Future Perfect Continuous tense –( বিস্তারিত পুরাঘটমান ভবিষৎ কাল)
Future Perfect Continuous Tense : ভবিষৎতে দুটো কাজের মধ্যে একটি কাজ কিছু সময়ের জন্য চলিতে থাকিবে এইরূপ বুঝালে verb এর Future Perfect Continuous Tense হয় ।
❤️Grammarly এখন ফ্রীতে Sign-up করুন ![]() |
For example-(উদাহরণ ) :
- I will have been waiting there before you come / you will come.- তুমি আসার পূর্বেই আমি সেখানে অপেক্ষা করিতে থাকিব ।
- I will have been waiting there until you come / you will come.- তুমি না আসা পযর্ন্ত আমি সেখানে অপেক্ষা করিতে থাকিব ।
# Way to know– (চেনার উপায়) :
- বাংলা বাক্যের ক্রিয়ার শেষে –তে থাকবো, -তে থাকবে, -তে থাকবেন ইত্যাদি বিভক্তি থাকে ।
- বাংলা বাক্যের মধ্যে আগে/পূর্বে/পূর্ব, যাবৎ, ধরে, ব্যাপিয়া, হতে, থেকে ইত্যাদি শব্দ থাকে ।
- বাংলা বাক্যের মধ্যে না আসা পযর্ন্ত, না হওয়া পযর্ন্ত, না শেষ হওয়া পযর্ন্ত ইত্যাদি শব্দ থাকে ।
Future Perfect Continuous tense এর গঠন (Structure ):
Structure-1: Subject + shall have been / will have been + (verb base form-V1+ing) + before + present / future indefinite tense clause.
Structure-2: Subject + shall have been / will have been +( verb base form-V1+ing) + for + period of time / since + point of time.
Structure-3: Subject + shall have been / will have been +( verb base form-V1+ing) + until + present / future indefinite tense clause.
For example-(উদাহরণ ) :
- I will have been waiting here before you come / you will come.-তুমি আসিবার পূর্বেই আমি এখানে অপেক্ষা করিতে থাকিব ।
- I will have been waiting here until you come / you will come.- .-তুমি না আসা পযর্র্ন্ত আমি এখানে অপেক্ষা করিতে থাকিব ।
- I will have been waiting here until it is dark / it will be dark.- .-অন্ধকার না হওয়া পযর্ন্ত আমি এখানে অপেক্ষা করিতে থাকিব ।
- I will have been waiting here for two hours until you come / you will come.- .-তুমি না আসা পযর্ন্ত আমি এখানে দুই ঘন্টটা যাবৎ অপেক্ষা করিতে থাকিব ।
- She will have been drawing the pictures for 50 minutes before you come / you will come.- তুমি আসারর পূর্বেই সে ৫০ মিনিট যাবৎ ছবিগুলো অংকন করিতে থাকিবে ।
Note : we shall, I shall এর ব্যবহার খুবই কম , নাই বললেই চলে ।
# Keep in mind-( মনে রেখো ) : নিম্নলিখিত ছকের verb গুলোর কখনও Continuous tense এর হয় না । যেমন:
Table-1 : Verb of perception :
see=দেখা | find=খুজেঁ বের করা | hear=শোনা | watch=মনোযোগের সাথে দেখা | notice=লক্ষ্য করা |
know=জানা | recognize=স্বীকৃতি দেওয়া |
love=ভাল বাসা | like=পছন্দ করা | dislike=অপছন্দ করা | want=চাওয়া | wish=ইচ্ছা করা |
desire=আকাঙ্খা পোষণ করা | long for=টিকসই হওয়া | hope=আশা করা | expect=আশা করা | feel=অনুভব করা |
believe=বিশ্বাস করা | agree=স্বীকার করা | disagree=অস্বীকার করা | admit=স্বীকার করা | confess=দোষ স্বীকার করা |
refuse=ফেরত দেওয়অ | please=সন্তোষ্ট করা | displease=অসন্তোষ্ট করা | satisfy=সন্তোষ্ট করা | dissatisfy=অসন্তোষ্ট করা |
doubt=সন্দেহ করা | prefer=অধিকতর পছন্দ করা | wonder=আশ্চর্য্ হওয়া |
Table-3: Verb of appearing :
look=তাকানো | appear=মনে হওয়া | arrive=পৌঁছানো | reach=পৌঁছানো | seem=মনে হওয়া |
think=চিন্তা করা | suppose=মনে করা | know=জানা | understand=বুঝা | realize=অনুধাবন করা |
make out=বুঝা | imagine=কল্পনা করা | remember=স্মরণ করা | remind=মনে করা | mind=মনে করা |
forget=ভূলে যাওয়া | recall=স্মরণ করা | recollect=স্মরণ করা |
have=কোন কিছু আছে/থাকা | has==কোন কিছু আছে/থাকা | belong to=অধিকারে থাকা | possess=অধিকারে থাকা | own=নিজের |
contain=ধারণ করা | consist of=কোন কিছু গঠিত হওয়া |
আমরা জানি “see” verb এর অর্থ যখন দেখা হয় তখন verb এর সাথে “ing” যোগ হয় না বা continuous tense হয় না । কিন্তু “see” verb এর অর্থ যখন খোঁজা বুঝায় তখন “see” verb এর সাথে “ing” যোগ হয় বা continuous tense হয় । যেমন:
For example-(উদাহরণ ) :
- My elder brother will have been seeing a job until he gets.- আমার বড় ভাই চাকুরী খোঁজতে থাকিবেন যতক্ষণ পযর্ন্ত সে না পাবে ।
- The educated people will been seeing jobs until they get.- শিক্ষিত লোকেরা চাকুরী খোঁজতে থাকিবেন যতক্ষণ পযর্ন্ত তাঁরা না পাবে ।
- I will have been seeing my lost pen until I get it.-আমি আমার হারানো কলম খোঁজতে থাকিবো যতক্ষণ পযর্ন্ত আমি না পাবো ।
[…] Future perfect continuous / progressive – (পুরাঘটমান ভবিষৎ কাল ) […]