দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না Free Sign-up / এখানে ক্লিক করুন! |
Sentence সর্ম্পকে কিছু মৌলিক ধারণা
- “ আমি তাভ ইখা ”(I tab ikha)”– এখানে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে যার মধ্যে আমি শব্দটার অর্থ (Meaning) ঠিক আছে, আর দুইটি শব্দ যেমন-তাভ ও ইখার এদের কোন অর্থ (Meaning) নাই। অতএব আমরা বলতে পারি , বাক্যের এই তিনটি শব্দসমূহ দিয়ে মনের ভাব প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
- আবার “ খাই ভাত আমি “( Eat rice I )” – এইখানে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু শব্দগুলো সঠিকভাবে বসানো হয়নি বা সাজানো হয়নি। ফলে মনের ভাব সঠিকভাবে প্রকাশিত হয়নি।
- “ আমি ভাত খাই “( I eat rice )” – এখানে প্র্রতিটি শব্দের meaning আছে। তাছাড়া শব্দগুলো সঠিকভাবে বসানো হয়েছে এবং সর্ম্পূণ মনের ভাব প্রকাশ করেছে
Free Sign-up / এখানে ক্লিক করুন! |
- I eat rice-(আমি ভাত খাই।).
এখানে আমাদের মনে রাখতে হবে যে, subject = যে কোন noun / pronoun এবং object = যে কোন noun / pronoun. হতে পারে । নিচে একটি উদাহরণ দেওয়া হলো সহজেই বুঝার জন্য-
- Bangladesh is a beautiful country in the world.
Sentence and its kinds – (বাক্য এবং ইহার প্রকার)
- Assertive sentence.
- Interrogative sentence.
- Imperative sentence.
- Optative sentence.
- Exclamatory sentence.
Details description of sentence –( বাক্যের বিস্তারিত আলোচনা ) :
Assertive sentence – (বণর্নামূলক বাক্য )
- Affirmative Sentence-( হ্যাঁ বোধক ).
- Negative Senetence-( না বোধক ).
Affirmative Sentence
- Definition of Negative Sentence-( না বোধক বাক্য ): যে বাক্য বিবৃতিকে অস্বীকার করে তাকে Negative Sentence বা না বোধক বাক্য বলে ।
Negative Sentence
- Karim is playing –( করিম খেলিতেছে । …Affirmative.
- Karim is not playing-( করিম খেলিতেছে না । )….Negative
- The book is on the table-( বইটি টেবিলের উপর । )….Affirmative.
- The book is not on the table-( বইটি টেবিলের উপর না । )….Negative.
- The dog is barking-( কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে । )….Affirmative.
- The dog is not barking-( কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে না । )…Negative.
- Dhaka is the capital city of Bangladesh-( ঢাকা বাংলাদেশের রাজধানী শহর । )…Affirmative.
Interrogative Sentence – (প্রশ্নবোধক বাক্য)
- What class do you read in?….তুমি কোন শ্রেণীতে পড়?
- How old are you?..তোমার বয়স কত?
- What is your father?…তোমার বাবা কি করে?
- Who is your father?….তোমার বাবা কে?
- Who do you live with?…তুমি কার সাথে থাক?
- Where do you live in?…তুমি কোথায় থাক?
- Who do you speak?…..তুমি কার সাথে কথা বল?
- Whom do you want?…তুমি কাকে চাও?
- Where are you going?…তুমি কোথায় যাইতেছ?
- Who calls you?…তোমাকে কে ডাকে?
- Which flower do you like?…কোন ফুলটি তুমি পছন্দ কর?
- Which flower do you want?….কোন ফুলটি তুমি চাও?
- Where have you come from?…তুমি কোথায় থেকে আসিয়াছ?
- Where are you from?….তুমি কোথায় থেকে ? বা তুমি কোথায় থেকে আসিয়াছ?
- Where are you going?…তুমি কোথায় যাচ্ছো?
- Do you like?…তুমি কি পছন্দ কর?
- Are you sick?…তুমি কি অসুস্থ?
- Have you done the work?….তুমি কি কাজটি করেছো?
- Did he go there? …সে কি সেখানে গিয়েছিল?
- Has your sister done it?…তোমার বোন কি ইহা করিয়াছে?
- Yes/No question.
- Wh question.
- Tag question.
- Embedded question.
Imperative Sentence – (অনুজ্ঞা সূচক বাক্য)
- Help the poor -(দরিদ্রদেরকে সাহায্য কর)……………Structure: verb + object.
- Don’t look down upon the blind-(অন্ধকে অবজ্ঞা করিও না)…. Structure: Don’t + verb + object.
- Please lend me a book-(দয়া করে আমাকে একটি বই ধার দিন)…Structure: Please + verb + objective case of pronoun + object.
- Please lend a book for me-(দয়া করে আমার জন্য একটি বই ধার দিন)……Structure: Please + verb + nonliving object + for + living object.
- Kindly participate in my birthday ceremony-(দয়া করে আমার জন্ম দিনের অনুষ্ঠানে যোগদান করিও)……Structure: Kindly + verb + object / extension.
- Always respect your elders and parents-(সর্বদা তোমার বড়দের এবং পিতামাতাকে সম্মান করিও)…..Structure: Always + verb + object/extension.
- Never kill your valuable time in vain-(কখনও অযথা তোমার মূল্যবান সময় নষ্ট করিও না)…..Structure: Never + verb + object / extension.
- Let us play football in our school play ground-(আমাদেরকে আমাদের স্কুলের খেলার মাঠে ফুটবল খেলতে দিন)….Structure: Let + objective case of pronoun (me, us, you, his, her, them) + object/extension.
- দরিদ্রকে সাহায্য কর-Help the poor.
- সদা সত্য কথা বলিও-Always speak the truth.
- কখনও মিথ্যা বলিও না-Never tell a lie.
- বিপদে দৈর্য্য ধারণ করিও-Have patience in danger.
- সময় নষ্ট করিও না –Don’t waste your time.
- সদা স্বাস্থ্যের প্রতি যত্ন নিও-Always take care of your health.
- অসহায়দের প্রতি সদয় হও-Be kind to the helpless.
- চুপ কর-Keep quiet / shut up.
- জানালাটি বন্ধ কর-Shut/close the window.
- জানালাটি খোল-Open the window.
- কখনও অন্যের সাথে ঝগড়া করিও না-Never quarrel with others.
- ফিরে না আসা পযর্ন্ত দয়া করে অপেক্ষা কর-Please wait until I return.
- অনুগ্রহ করে কলম ও বইটি ধার দাও-Kindly lend me the book and the pen.
- বাগানে ফুল ছিড়বেন না-Don’t pluck flower in the garden.
- চলো মাঠে বেড়ায়-Let us go for a walk in the field.
- আমাকে যেতে দিন-Let me go / Please let me go.
- এখনই যাও-Go at once.
- আর একবার চেষ্টা করে দেখো-Try again.
- নিশ্চয় আসবে-Do come/Do comes.
- ভেবে চিন্তে বলবে-Think before you speak.
Optative Sentence – (ইচ্ছা সূচক বাক্য)
Optative sentence: A sentence which expresses or denotes a wish, a desire, a prayer or a blessing is called a Optative sentence.
- May Allah bless you-আল্লাহ তোমার মঙ্গল করুন……Structure-1: May + subject + verb(v1) + object/extension.
- Long live our Bangladesh-আমাদের বাংলাদেশ দীর্ঘজিবী হোক……Structure-2: Long + verb (v1) + subject.
- Long live our beloved child-আমাদের প্রিয় শিশু দীর্ঘজিবী হোক….Structure-3: Long + verb (v1) + subject.
- Would that I were a bird-আমি যদি পাখি হতাম…Structure-4: Would that (যদি) + subject + verb (v2) + object / extension.
- Would that we were children again-আমরা যদি আবার শিশু হতাম…Structure-5: Would that + subject + verb (v2) + object / extension.
- Had I the wings of a bird-আমি যদি পাখির পাখা হতাম…Structure-6: Had + subject + object /extension.
- I wish I were a king-আমি যদি রাজা হতাম……Structure-7: I wish + subject + verb (v2) + object/extension.
- I wish I were a child again-আমি যদি আবার শিশু হতাম……Structure-8: I wish + subject + verb (v2) + object/extension.
- আমি যদি আবার শিশু হতাম- Would I be child again!
- আমি যদি রাজা হতাম- If I were a king.
- আমার যদি পাখির মত ডানা থাকতো-Had I the wings of a bird.
- তোমার জীবনে উন্নতি হউক-May you shine in life.
- আমাদের দেশ দীর্ঘ জীবি হউক-Long live our Bangladesh.
- আমাদের প্রধান মন্ত্রী দীর্ঘ জীবি হউক-Long live our honorable prime minister.
- বাংলাদেশ জিন্দাবাদ-Long live Bangladesh.
- আল্লাহ তোমার সহায় হউক-May Allah bless/help you.
- তুমি সুখি হও-May you be happy.
- আল্লাহ তোমায় রক্ষা করুন-May Allah save you.
- আল্লাহ তোমার মঙ্গল করুন- May Allah bless you.
- যদি বাবা আজ বেঁচে থাকতেন-Would that father were alive now.
Exclamatory Sentence – (বিস্ময়কর সূচক বাক্য)
- How charming the scenery is !-দৃশ্যটি কি মনোরম !…Structure: How + adjective + object + verb !
- What a beautiful bird it is !-পাখিটি কি সুন্দর !…..What + article a/an + adjective + noun + subject + verb !
- Alas! How helpless the old man is !-হায়! বৃদ্ধটি কত অসহায় !….Alas !+ How + adjective + noun + verb!
- Oh/Ah! How lovely the flower is !-ওহ! ফুলটি কত সুন্দর !….Oh/Ah! + How + adjective + noun (sub)+ verb !
- Bravo/Hurrah! Our team has won the match !-সাবাস ! আমাদের দল খেলায় জিতেছে !…..Structure: Bravo/Hurrah ! + sub + verb + extension.
- Alas! My grandfather is dead !-হায় ! আমার দাদা মারা গেছে !…..Structure: Alas ! + sub + verb + complement /extension !
- হায় ! আমার সবর্নাশ হয়েছে !-Alas ! I am undone.
- হায় ! আমার কি হবে !-Alas ! What will become of me !
- হায় ! কি দুঃখের বিষয় !-Alas ! What a pity !
- হায় ! হৃদয় বিদারক দৃশ্য !-Alas ! What a heart rending sight it is !
- হায় ! লোকটি মারা গেছে !-Als ! The manb is dead !
- আহা / হায় ! বৃদ্ধ মহিলাটি কত অসহায় !-Alas ! How helpless the old woman is !
- আহা ! শিশুটি কত অসহায় !-Alas ! How helpless the baby is !
- আহা ! লোকটি কত গরীব !-Alas ! How poor the man is !
- ছি ! কি লজ্জা !-Fie ! What a shame !
- চুপ ! শীঘ্রই স্যার আসছেন !-Hush ! Our teacher / sir is coming soon !
- কি পরিতাপের বিষয় !-What a pity ! / What a pity it is !
- কি চমৎকার বুদ্ধি !-What an idea !
- কত বড় সাপ !-What a big snake it is ! / What a snake !
- ছেলেটি কি বোকা !-What a fool the boy is !
- বাহ ! ফুলটি কি চমৎকার !-Oh ! How lovely the flower is !
- বাহ ! কি সুন্দর পাখী !-Oh ! How beautiful the bird is !
- আজকে কি বিশ্রী দিন !-How foul weather is today !
- গোলাপ ফুলটি কি সুন্দর !-How beautiful the rose is !
- Should have completeness -(পূণর্তা থাকতে হবে)।
- Should have proper order of words with meaning-(অর্থ সহ শব্দসমূহের যথাযথ শৃঙ্খলা থাকতে হবে) ।
- Should have combination of words having meaning-(শব্দ সমষ্টির অব্শ্যই অর্থ থাকতে হবে বিশেষ করে phrasal words গুলোর)।
- Single worded sentence : যে সকল বাক্য একটি শব্দ দ্বারা গঠিত তাকে এক শব্দবিশিষ্ট বাক্য বা Single worded sentence বলে ।
- Multi worded sentence : যে সকল বাক্য একাধিক শব্দ দ্বারা গঠিত তাকে একাধিক শব্দবিশিষ্ট বাক্য বা Multi worded sentence বলে ।
- Yes, I do.
- No, I don’t.
- Certainly come.
- Surely happen.
- Come quickly.
- Go at once.
- Go there.
- Halt there.
- Thank you. etc.
- Wait here.
- Come here.
- Thank you.
- Help, please. etc.
- Time, please.
- Please ID card.
- Why not?
- All right.
- Certainly, they are here.
- All correct etc.
- Written form of sentence.
- Spoken form of sentence.
Written form | Spoken form |
---|---|
What is your name? | Name, please? |
My name is Hamidur Rahman | Hamidur Rahman |
What is the time on your watch? | Time, please? or What’s the time? |
Please show me your ID card. | ID, please. |
Kindly show me your admit card. | Admit card, please. |
Do you know Hamidur Rahman? | Yes or No. |
- Simple Sentence-(সরল বাক্য)।
- Complex Sentence-(জটিল বাক্য)।
- Compound Sentence-(যৌগিক বাক্য)।
Simple Sentence – (সরল বাক্য)
যে Sentence-এ একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb , তাকে Simple Sentence-( সরল বাক্য ) বলে।(Simple Sentence: A sentence which has only one subject and only one finite verb is called a Simple Sentence).
- Kazi Nazrul is our national poet-কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ।
- A good boy never kills his time in vain-
- We saw a girl plucking flowers in the garden.-আমরা একটি বালিকাকে বাগানে ফুল তুলিতে দেখিলাম।
- Brahmanbaria is a very old town-ব্রাহম্মনবাড়ীয়া খুবই পুরাতন একটি শহর।
- A good boy never kills his time in vain-একজন ভাল ছেলে কখনও অযথা তার সময় নষ্ট করে না।
- A patriot never hesitates to die for his country-একজন দেশপ্রেমিক দেশের জন্য মরতে কখনও ইতস্থ করে না।
- Our Headmaster is a man of letters-আমাদের প্রধান শিক্ষক একজন পন্ডিত লোক ।
Complex Sentence – (জটিল বাক্য)
যে sentence এ একটি মাত্র principal clause এবং এক বা একাধিক sub-ordinate clauses থাকে, তাকে Complex Sentence-(জটিল বাক্য) বলে ।
- We eat food so that we may live.- আমরা খাদ্য খাই যেন আমরা বেঁচে থাকি।
- We eat food in order that we may live.- আমরা খাদ্য খাই যেন আমরা বেঁচে থাকি।
- We eat food that we may live.- আমরা খাদ্য খাই যেন আমরা বেঁচে থাকি।
- The man is my uncle who came here.-লোকটি আমার চাচা যিনি এখানে এসেছিলেন।
- They walk fast lest they should miss the train.-তারা দ্রুত হাঁটে যেন ট্রেনটি না হারায়।
- I know the time when he will come back.-আমি সময় জানি কখন সে ফিরে আসবে।
Compound Sentence – (যৌগিক বাক্য)
যে sentence-এ একাধিক principal clause থাকে এবং clause গুলো coordinating conjunction দ্বারা যুক্ত থাকে, তাকে Compound Sentence-( যৌগিক বাক্য) বলে ।
- We went there and (we) found them fishing-
- Read attentively or you will not be able to get a good result-
- The boy studied hard and (he) got a good result-
- I help him though he dislikes me-
Kinds of compound sentence- যৌগিক বাক্যের প্রকারঃ যৌগিক বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে – ( A compound sentence is divided into two parts, such as:)
- Double compound sentence
- Multiple compound sentences.
- The man is poor but (he) is honest-লোকটি গরীব কিন্তু সৎ।
- The man worked hard and (he) succeeded-লোকটি কঠোর পরিশ্রম করেছিল এবং কৃতকার্যও হয়েছিল ।
- They went to school and the bell rang-তারা স্কুলে গিয়েছিল এবং বেল বেজেছিল ।
- The girl went to her reading room and (she) started reading-বালিকাটি তার পড়ার কক্ষে গেল এবং পড়া শুরু করলো ।
- We called the child and (we) gave it an apple-আমরা শিশুটিকে ডাকলাম এবং তাকে একটি আপেল দিলাম ।
- He loves her, she loves him but they often quarrel-সে তাকে ভাল বাসে, সেও তাকে ভাল বাসে কিন্তু তারা প্রায়ই ঝগড়া করে ।
- I came home, ate rice and took a rest for a while-আমি বাড়ী আসিলাম, ভাত খাইলাম এবং কিছু সময় বিশ্রাম নিলাম ।
- We went to school, sat on the first bench and listened to my teachers-আমরা স্কুলে গেলাম, প্রথম বেঞ্চে বসলাম এবং শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনলাম ।
- Father went to Dhaka, bought a shirt for me and returned home at night-বাবা ঢাকা গেল, আমার জন্য শার্ট কিনলো এবং রাতে বাড়ী ফিরলো ।
[…] আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? […]
[…] # Keep in mind-(মনে রেখো): বাক্যে অতি মাত্রায় জোর দেওযার জন্য # Structure-4 ব্যবহার করা হয় । আরো পড়ুনঃ Sentence সর্ম্পকে কিছু মৌলিক ধারণা […]
[…] আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? […]
[…] আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? […]
[…] আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? […]
[…] আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? […]