Voice

Voice কাকে বলে ,voice changing এর প্রকার

Voice কাকে বলে? Voice Changing এর প্রক

Voice কাকে বলে


#Definition of voice –( বাচ্যের সজ্ঞা ): কিছু কাজ, কিছু কথা, কিছু ঘটনা subject বা কর্তা নিজে করে থাকে । আবার কিছু কাজ, কিছু কথা, কিছু ঘটনা subject বা কর্তা নিজে করে না, অন্যের দ্বারা করায়ে থাকে , অর্থাৎ subject বা কর্তা এখানে নিষ্ক্রিয় থাকে এবং বাচ্যের ক্রিয়ার কাজ সম্পন্ন করে থাকে । এই ধরণের কথা, কাজ এবং ঘটনার প্রকাশ ভঙ্গিকে  বাচ্য বা voice বলে । যেমন:

# Kinds of voice-( বাচ্যের প্রকার ): ইংরেজি গ্রামারের ভাষায় voice প্রধানত: দুই প্রকার । যথা:

  1. Active voice-(কর্তা বাচ্য ). –
  2. Passive voice-( কর্ম বাচ্য ). –
  • Active voice = I eat rice..- আমি ভাত খাই ।
  • Passive voice = Rice is eaten by me.- আমার দ্বারা ভাত খাওয়া হয় ।

# Definition of active voice-( কর্তা বাচ্যের সজ্ঞা ):


কোন verb এর কাজ যখন কর্তা নিজে করেন, তখন তাকে active voice বলে । (When the subject in a sentence is active, then the verb is known as active voice.)-যেমন:

For example-( উদাহরণ ) :

  • Active voice = I eat rice. – -আমি ভাত খাই ।
  • Active voice = I ate rice. – -আমি ভাত খাইয়াছিলাম ।
  • Active voice = I will eat rice. – -আমি ভাত খাইবো ।

# Definition of passive voice-( কর্ম বাচ্যের সজ্ঞা ):


কোন verb এর কাজ subject বা কর্তা নিজে না করে অন্যের দ্বারা কাজটি সম্পন্ন করায়ে নেই অর্থাৎ subject বা কর্তা নিষ্ক্রিয় থাকে, তখন তাকে passive voice বলে ।
(When the subject in a sentence is inactive, then it is called passive voice. )-যেমন:
For example-( উদাহরণ ) :

  • Passive voice: Rice is eaten by me. – আমার দ্বারা ভাত খাওয়া হয় ।
  • Passive voice: Rice was eaten by me. – আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল ।
  • Passive voice: Rice will be eaten by me. – -আমার দ্বারা ভাত খাওয়া হবে ।

Definition of voice changing-( বাচ্য পরিবর্তনের সজ্ঞা ) :


কিছু কাজ, কিছু কথা, কিছু ঘটনা subject বা কর্তা নিজে করে থাকে । আবার কিছু কাজ, কিছু কথা, কিছু ঘটনা subject বা কর্তা নিজে করে না, অন্যের দ্বারা করায়ে থাকে , অর্থাৎ subject বা কর্তা এখানে নিষ্ক্রিয় থাকে এবং বাচ্যের ক্রিয়ার কাজ সম্পন্ন করে থাকে । যে প্রক্রিয়ায় এই ধরনের ক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে থাকে ,তাকে voice changing (বাচ্য পরিবর্তন ) বলে ।

# Keep in mind-( মনে রেখো ): Voice changing এর ক্ষেত্রে তিনটি গুরুত্বর্পূণ বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে । যেমন:

  • Passive voice –এ “By” থাকতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই ।
  • Passive voice-এ অবশ্যই Tense অনুযায়ী Be Verb + V3 বসাতে হবে ।
  • শুধু মাত্র Transitive verb এর ক্ষেত্রে অর্থাৎ যে verb এর Object আছে সেই verb এর বেলায় Passive Voice হবে ।

# Active Voice থেকে Passive Voice করার ধারাবাহিক নিয়ম : Active Voice থেকে Passive Voice করার ধারাবাহিক নিয়ম গুলো আমাদেরকে একদম মুখস্থ করতে হবে । ধারাবাহিক নিয়মগুলো হলো-:

  • Active voice এর Object-কে Passive voice-এর Subject বানাতে হবে । +
  • Tense অনুযায়ী Be Verb বসাতে হবে । +
  • V3 –Verb বসাতে হবে । +
  • অতিরিক্ত অংশ ( Extension ) বসাতে হবে ( যদি থাকে ) । +
  • Preposition “ By “ বা with/at/in/from ইত্যাদি বসাতে হবে । +
  • Active voice এর Subject-কে Passive voice-এর Object বানাতে হবে ।

অর্থাৎ Passive Voice = 1+2+3+4+5+6

# Voice Changing – এর সময় Subjective pronoun থেকে Objective pronoun, আবার Objective pronoun থেকে Subjective pronoun –এ পরিবর্তন করার নিয়ম নিম্নের ছকে দেখানো হলো :-
Subjective pronoun থেকে Objective pronoun :
Subjective Objective Subjective Objective

SubjectiveObjectiveSubjectiveObjective
IMeWeUs
TheyThemYouYou
HeHimSheHer
WhoWhomItIt
কোন নামহুবুহু উক্ত নাম

Objective pronoun থেকে Subjective pronoun;-
Objective Subjective Objective Subjective

ObjectiveSubjectiveObjectiveSubjective
MeIUsWe
ThemTheyYouYou
HimHeHerShe
WhomWhoItIt

Note: Passive voice-এ noun-এর কোন পরিবর্তন হয় না ।
# Tense অনুযায়ী Passive voice-এ “Be verb” –এর ব্যবহার সহ Sentence structure নিম্নের ছকে দেখানো হলো :-

Sl.#TenseActive voice structureSl.#Passive voice structure
1Present indefinite/simplesubject +V1/(V1+s/es)+object1subject (object) + am/is/are + V3 + by + object (subject)
2Present continuoussubject + am/is/are + (V1+ing) + object + extension (if any).2subject (object) = am/is/are + being + V3 + extension (if any) + by+ object (subject).
3Present perfectsubject + has/have + V3 + object + extension ( if any ).3subject (object) + has /have + been + V3 + extension (if any ) + by + object (subject )
4Past indefinite/simplesubject + V2 + object + extension (if any ).4subject (object) + was/were + V3 + extension (if any ) + by + object (subject).
5Past continuoussubject + was / were + (V1+ing) + object + extension (if any ).5subject (object) + was/were + being + V3 + extension ( if any ) + by + object (subject)
6Past perfectsubject + had + V3 + object + extension ( if any ).6subject ( object ) + had + been + V3 + extension (if any ) + by + object ( subject )
7Future indefinite /simplesubject + shall/will + V1 + object + extension ( if any )7subject ( object ) + shall/will + be + V3 + extension (if any ) + by + object ( subject )
8Future continuoussubject + shall / will + be + ( V1+ing) + object + extension (if any ).8subject (object ) + shall /will + be + being + V3 + extension (if any ) + object (subject ).

# Keep in mind-(মনে রেখো ):

  • V1= Verb base form. V2= Verb past form. V3= Verb past participle form.
  • সকল Modal verbs , যেমন: can, could, may, might, shall should, will, would, have to, ought to, be going to ( am/is/are/was/were going to ) ইত্যাদির পর passive voice –এ “ Be “ যুক্ত হয় ।
  • Present perfect continuous tense, past perfect continuous tense, future perfect এবং future perfect continuous tense –এর passive voice হয় না বললেই চলে । তাই এখানে উদাহরণ দেওয়া হলো না ।
  • Modern English যুগে “ shall “ এর ব্যবহার হয় না বললেই চলে , একমাত্র obligation sentence (বাধ্যগত বাক্য ) বাদে ।

আরো পড়ুনঃ Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

Topic: Voice Changing এর প্রকার, কয়কটি গুরুত্বপূর্ণতা

# Tense ভিত্তিক voice changing করার সময় কিভাবে “to verb” এবং main verb গুলোর রূপ পরিবর্তিত হয়, তার একটি সংক্ষিপ্ত চিত্র নিম্নের ছকে দেখান হলো :- (এখানে main verb –“call” উদাহরণস্বরূপ নেওয়া হয়েছে )

TenseActive voicePassive voice
Present simplecallam/is/are called- ডাকা হয়
Present continuousam/is/are callingam/is/are being called- ডাকা হচ্ছে
Present perfecthas/have calledhas/have been called- ডাকা হয়েছে
Present perfect cont.has/have been calledhas/have been being called- ডাকা হচ্ছে
Past simplecalledwas/were called- ডাকা হয়েছিল
Past continuouswas/were callingwas/were being called.- ডাকা হচ্ছিল
Past perfecthad calledhad been called.-
Past perfect cont.had been callinghad been being called.- ডাকা হয়েছিল
Future simpleshall / will callshall/will be called.- ডাকা হবে
Future continuousshall/will be callingshall/will be being called.- ডাকতে থাকবে
Future perfectshall/will have calledshall/will have been called – ডাকা হবে
Future perfect cont.shall/will have been callingshall/will have been being called.- ডাকতে থাকবে

# Voice changing -এর সময় কিভাবে Modal verb গুলো main verb-এর সাথে পরিবর্তিত হয় , তার একটি নমুনা নিম্নের ছকে দেখানো হলো-: ( এখানে main verb ‘do” নমুনা হিসেবে নেওয়া হয়েছে । র্

Active voicePassive voice
can do- করতে পারেcan be done – করা যেতে পারে
could do – করতে পারতোcould be done – করা যেতে পারতো
will do - করিবেwill be done – করা যাবে
would do - করতোwould be done – করতে পারতো
may do - করতে পারোmay be done - করা হতে পারে
might do –করতে পারতোmight be done- করা হতে পারতো
shall do -করিবেshall be done – করা হবে
should do – করা হতো/করা উচিৎshould be done – করা উচিৎ হবে
ought to do – করা উচিৎought to be done – করা উচিৎ হবে
am/is/are going to do – করতে যাচ্ছেam/is/are going to be done – করা হচ্ছে

# At a glance different manner voice changing –( এক নজরে বিভিন্ন ধরনের বাচ্য পরিবর্তন ) : যেমন:

  • Tense based voice changing-( Tense এর উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন ).
  • Voice changing of imperative sentence-(imperative sentence এর উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন ).
  • Voice changing of who/whom & WH questions-( WH questions এর উপর ভিত্তি করে বাচ্য পরির্বতন ).
  • Voice changing of Factitive object-(Factitive object এর উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন ).
  • Voice changing of cognate object- (cognate object এর উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন ).
  • Voice changing of Quasi-passive-( Quasi-passive এর উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন ).
  • Voice changing of imaginative subject ( কাল্পনিক কর্তার উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন, ইহা মূলত: Passive voice থেকে Active voice করতে হয় ).
  • Voice changing of Reflexive object- (Reflexive object এর উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন ).
  • Using of different prepositions instead of “By”-(“ By” বাদে বিভিন্ন prepositions –এর ব্যবহার ).
  • Voice changing of complex sentence – (complex sentence –এর উপর ভিত্তি করে বাচ্য পরিবর্তন ).

Leave a Comment