Simple Sentence-(সরল বাক্য)
যে Sentence-এ একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb , তাকে Simple Sentence-( সরল বাক্য ) বলে।
(Simple Sentence: A sentence which has only one subject and only one finite verb is called a Simple Sentence).
Example with structure:
- Kazi Nazrul is our national poet-কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ।
- A good boy never kills his time in vain-
- We saw a girl plucking flowers in the garden.-আমরা একটি বালিকাকে বাগানে ফুল তুলিতে দেখিলাম।
- Brahmanbaria is a very old town-ব্রাহম্মনবাড়ীয়া খুবই পুরাতন একটি শহর।
- A good boy never kills his time in vain-একজন ভাল ছেলে কখনও অযথা তার সময় নষ্ট করে না।
- A patriot never hesitates to die for his country-একজন দেশপ্রেমিক দেশের জন্য মরতে কখনও ইতস্থ করে না।
- Our Headmaster is a man of letters-আমাদের প্রধান শিক্ষক একজন পন্ডিত লোক ।
# Structure: Subject + Verbs as per tense + Object / extension.
আরো পড়ুনঃ Imperative Sentence-(অনুজ্ঞা সূচক বাক্য) কাকে বলে? এর গঠন ও ব্যবহার
[…] আরো পড়ুনঃ Simple Sentence-(সরল বাক্য) কাকে বলে? উদাহরণসহ এর … […]