vocabulary

Vocabulary on “Bring (আনা / আনয়ন করা )”

Bring (আনা / আনয়ন করা )

Vocabulary on “Verb= Bring (আনা / আনয়ন করা )” with a preposition.

Part-2-Vocabulary Enrichment On Phrasal Verbs-( Phrasal Verbs এর উপর শব্দভান্ডার সমৃদ্ধি ):


Single verb
Verb with preposition /Phrasal verbSynonym of Phrasal verb
Sentence making with phrasal verb
Bring =
আনা / আনয়ন করা
Bring about-
কোনকিছু ঘটানো
Cause to happen-
কোনকিছু ঘটানো
He tried to bring about a quarrel between them. -
=সে তাদের দু’জনের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করেছিল ।
Bring =
আনা / আনয়ন করা
Bring down-
নিম্নমূখী করা
Reduce –
নিম্নমূখী করা
The good harvest brought down the price of rice.-
=ভাল ফলন চাউলের দাম নিম্নমূখী করেছিল ।
Bring =
আনা / আনয়ন করা
Bring forth-
উৎপাদন করা
Produce-
উৎপাদন করা
The timely rain brings forth good crops.-
=সুসময়ের বৃষ্টি ভাল ফসল উৎপাদন করে ।
Bring =
আনা / আনয়ন করা
Bring in –
দেওয়া
Yield –
দেওয়া
His property brings him in Tk. 30000/= a month.
=তার সম্পত্তি তাকে মাসে ৩০০০০/= টাকা দেয় ।
Bring =
আনা / আনয়ন করা
Bring off-
রক্ষা করা
Rescue-
রক্ষা করা
He brought off the passengers on the wrecked ship.-
= বিধ্বস্ত জাহাজ থেকে সে যাত্রীদের রক্ষা করেছিল ।
Bring =
আনা / আনয়ন করা
Bring out –
ছাপাইয়া প্রকাশ করা
Publish-
ছাপাইয়া প্রকাশ করা
The publisher has brought out a new book.-
= প্রকাশক একটি নূতন বই প্রকাশ করেছে ।
Bring =
আনা / আনয়ন করা
Bring through-
আরোগ্য লাভ করা
Cure-The medicine has brought the patient through.-
=ঔষধটি রোগীটিকে আরোগ্য লাভ করেছে ।
Bring =
আনা / আনয়ন করা
Bring up –
প্রতিপালন করা / লালনপালন করা
Rear-
প্রতিপালন করা / লালনপালন করা
She is brought up by her mother.-
= সে তার মা দ্বারা লালিত-পালিত হয়েছে ।

 

Leave a Comment