A book fair (একটি বইমেলা)
A book fair is a venue where books are showcased for sale. Typically, new books are displayed prominently to generate interest among potential buyers. Indeed, a book fair significantly aids in cultivating new readers. Currently, it enjoys considerable popularity in Bangladesh. Numerous book stalls are erected at such events, offering a diverse range of literary works, including novels, dramas, fiction, children’s books, ghost stories, and joke books, all readily available. As evening approaches, the atmosphere becomes lively and crowded. During holidays, even more people flock to these fairs. Tea stalls also become gathering points. Occasionally, writers grace the fair with their presence, and their participation feels like a dream come true for the attending public. Writers often take part in seminars organized within the fair. The largest book fair in the country is held on the grounds of Bangla Academy, coinciding with the 21st of February. A book fair arrives with the important message that books are our truest companions. They possess the power to transform our perspectives and are always there to offer assistance. They stand ready to help us. Therefore, we should cultivate the habit of reading books.
A book fair বঙ্গানুবাদ
বইমেলা হচ্ছে সেই জায়গা যেখানে বিক্রির জন্য বই প্রদর্শন করা হয়। সাধারণত চাহিদা সৃষ্টির জন্য এখানে নতুন বই প্রদর্শন করা হয়। বই মেলা নতুন পাঠক তৈরিতে ব্যাপক অবদান রাখে। এখন এটি বাংলাদেশে খুব জনপ্রিয়। বইমেলার অনেক স্টল এক জায়গায় অনেক বই প্রদর্শন করা হয়। সেখানে সব রকম বই যেমন উপন্যাস, নাটক, রোমান্স কাহিনী, শিশু বই, ভূতের বই, কৌতুকের বই সহজেই পাওয়া যায়। সন্ধ্যা বেলায় সেখানে ভিড় জমে। ছুটির দিনে সেখানে শুধু মানুষ আর মানুষ। সেখানে কিছু চায়ের দোকানও থাকে। মানুষ ঐসকল দোকানে ভিড় করে। লেখকরা মাঝেমাঝে মেলায় আসেন। তাদের উপস্থিতি দর্শকদের জন্যের কাছে স্বপ্নের ন্যায়। মেলায় আলোচনা সভায় লেখকরা অংশ নেন। সবচেয়ে বড় বই মেলা ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে বাংলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বইমেলা এই বার্তা নিয়ে আসে যে, বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার শক্তি তাদের রয়েছে। তারা আমাদের সব সময় বন্ধু। তারা আমাদেরে সাহায্য করতে প্রস্তুত। তাই আমাদের সকলের বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
আরো পড়ুনঃ Category – Parts Of Speech
Leave a Comment