatory Sentence এর বাংলা থেকে ইংরেজি কিছু অনুবাদ)ঃ
  • হায় ! আমার সবর্নাশ হয়েছে !-Alas ! I am undone.
  • হায় ! আমার কি হবে !-Alas ! What will become of me !
  • হায় ! কি দুঃখের বিষয় !-Alas ! What a pity !
  • হায় ! হৃদয় বিদারক দৃশ্য !-Alas ! What a heart rending sight it is !
  • হায় ! লোকটি মারা গেছে !-Als ! The manb is dead !
  • আহা / হায় ! বৃদ্ধ মহিলাটি কত অসহায় !-Alas ! How helpless the old woman is !
  • আহা ! শিশুটি কত অসহায় !-Alas ! How helpless the baby is !
  • আহা ! লোকটি কত গরীব !-Alas ! How poor the man is !
  • ছি ! কি লজ্জা !-Fie ! What a shame !
  • চুপ ! শীঘ্রই স্যার আসছেন !-Hush ! Our teacher / sir is coming soon !
  • কি পরিতাপের বিষয় !-What a pity ! / What a pity it is !
  • কি চমৎকার বুদ্ধি !-What an idea !
  • কত বড় সাপ !-What a big snake it is ! / What a snake !
  • ছেলেটি কি বোকা !-What a fool the boy is !
  • বাহ ! ফুলটি কি চমৎকার !-Oh ! How lovely the flower is !
  • বাহ ! কি সুন্দর পাখী !-Oh ! How beautiful the bird is !
  • আজকে কি বিশ্রী দিন !-How foul weather is today !
  • গোলাপ ফুলটি কি সুন্দর !-How beautiful the rose is !
Additional information of sentence – বাক্যের অতিরিক্ত কিছু তথ্যঃ
Characteristics of a sentence-(বাক্যের বৈশিষ্ট্য)ঃ প্রতিটি বাক্যের তিনটি বৈশিষ্ট থাকতে হবে । যেমনঃ
  • Should have completeness -(পূণর্তা থাকতে হবে)।
  • Should have proper order of words with meaning-(অর্থ সহ শব্দসমূহের যথাযথ শৃঙ্খলা থাকতে হবে) ।
  • Should have combination of words having meaning-(শব্দ সমষ্টির অব্শ্যই অর্থ থাকতে হবে বিশেষ করে phrasal words গুলোর)।
Single worded sentence and Multi worded sentence-(এক শব্দবিশিষষ্ট বাক্য এবং একাধিক শব্দবিশিষ্ট বাক্য)ঃ শব্দের উপর ভিত্তি করে বাক্যকে দুইভাগে ভাগ করা হয়েছে । যেমন ঃ
  • Single worded sentence : যে সকল বাক্য একটি শব্দ দ্বারা গঠিত তাকে এক শব্দবিশিষ্ট বাক্য বা Single worded sentence বলে ।
Example-(উদাহরণ)ঃ
No, Yes, Come, Go, Start, Stop, Halt, Look, Sure, Fine, Really, What, Thanks, Well, Nice, Beautiful etc.
  • Multi worded sentence :  যে সকল বাক্য একাধিক শব্দ দ্বারা গঠিত তাকে  একাধিক শব্দবিশিষ্ট বাক্য বা Multi worded sentence বলে ।
Example-(উদাহরণ)ঃ
  • Yes, I do.
  • No, I don’t.
  • Certainly come.
  • Surely happen.
  • Come quickly.
  • Go at once.
  • Go there.
  • Halt there.
  • Thank you. etc.
Multi worded sentence with “verb”:  যে সকল একাধিক শব্দবিশিষ্ট বাক্যে verb থাকে , তাকে  Multi worded sentence with “verb” বলে ।
Example-(উদাহরণ)ঃ
  • Wait here.
  • Come here.
  • Thank you.
  • Help, please. etc.
Multi worded sentence without verb : যে সকল একাধিক শব্দবিশিষ্ট বাক্যে verb থাকে না , তাকে  Multi worded sentence without “verb” বলে ।
Example-(উদাহরণ)ঃ
  • Time, please.
  • Please ID card.
  • Why not?
  • All right.
  • Certainly, they are here.
  • All correct etc.
Expression এর উপর ভিত্তি করে Sentence এর প্রকারঃ Expression এর উপর ভিত্তি করে Sentence-কে দুই ভাগে ভাগ করা হয়েছে । যেমন:
  • Written form of sentence.
  • Spoken form of sentence.
Example is shown through a table as following-(নিচের টেবিলের মাধ্যমে উদাহরণ দেখানো হলো)ঃ
Written formSpoken form
What is your name?Name, please?
My name is Hamidur RahmanHamidur Rahman
What is the time on your watch?Time, please? or What’s the time?
Please show me your ID card.ID, please.
Kindly show me your admit card.Admit card, please.
Do you know Hamidur Rahman?Yes or No.
Structural Sentence –(কাঠামোগত বাক্য)ঃ Structure বা কাঠামোর উপর ভিত্তি করে Sentence –কে তিন ভাগে ভাগ করা হয়েছে । যেমনঃ
  1.  Simple Sentence-(সরল বাক্য)।
  2. Complex Sentence-(জটিল বাক্য)।
  3. Compound Sentence-(যৌগিক বাক্য)।
Details discussion on Structural Sentence-(কাঠামোগত বাক্যের  উপর বিস্তারিত আলোচনা): 

Simple Sentence – (সরল বাক্য)


যে Sentence-এ একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb , তাকে Simple Sentence-( সরল বাক্য ) বলে।(Simple Sentence: A sentence which has only one subject and only one finite verb is called a Simple Sentence).

Example with structure:
  • Kazi Nazrul is our national poet-কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ।
  • A good boy never kills   his time in vain-
  • We saw a girl plucking flowers in the garden.-আমরা একটি বালিকাকে বাগানে ফুল তুলিতে দেখিলাম।
  • Brahmanbaria is a very old town-ব্রাহম্মনবাড়ীয়া খুবই পুরাতন একটি শহর।
  • A good boy never kills his time in vain-একজন ভাল ছেলে কখনও অযথা তার সময় নষ্ট করে না।
  • A patriot never hesitates to die for his country-একজন দেশপ্রেমিক দেশের জন্য মরতে কখনও ইতস্থ করে না।
  • Our Headmaster is a man of letters-আমাদের প্রধান শিক্ষক একজন  পন্ডিত লোক ।
Structure: Subject + Verbs as per tense + Object / extension.

Complex Sentence – (জটিল বাক্য)


যে sentence এ একটি মাত্র  principal clause এবং এক বা একাধিক  sub-ordinate clauses  থাকে, তাকে Complex Sentence-(জটিল বাক্য) বলে ।

Example with structure-(কাঠামো সহ উদাহরণ)ঃ
  • We eat food  so that we may live.- আমরা খাদ্য খাই যেন আমরা বেঁচে থাকি।
  • We eat food  in order that  we may live.- আমরা খাদ্য খাই যেন আমরা বেঁচে থাকি।
  • We eat food  that we may live.- আমরা খাদ্য খাই যেন আমরা বেঁচে থাকি।
  • The man is my uncle who came here.-লোকটি আমার চাচা যিনি এখানে এসেছিলেন।
  • They walk fast  lest they should miss the train.-তারা দ্রুত হাঁটে  যেন ট্রেনটি না হারায়।
  • I know the time  when he will come back.-আমি সময় জানি কখন সে ফিরে আসবে।
Structure: Principal clause + Conjunction + Sub ordinate clause.
Grammar explanation: উপরোক্ত বাক্য গুলোতে  যে সব coordinating conjunction ব্যবহার করা হয়েছে, সেগুলো হলো so that, in order that, that, who, lest, when etc. । আর অন্যান্য underlined clause গুলো হচ্ছে principal clauses.
Keep in mind (মনে রাখা ভালো) ঃ একটি complex sentence চেনার বড় উপায় হলো তার coordinating conjunction দিয়ে ।  সাধারণতঃ Complex sentence এ যে সব coordinating conjunction ব্যবহার করা হয় তা হলো:- if, though, although, before, after, as, because, since, so that, whether, unless, when, whenever, where, wherever, why, until, while, who, how etc.

Compound Sentence – (যৌগিক বাক্য)


যে sentence-এ একাধিক  principal clause থাকে এবং clause গুলো coordinating conjunction দ্বারা যুক্ত  থাকে, তাকে Compound Sentence-( যৌগিক বাক্য) বলে ।

(Compound Sentence: A sentence which contains / has two or more ( more than one) clauses connected by coordinating conjunction is called a Compound Sentence).
Example with structure-(কাঠামো সহ উদাহরণ)ঃ
  • We went there  and  (we) found them fishing-
  • Read attentively  or  you will not be able to get a good result-
  • The boy studied hard  and  (he) got a good result-
  • I help him  though  he dislikes me-
Structure:  Principal clause + Coordinating conjunction + Principal clause.
Keep in mind (মনে রাখা ভালো) ঃ একটি compound sentence চেনার বড় উপায় হলো তার coordinating conjunction দিয়ে ।  সাধারণতঃ Compound sentence এ যে সব coordinating conjunction ব্যবহার করা হয় তা হলো:- and, but, or, nor, however, moreover, thus, so, therefore, else, still, as well as, accordingly, otherwise, yet etc.

Kinds of compound sentence- যৌগিক বাক্যের প্রকারঃ যৌগিক বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে – ( A compound sentence is divided into two parts, such as:)

 যেমনঃ
  • Double compound sentence
  • Multiple compound sentences.
Details of double and multiple compound sentences: –
a. Double compound sentence: যে sentence এ দুইটি principal clauses (connected by coordinating conjunction) থাকে, তাকে  Double compound sentence বলে
Example with structure:
  • The man is poor but (he) is honest-লোকটি গরীব কিন্তু সৎ।
  • The man worked hard and (he) succeeded-লোকটি কঠোর পরিশ্রম করেছিল এবং কৃতকার্যও হয়েছিল ।
  • They went to school and the bell rang-তারা স্কুলে গিয়েছিল এবং বেল বেজেছিল ।
  • The girl went to her reading room and (she) started reading-বালিকাটি তার পড়ার কক্ষে গেল এবং পড়া শুরু করলো ।
  • We called the child and (we) gave it an apple-আমরা শিশুটিকে ডাকলাম এবং তাকে একটি আপেল দিলাম ।
Grammar explanation: উপরোক্ত বাক্য গুলোতে  শুধু মাত্র এক ধরনের coordinating conjunction ব্যবহার করা হয়েছে, সেটা হলো “and” । আর অন্যান্য underlined clause গুলো হচ্ছে principal clause. । এখানে আরেকটি লক্ষনীয় বিষয় হলো , যদি প্রথম clause এবং দ্বিতীয় clause এর subject একই হয় তাহলে দ্বিতীয় clause এর subject পুনরায় বলার বা লেখার দরকার পড়ে না । যদি কেহ লেখে বা বলে তা ভূল হবে না।
b. Multiple compound sentence: যে sentence এ দুই বা ততোধিক  principal clauses (connected by coordinating conjunction) থাকে, তাকে  Multiple compound sentence বলে ।
Example with structure:
  • He loves her, she loves him but they often quarrel-সে তাকে ভাল বাসে, সেও তাকে ভাল বাসে কিন্তু তারা প্রায়ই ঝগড়া করে ।
  • I came home, ate rice and took a rest for a while-আমি বাড়ী আসিলাম, ভাত খাইলাম এবং কিছু সময় বিশ্রাম নিলাম ।
  • We went to school, sat on the first bench and listened to my teachers-আমরা স্কুলে গেলাম, প্রথম বেঞ্চে বসলাম এবং শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনলাম ।
  • Father went to Dhaka, bought a shirt for me and returned home at night-বাবা ঢাকা গেল, আমার জন্য শার্ট কিনলো এবং রাতে বাড়ী  ফিরলো ।
Structure :  1st clause, + 2nd clause + coordinating conjunction + 3rd clause.
Grammar explanation: উপরোক্ত underlined sentence গুলো হলো clause । আর bold word গুলো হলো coordinating conjunction , যেমন- but, and

 

Leave a Comment