Tense

Future Perfect Tense কাকে বলে?

Future Perfect Tense কাকে বলে

Future Perfect Tense- ( বিস্তারিত পুরাঘটিত ভবিষৎ কাল ):


Future Perfect Tense : ভবিষৎ কালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে , সেই কাজটির কাল প্রকাশ করতে Future Perfect Tense ব্যবহার করতে হয় । ( A tense that denotes an action of a verb or an event which will be finished or completed before another action of verb or event is called Future Perfect Tense )

For example-( উদাহরণ ):

  • Mother will have prepared food before father comes home / will come home.- বাবা বাড়ী আসার পূর্বেই মা খাবার প্রস্তুত করিয়া থাকিবে ।

# Way to know – ( চেনার উপায় ): বাংলা বাক্যের ক্রিয়ার শেষে সাধারণত: -য়া থাকবো, -য়া থাকবেন, -য়া থাকবে , -এ থাকবো/থাকবেন/ থাকবে ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে । তাছাড়া বাক্যে আগে / পূর্বে শব্দসমূহ থাকতে পারে ।

Future Perfect Tense এর গঠন (Structure ):


Subject + shall / will + have + verb past participle-V3 + before + Present / future simple tense clause.

For example-( উদাহরণ ):

  • I will have finished my home works before you come / will come.- তুমি বাড়ী আসার পূর্বেই আমি আমার বাড়ীর কাজ গুলো শেষ করে /করিয়া ফেলবো ।
  • Mother will have prepared food before father comes home / will come home.-বাবা বাড়ীতে আসার পূর্বেই মা খাবার তৈরি করে / করিয়া ফেলবে ।

# Keep in mind-(মনে রেখো ) :অতীতে কোন কাজ বা ঘটনার সম্বাবনা বা অনুমান বুঝালে verb এর future perfect tense হয় । যেমন:
For example-( উদাহরণ ):

  • You will have heard the news.- সংবাদটি তুমি শুনে থাকবে ।
  • I will have finished the work.- কাজটি আমি শেষ করে থাকিব ।
  • He will have received the letter.-চিঠিটি সে পেয়ে থাকবে ।
  • My son will have reached home.-আমার ছেলেটি বাড়ী পৌঁছে থাকবে ।
  • by, then, by the end, by 10 am, by this time, by 10 April, by that time ইত্যাদি দ্বারা Future perfect tense প্রকাশ করা হয়ে থাকে । যেমন :

For example-( উদাহরণ ):

  • We will have completed the work by 10 O’clock.- ১০ টার মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলবো ।
  • I will have reached there by this time.- এই সময়ের মধ্যে আমি সেখানে পৌঁছে যাবো ।

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

Leave a Comment