“used to” এর ব্যবহার
কিছু কথা: “used to” এর ব্যবহার আমরা সবাই কম বেশি জানি। তার পরেও মনে হয় কোথায় যেন একটা গোলমাল হয়ে গেছে। কারণ একটাই তাহলো আমরা খেই হারিয়ে ফেলি। আমার জানা অভিজ্ঞতা থেকে একদম সাদামাটা ভাষায় কয়েকটি পয়েন্ট উল্লেখ করবো, আশা করি আর খেই হারাবেন না।
পয়েন্ট সমূহ:
1. যদি “used to” এর আগে কোন be verb না থাকে এবং পরে base form verb থাকে তাহলে বুঝতে হবে অতীতে কাজটি অনিয়মিতভাবে করা হতো। যেমন:
- He used to play cricket. ( সে ক্রিকেট খেলতো, মানে অনিয়মিতভাবে খেলতো)
2. যদি “used to” আগে be verb থাকে এবং পরে base verb এর সাথে ing যুক্ত থাকে তাহলে Tense অনুযায়ী অর্থ হবে এরকম, যেমন :
- I am used to playing cricket.. ( আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, এর মানে আমি এখনও নিয়মিত খেলছি।)
- I was used to playing cricket…( আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম, এর মানে অতীতে নিয়মিত খেলতাম।)
- I will be used to playing cricket… (আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত হবো, এর মানে ভবিষ্যতে আমি নিয়মিত খেলবো।)
মনে রাখা ভালো: Subject, Object/Extension change করে অনেক বাক্য তৈরী করা সম্ভব, এর জন্য চাই অনুশীলন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আরও পড়ুন : Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা
Leave a Comment