Tense

Past Perfect Continuous Tense কাকে বলে?

Past Perfect Continuous Tense কাকে বলে
GrammarlyPrimaryLockup LightBG 1 দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ !   😲অফারটি কেউ মিস করবেন না
Grammarly 100 off
Free Sign-up

Past Perfect Continuous tense/Progressive Tense –( পুরা ঘটমান অতীতকাল ) :


Past Perfect Continuous tense/Progressive Tense : অতীত কালের দুইটি কাজের মধ্যে যে কাজটি কিছু সময় ধরে চলছিল বুঝালে, এইরূপ ক্ষেত্রে Past Perfect Continuous tense /Progressive Tense হয় । যেমন:

For example- ( উদাহরণ ) :

  • The students had been playing before the teacher came into the class.- শিক্ষক শ্রেণী কক্ষে প্রবেশ করার আগে ছাত্ররা খেলিতেছিল ।

# Way to know -(চেনার উপায় ) : বাংলা বাক্যের ক্রিয়ার শেষে –তেছিলাম, -তেছিল, -তেছিলেন ইত্যাদি বিভক্তি থাকে । আবার কোন কোন ক্ষেত্রে বাক্যে যাবৎ, ধরিয়া, ব্যাপিয়া, হতে, থেকে পূর্বে / আগে ইত্যদি শব্দসমূহ থাকে ।

GrammarlyPrimaryLockup LightBG 1 দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ !   😲অফারটি কেউ মিস করবেন না
Grammarly 100 off
Free Sign-up

Keep in mind-( মনে রেখো ) :

  • বাক্যে ধরে, যাবৎ, ব্রাপিয়া, ধরিয়া ইত্যাদি থাকলে ইংরেজী বাক্যে “ for + period of time হয।
  • বাক্যে হইতে, হতে, থেকে ইত্যাদি থাকলে ইংরেজী বাক্যে “ since + point of time “ হয।

Past perfect continuous tense –এর গঠন (Structure ):


  • Structure-1: Subject + had been +( verb base form-V1 + ing.) + for/since/before + past simple tense clause.
  • Structure-2 : Subject + had been + (verb base form-V1 +ing) + for / since + period / point of time ).

For example- ( উদাহরণ ) :

  • The students had been playing in the field before it rained. – বৃষ্টির আগে ছাত্ররা মাঠে খেলিতেছিল ।………….( It satisfies str. # 1 )
  • The students had been playing in the field for forty five minutes. –পয়ঁতাল্লিশ মিনিট যাবৎ ছাত্ররা মাঠে খেলতেছিল ।…………….( It satisfies str. # 2 )
  • The students had been playing in the field since morning. – সকাল থেকে ছাত্ররা মাঠে খেলতেছিল ।………………( It satisfies str. # 2 )

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment