Parts Of Speech Basic English

Verb (ক্রিয়া) কাকে বলে? প্রকারভেদ ও উদাহরণ

Verb (ক্রিয়া) কাকে বলে? প্রক

Verb কাকে বলে?


Definition of Verb: Parts of speech এর  যে  word  বা শব্দ দ্বারা কোন কিছু করা,  হওয়া বা থাকা বোঝায় তাকে verb বা ক্রিয়া পদ বলে|
 অথবা– যে শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কোন কিছু করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে Verb  বা ক্রিয়া পদ বলে|
(A verb is a word which tells something like to do, to become or to stay about a person or a thing).

# Kinds of verbs (ক্রিয়া পদের প্রকার):
Verb প্রধানত: দুই প্রকার। যথা:  1. Finite V– (সমাপিকা ক্রিয়াপদ)। 2. Non-Finite V-( অসমাপিকা ক্রিয়াপদ)।

  1. Finite V– ( সমাপিকা ক্রিয়াপদ)  আবার দুই প্রকার। যথা:
    a. Principal V-( মূল ক্রিয়াপদ)।
    b. Auxiliary V-( সাহায্যকারী ক্রিয়াপদ)।
  2. Principal V- আবার তিন প্রকার: যথা:
    1.  Transitive V-(সকর্মক ক্রিয়া পদ).
    2. Intransitive V-( অকর্মক ক্রিয়া পদ).
    3. Linking V-( অকর্মক ক্রিয়া পদ).

# Keep in mind-(মনে রেখো:) Transitive V এবং Intransitive V উভয় verb এর দুই ধরনের verb আছে। যেমন :

  • Weak V /Regular V-(দুরবল /নিয়মিত ক্রিয়া পদ)
  • Strong V/Irregular V-((সবল /অনিয়মিত ক্রিয়া পদ).
  • Non-Finite V-(সমাপিকা  ক্রিয়াপদ ) আবার তিন প্রকার । যথা:
    • Gerund
    • Participle
    • Infinitive

# Keep in mind –(মনে রেখো):  উপরোক্ত  verb ছাড়াও আরও কিছু  verb আছে, যেমন:

  • Factitive v
  • Cognate v
  • Quasi-Passive v
  • Reflexive v
  • Impersonal v
  • Causative v
  • Verbs of perception
  • Inchoative v
  • Non-conclusive v
  • Reciprocal v
  • Group verbs/Prepositional verbs/Phrasal verbs

এসব verb গুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। সবগুলো  verb এর বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হয়েছে।

At a glance a Tree of Classifications of Verbs

Principal V
Finite V
Primary V
Modal  V
Auxiliary V
Non-Finite V


Participle 
Gerund 
Infinitive


Linking V
Intransitive V
Transitive V


Strong v/Irregular V
Weak V /Regular V


Weak V /Regular V
Strong V /Irregular V


# Keep in mind-(মনে রেখো)-: Besides above verbs, there are some exceptional verbs like below-(উপরোক্ত verb সমূহ ছাড়াও আরও কিছু ব্যতিক্রম ধর্মী verb আছে যাহা নিম্নে দেখানো হলো।:

  • Factitive v
  • Cognate v
  • Quasi-Passive v
  • Reflexive v
  • Impersonal v
  • Causative v
  •  Verbs of perception
  •  Inchoative v
  •  Non-conclusive v
  •  Reciprocal v
  •  Group v/Prepositional v/Phrasal v

# Detail Discussion On Various Types Of Verb:
# Definition of Verb: Parts of speech এর যে word  বা শব্দ দ্বারা কোন কিছু করা,  হওয়া বা থাকা বোঝায় তাকে verb  বা ক্রিয়াপদ বলে|
অথবা – যে শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কোন কিছু করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে Verb  বা ক্রিয়া পদ বলে|
Definition of Verb in English: A verb is a word that tells something like to do, to become or to stay about a person or a thing.
Example:

  • He goes to school.
  • She is making tea.
  • Rahim can solve the problem.
  • Rony lives in Dhaka.
  • She is beautiful.

# Kinds of Verb: Verb  প্রদানত দুই প্রকার,  যেমন: 1. Finite V      2. Non Finite V

Finite Verb কাকে বলে


যে verb দ্বারা sentence  এর বক্তব্য শেষ হয়; আবার Nominative  এর Person  ও Number  অনুসারে উহার রুপ নির্ণীত হয়,  তাকে Finite Verb  বা সমাপিকা ক্রিয়াপদ বলে|

( A Finite_V is the verb by which its saying ends in a sentence and its form is also changed according to the person and number of its Nominative.)
Example:

  • Fancy reads a book.
  • Hamida goes to school.
  • They play football.

Non-Finite Verb কি


যে verb দ্বারা sentence  এর বক্তব্য শেষ হয় না;  আবারNominative  এর Person ও Number  অনুসারে উহার রুপ নির্ণীত হয় না, তাকে Non-Finite Verb  বা অসমাপিকা ক্রিয়াপদ বলে|
( A Non-Finite_V  is a verb by which its saying does not end in a sentence and its form is also not changed according to the person and number of its Nominative.)
Example:

Finite V                          Non-Finite V

  • I write a letter.                – I want to write a letter.
  • He plays football.             – He wants to play football.

# Kinds of Finite Verb: Finite Verb cÖavbZ: `yB cÖKvi | h_v:
1. Principal V
2.  Auxiliary V

Principal Verb কাকে বলে


যে Verb  বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে কিন্তু কারো উপর নির্ভর করতে হয় না তাকে Principal Verb বা মূল ক্রিয়াপদ বলেj| (When a verb is used independently in a sentence and it does not depend on others verb is called Principal Verb.)
Example:
-Karim plays football.-করিম ফুটবল খেলে|….. এখানে“plays”-  কে Principal Verb বলা হয়,  কারণ “plays” এখানে  স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে|)
-He is a football player.(সে একজন ফুটবল খেলোয়াডর|……. এখানে  “is”- কে Principal Verb  বলা হয়,  কারণ “is”  এখানে স্বাধীনভাবে কাজ করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে যদিও “is” একটিAuxiliary Verb |)

Auxiliary Verb কাকে বলে


যে Verb  বাক্যে ব্যবহৃত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য Verb- এর উপর নির্ভর করে অর্থাৎ Tense, Voice ও Mood এর বিভিন্ন রূপ গঠনের জন্য  Principal Verb কে সাহায্য করে থাকে তাকে  Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়াপদ বলে |-(When a verb  is dependent on  other verbs to express its saying completely or assist the principal verbs to form its tenses, voices and moods is called an Auxiliary verb.)

For example:

  • Rashid is going to school.-(Tense)- Note: is+going=Auxiliary + Principal verb)
  • Rashid will go to school.-(Tense)- Note: will + go = Auxiliary + Principal verb).
  • Rice was eaten by Rashid.-(Voice)
  • Rashid does not know it.-(Mood)
  • Unless you work hard, you will not succeed.-(Mood).

At a glance auxiliary verbs:
Primary V (Total=9 Nos.)

Nature of Auxiliary VerbsPresent formPast formPast participle form
Be verbs/To be verbsam, is, arewas, werebeen
Have verbsHave, hashadhad
Modal V (Total=18 Nos.)
Shall/ShouldHave toMustHad better
Will/WouldUsed toNeedWould rather
Can / CouldOught toDare
May / MightBe toBe going to

# Kinds of Principal V:-(মূল ক্রিয়াপদ এর প্রকার): Principal V বা মূল ক্রিয়াপদ তিন প্রকার। যেমন: -(There are three kinds of Principal Verbs. Such as):
1. Transitive V   2.  Intransitive V  3.   Linking V

Detail:

Transitive Verb কাকে বলে


যে verb  এর object থাকে তাকে Transitive Verb  বা  সকর্মক ক্রিয়াপদ বলে|-(The verb which has its object in a sentence is called Transitive Verb.)

For example:

  • He eats rice.-(সে ভাত খায়)-  এখানে e একটি Transitive Verb কারণ ইহার object হলো rice.
  • He plays football.-( সে ফুটবল খেলে)-  এখানে plays  একটি Transitive Verb কারণ ইহার object হলো football.

Intransitive Verb কাকে বলে


যে verb এর object থাকে না তাকে Intransitive Verb  বা অকর্মক ক্রিয়াপদ বলে|-(A verb which has no its object in a sentence is called Intransitive Verb.)

Example:

  • The boy runs.-( বালকটি দৌড়ায়)-  এখানে runs একটি Intransitive Verb কারণ ইহার কোন object  নাই |
    The boy sleeps.-(  বালকটি ঘুমায়)-  এখানে sleeps  একটি Intransitive Verb কারণ ইহার কোন object  নাই |

Linking Verb কাকে বলে


যে সকল verbs  সমূহ Subject ও Complement- এর মধ্যে  যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking Verbs  বলে |-(The verbs which make a bridge between subject and complement in a sentence are called Linking Verbs.)
Example:

  • She feels happy-(সে সুখ অনুভব করে).
  • He became a YouTuber-( সে ইউটিউবার হয়েছে).
  • Honey tastes sweet-( মধু খাইতে মিষ্টি).
  • He went mad-( সে পাগল হয়ে গিয়েছিল).
  • He is tired- (সে  ক্লান্ত).
  • He is a doctor-( সে একজন ডাক্তার).

At a glance Linking V:

Linking VerbsBe verbs as Linking Verbs
Seem-মনে করাam- হই
Sound- শব্দ হওয়াis- হয়
Remain -থাকাare- হও, হয়
Taste- স্বাদ নেওয়াwas- ছিল
Become- হওয়াwere- ছিল
Feel- অনুভব করা
Smell- ঘ্রাণ / সুগন্ধ নেওয়া
Stay- থেকে যাওয়া
Appear- উপস্থিত হওয়া
Run- পরিণত হওয়া
Go- হওয়া
Turn- পরিণত হওয়া
Keep- রাখা
Stand- অবস্থান করা

Linking Verbs এর গুরুত্বপূর্ণ structure:

  • Subject + Linking V + Complement (Adjective).
  • Subject + Linking V + Article + Complement (Noun).

Keep in mind:
Linking V  এর অপর নাম copulative/copula Verbs .
Linking V  এর জায়গায় be Verbs ব্যবহার করা হলে বাক্যের অর্থের কোন পরিবর্তন হয় না|  এই জন্য be Verbs  কেও Linking V  বলা হয় l যেমন:

  • She feels happy-(সে সুখ অনুভব করে) = She is happy-( সে সুখী|).
  • He became a youtuber-( সেই ইউটিউবার হয়েছিল)=He was a youtuber-( সেই ইউটিউবার ছিল).

# Kinds of conjugation of Verb-(প্রিয়ার  রূপগত পরিবর্তন এর প্রকার):  ক্রিয়ার রূপগত পরিবর্তন বা conjugation of Verb  প্রধানত:  দুই ধরনের হয়। যেমন:

  • Weak V /Regular V
  • Strong V/Irregular V

Weak Verb/Regular Verb কাকে বলে


Weak Verb/Regular Verb এর present form সাথে সাধারণত: –d,  –ed বা -t  যোগ করে past and past participle করা হয়-(The weak forms of past tense and past participle are done by adding –e, -ed  or –t to the present form.)  যেমন: -(Such as:)
Note: Weak verbs are also called regular verbs as they are changed in a regular way.

# Rule-1 by adding –ed (–ed যোগ করে):  Note:  বেশিরভাগ Verb এর ক্ষেত্রে –ed যোগ করে Rule-1 |
Present form/Base form Past tense/Past form Past participle form(Used in perfect tense and passive voice)

Present form/Base formPresent form/Base formPresent form/Base form
allow- অনুমতি দেওয়াallowedallowed
ask- জিজ্ঞাসা করাaskedasked
boil-ফোটানোboiledboiled
delay- দেরি করাdelayeddelayed
discuss- আলোচনা করাdiscusseddiscussed
borrow- ধার নেওয়া / ঋণ করাborrowedborrowed
clean- পরিষ্কার করাcleanedcleaned
kill- হত্যা করাkilledkilled
look- তাকানোlookedlooked

# Rule-2 by adding –d (–d  যোগ করে):  Note: মূল Verb এর শেষে –e  থাকলে শুধু –d যোগ করতে হয়|

Present form/Base formPast tense/Past formPast participle form(Used in perfect tense and passive voice)
agree-স্বীকার করাagreedagreed
arrive- পৌঁছানোarrivedarrived
advise- উপদেশ দেওয়াadvisedadvised
love- ভালোবাসাlovedloved
like- পছন্দ করাlikedliked
live- বাস করাlivedlived
compare- তুলনা করাcomparedcompared
complete- সম্পন্ন করাcompletedcompleted
hope- আশা করাhopedhoped

Exception- ব্যতিক্রম): কিছু কিছু word বা শব্দ আছে যাদের ভিতরকার বর্ণ পরিবর্তন করে verb এর রুপ পরিবর্তন করতে হয় |

Present form/Base formPast tense/Past formPast participle form(Used in perfect tense and passive voice)
flee-পলায়ন করাfledfled
have- থাকা বা পাওয়াhadhad
hear- শোনাheardheard
sell- বিক্রয় করাsoldsold
tell- বলাtoldtold

# Rule-3 by adding double consonant and –ed ( double consonant and –ed যোগ করে):  Note: যদি মূল Verb এর শেষে consonant  থাকে এবং এই consonant  আগে vowel  থাকে তাহলে consonant – কে double করে–e d যোগ করতে হয়

Present form/Base form verbPast tense/Past form verbPast participle form(Used in perfect tense and passive voice) verb
beg-ভিক্ষা করাbeggedbegged
cancel- খারিজ / বাতিল করাcancelledcancelled
drop- ঝরে পড়াdroppeddropped
hop- লাফানোhoppedhopped
quarrel- ঝগড়া / কলহ করাquarrelledquarrelled
stop- থামাstoppedstopped
travel- ভ্রমণ করাtravelledtravelled
Plan-পরিকল্পনা করাplannedplanned
Refer- উল্লেখ করাreferredreferred

# Rule-4 by adding–ed/-d (–ed/d  যোগ করে):  Note:  যদি মূল Verb এর শেষে “y”  থাকে তাহলে “y”  তুলে দিয়ে সেই জায়গায় “i”  বসিয়ে  –ed /-d  যোগ করতে হয়|  অর্থাৎ y = i + ed/d.

Present form/Base formPast tense/Past formPast participle form(Used in perfect tense and passive voice)
bury- কবর দেওয়াburiedburied
carry- বহন করাcarriedcarried
cry- কাঁদাcriedcried
dry-শুকানোdrieddried
fry- ভাজা করাfriedfried
try- চেষ্টা করাtriedtried
hurry- তাড়াতাড়ি করাhurriedhurried
marry- বিবাহ করাmarriedmarried
lay- শয়ন করা বা রাখাlaidlaid
pay- টাকা দেওয়াpaidpaid
say- বলা saidsaidsaid
Exception- ব্যতিক্রম
enjoy- উপভোগ করাenjoyedenjoyed

# Rule-5 by adding–t after omitting last letter of verb (verb  এর শেষে বর্ণটি তুলে দিয়ে সেখানে “t”  যোগ করে verb  এর রূপ পরিবর্তন করা হয়|):  Note:  কিছু কিছু Verb  এর শেষে“t” যোগ করে Verb এর রূপ পরিবর্তন করতে হয় |  অর্থাৎ Verb + t.

Present form/Base formPast tense/Past formPast participle form(Used in perfect tense and passive voice)
bend- নোয়ানোbentbent
build- নির্মাণ করাbuiltbuilt
lend- ধার দেওয়াlentlent
lose- হারানোlostlost
send- পাঠানোsentsent
smell- ঘ্রাণ নেওয়াsmeltsmelt
spell- বানান করাspeltspelt
spend- খরচ করাspentspent
sweep- -ঝাঁট দেওয়াsweptswept
Weep-কাদা / কান্না করাweptwept

# Rule-6 by adding (–t ) after changing letters of verb  (verb  এর কিছু বর্ণ পরিবর্তন করে শেষে “t”  যোগ করে বা সরাসরি ”–t” যোগ করে verb  এর রূপ পরিবর্তন করা হয়):  Note: কিছু কিছু Verb  এর শেষে “t”  যোগ করে Verb এর রূপ পরিবর্তন করতে হয়। অর্থাৎ Verb + t.

Present form/Base formPast tense/Past formPast participle form(Used in perfect tense and passive voice)
by changing its letters and adding “t” at the end.
buy-ক্রয় করাboughtbought
catch- ধরাcaughtcaught
fight- যুদ্ধ করাfoughtfought
seek- খোজা তালাশ করাsoughtsought
teach- শিক্ষা দেওয়াtaughttaught
think- চিন্তা করাthoughtthought
dwell- বাস করাdweltdwelt
feel- অনুভব করাfeltfelt
leave- ত্যাগ করাleftleft
sleep- ঘুমানোslept
By adding “t” at the end of verb
deal- ব্যবহার করাdealtdealt
dream- স্বপ্ন দেখাdreamtdreamt
learn-শিক্ষা গ্রহণ করা বা শেখাlearntlearnt
mean-অর্থ প্রকাশ করাmeantmeant

Strong verb / Irregular verb কাকে বলে


যে verb গুলো regular way অনুসরণ করে নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত না হয়ে বিভিন্নভাবে পরিবর্তিত হযে থাকে সেগুলোকে Strong verb / Irregular verb বলে।

Note: Strong Verb are also called irregular verbs they are not changed in regular way.

# Rule-1: ভিতরের vowel   পরিবর্তন করে

Present form/Base formPast tense/Past formPast participle form(Used in perfect tense and passive voice)
become-হওয়াbecamebecame
begin-আরম্ভ করাbeganbegun
arise-উঠাarosearisen
be (am, is, are)-হওয়াwas, werebeen
come-আসাcamecame
do-করাdiddone
drink-পান করাdrankdrunk
eat-খাওয়াateeaten
give-দেওয়াgavegiven

# Keep in mind –(মনে রেখো):  Welcome কখনও verb, কখনও adjective, কখনও noun, আবার কখনও interjection হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমন:

For example:

  • You are welcome to our group.-(আমাদের গ্রুপে তোমাকে স্বাগতম) …….here welcome = adjective.
  • They gave me a warm welcome.-(তারা আমাকে উষ্ম স্বাগতম জানালো।…here welcome=noun.
  • I welcome you to our house.-(আমি তোমাকে আমদের বাড়ীতে স্বাগতম জানাচ্ছি।)……here welcome=verb.
  • Welcome to our country!.-(আমাদের দেশে তোমাকে স্বাগত।)……here welcome=interjection

# Rule-2: কোন  পরিবর্তন না করে।

Present form/Base formPast tense/Past formPast participle form(Used in perfect tense and passive voice)
bet-বাজী রাখাbet-bet-
bid-নিলাম ডাকাbid-bid-
burst-ফেটে পড়াburst-burst-
cast-নিক্ষেপ করাcast-cast-
cost-দাম লাগাcost-cost-
cut-কাটাcut-cut-
hit-আঘাত করাhit-hit-
hurt-আঘাত করাhurt-hurt-
let-অনুমতি দেওয়াlet-let-
put-রাখাput-put-
quit-ছেড়ে যাওয়া / ছেড়ে দেওয়াquit-quit-
read-পড়াread-read-
set-স্থাপন করাset-set-
shut-বন্ধ করাshut-shut-
spread-ছড়িয়ে পড়াspread-spread-
spit-থুথু ফেলাspit-spit-
thrust-জোর করে চাপানোthrust-thrust-
broadcast-সম্প্রচার করাbroadcast-broadcast-
telecast-দুর্দশর্নে প্রচার করাtelecast-telecast-

Note; এখানে সীমিত সংখ্যক verb দেওয়া হেয়েছে। বই দেখে আরও অনেক verb শিখতে হবে । যে যত বেশী verb জানবে তার ইংরেজী বলা বা লেখা তত সহজ হবে।

2. Details of Non-Finite V –(বিস্তারিত Non-Finite V):

Non-Finite Verb কাকে বলে


যে verb দ্বারা sentence  এর বক্তব্য শেষ হয় না Nominative এর Person ও Number  অনুসারে উহার গ্রুপ  নির্ণীত হয় না, তাকে Non-Finite Verb বা অসমাপিকা ক্রিয়াপদ বলে|
( A Non-Finite verb is the verb by which its saying does not end in a sentence and its form is also not changed according to the person and number of its Nominative.)

# Kinds of Non-Finite V : Non-Finite V  মূলত: তিন প্রকার। যথা:

  • Gerund:
  • Participle
  • Infinitive

# Gerund, Participle and infinitive এর কিছু কথা:  Gerund ও Participle মূলত; verb এর base form এর সাথে ing করলেই পাওয়া যায় বা তৈরী হয়-যেমন: eat+ing = eating. । অন্যদিকে verb এর base form এর পূর্বে  to ব্যবহার করলেই infinitive পাওয়া যায়-যেমন: to eat । সহজে আরও বুঝার জন্য নিচে বকছু উদাহরণ দেওয়া হলো:-

Gerund কাকে বলে


ইহা মূলত: verb এর base form এর সাথে ing যোগ করে উৎপত্তি হয়। Gerund সাধারণত: Noun এর ন্যায় কাজ করে। তাই Gerund-কে verbal noun –ও বলা হয়। ইহা verb থেকে উৎপত্তি হয় বিধায় ইহাকে verbal noun বলা হয়।
# বাক্যে Gerund এর অবস্থান : বাক্যের যে সব স্থানে Noun বসে, ঠিক সেই সব স্থানেই Gerund বসে। যেহেতু Gerund একটি Noun ।
বাক্যের পাচঁটি অবস্থানে সাধারণত: Gerund বসে থাকে। যেমন:

  • Sentence –এ Subject হিসেবে। = Walking is the best exercise….(হাটা সবচেয়ে ভাল ব্যায়াম।)
  • Sentence –এ Object হিসেবে। = I like swimming….(আমি সাঁতার পছন্দ করি।)
  • Preposition এর Object হিসেবে। = Karim is fond of riding bicycle….(করিম বাইসাইকেল চালাতে পছন্দ করে ।)
  • Complement হিসেবে Gerund । = His profession is teaching……(তার পেশা হলো শিক্ষকতা।)
  • Compound Noun হিসেবে Gerund । = Taking exercise is a good habit….(ব্যায়াম করা একটি ভাল অভ্যাস।)
    Note: উপরোক্ত বাক্য গুলোতে Bold marked শব্দগুলো হলো Gerund । Gerund সবসময় স্থির মনে হয়, চলমান না ।

Participle কাকে বলে


ইহা মূলত: এক সাথে adjective এবং verb এর ন্যায় কাজ করে। সেই কারণে participle-কে verbal adjective ও বলা হয়। গঠনের উপর ভিত্তি করে Participle-কে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন:
i).  Present participle.
ii). Past participle.
iii). Perfect participle.

# Dtails-(বিস্তারিত):

Present participle কাকে বলে


ইহা মূলত: verb এর base form এর সাথে ing যোগ করে উৎপত্তি হয়। Participle সাধারণত: Adjective এর ন্যায় কাজ করে। তাই Adjective-কে verbal Adjective –ও বলা হয়। ইহা verb থেকে উৎপত্তি হয় বিধায় ইহাকে verbal adjective বলা হয়। ইহার সংক্ষিপ্ত কাঠামো-(short cut structure) নিম্নরূপ : যেমন:
# ‍Short cut structure-1: Article + participle + noun.= Example:  A smiling face.
# Short cut structure -2: Article/bare article + noun/pronoun + participle = I noticed the girl talking . I saw him gossiping.

More example):

  • The rising sun = উঠন্ত র্সূয ।
  • A dancing girl = নৃত্যশীলা বালিকা।
  • Don’t put your hand in boiling water= ফুটন্ত জলে হাত রাখিও না।
  • The girl went away dancing = বালিকাটি নাচতে নাচতে চলে গেল।

# সাধারনত: বাক্যে চারটি অবস্থানে present participle বসে থাকে। যেমন:
i). Noun র্পূবে pre-modifier / adjective হিসেবে present participle বসে। যেমন:

*  I saw a walking man.-( আমি হেটে চলা একজন লোক দেখলাম).
*  Nightingale is a singing bird. –( পাপিয়া একটি গায়ক পাখী).
*  A barking dog seldom bites.- (ঘেও ঘেও কুকুর কম কামড়ায়।

Object এর পরে post-modifier / objective হিসেবে present participle বসে। যেমন:
i). I saw the man walking.-আমি লোকটিকে হাটঁতে দেখলাম).
ii). I saw the girl dancing.- আমি বালিকাটিকে নাচতে দেখলাম).
iii). I saw the man coming.- আমি লোকটিকে আসতে দেখলাম).

Intransitive verb এর পরে সাধারণত: present participle বসে। জেনে রাখা ভালো, বাংলা বাক্যে দ্বিরুক্তি শব্দ থাকলে present participle ব্যবহার করা হয়। যেমন:
i). The girl went away dancing.-বালিকাটি নাচতে নাচতে চলে গেল।
ii). The girl entered the room smiling.-বালিকাটি হাসঁতে হাসঁতে রুমে প্রবেশ করলো।
iii). The baby went away weeping. -শিশুটি কাঁদতে কাদঁতে চলে গেল।

Note: উপরোক্ত বাক্যসমূহে (verb+ing) যুক্ত Bold word গুলো হলো present participle.

Past participle কাকে বলে


ইহা সাধারণত: verb এর শেষ conjugation  বা রূপ যাহা V3 নামে পরিচিত। নিম্নের ছকে ইহার কিছু উদাহরণ দেওয়া হলো। যেমন:

Present form/Base form verb (V1)Past form verb (V2)perfect form verb/Past participle (V3)
break-ভাংগাbroke-ভেঙ্গেছিলbroken-ভঙ্গুর
dress-পরিধান করাdressed--পরিধান করেছিলdressed--পরিধানকৃত
invite-নিমন্ত্রণ করাinvited--নিমন্ত্রণ করেছিলinvited--নিমন্ত্রিত
condense-জমাট বাঁধানোcondensed--জমাট বাঁধায়েছিলcondensed--জমাট বাঁধানোকৃত
ruin-ধ্বংশ করাruined--ধ্বংশ করেছিলruined--ধ্বংশকৃত

# আমাদের মনে রাখতে হবে যে, past participle যখন Noun এর পূর্বে বসে Adjective এর ন্যায় কাজ করে তখন তাকে attributively used past participle বলে। আবার যখন বাক্যের predicate অংশে ব্যবহৃত হয় তখন তাকে predicatively used past participle বলে।

# বুঝার সুবিধার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। যেমন:

  • A ruined temple-একটি ধ্বংশকৃত মন্দির।……….. (attributively used past participle sentence)
  • An invited guest-একজন নিমন্ত্রিত অতিথি।……… (attributively used past participle sentence)
  • He is an invited guest-সে একজন নিমন্ত্রিত অতিথি।……..( predicatively used past participle sentence)
  • It’s condensed milk- ইহা জমাট বাঁধানোকৃত দুধ।……….. (predicatively used past participle sentence)

Perfect participle কাকে বলে


এক্ষেত্রে সাধারণত: Having + V3 (Past participle/perfect participle) কাঠামোটি (Structure) ব্যবহৃত হয়ে থাকে। যেমন:

  • Having heard this he felt very sad. -ইহা শুনিয়া তিনি খুব দুঃখিত হইলেন।
  • Having turned back my friend called me. -আমার বন্ধুটি  পিছনে ফিরিয়ে আমাকে ডাকিল।
  • Having done the work we went to play. -কাজটি শেষ করে আমরা খেলতে গেলাম।
    উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ perfect participle।

এখানে উল্লেখ্য যে, উপরোক্ত Perfect participle এর বাক্যসমূহকে present participle এর মাধ্যমে প্রকাশ করতে পারি, এতে অর্থের কোন পরিবর্তন হবে না। যেমন:

  • Hearing this he felt very sad. -ইহা শুনিয়া তিনি খুব দুঃখিত হইলেন।
  • Turning back my friend called me. -আমার বন্ধুটি  পিছনে ফিরিয়ে আমাকে ডাকিল।
  • Doing the work we went to play. -কাজটি শেষ করে আমরা খেলতে গেলাম।

# Conception about some verbs-( কিছু ক্রিয়াপদের ব্যাপারে ধারণা ) :  কিছু verbs আছে যাদের সম্পর্কে আমাদের কিচু মৌলিক ধারণা থাকা একান্ত বাঞ্চীয় । এধরনের verbs এর সংখ্যা ১১ টি । যেমন:

  1. Factitive V
  2. Cognate V
  3. Quasi-Passive V
  4. Reflexive V
  5. Impersonal V
  6. Causative V
  7. Verbs of perception
  8. Inchoative V
  9. Non-conclusive V
  10. Reciprocal V
  11. Group V/Prepositional V/Phrasal V

# Details of exceptional verbs –( বিস্তারিত ব্যতিক্রমধর্মী কিছু ক্রিয়াপদ ) :

Factitive verb কাকে বলে


যখন কোন Transitive verb এর object থাকা সত্বেও object টি তার পরবর্তী Noun /phrasal noun/adjective/complement এর সাহায্য ছাড়া বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে Factitive verb বলে। যেমনঃ

Factitive verbsFactitive verbsFactitive verbs
Elect-Select-Make-
Appoint-Call-Name-
Crown-Label-Nominate-
Think-Choose-Find-
Prove-Keep-Imagine
Judge-Designate-

# Structure of Factitive verb usage:
Subject + verb + object + noun/noun phrase/noun complement.

# For example ( উদাহরণ ) :

  • Elect = They elected him captain.- তারা আমাকে দলনেতা নির্বাচিত করিল।
  • Select = They selected me chairman.-তারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করিল।
  • Make = The students of my class made me class captain.-আমার ক্লাসের ছাত্র-ছাত্রীগণ আমাকে ক্লাসের দলনেতা বানালো
  • Call = We call him a fool.-আমরা তাকে বোকা বলি।
  • Think = I think Shakespare is a great poet.-আমি মনে করি সেক্সপেয়ার একজন মহান কবি।
  • I consider him faithful.-আমি তাকে বিশ্বস্ত বলে মনে করি।
    Note:  উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Factitive verb

# Keep in mind-( মনে রেখো ) :

  • Structure of Factitive verb usage:
    Subject + verb + object + noun/noun phrase/noun complement.
  • Factitive object –কে Factitive complement-ও   বলা হয়ে থাকে।
  • List of Factitive verbs মুখুস্থ করলে আর সমস্যা হবে না বলে মনে করি।

Cognate verb কাকে বলে


যখন কোন বাক্যে Intransitive verb এর মত বা সমজাতীয় অর্থবিশিষ্ট কোন object বাক্যে ব্যহৃত হয়ে বাক্যের র্পূণ  অৃর্থ  প্রকাশ করে তখন সেই Intransitive verb – কে Cognate verb বলে।

For example :

  • He dreamt a good dream.-সে একটি ভাল স্বপ্ন দেখেছিল।
  • He lived a plain life.-সে সাধারণ জীবনযাপন করেছিল।
  • He ran a race.-সে দৌড় প্রতিযোগিতায় দৌড় দিয়েছিল
  • He slept the sleep of death.-সে মরণের ঘুম ঘুমিয়েছিল।

# Keep in mind-( মনে রেখো ) :

  • Cognate verb এর object –কে Cognate object বলে।
  • যেহেতু Cognate verb একটি Intransitive verb সেহেতু Cognate verb-কে transitive verb–এ পরিণত করতে হলে Cognate verb সমজাতীয় object ব্যবহার করতে হবে।

Quasi-passive verb কাকে বলে


যে sentence গঠনগত দিক থেকে active voice বলে মনে হয়, কিন্তু বাংলা অর্থ করলে passive voice-এর মত মনে হয তাকে Quasi-passive verb বল।

For example-(উদাহরণ) :

  • Honey tastes sweet.-
  • The book reads well.-
  • Rice sells cheap.-

এখানে লক্ষণীয় বিষয় হলো

  • প্রথম বাক্যে দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না মধু খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিষ্টি বুঝা যাচ্ছে না। অতএব কারও দ্বারা মধু  খাওয়নো হচ্ছে মিষ্টি বুঝার জন্য যাহা passive voice এর ন্যায় কাজ করছে।
  • দ্বিতীয় বাক্যে দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না বই পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বইটি কেমন বুঝা যাচ্ছে না। অতএব  কারও দ্বারা বই পড়ানো  হচ্ছে বইটি কেমন তা বুঝার জন্য যাহা passive voice এর ন্যায় কাজ করছে।
  • তৃতীয়  বাক্যে দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না চাউল বিক্রি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাউলের দাম কেমন বুঝা যাচ্ছে না। অতএব  কারও দ্বারা চাউল বিক্রি করা  হচ্ছে চাউলের দাম কেমন তা বুঝার জন্য যাহা passive voice এর ন্যায় কাজ করছে।

# Keep in mind-( মনে রেখো ) :

  • Quasi-passive verb এর পর complement হিসেবে ‍ adverb / adjective বসে।
  • মাঝে মাঝে  adverb-কে adjective হিসেবে গণ্য করা হয়।

Reflexive verb কাকে বলে


যে Transitive verb –এর  subject এবং object একই ব্যক্তি হয় তাকে Reflexive verbবলে।

For example-(উদাহরণ) :

  • She killed herself.-সে নিজেকে হত্যা করলো।
  • They killed themslves.-তারা নিজেকে হত্যা করলো।
  • He funs himself.-সে নিজের সাথে মজা করে।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Reflexive verb

# Keep in mind-( মনে রেখো ) :

  • Reflexive object বা self/selves  যুক্ত object  যে sentence –এ থাকে সেই sentence-এর verb-কে Reflexive V বলে।
  • Reflexive V একধরনের Transitive V.

Impersonal verb কাকে বলে


Sentence-এ pronoun “it” –এর পরে যে singular verb বসে তাকে Impersonal verb– ( ব্যক্তিসত্ত্বাহীন ক্রিয়া বাচক পদ ) বলে।

For example-(উদাহরণ) :

  • It rains.-বৃষ্টি হচ্ছে।
  • It is possible.-ইহা অসম্ভব।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Impersonal verb।

# Keep in mind-( মনে রেখো ) :

  • Impersonal verb-এর পরে সাধারণত: কোন object  বসে না। তবে object complement  বসতে পারে। যেমন:  It is possible.   এখানে “possible” হলো object complement  ।

Causative verb কাকে বলে


যে verb দ্বারা অন্য কারও কোন কাজ করার কারণ বুঝায়, তাকে Causative verb বলে।

For example-(উদাহরণ) :

  • She feeds the baby.-সে শিশুটিকে খাওয়ায় ।
  • The boy flies a kite.-বালকটি একটি ঘুড়ি উড়ায়।
  • She boils water.-সে পানি ফুটায।
  • Mother walks the baby.-মা শিশুটিকে হাটায় ।
  • We grow rice.-আমরা ধান ফলায় ।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Causative verb।

# List of causative verbs-( causative verbs –এর তালিকা ) : যেমন:

Causative verbCausative verbCausative verb
Feed-খাওয়ানোInform-জানানোTeach-শিখানো
Dip-ডুবানোFell-ফেলে দেওয়াShow-দেখানো
Raise-উঠানোSuckle-স্তন্যপান করানোRemind-স্মরণ করায়ে দেওয়া
Lay-শুয়ায়ে রাখা

# Keep in mind-( মনে রেখো ) :

  • Make, Have, Get  প্রভৃত্তি  verb  দ্বারা অনেক verb-কে Causative verb –এ রূপান্তরিত করা যায়। যেমন:

i).     I make him do.-আমি তাকে দিয়ে করায়ে নেই।
ii)     I have my sister water the garden.-আমি আমার বোনকে দিযে বাগানে পপানি দেওয়ায়ে নেই।
iii).   I get him to do the work.-আমি তাকে দিয়ে কাজটি করায়ে নেই।

  • Make , Have ইত্যাদির পরে “to” বসে না। শুধু মাত্র Get –এর পরে “to” বসে।
  • Verbs of perception-( অনুভূতিসূচক ক্রিয়া পদ ) : যে সকল  verbs দ্বারা পঞ্চ ইন্দ্রিয় যেমন: চোখ, কান, জিব্হা, নাক, ত্বক  ইত্যাদির কোন কিছু অনুভূতি ব্যক্ত করে বা প্রকাশ করে , তাদেরকে Verbs of perception বলে।

For example-(উদাহরণ) :

  • I see a bird.-আমি একটি পাখী দেখছি।
  • I hear her call.-আমি তাঁর ডাক শুনছি।
  • Can you smell an odor?-তুমি কি দুর্গন্ধ পাচ্ছো?
  • Iron feels hard.-লোহা শক্ত।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Verbs of perception

#  List of verbs of perception –( verbs of perception এর তালিকা ) :

verbs of perceptionverbs of perceptionverbs of perception
See-দেখাHear-শোনাSmell-গন্ধ নেওয়া
Feel-অনুভব করাTaste-আস্বাদন নওেয়া বা স্বাদ নওেয়াNotice-লক্ষ্য করা
Observe-লক্ষ্য করাRecognise-চিনতে পারা

# Keep in mind-( মনে রেখো ) :

  • Incorrect: I am seeing a bird.-আমি একটি পাখী দেখছি।
    Correct : I see a bird.- .-আমি একটি পাখী দেখছি।
  • Incorrect : I am feeling unwell.-আমি অসুস্থ অনুভব করছি।
    Correct : I feel unwell.- আমি অসুস্থ অনুভব করছি।

স্বাভাবিক অর্থে verbs of perception ব্যবহৃত হলে continuous tense (present, past, future) হয় না।

Inchoative verbs কাকে বলে


যে সকল  verbs দ্বারা কোন কিছুর অবস্থার আরম্ভ, পরিণতি বা বিকাশ ইত্যাদি ব্যক্ত করে, তাদেরকে Inchoative verbs বলে। যেমন:

For example-(উদাহরণ) :

  • I am growing older and older.-আমি বুড়ো হচ্ছি।
  • She got tired. -সে ক্লান্ত হয়ে পড়েছিল।
  • His dream will come true .-তাঁর স্বপ্ন সত্য প্রমাণিত হবে।
  • At the sight of the tiger, she turned pale.-বাঘ দেখে সে বিবর্ণ /ফ্যাকাশে হয়ে গেল।
  • Now I am a student but in future I will become a doctor.-এখন আমি ছাত্র কিন্তু ভবিষৎতে আমি একজন ডাক্তার হবো।
  • The beggar fell to eating .-ভিক্ষুকটি খেতে আরম্ব করলো।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Inchoative verbs

# List of inchoative verbs.-( inchoative verbs এর তালিকা ) :

inchoative verbsinchoative verbsinchoative verbs
Grow-বুড়ো হওয়া /বড় হওয়াCome-পরিণত হওয়া /আসাTurn-কোন কিছু হওয়া / পরির্বতন হওয়া
Get-কোন কিছু হওয়াFall- পতিত হওয়া বা কোন কিছু আরম্ভ করা

# Keep in mind-( মনে রেখো ) :

  • He has become old.-(সে বড় হয়েছে।) =He has grown up old. -(সে বড় হয়েছে।)
  • Then it was dark.-( তখন অন্ধকার ছিল। )=Then it became dark. -( তখন অন্ধকার ছিল।)
  • Then it grew dark.-( তখন অন্ধকার ছিল।) = Then it got dark. –(তখন অন্ধকার ছিল।)

Note: অর্থাৎ উপরের বাক্য গুলো একে অপরের পরিবর্তে ব্যবহার হতে পারে।

Non-conclusive verbs কাকে বলে


যে সকল  verbs দ্বারা  পছন্দ, অপছন্দ,, উপলব্ধি, জ্ঞান িইত্যাদি মানসিক প্রক্রিয়া প্রকাশ করে, তাদেরকে  Non-conclusive verbs বলে।

For example-(উদাহরণ) :

  • I know the man. -আমি লোকটিকে চিন্
  • She likes mangoes. সে আম পছন্দ করে।
  • He dislikes her .-সে তাকে অপছন্দ করে।
  • I love her. -আমি তাকে ভাল বাসি।
  • It seems faithful. -ইহা বিশস্থ মনে হয়।

#  Kinds of non-conclusive verbs-( অপ্রত্যয়জনক ক্রিয়া পদের প্রকার ) : ইহা  মূলত: তিন রকমের। যেমন:

  • মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs : নিম্নে মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs সমূহ একটি ছকে দেখান হলো :
মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbsমানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbsমানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs
Know- জানাBelieve-বিশ্বাস করাRecall- স্মরণ করা
suppose-ধরে নেওয়া/অনুমান করাAgree-স্বীকার করাRemember-স্মরণ করা
Doubt-সন্দেহ করাImagine-কল্পনা করাMean-বুঝান
Surmise-অনুমান করাThink-ভাবা / চিন্তা করাTrust- বিশ্বাস করা
Understaand- বুঝাRecognize- চিনতে পারাRecollect- মনে করতে পারা
Differ- মতের পার্থক্য হওয়া /মত ভেদ হওয়াFind- খুজে পাওয়াForget- ভূলে যাওয়া
Differ- মতের পার্থক্য হওয়া /মত ভেদ হওয়া
  • আবেগ বা অনুভূতি জ্ঞাপক  verbs । নিম্নে আবেগ বা অনুভূতি জ্ঞাপক  verbs সমূহ একটি ছকে দেখান হলো;
আবেগ বা অনুভূতি জ্ঞাপক verbsআবেগ বা অনুভূতি জ্ঞাপক verbsআবেগ বা অনুভূতি জ্ঞাপক verbs
Love-ভালবাসাWant-চাওয়াWish-আশা করা
Forgive-ক্ষমা করাLike-পছন্দ করাDislike-অপছন্দ করা
Mind-কিছু মনে করাDetest-ঘৃণা করাFeel-অনুভব করা
Hate-ঘৃণা করাAdore-শ্রদ্ধা করাWorship-পূজা করা
Pray-র্প্রাথনা করাPlease-খুশী করা / সন্তুষ্ট করাPrefer-অধিকর পছন্দ করা
Desire-কামনা করাDisplease-অসন্তুষ্ট করা

List of miscellaneous verbs-( বিবিধ ক্রিয়া পদ ) :

Miscellaneous verbsMiscellaneous verbsMiscellaneous verbs
Appear-মনে হওয়াSeem-মনে হওয়াContain-ধারণ করা
Consist (of) –গঠিত হওয়াComprise-গঠিত হওয়াDepend-র্নিভর করা
Suffice-যথেষ্ট হওয়াPossess-মালিক হওয়াBelong to-আযত্তে থাকা
Equal-সমান হওয়াDeserve-যোগ্য হওয়া

# Keep in mind-( মনে রেখো ) :

  • উপরোক্ত তিন ধরনের  verbs এর কখনও  continuous tense ( present, past and future tense) হয় না।

Reciprocal verbs কাকে বলে


যে সকল verbs কতকগুলো pronoun বা noun এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ব্যক্ত করে, তাদেরকে Reciprocal V-( পারস্পরিক ক্রিয়াপদ ) বলে ।

For example-(উদাহরণ) :

  • They help one another.- (তারা পারস্পরিক সাহায্য করে ।)
  • Rahim and Karim love each other.- (রহিম এবং করিম পারস্পরিক ভালবাসে ।)

# উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Reciprocal verbs

#  নিম্নের ছকে কিছু Reciprocal verbs এর ব্যবহার ধেখান হলো । যেমন:

Subject –Noun / pronounReciprocal verbsObject –Reciprocal pronoun / noun
Rima and Dinahelpedeach other
The three boyshateone another
Good studentsteachone another.

আরো পড়ুনঃ
Parts of Speech (পদ প্রকরণ) কাকে বলে? কত প্রকার ও কি কি? 
Auxiliary Verb কাকে বলে -(Auxiliary verb-এর প্রকার)
কিছু কথা Be verbs সম্পর্কে

# Keep in mind-( মনে রেখো ) :

  • Subject plural হলে এবং সংখ্যায় দুইয়ের বেশী হলে one another ব্যবহার করতে হয় ।
  • Subject plural হলে এবং সংখ্যায় দুইয়ের মধ্যে হলে each other ব্যবহার করতে হয় ।
  • Subject অবশ্যই প্রাণীবাচক হতে হবে ।

Group verbs / Phrasal verbs / Prepositional verbs কাকে বলে 


যে সকল verbs একেকটি preposition  গ্রহণ করে একেকটি নূতন নূতন অর্থ সহ একেকটি নূতন নূতন V এর ন্যায় কাজ করে, তাদেরকে Group V / Phrasal V / Prepositional V- ( দলভিত্তিক / যৌগিক ক্রিয়াপদ ) বলে ।

For example-(উদাহরণ) :

  • The soldiers blew up the bridge.- সৈনিকগণ বিস্ফোরণের সাহায্যে সেতুটি উড়ায়ে দিল ।
  • Blow out the lamp.-বাতিটি নিভিয়ে দাও ।

# উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Group V / Phrasal V / Prepositional V

# Graammar explanation-( গ্রামার ব্যাখ্যা ) :

Blew up = Blew ( past form of blow (V1) + up (preposition).  Blow = বাতাসে উড়া
Blow out = Blow (V1) + out (preposition ).

# List of some Group v / Phrasal v / Prepositional v-

Prepositional verbsPrepositional verbsPrepositional verbs
Act on-ক্ষতি করাAct under-আদেশ অনুসারে কাজ করাAct up-অনুসারে কাজ করা
Call at-কোন জায়গায় যাওয়াCall for-চাওয়াCall on-ডাকিয়া পাঠানো
Fall on-আক্রমণ করাFall out-কলহ করাFall through-র্ব্যথ হওয়া

# Keep in mind-( মনে রেখো ) :  নিচের ছকে মৌলিক verb এবং যৌগিক verb এর ব্যবহার বাক্যের মাধ্যমে দেখানো হলো । যেমন:

Simple verb এর বাক্যPhrasal verb এর বাক্য
Act = I will act according to your advice.-( আমি তোমার আদেশ মোতাবেক কাজ করবো )Act on= Don’t try to act on me.-( আমার ক্ষতি করার চেষ্টা করো না )
Carry= It is too load to carry.-( ইহা এত ভারী যে বহন করা যায় না । )Carry out = You should carry out your parents’ advice.- তোমাদেরকে তোমাদের মা-বাবার উপদেশ পালন করা উচিত )

Leave a Comment