Word (শব্দ)
A word consists of more than one letter with appropriate meaning. (উপযুক্ত অর্থবোধক একাধিক বর্ণের সমষ্টিকে শব্দ বলে।)
Or A set of letters with right meaning is called word. (উপযুক্ত অর্থবোধক এক গুচ্ছ বর্ণের সমষ্টিকে শব্দ বলে । )
For example: Book, Karim. Dhaka, Go, etc.(উদাহরণঃ বই, করিম, ঢাকা ইত্যাদি)
Note (দ্রষ্টব্য): In special case, a single letter is also a word, like “I”, “A”.(বিশেষ অবস্থায় একক বর্ণ ও শব্দ হয়, যেমনঃ “I”, “A”.)
For example (উদাহরণ): I am a boy, in this sentence “I” is a word.( আমি একজন বালক, এই বাক্যে আমি একটি শব্দ। )
On the contrary “A” is the first letter of alphabet in English language, in this sentence “A” is a word. ( অপর পক্ষে এই বাক্যে ইংরেজি ভাষায় আলফাবেটের প্রথম বর্ণ “অ্যা” একটি শব্দ।)
💥Grammarly দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না✅ আপনি WhatsApp, Messenger -এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার, সঠিক গ্রামার এবং ভোকাবুলারি লেখার জন্য suggestions করবে Grammarly🤳 ✅ তাহলে আর দেরি কেন? ✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রীতে Sign-up করুন ! Sign up |
Kinds of Words (শব্দের প্রকার): Mainly there are eight kinds of words in English language ( ইংরেজি ভাষায় প্রধানত: ৮ প্রকারের শব্দ বা পদ পাওয়া যায় বা আছে). These eight kinds of words are also called parts of speech ( এই আট প্রকারের শব্দ কে আবার পদ প্রকরনও বলা হয়ে থাকে) . They are like below (তারা নির্মলো ):
- Noun (বিশেষ্য) For example: Karim, Dhaka, Cow etc.( উদাহরণ: করিম, ঢাকা, গরু ইত্যাদি|)
- Pronoun (সর্বনাম) For example: I, He, They, You etc.( উদাহরণ: আমি, সে, তাহারা, তুমি ইত্যাদি|)
- Adjective (বিশেষণ) For example: Good, Beautiful, Blind etc.( উদাহরণ: ভালো, সুন্দর, অন্ধ ইত্যাদি|)
- Verb (ক্রিয়া) For example: Go, Eat, Read etc.( উদাহরণ: যাওয়া, খাওয়া, পড়া ইত্যাদি)
- Adverb (ক্রিয়া বিশেষণ) For example: Fast, Slowly, Loudly etc.( উদাহরণ: দ্রুত, আসতে, উচ্চস্তরে ইত্যাদি|)
- Preposition (পদান্বয়ী অব্যয়) For example: In, At, On etc.(উদাহরণ: ভিতর, তে,
উপরে ইত্যাদি|) - Interjection (ভাবসূচক অব্যয়) For example: Hurrah!, Alas! Fie! etc.( উদাহরণ: সাবাস!, হায়!, ছি ইত্যাদি|)
Note: Detail on Parts of speech will be discussed in Parts of speech session later.( পদ প্রকরণের উপর বিস্তারিত আলোচনা পদ প্রকরণ সেশনে আলোচনা করা হবে। )
sentence (বাক্য)
A set of words arranged in a systematic way with meaningful words which expresses a complete sense of a speaker’s mind thoughts or words is called a sentence.( সুসংবদ্ধভাবে সাজানো অর্থপূর্ণ এক গুচ্ছ শব্দের সমষ্টি যাহা বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে)
For exampe( উদাহরণ): The boy is playing football in the field. (বালকটি মাঠে ফুটবল খেলিতেছে )
Kinds of sentences( বাক্যের প্রকার): Mainly according to the meaning, sentences are of five kinds, and according to structure sentences are of three kinds like:( প্রধানত: অর্থ অনুসারে বাক্য ৫ প্রকার এবং গঠন অনুসারে তিন প্রকার, যেমন:)
According to meaning (অর্থানুসারে):
- Assertive sentence (বিবৃতিমূলক বাক্য) For example ( উদাহরণ): He eats rice. He does not eat rice ( সে ভাত খায়। সে ভাত খায় না|).
- Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য) For example ( উদাহরণ): Are they playing football in the field? ( তাহারা বা তারা কি মাঠে ফুটবল খেলিতেছে?)
- Imperative sentence (অনুজ্ঞাসূচক বাক্য) For example ( উদাহরণ): Go home ( বাড়ি যাও |).
- Optative sentence (ইচ্ছাসুচক বা প্রার্থনাসূচক বাক্য) For example (উদাহরণ): May you live long ( দীর্ঘজীবী হও).
- Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য) For example ( উদাহরণ): Hurrah! We have won the game ( সাবাস! আমরা খেলায় জিতেছি।).
According to structure (গঠন অনুসারে):
- Simple sentence (সরল বাক্য) For example ( উদাহরণ): I eat rice ( আমি ভাত খাই। )
- Complex sentence (জটিল বাক্য) For example ( উদাহরণ): If you come, I will go ( যদি তুমি আসো, আমি যাব।).
- Compound sentence (যৌগিক বাক্য) For example ( উদাহরণ): I got GPA-4.00 and he got GPA-3.00 ( আমি জিপিএ ৪.০০ পেয়েছিলাম এবং তুমি জিপিএ ৩.০০ পেয়েছিলে। )
Note: Detail on sentences will be discussed in detail sentence session ( বাক্যের উপর বিস্তারিত আলোচনা বিস্তারিত বাক্যের সেশনে করা হবে).
আরো পড়ুনঃ
Letter & Alphabet কি?
Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?
English grammar
Leave a Comment