Tense

Past Indefinite tense কাকে বলে

Past Indefinite Tense কাকে বলে

Past Indefinite tense / Simple Tense-( সাধারন অতীত কাল )


past indefinite tense /simple tense: অতীত কালে সাধারণ ভাবে কোন একটি কাজ সম্পন্ন বা শেষ হয়েছে এরূপ বুঝালে past indefinite tense /simple tense হয় । ( A tense that denotes an action of a verb or an event that happened or finished or completed in the past time is called past indefinite tense / simple tense ).

For example– ( উদাহরণ ):
Karim ate rice – করিম ভাত খাইয়াছিল / খেয়েছিল ।

# Way to know– ( চেনার উপায় ) : বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম, ছিলেন, ছিল, হলাম, হলেন, হল, ছিলাম না, ছিলেন না, ছিল না, নি, নাই ইত্যাদি বিভক্ত যুক্ত থাকে ।

 Past indefinite tense/simple tense এর গঠন (Structure ):


  • For affirmative : Subject + verb past form + object / extension.
  • For negative : Subject + did not (didn’t) + verb base form (V1) + object / extension.

For example- ( উদাহরণ ):
I bought a computer.- আমি একটি কম্পিউটার ক্রয় করলাম / কিনেছিলাম ।

  • We visited the National Memorial.- আমরা জাতীয স্মৃতি সৌধে গেলাম /গিয়েছিলাম ।
  • We went to the National Memorial.- আমরা জাতীয স্মৃতি সৌধে গেলাম /গিয়েছিলাম ।
  • His sorrows knew no bounds.- তাঁর দুঃখের সীমা ছিল না ।
  • Father sold jute.- বাবা পাট বিক্রয় করলেন / করেছিলেন ।
  • My uncle gave me a book.- আমার চাচা আমাকে একটি বই দিলেন ।
  • They did not (didn’t) go home.- তাঁরা বাড়ী যাই নাই ।

# Grammar explanation –( গ্রামারের ব্যাখ্যা ) :
Sentence বা বাক্যে অতীত সময়কাল উল্রেখ থাকলে past indefinite tense / simple tense হয় । যেমন :
অতীত সময়কাল গুলো হলো যথাক্রমে -: last week, last month, last year, last night, last century, last decade, last evening, last morning, the previous day, the previous night, yesterday, the day before yesterday, ago, before, since ইত্যাদি ।

For example– ( উদাহরণ ):

  • I went there last week.- আমি গত সপ্তাহে খোনে গিয়েছিলাম ।
  • I talked to my mother last night.- আমি গত রাতে মায়ের সাথে কথা বলেছিলাম ।
  • He called me previous night.- সে আমাকে গত রাতে ডেকেছিল ।
  • We visited his house ten days ago/before.- দশ দিন আগে আমরা তাঁর বাড়ীতে গিয়েছিলাম ।
  • I could not (couldn’t) attend the meeting since I was ill.- আমি সভায় উপস্থিত হতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম ।

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

# past indefinite tense / simple tense এর বাক্যকে কিভাবে affirmative থেকে negative এবং negative থেকে interrogative করা হয় তা নিম্নের ছকে দেখান হলো ;

Affirmative sentenceNegative sentenceInterrogative sentence
We played football.- আমরা ফুটবল খেলেছিলাম ।We did not (didn’t) play football.- আমরা ফুটবল খেলি নাই ।Did we play football.- আমরা কি ফুটবল খেলেছিলাম ?
He finished his lessons.- সে তার পড়া শেষ করেছিল ।He did not (didn’t) finish his lessons.- সে তার পড়া শেষ করে নাই ।Did he finish his lessons? .- সে কি তার পড়া শেষ করেছিল ?
She had a garden.-তার একটি বাগান ছিল ।She did not (didn’t) have a garden.- তার একটি বাগান ছিল না ।Did she have a garden ? তার কি বাগান ছিল ?
Father went to Kumilla.- বাবা কুমিল্লা গিয়েছিল ।Father did not (didn’t) go to Kumilla.- বাবা কুমিল্লায় যায় নাই ।Did father go to Kumilla ?- বাবা কি কুমিল্লায় গিয়েছিল ?

Note: ৩ নং বাক্যে She এর পর Have বসেছে । অনেকেই ভাববেন কেন Has হলো না , কারণ একটাই , সেটা হলো Have এখানে main verb হিসেবে কাজ করছে, auxiliary verb হিসেবে নয় ।

Leave a Comment