adverbial phrase-এর সংজ্ঞা :
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি adverb-এর ন্যায় কাজ করে তখন তাকে adverbal phrase বলে । যেমন: For example-(উদাহরণ) :
❤️Grammarly এখন ফ্রীতে Sign-up করুন ![]() |
- He beat the boy black and blue. –সে বালকটিকে নির্দয়ভাবে মেরেছিল ।
- Karim tried heart and soul to succeed in the examination.- পরীক্ষায় পাশ করার জন্য করিম মনে প্রাণে চেষ্টা কারেছিল ।
- He left the village for ever or for good. – সে চিরতরে গ্রাম ত্যাগ করিল ।
- The two sisters sat side by side under the tree. – দুই বোন গাছটির নীচে পাশাপাশি বসেছিল।
- We ran with a high speed. – আমরা উচ্চ গতিতে দৌড়াইয়াছিলাম ।
- He is in the street. – সে রাস্তায় আছে ।
- He left the town once for all. – সে চিরতরে শহরটি ছাড়িল ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Adverbial phrase ।
বাক্যে adverbial phrase এর ব্যবহার।
পরিচিতি: প্রথমেই জেনে নেই adverbial phrase কি। Adverbial phrase হলো কতগুলো শব্দসমষ্টি যাহা একটি single adverb এর ন্যায় কাজ করে।
নিচে কিছু বাক্যে adverbial phrase এর ব্যবহার দেখানো হলো।
Example :
1. The owner of the house beat the maid servant BLACK AND BLUE…..(বাড়ির মালিক গৃহ কর্মীকে নির্দয়ভাবে প্রহার করিল।)
2. He tried HEART AND SOUL to succeed in the examination…. (সে পরীক্ষায় কৃতকার্যের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল।)
3. The man left his village FOREVER….( লোকটি চিরদিনের জন্য তাঁর গ্রাম ত্যাগ করিল।)
4. The two sisters sat SIDE BY SIDE….(দুই বোন পাশাপাশি বসেছিল।)
5. The passersby sat UNDER A TREE FOR A WHILE…..(পথিকগণ কিছু ক্ষণের জন্য গাছের নিচে বসেছিল।)
Note:
এখানে under a tree হলো adverbial phrase of place.
এবং for a while হলো adverbial phrase of time.
6. They ran AT A HIGH SPEED…..( তাঁরা দ্রুতবেগে দৌড়ালো।?
7. They are IN THE STREET…..(তাঁরা রাস্তায়)
Note: এখানে in the street হলো একটি adverbial phrase of place যাহা verb “are” কে modify করছে। অর্থাৎ subject কোথায় আছেন তা নির্দেশ করছে।
8. They left the town ONCE FOR ALL….( তাঁরা চিরতরে শহর ত্যাগ করিল।)
উপরোল্লিখিত বাক্য সমূহে capital letter বিশিষ্ট শব্দগুলো হলো adverbial phrase যাহা verb কে modify / refer করছে।
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি?
Leave a Comment