Advance English

Subject & Predicate কাকে বলে? বিস্তারিত আলোচনা

Subject & Predicate With Elaborate Discussion ( বিস্ত
Grammarly loop sliding

Subject –(কর্তা / উদ্দেশ্য )


কোন Sentence-এ বা বাক্যে যার সমন্ধে কোন কছিু বলা হয় বা যিনি ক্রিয়ার কাজ সম্পন্ন করেন বা Doer of the action-কে Subject বলে ।
(The doer of the action of a verb in a sentence is called Subject. )

Predicate –( বিধেয় )


কোন Sentence-এ বা বাক্যে Subject সর্ম্পকে যাহা কিছু বলা হয় বা বাক্যে Subject বাদে যাহা কিছু বলা হয় (Adverb বাদে) তাকে Predicate বলে ।
(Something which is said about subject in a sentence is called Predicate).

For example-(উদাহরণ):

  • Karim reads a book.- করিম বই পড়ে ।
    এই বাক্যে Karim হলো Subject এবং “ reads a book” হলো Predicate.
  • He sings a song. – সে গান করে ।
    এই বাক্যে “He” হলো Subject এবং “sings a song” হলো Predicate.
  • Honesty is the best policy. – সততাই সর্ব্বোৎকৃষ্ট পন্থা ।
    এই বাক্যে “Honesty” হলো Subject এবং “is the best policy” হলো Predicate.
  • The baby is playing in the play ground. – শিশুটি খেলার মাঠে খেলতেছে ।
    এই বাক্যে “The baby” হলো Subject এবং “is playing” হলো Predicate. কিন্তু “in the play ground” হলো Adverb. মনে রাখতে হবে, Adverb কখনও Predicate না ।
💥Grammarly দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ !  😲অফারটি কেউ মিস করবেন না
Grammarly 100 off
✅ আপনি WhatsApp, Messenger -এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার, সঠিক গ্রামার এবং ভোকাবুলারি লেখার জন্য suggestions করবে Grammarly🤳 ✅

তাহলে আর দেরি কেন?
✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রীতে Sign-up করুন ! Sign up

Exception-(ব্যতিক্রম):

  • Here is a phone book. – এখানে ফোন বই ।
  • There is a suggestion guide. – ওটা সাজেসন্স গাইড ।

Note: Here বা There দিয়ে কোন বাক্য শুরু হলে ( Here / There + verb ) এর পরে Subject বসে । উপরোক্ত বাক্যসমূহে “a phone book” এবং “a suggestion guide” হলো Subject এবং বাকী অংশগুলো হলো Predicate.

Keep in mind-(মনে রেখো ):

  • একটি Sentence-এর Major part ( প্রধান অংশ ) হলো Subject and Predicate.
  • Native speaker বা American / British Grammar Concept-এ Adverb-কে Predicate হিসেবে ধরা হয় না।
  • Imperative sentence-এ Subject “you” উহ্য থাকে সেজন্য Predicate “verb” দিয়ে শুরু হয় ।
  • Imperative sentence-এ Please / Kindly থাকলে তাকেও Predicate বলা যাবে না, কারণ এগুলো হলো Adverb.
  • Predicate হলো Grammar-এর বৃহত্তর আলোচ্য বিষয় যার মধ্যে Verb, Object, Complement etc. থাকে ।

আরো পড়ুনঃ Subject-Verb Agreement-( Subject-Verb-সমঝোতা )
English Version: Subject and Predicate – Meaning, Definition

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment