দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না Free Sign-up / এখানে ক্লিক করুন! |
Phrase and its details-( Phrase এবং এর বিস্তারিত )
phrase-এর সংজ্ঞা : কতগুলো শব্দের শব্দগুচ্ছ যেখানে কোন subject এবং verb থাকে না এবং যাহা parts of speech এর ন্যায় কাজ করে , এইরূপ শব্দগুচ্ছকে phrase বলে।
( A phrase is a group of words where there is no subject and verb and acts like a parts of speech ).
For example:
- I saw a singing girl.- আমি একটি গান গাওয়া বালিকা দেখেছিলাম ।
- Take care of your health. –তোমার স্বস্থ্যের প্রতি যত্ন নিও ।
- This pen is unique. –এই কলমটি অনুপম / অদ্বিতীয় ।
Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত শব্দগুচ্ছ গুলো হচ্ছে Phrase ।
# Phrase-এর মৌলিক বৈশিষ্ট : ইহার মৌলিক বৈশিষ্ট মূলত: তিনটি । যেমন:
- Phrase-এ কখনও subject থাকে না ।
- Phrase-এ কখনও verb (Finit verb) থাকে না ।
- Phrase একেকটি parts of speech –এর ন্যায় কাজ করে ।
Free Sign-up / এখানে ক্লিক করুন! |
Phrase Vs Idiom :
Idiom হলো একধরনের phrase যাহা রূপকভিত্তিক অর্থ প্রকাশ করে । অন্যদিকে phrase আক্ষরিক অর্থ প্রকাশ করে বা প্রকৃত অর্থ প্রকাশ করে । যেমন:
For example of Idiom:
- Black sheep = কুলাঙ্গার
- An apple of discord = বিবাদের কারণ
- Black and white = লিখিতভাবে
Note: উপরোক্ত phrase গুলো রূপকভিত্তিক অর্থ প্রকাশ করছে । কাজেই ইহা Idioms ।
For example of phrase :
- A singing girl = একটি গান গাওয়া বালিকা
- your health = তোমার স্বাস্থ্য
- This pen = এই কলম
Note: উপরোক্ত phrase গুলো আক্ষরিক বা প্রকৃত অর্থ প্রকাশ করছে । কাজেই ইহা phrase ।
Kinds of phrase –( phrase-এর প্রকার ):
Phrase মূলত: ৭ প্রকার । যেমন:
- Noun phrase
- Adjective phrase
- Verb phrase / Verbal phrase
- Adverbial phrase
- Prepositional phrase
- Conjunctional phrase
- Interjectional phrase.
Note: Parts of speech-এর Pronoun-এর কোন phrase হয় না ।
Phrase-এর আরও দুইটি প্রকার আছে । যেমন :
- Infinitive phrase
- Participle phrase
তাহলে দেখা যাচ্ছে , phrase সর্বমোট ৭+২=৯ প্রকার । এখানে উল্লেখ্য যে, Idiom-এর কোন প্রকার নাই ।
Keep in mind-( মনে রেখো ):
- Noun phrase একটি Noun-এর কাজ করে ।
- Adjective phrase একটি Adjective-এর কাজ করে ।
- Verbal phrase একটি verb-এর কাজ করে ।
- Adverbial phrase একটি Adverb-এর কাজ করে ।
- Prepositional phrase একটি Prepostion-এর কাজ করে ।
- Conjunctional phrase একটি Conjunction-এর কাজ করে ।
- Interjectional phrase একটি Interjection-এর কাজ করে ।
Details phrase –( Phrase –এর বিস্তারিত ) :
1. Noun phrase-এর সংজ্ঞা :
যে phrase বাক্যে Noun-এর অবস্থানে বসে Noun-এর ন্যায় কাজ করে ,তাকে Noun phrase বলে ।
Note: এখানে উল্লেখ্য যে Noun phrase গুলো Noun –এর কাজ করে । Noun phrase গুলো কোন Sentence-এ verb-এর subject, object বা complement হিসেবে বা preposition-এর object হিসেবে কাজ করে ।
For example:
Verb-এর subject রূপে :
- To take physical exercise in the morning daily is good for health. –প্রতিদিন সকাল বেলা শারীরিক ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভাল ।
- Swimming in the sea is dangerous.-সাগরে সাঁতার কাটা বিপদজনক ।
- The reading of newspapers is a good habit. –সংবাদপত্র পড়া একটি ভাল অভ্যাস ।
- To walk in the morning is a good exercise. –সকালবেলা হাঁটা একটি ভাল ব্যায়াম ।
- His coming here is uncertain. –এখানে তাঁর আসা অনিশ্চিত ।
- To rise early is a good habit. – সকাল সকাল উঠা একটি ভাল অভ্যাস ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Noun phrase-subject – রূপে ।
Verb-এর object রূপে :
- I know the ins and outs of it.– আমি ইহার খুটিনাটি জানি ।
- I enjoy walking by the riverside. – আমি নদীর তীরে ভ্রমণ উপভোগ করি ।
- The man gave him food and clothing. –লোকটি তাকে খাবার এবং কাপড়চোপড় দিল ।
- I like to fish in the river. – আমি নদীতে মাছ ধরতে পছন্দ করি ।
- He wanted to have a cup of tea. – সে এক কাপ চা খেতে চেয়েছিল ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Noun phrase –object রূপে ।
Subject-এর Complement রূপে :
- Rahim seems to be a thief. –রহিমকে একজন চোর বলে মনে হয় ।
- He is a full time worker. –সে একজন নিয়মিত শ্রমিক ।
- Mr. Imran was a man of letters. –মি: ইমরান একজন পন্ডিত লোক ছিলেন ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Noun phrase – Subject-এর Complement. রূপে ।
Preposition-এর object রূপে :
- He came with one of his friends. –সে তার বন্ধুদের মধ্য থেকে একজনকে নিয়ে এসেছিল।
- This prize is for the best boy in the class. –ক্লাসের ভাল ছাত্রের জন্য এই পুরস্কারটি ।
- We could not see him at the time of his arrival.– তাঁর আসার সময়ে আমরা তাঁকে দেখতে পাইনি ।
- We stood for some time on the trembling tree. –আমরা কছিু সময়ের জন্য কম্পমান গাছের উপর দাড়ালাম ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Noun phrase –preposition-এর object রূপে ।
2. Adjective phrase-এর সংজ্ঞা :
যে সকল phrase বাক্যে ব্যবহৃত হয়ে adjective-এর মত অন্য কোন Noun, Pronoun বা Noun phrase –এর দোষ, গুন, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective phrase বলে । যেমন:
For example-(উদাহরণ ):
- The girl in white is my sister. –সাদা পোশাক পরিহিত মেয়েটি আমার বোন ।
- The fox without tail called a meeting. –লেজবিহীন শিয়ালটি একটি মিটিং ডাকলো ।
- The man with the dog came here. –কুকুরসঙ্গী লোকটি এখানে এসেছিল ।
- Lenin was a leader second to none. –লেলিন ছিলেন একজন অদ্বিতীয় নেতা ।
- A thing of beauty is a joy forever. – একটি সুন্দর জিনিষ চিরদিনের জন্য আনন্দদায়ক ।
- The water of the pond in front of our house is turbid. –আমাদের বাড়ীর সামনের পুকুরের পানি ঘোলা ।
- The boy playing with the toy is my brother. –খেলনাটি নিয়ে খেলায়রত বালকটি আমার ভাই।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Adjective phrase ।
3. Verbal phrase-এর সংজ্ঞা:
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি verb-এর ন্যায় কাজ করে তখন তাকে verbal phrase বলে । যেমন:
For example-(উদাহরণ ):
- He looked at the moon.- সে চাঁদের দিকে তাকিয়েছিল ।
- We looked for a smart boy. – আমরা একজন চটপটে ছেলে খুঁজেছিলাম ।
- Mina looks after her mother. –মিনা তার মাকে দেখাশোনা করেন ।
- Put on your shirt. – তোমার শার্ট পরিধান করো ।
- Give up smoking. – ধুমপান ত্যাগ করুন ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Verbal phrase । মনে রেখো Verbal phrase -কে Group verb-ও বলা হয়ে থাকে ।
4. Adverbial phrase-এর সংজ্ঞা :
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি adverb-এর ন্যায় কাজ করে তখন তাকে adverbal phrase বলে । যেমন:
For example-(উদাহরণ) :
- He beat the boy black and blue. –সে বালকটিকে নির্দয়ভাবে মেরেছিল ।
- Karim tried heart and soul to succeed in the examination.- পরীক্ষায় পাশ করার জন্য করিম মনে প্রাণে চেষ্টা কারেছিল ।
- He left the village for ever or for good. – সে চিরতরে গ্রাম ত্যাগ করিল ।
- The two sisters sat side by side under the tree. – দুই বোন গাছটির নীচে পাশাপাশি বসেছিল।
- We ran with a high speed. – আমরা উচ্চ গতিতে দৌড়াইয়াছিলাম ।
- He is in the street. – সে রাস্তায় আছে ।
- He left the town once for all. – সে চিরতরে শহরটি ছাড়িল ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Adverbial phrase ।
আরো পড়ুনঃ Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?
Topics: Phrase vs. idioms by Facebook
5. Prepositional phrase-এর সংজ্ঞা :
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি preposition-এর ন্যায় কাজ করে তখন তাকে prepositional phrase বলে । যেমন:
For example-(উদাহরণ) :
- There is a garden in front of our house. – আমাদের বাড়ীর সামনে একটি বাগান আছে ।
- He worked in the teeth of all dangers. – সে সকল বিপদের মধ্যে কাজ করেছিল ।
- I could not go to school on account of illness. –অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারি নাই।
- The boy shouted at the top of his voice. –বালকটি উচ্চ স্বরে চিৎকার করেছিল ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Prepositional phrase ।
6. Conjunctional phrase-এর সংজ্ঞা :
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি Conjunction-এর ন্যায় কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে । যেমন:
For example-(উদাহরণ) :
- Not only he but also his brother helped me. –শুধু সে নয়, তার ভাইও আমাকে সাহায্য করেছিল ।
- Biva as well as Eva has come. –বিভা এবং ইভা আসিয়াছে ।
- No sooner had we reached home than it began to rain. –আমরা বাড়ী পৌঁছাইতে না পৌঁছাইতে বৃষ্টি শুরু হলো ।
- He talks as if / as though he were mad. – সে এমনভাবে কথা বলে যেন সে পাগল ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Conjunctional phrase । যেমন:
Not only ……….but also, As well as, No sooner …..than, as if / as though ইত্যাদি ।
7. Interjectional phrase-এর সংজ্ঞা :
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি Interjection-এর ন্যায় কাজ করে তখন তাকে Interjectional phrase বলে । যেমন:
For example-(উদাহরণ) :
- What a pity ! You have failed. – কি পরিতাপের বিষয় ! তুমি ফেল করেছো ।
- By Allah! I will kill him. – আল্লাহর দোহাই ! আমি তাকে হত্যা করবো ।
- Oh my God! What have you done? – ওহ আমার প্রভূ ! তুমি কি করেছো ?
- Fie ! Fie ! You are a thief. –ছি ! ছি ! তুমি একজন চোর ।
- What a miracle ! Our president was present in our weekend meeting. –কি আশ্চর্য ! আমাদের সভাপতি আমাদের সাপ্তাহিক সভায় উপস্থিত ছিল ।
- My goodness ! You have visited our new company. –আমার সুভাগ্য ! আপনি আমাদের নূতন কোম্পানী পরিদশর্ন করেছেন ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Interjectional phrase।
8. Infinitive phrase-এর সংজ্ঞা :
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যের subject বা object-এর position-এ বসে কাজ করে তখন তাকে Infinitive phrase বলে । যেমন:
For example-(উদাহরণ) :
- To practice cricket regularly will help you to be a good cricketer. – নিয়মিত ক্রিকেট অনুশীলন করা তোমাকে একজন ভাল ক্রিকেটার হতে সাহায্য করে ।
- To walk in the morning is good for health. –সকালবেলা হাটা স্বাস্থ্যের জন্য ভাল ।
- I am happy to meet you. – তোমার সাথে সাক্ষাতে আমি খুশি ।
- I failed to solve the problem of two brothers. –দুই ভাইংয়র সমস্যা সমাধানে আমি ব্যর্থ হয়েছিলাম ।
Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Infinitive phrase ।
9. Participle phrase-এর সংজ্ঞ।:
যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে Adjective phrase-এর ন্যায় কাজ করে তখন তাকে Participle phrase বলে । Participle phrase আবার তিন প্রকার । যেমন:
- Present participle.
- Past participle
- Perfect participle.
For example-(উদাহরণ) :
- Present participle:
- Finally checking over his answer, the examiner announced his final result. –অবশেষে তার উত্তরটি যাচাই করে পরীক্ষক তার চূড়ান্ত ফলাফল প্রকাম করলো ।
Note: উপরোক্ত বাক্যে under line যুক্ত শব্দগুচ্ছ হলো Present participle:
- Past participle :
- Frightened by the loud sound, the dog hid in the jungle. –উচ্চ শব্দে ভীত হয়ে কুকুরটি জংগলে লুকালো ।
Note: উপরোক্ত বাক্যে under line যুক্ত শব্দগুচ্ছ হলো Past participle ।
- Perfect participle:
- Having completed the work, he joined our party. –কাজটি শেষ করে সে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছিলেন ।
Note: উপরোক্ত বাক্যে under line যুক্ত শব্দগুচ্ছ হলো Perfect participle ।
# Some important examples for different phrases :
- We enjoy doing the work. – আমরা কাজটি করে আনন্দ পাই ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো objective phrase । কারণ ইহা verb/ sentence-এর object।
- The man doing this work is my father. –এই কাজেরত লোকটি আমার বাবা ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adjective phrase । কারণ ইহা “The man” noun-কে modify করছে ।
- Taking exercise is good for health. –ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভাল ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো phrasal subject । কারণ ইহা sentence –এর শুরুতে বসেছে ।
- The boy taking exercise is my brother. –ব্যায়ামরত বালকটি আমার ভাই ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো phrasal adjective / adjective phrase । কারণ ইহা “The boy” noun-কে modify করছে ।
- The pond in front of my house is very old. –আমার বাড়ীর সামনের পুকুরটি খুব পুরাতন ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো phrasal adjective / adjective phrase । কারণ ইহা “The pond” noun-কে modify করছে ।
- The pond in front of our house is very old. –আমার বাড়ীর সামনের পুকুরটি খুব পুরাতন।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো prepositional phrase । কারণ “in front of” শব্দগুচ্ছটি “our house”-এর সাথে যুক্ত হয়নি । অন্যদিকে ইহা “our house”-সামনে বসে preposition-এর ন্যায় কাজ করছে ।
- The tree stands in front of my house. – গাছটি আমাদের বাড়ীর সামনে অবস্থিত ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adverbial phrase । কারণ ইহা “stands” verb-কে modify করছে ।
- Even a man in the street has some money.-এমনকি একটি পথের মানুষেরও কিছু টাকা আছে।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো noun phrase যাহা এখানে subject হিসেবে কাজ করছে।
- Even a man in the street has some money.-এমনকি একটি পথের মানুষেরও কিছু টাকা আছে।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adjective phrase যাহা এখানে subject “ a man “–কে modify করছে ।
- The man is in the street. –লোকটি রাস্তায় আছে ।
Note: এখানে under line যুক্ত শব্দগুচ্ছটি হলো adverbial phrase যাহা এখানে subject “ The man “–কে modify করছে বা লোকটি কোথায় আছে তা নিদের্শ করছে ।
# A useful Display – ( একটি প্রয়োজনীয় প্রদর্শন ): কিভাবে adjective থেকে adjective phrase হচ্ছে এবং adverb থেকে adverbial phrase হচ্ছে তা এখানে দেখানো হয়েছে ।
Adjective থেকে Adjective phrase :
Adjective | Adjective phrase |
---|---|
I am helpless – আমি অসহায় । | I am without any help. – আমি কোন সাহায্য ছাড়াই আছি । |
This American machine is good.-এই আমেরিকান মেশিনটি ভাল । | This machine made in America is good.-আমেরিকায় তৈরী মেশিনটি ভাল । |
This rich man is kind.-এই ধনী লোকটি দয়ালু । | This man having riches is kind.-এই সম্পদশালী লোকটি দয়ালু । |
Your kind act is praiseworthy.-তোমার দয়ালু কাজটি প্রশংসনীয় । | Your act of kindness is praiseworthy. -.-তোমার দয়ালু কাজটি প্রশংসনীয় । |
This lazy man will never succeed.-এই অলস লোকটি কখনও কৃতকার্য হবে না । | This man indulging in laziness will never succeed. –অলসতায় অভ্যস্থ লোকটি কখনও উন্নতি করতে পারবে না । |
উপরোক্ত Bold mark যুক্ত শব্দ গুলো হচ্ছে Adjective. | উপরোক্ত Bold mark যুক্ত শব্দগুচ্ছ গুলো হচ্ছে Adjective phrase. |
Adverb থেকে Adverbial phrase :
Adverb | Adverbial phrase |
---|---|
He came then.- =সে তখন এসেছিল । | He came at that time.- = সে সেই সময় এসেছিল । |
He behaved with me rudely. =সে আমার সাথে নির্দয়ভাবে ব্যবহার করেছিল । | He behaved with me in a rude manner. =সে আমার সাথে নির্দয়ভাবে ব্যবহার করেছিল । |
He will come back soon. =সে শীঘ্রই আসিবে । | He will come in no time. =সে শীঘ্রই আসিবে । |
He did it neatly. =সে ইহা পরিচ্ছন্নভাবে করেছিল । | He did it with neatness. =সে ইহা পরিচ্ছন্নভাবে করেছিল । |
We ran speedily. =আমরা দ্রুত হেঁটেছিলাম । | We ran with speed. =আমরা দ্রুত হেঁটেছিলাম । |
Do it hurriedly. =ইহা দ্রুত কর । | Do it in a hurry. =ইহা দ্রুত কর । |
উপরোক্ত Bold mark যুক্ত শব্দ গুলো হচ্ছে Adverb. | উপরোক্ত Bold mark যুক্ত শব্দগুচ্ছ গুলো হচ্ছে Adverb phrase. |
“ The End “
[…] আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি? […]
[…] আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি? […]
[…] আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি? […]