Paragraph

Load Shedding (বিদ্যুৎ বিভ্রাট) Paragraph for HSC and SSC

Load Shedding (বিদ্যুৎ বিভ্রাট)

Load Shedding (বিদ্যুৎ বিভ্রাট)


Load shedding is a common affair in Bangladesh. It affects the whole country for hours a day. It means the discontinuation of the supply of electricity. This happens when the demand for electricity is greater than that for production. System loss is also responsible for load shedding. It causes a lot of problems. Industrial sectors are affected by it several times a day. As a result, our economic condition is collapsing. Hospitals, houses, and shops face the problem every day. It is a curse for a dying patient. It hampers the study of students. Little children become restless in the heat. Sometimes, we are deprived of watching our favorite programs on TV. The problem should be solved right now. Our total economic condition will collapse if the problem is not 1 solved. More power stations must be set up to meet the demand 2 for electricity

Load Shedding বঙ্গানুবাদ:


বিদ্যুৎ বিভ্রাট বাংলাদেশে একটি নিত্যদিনের ব্যাপার। এটি দিনে ঘণ্টার পর ঘণ্টা সমস্ত দেশকে প্রভাবিত করে। এর অর্থ হলো বিদ্যুৎ সরবরাহ বন্ধ। উৎপাদনে চেয়ে চাহিদা বেশি হলে তা ঘটে। সিস্টেম লসও এর জন্য দায়ী। এটি অনেক সমস্যা সৃষ্টি করে। শিল্পাঞ্চলগুলো দিনে কয়েকবার এর দ্বারা প্রভাবিত হয়। এর ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। হাসপাতাল, বাড়ি ও দোকান ঘর প্রতিদিন এই সমস্যার মুখে পড়ে। মুমূর্ষু রোগীর জন্য এটি অভিশাপ। এটি ছাত্রদের পড়া বিঘ্নিত করে। শিশুরা গরমে অস্থির হয়ে পড়ে। মাঝে মাঝে আমরা প্রিয় টিভি অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হই। এক্ষুণি এই সমস্যার সমাধান করা উচিত। সমাধান না করা হলে আমাদের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। বিদ্যুতের চাহিদা মেটাতে আরো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে।

আরো পড়ুনঃ Category – Advance English

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment