Phrases

Prepositional phrase কাকে বলে? বাক্যে Prepositional phrase এর ব্যবহার

Prepositional phrase কাকে বলে? বাক্যে

Prepositional phrase-এর সংজ্ঞা:


যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি preposition-এর ন্যায় কাজ করে তখন তাকে prepositional phrase বলে । For example-(উদাহরণ) :

  • There is a garden in front of our house. – আমাদের বাড়ীর সামনে একটি বাগান আছে ।
  • He worked in the teeth of all dangers. – সে সকল বিপদের মধ্যে কাজ করেছিল ।
  • I could not go to school on account of illness. –অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারি নাই।
  • The boy shouted at the top of his voice. –বালকটি উচ্চ স্বরে চিৎকার করেছিল ।

Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Prepositional phrase ।

বাক্যে Prepositional phrase এর ব্যবহার।


পরিচিতি : Prepositional phrase হলো কতগুলো শব্দসমষ্টি যা বাক্যে single preposition এর ন্যায় কাজ করে।

নিম্নে কিছু উদাহরণ দেওয়া হলো :

  1. There is a garden IN FRONT OF our house….(আমাদের বাড়ির সামনে একটি বাগান আছে।)
  2. He worked IN THE TEETH OF all dangers…(সে সকল বিপদের মুখে কাজ করেছিল।)
  3. I couldn’t go to College ON ACCOUNT OF illness…(আমি অসুস্থার কারণে কলেজে যেতে পারি নাই।)
  4. The boy shouted AT THE TOP OF his voice…(বালকটি উচ্চস্বরে চিৎকার করেছিল।)

উপরোল্লিখিত বাক্য সমূহের capital letter বিশিষ্ট শব্দগুলো হলো prepositional phrase যাহা বাক্যে একটি single preposition এর ন্যায় কাজ করছে।

*এখানে মনে রাখা ভালো যে, prepositional phrase গুলো মূলতঃ উহার object সহ adverbial phrase হিসেবে কাজ করে। এখানে adverbial phrase গুলো হলো ;

* In the garden of our house
* In the teeth of all dangers
* On account of illness
* At the top of his voice

আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।

আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি?

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment