Advance English

Subject-Verb Agreement এর ২৭টি নিয়ম, ব্যবহার ও উদাহরণ

subject-verb Agreement

Subject-Verb Agreement-( Subject-Verb-সমঝোতা ):


# Definition –( সংজ্ঞা ): যে নিয়মানুযায়ী subject-এর number ও person অনুসারে verb-এর রূপ বা Form নির্ধারিত হয়, তাকেই Subject-Verb Agreement বলে ।
নিম্নে উদাহরণসহ Subject-Verb Agreement –এর গুরুত্বপূর্ণ নিয়মাবলী আলোচনা করা হলো :

Rule-1: Sentence-এ verb অবশ্যই subject-এর number ও person –এর সাথে মিল হয়ে থাকে । যেমন:

Subject যদি First person singular number হয়, তবে verb-এরও First person singular number হয় ।
Example –(উদাহরণ ) :

  • I am ill. –আমি অসুস্থ ।
  • I was happy.- আমি সুখী ছিলাম ।
  • I have a pen.- আমার একটি কলম আছে ।
  • I love Bangladesh. –আমি বাংলাদেশকে ভালবাসি ।

Subject যদি First person plural number হয়, তবে verb-এরও First person plural number হয় ।
Example –(উদাহরণ ) :

  • We are ill.-আমরা অসুস্থ ।
  • We were happy.- আমরা সুখী ছিলাম ।
  • We have pens.- আমাদের একাধিক কলম আছে ।
  • We love Bangladesh.-আমরা বাংলাদেশকে ভালবাসি ।

Subject যদি second person singular number হয়, তবে verb-এরও second person singular number হয় । Example –(উদাহরণ ) :

  • You are ill.-তুমি অসুস্থ ।
  • You were happy.-= তুমি সুখী ছিলে ।
  • You have pens.-তোমার একাধিক কলম আছে ।

Subject যদি second person plural number হয়, তবে verb-এরও second person plural number হয় ।
Example –(উদাহরণ ):

  • You are ill. –তোমরা অসুস্থ ।
  • You were happy.-তোমরা সুখী ছিলে ।
  • You have pens. – তোমাদের একাধিক কলম আছে ।

Subject যদি Third person singular number হয়, তবে verb-এরও Third person singular number হয়।
Example –(উদাহরণ ):

  • He/She is ill. – সে অসুস্থ ।
  • He/She was happy.- সে সুখী ছিল ।
  • He/She has a pen. –তার একটি কলম আছে ।

Subject যদি Third person plural number হয়, তবে verb-এরও Third person plural number হয় ।Example –(উদাহরণ ):

  • They are ill. –তাহারা অসুস্থ ।
  • They were happy.-তাহারা সুখী ছিল ।
  • They have pens. – তাহাদের একাধিক কলম আছে ।

আরো পড়ুনঃ Verb (ক্রিয়া) কাকে বলে? প্রকারভেদ ও উদাহরণ

Subject-Verb Agreement: Rule-2: দুই বা ততোধিক subject “and” দ্বারা যুক্ত হলে verb-এর plural number হয় । যেমন:

  • Rahim and Karim are going to school.-রহিম এবং করিম স্কুলে যাইতেছে ।
  • He and his brother have arrived.-সে এবং তার ভাই পৌঁছিয়াছে ।

Subject-Verb Agreement: Rule-3: দুইটি singular noun যদি একটি মাত্র ব্যক্তিকে বা বস্তুকে বুঝায় তাহলে verb-এর singular number হয় । যেমন:

  • The Headmaster and secretary of the school was present in the meeting.-স্কুলের প্রধান শিক্ষক এবং সেক্রেটারি সভায় উপস্থিত ছিল ।

কিন্তু দুইটি singular noun যদি একটি মাত্র ব্যক্তিকে বা বস্তুকে না বুঝায় ভিন্ন ব্যক্তি বা বস্তকে বুঝায় তাহলে verb-এর plural number হয় । যেমন:

  • The Headmaster and a secretary of the school were present in the meeting. -.-স্কুলের প্রধান শিক্ষক এবং সেক্রেটারি সভায় উপস্থিত ছিল ।

Keep in mind-(মনে রেখো ) : একই ব্যক্তি বা বস্তু হলে একবার Article বসে । আর যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে Article উভয় ক্ষেত্রে বসে।

Subject-Verb Agreement: Rule-4: সমজাতীয় একাধিক Noun “and” যুক্ত হয়ে একই ব্যক্তি বা ধারণা নিদের্শ করে তাহলে verb-এর singular number হয় । যেমন:

  • Bread and butter is my favorite.- ব্রেড এবং বাটার আমার খুবই প্রিয় ।
  • Slow and steady wins the game.- আস্তে এবং দৃঢ়প্রকৃতি খেলায় জয়লাভ করে ।

Subject-Verb Agreement: Rule-5: এক বা একাধিক singular subject-এর পূর্বে each, every, one, some বা any থাকলে verb-এর ‍ singular number হয় । যেমন:

  • Each boy and each girl has got a prize. –প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে পুরস্কার পেয়েছে ।
  • Every boy and girl is good natured. –প্রত্যেক বালক বালিকা ভাল স্বভাবের ।

Subject-Verb Agreement: Rule-6: with, together with, along with, as well as, in addition to, accompanied by দ্বারা Noun বা Pronoun যুক্ত হলে প্রথম subject অনুযায়ী verb বসে । যেমন:

  • Hasan as well as his friends has done well in the examination. –হাসান এবং তার বন্ধুরা পরীক্ষায় ভাল করেছে ।
  • Mr. Karim along with his students has attended the meeting. –মি: করিম এবং তার ছাত্ররা সভায় যোগদান করেছে ।

Subject-Verb Agreement: Rule-7: Either………or, Neither………… nor দ্বারা singular subject ‍যুক্ত হলে verb-টি singular হয় । যেমন:

  • Either he or his brother was present. – সে নতুবা তার ভাই সভায় উপস্থিত ছিল ।
  • Neither she nor her sister is responsible for it. –সে নতুবা তার বোন ইহার জন্য দায়ী না ।

Keep in mind-( মনেরেখ): Either…..or, Neither…..nor দ্বারা ভিন্ন number-এর subject যুক্ত হলে plural subject-টি আগে বসে এবং verb-টি plural হয় । যেমন:

  • Either Rahim or his brothers have done the work. –রহিম বা তার ভাইয়েরা এই কাজটি করিয়াছে ।
  • Neither she nor his friends were present. –সে বা তার বন্ধুরা উপস্থিত ছিল না ।

Subject-Verb Agreement: Rule-8: কোন sentence-এর subject বিভিন্ন persone-এর noun ও pronoun হলে, লেখার সময় প্রথমে second person, তারপর third person এবং সবশেষে first person বসে অথার্ৎ (2+3+1 ) । যেমন:

  • You, Rana and I were present. – তুমি, রানা এবং আমি উপস্থিত ছিলাম ।

Note: কিন্তু দোষ স্বীকার করা বুঝালে প্রথমে First person, তারপরে Second person এবং সবশেষে Third person বসে অথার্ৎ (1+2+3) । যেমন:

  • I, you and Rana are guilty for this. –আমি, তুমি এবং রানা এর জন্য দোষী ।

Subject-Verb Agreement: Rule-9 : একই দৈর্ঘ্য , পরিমাণ বা স্থান বুঝালে subject দেখতে plural হলেও verb-টি singular number হয় । যেমন:

  • Sixty miles is a long way. –ষাট মাইল একটি লম্বা পথ ।
  • Fifty kilograms is a heavy weight. –পঞ্চাশ কিলোগ্রাম খুব ভারী ।

Note: সংখ্যা বুঝালে verb-টি plural হয় । যেমন:

  • Two thirds of the mangoes were rotten. –দুই-তৃতীয়াংশ আম পঁচা ছিল ।

Subject-Verb Agreement: Rule-10: বইয়ের নাম, দেশের নাম দেখতে plural হলেও এরা মূলত: singular number এবং তাদের পরে singular verb বসে। যেমন:

  • Gulliver’s Travels is a famous book. –গালিভারস ট্র্যাভেলস একটি বিখ্যাত বই ।
  • The United Arab Emirates is a rich country. –যুক্ত আরব আমিরাটস একটি ধনী দেশ ।

Subject-Verb Agreement: Rule-11: Adjective-এর কোন plural form নাই ; তবে Adjective-এর পূর্বে the বসালে তা plural common noun হয় এবং তার পরে plural verb হয় । যেমন:

  • The rich are not always happy.- ধনীরা সবসময় সুখী না ।
  • The virtuous are happy.- ধামির্কেরা সুখী ।

Subject-Verb Agreement: Rule-12: Infinitive, gerund, verbal noun, clause বা phrase কোন sentence-এর subject হলে, তারপর singular verb বসে । যেমন:

  • Walking is a good exercise. –হাটা একটি ভাল ব্যায়াম ।
  • The reading of history is interesting. –ইতিহাস পড়া আনন্দধায়ক ।

Subject-Verb Agreement: Rule-13: কোন sentence যদি introductory “there” দিয়ে শুরু হয় এবং তারপরে যদি singular number থাকে, তাহলে there-এর পরে singular verb বসে ; কিন্তু plural number থাকলে plural verb হয় । যেমন:

  • There is a high school in our village. –আমাদের গ্রামে একটি উচ্চবিদ্যালয় আছে ।
  • There are two high schools in our village. -–আমাদের গ্রামে দুইটি উচ্চবিদ্যালয় আছে ।

Subject-Verb Agreement: Rule-14: One of the-এর পরে singular verb বসে । One of the –এর পরে plural noun বা pronoun বসে। যেমন:

  • One of the girls is absent. –বালিকাদের মধ্যে একজন অনুপস্থিত ।
  • One of the pens writes well. –কলমগুলোর মধ্যে একটি কলম ভাল রেখে ।

Subject-Verb Agreement: Rule-15: Collective noun-পর সমষ্টিগত অর্থে verb-এর singular number হয় । কিন্তু noun of multitude রূপে এর অন্তরভূক্ত ব্যক্তি, বস্তু বা উপাদানসমূকে বিচ্ছিন্নভাবে বুঝালে verb-এর plural form হয় । যেমন:

  • All that glitters is not gold. –চক চক করিলেই সোনা হয় না ।
  • An army was sent. –একদল সৈন্য পাঠানো হয়েছিল ।
  • The jury were divided in their opinions. –জুরি বোর্ডের সদস্যরা আলাদা আলাদা মতামত দিয়েছিল ।

Note: এইরূপ সমষ্টিগত noun-গুলো হচ্ছে যথাক্রমে army, audience, band, chorus, class, club, committee, congress, crowd, faculty, family, group, government, jury, majority, minority, orchestra, organization, police, public, series, staff, team, variety, 2,3,4……….dollars, 2,3,4…….miles etc.

Subject-Verb Agreement: Rule-16: কিছু Noun আছে যাদের দেখলে মনে হবে plural, কিন্তু বাস্তবে অর্থের দিক দিয়ে এরাসব ‍ singular, এগুলোর পরে singular verb বসে । যেমন:

  • Ill news runs apace. –দুঃসংবাদ বাতাসের আগে যায় ।
  • Civics is an interesting subject.-পৌরনীতি একটি মজার বিষয় ।
  • The United States of America is a rich country.-যুক্তরাষ্ট্র একটি ধনী দেশ ।

Note: এইসব noun-এর কিছু নমুনা দেওয়া হলো । যেমন: sheep, deer, pair, dozen, alphabet, score, wages, scenery, knowledge, equipment, hundred, thousand, cannon, series, furniture, salmon, species, hair, machinery, information, work, fish, duck, progress, bread, money, power, cheese, advice, luggage, swine, ethics, offspring, poetry, whereabouts, innings, gallows, mathematics, physics, electronics, dynamics, statics প্রভৃতি সাধারণত: plural হয় না এবং এদের পরে singular verb বসে ।

Subject-Verb Agreement: Rule-17: কিছু Noun আছে যারা কখনও singular হয় না , এরা সবসময় plural হিসেবে কাজ করে এবং এদের পরে plural verb বসে । যেমন:

  • The manners of the boy are not satisfactory. –লোকটির স্বভাব সন্তোষজনক না ।
  • His circumstances are not good. –তার পরিস্থিতি ভাল না ।

Note: এইসব noun-এর কিছু নমুনা দেওয়া হলো । যেমন: spectacles, trousers, binoculars, scales, scissors, amends, shorts, branches, cloths, contents, goods, headquarters, thanks, billiards, customs, vegetables, ashes, alms, aborigines, bowels, measles, laws, bellows, police, cattle, folk, people, clergy, gentry etc. এদের পরে plural verb বসে ।

Subject-Verb Agreement: Rule-18: Singular subject –এর সহিত with, along with, together with, as well as, accompanied by, in addition to, not others ইত্যাদি দ্বারা কোন word যুক্ত হলে verb singular হবে। যেমন:

  • He along with his brothers has come. –সে তার ভাইদের সাথে আসিয়াছে ।
  • The prime minister with all the members of the cabinet has arrived. –প্রধান মন্ত্রী কেবিনেটের সকল সদস্যদের নিয়ে পৌঁছিয়েছে ।

Subject-Verb Agreement: Rule-19: Relative pronoun subject হলে তার পূর্ব বর্তী noun বা pronoun-এর number এবং person অনুযায়ী verb বসে। যেমন:

  • It is I who am your friend. – আমিই তোমার বন্ধু ।
  • It is you who are my friend. –তুমিই আমার বন্ধু ।
  • It is he/she who is my friend.- সে-ই আমার বন্ধু ।

Subject-Verb Agreement: Rule-20 : Sentence-এ “than” বা “as” conjunction হিসেবে ব্যবহৃত হলে এদের পরে subjective case বসে এবং সেই অনুযায়ী verb বসে, কিন্তু preposition হিসেবে ব্যবহৃত হলে objective case হয় । যেমন:

  • He is taller than I (am). – (than = conjunction). –সে আমার চেয়ে লম্বা ।
  • He is taller than me. –(than = preposition). –সে আমার চেয়ে লম্বা ।

Subject-Verb Agreement: Rule-21: Many a –এর পরে singular verb বসে । a many বা a great many –এর পরে plural verb বসে । যেমন:

  • Many a student is present. –অনেকগুলো ছাত্রের মধ্যে একজন ছাত্র উপস্থিত আছে ।
  • A great many books are lost. –অনেকগুলো বই হারানো গিয়েছে ।

Subject-Verb Agreement: Rule-22: একাংশ (যেমন: one third, one fourth etc. ) ছাড়া সবক্ষেত্রে ভগ্নাংশ plural হয় এবং এদের দ্বারা পরিমাণ বুঝালে verb singular হয় এবং সংখ্যা বুঝালে verb plural হয় । যেমন:

  • One-third of the work was finished. –এক তৃতীয়াংশ কাজ শেষ হয়েছিল ।
  • Two –third of the work is done. –দুই তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে ।
  • One-third of the students are absent. ––এক তৃতীয়াংশ ছাত্র অনুপস্থিত ।
  • Two-thirds of the students are present. -–দুই তৃতীয়াংশ ছাত্র উপস্থিত ।

Subject-Verb Agreement: Rule-23: কিছু কিছু verb যেমন: mind, feel, love, hear, like, hate, resemble, see, hope, forget, cost, suffice, consist, seem, sound, smell, belief, know, wish, doubt, prefer, imagine, possess, fear, taste, astonish, please, belong, understand etc. ইত্যাদি verb-এর সাধারণত: continuous tense হয় না ।যেমন:

  • I feel unwell. –আমি অসুস্থবোধ করিতেছি ।
  • I see a bird. –আমি একটি পাখী দেখিতেছি ।

Note: গভীরভাবে দেখা , শোনা বা পযর্বেক্ষণ করা বুঝালে continuous tense হয় । যেমন:

  • The doctor was feeling her pulse. –ডাক্তার তার নাড়ী পরীক্ষা করিতেছিল ।

Subject-Verb Agreement: Rule-24: Plural unit words of distance, money and time-এর ক্ষেত্রে singular verb বসে । যেমন:

  • Distance: -2 miles is not a long distance. –দুই মাইল কোন লম্বা দূরত্ব না ।
  • Money: -10 million pounds is a lot of money. –১০ মিলিয়ন পাউন্ড অনেক টাকা ।
  • Time: – 100 years is a long time . -১০০ বছর অনেক লম্বা সময় ।

Subject-Verb Agreement: Rule-25: Arithmetical operations –এর পরে singular verb বসে । যেমন:

  • Addition = Two plus two is four. –দুই যোগ দুই হয় চার ।
  • Subtraction = Ten minus five is five. –দশ বিয়োগ পাঁচ হয় পাঁচ ।
  • Multiplication: = Two times two is four. –দুই দু-গনে হয় চার ।
  • Division= Ten divided by two is five. –দশ ভাগ দুই হয় পাঁচ ।

Subject-Verb Agreement: Rule-26: যে সব Noun দুটো নিয়ে “set” হয় , সেই সব Noun-এর ক্ষেত্রে “pair” শব্দ থাকলে singular verb হয় , কিন্তু “pair” না থাকলে plural verb হয় । যেমন:

  • This pair of shoes is very nice. – এই জোড়া জুতা খুব সুন্দর ।
  • These shoes are very nice. – এই জুতাগুলো খুব সুন্দর।

Note: Pair- এর ক্ষেত্রে scissors, trousers, shirts, glasses, pants, shocks, stockings etc.-ইত্যাদির পরে verb singular হয় ।

Subject-Verb Agreement: Rule-27: Interrogative sentence- এর ক্ষেত্রে Interrogative pronoun বা Interrogative adverb –এর পরবর্তি subject –এর number, person ও Tense অনুসারে verb বসে । যেমন:

  • What are you doing now? –তুমি এখন কি করিতেছ ?
  • What do you do? –তুমি কি কর বা তোমার পেশা কি ?
  • What does he do? –সে কি করে বা তার পেশা কি ?
  • Where did he go? –সে কোথায় গিয়েছিল ?

Leave a Comment