Tense

Present Perfect Continuous tense কাকে বলে

Present Perfect Continuous tense কাকে বলে

Present Perfect Continuous tense কাকে বলে


Present Perfect Continuous Tense : যখন কোন verb-এর কাজ অতীত কালের কোন এক সময় হতে শুরু হয়ে বর্তমানেও বা এখনও চলছে বুঝালে verb-এর present perfect continuous tense হয় । যেমন:

( The tense that denotes an action of a verb or an event that has been going on for some time and not finished yet is called the present perfect continuous tense.)

GrammarlyPrimaryLockup

ভাবুন তো...
আপনি লিখছেন আর সেই মুহূর্তেই সঠিক শব্দের ব্যবহার, সঠিক Grammar এবং Vocabulary লেখার জন্য সাজেস্ট করছে Grammarly!

হ্যাঁ,Grammarly দিচ্ছে একদম ফ্রীতে Sign-up করার সুযোগ!  অফারটি কেউ মিস করবেন না

Grammarly loop slidingSign up It's free→
  • I have been reading the book for two hours.- আমি দুই ঘন্টা যাবৎ বইটি পড়িতেছি ।

# Way to know-(চেনার উপায় ):

  • বাংলা বাক্যে ক্রিয়ার শেষে –তেছি,, -তেছ, -তেছে ইত্যাদি বিভক্তি থাকে ।
  • বাংলা বাক্যে যাবৎ, হতে, ধরে, ব্যাপি ইত্যাদি শব্দ থাকে ।
  • বাংলা বাক্যে যাবৎ, ধরে, ব্যাপিয়া ইত্যাদি শব্দ থাকলে , ইংরেজি বাক্যে for + time (period of time ) হয় ।
  • বাংলা বাক্যে হতে, ধরে থাকলে ইংরেজি বাক্যে since + time (point of time ) হয় ।

present perfect continuous tense এর sentence structure:


Structure: subject + have/has been + (base form verb +ing) + (for/since + time).
For example- ( উদাহরণ ):

  • We have been watching TV for two hours.-আমরা দুই ঘন্টা যাবৎ টিভি দেখতেছি ।
  • It has been raining for three hours.- তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ।
  • It has been raining since morning.- সকাল থেকে / হতে বৃষ্টি হচ্ছে ।
  • I have been reading since last night.- আমি গত রাত থেকে / হতে পড়তেছি ।
  • He has been here since 2001.- সে ২০০১ সাল থেকে/হতে এখানে আছে ।

# Grammar explanation – ( গ্র্রামারের ব্যাখ্যা ) :
Sentence –এ যদি main verb অনুপস্থিত থাকে এবং সেখানে ‍ auxiliary verb am, is, are ইত্যাদি মূল ক্রিয়া (main verb ) হিসেবে কাজ করে , সেক্ষেত্রে যথাক্রমে have been, has been হয় । যেমন:

For example- ( উদাহরণ ): Shown in table:

Present simple / indefinite tensePresent perfect continuous tense
I am here since morning. –আমি সকাল থেকে এখানে আছি ।I have been here since morning. –আমি সকাল থেকে এখানে আছি ।
He is here for two hours. –সে এখানে দুই ঘন্টা যাবৎ আছে ।He has been here for two hours. –সে এখানে দুই ঘন্টা যাবৎ আছে ।
Mother is at home since 7:00 am. –মা সকাল ৭ টা থেকে বাসায় আছে ।Mother has been at home since 7:00 am. -–মা সকাল ৭ টা থেকে বাসায় আছে ।
Note: was, were বেলায় had been ,হবে ।
যে সকল verb- এর present perfect continuous tense হয় না, সেক্ষেত্রে present perfect tense –এর মাধ্যমে sentence গঠন করতে হয় । যেমন:

For example- ( উদাহরণ ):

  • We have known the man since 2005. –২০০৫ সাল থেকে আমরা লোকটিকে চিনি ।
  • I have seen the bird for ten minutes. –১০ মিনিট যাবৎ আমি পাখীটি দেখতেছি ।
  • We have continued the work for a week. –আমরা এক সপ্তাহ যাবৎ কাজটি চালিয়ে যাচ্ছি ।
  • He has looked for a job for a month. –সে এক মাস যাবৎ চাকুরী খোজঁতেছে ।

# নিম্ন এর ছকে লিখিত verb গুলোর কখনও Continuous Tense হয় না । যেমন:

Table-1 : Verb of perception :

see=দেখাfind=খুজেঁ বের করাhear=শোনাwatch=মনোযোগের সাথে দেখাnotice=লক্ষ্য করা
know=জানাrecognize=স্বীকৃতি দেওয়া

Table 2: Verb of emotion :

love=ভাল বাসাlike=পছন্দ করাdislike=অপছন্দ করাwant=চাওয়াwish=ইচ্ছা করা
desire=আকাঙ্খা পোষণ করাlong for=টিকসই হওয়াhope=আশা করাexpect=আশা করাfeel=অনুভব করা
believe=বিশ্বাস করাagree=স্বীকার করাdisagree=অস্বীকার করাadmit=স্বীকার করাconfess=দোষ স্বীকার করা
refuse=ফেরত দেওয়াplease=সন্তোষ্ট করাdisplease=অসন্তোষ্ট করাsatisfy=সন্তোষ্ট করাdissatisfy=অসন্তোষ্ট করা
doubt=সন্দেহ করাprefer=অধিকতর পছন্দ করাwonder=আশ্চর্য্ হওয়া

Table 3: Verb of appearing :

look=তাকানোappear=মনে হওয়াarrive=পৌঁছানোreach=পৌঁছানোseem=মনে হওয়া

Table 4: Verb of thinking:

think=চিন্তা করাsuppose=মনে করাknow=জানাunderstand=বুঝাrealize=অনুধাবন করা
make out=বুঝাimagine=কল্পনা করাremember=স্মরণ করাremind=মনে করাmind=মনে করা
forget=ভূলে যাওয়াrecall=স্মরণ করাrecollect=স্মরণ করা

Table 5: Verb of possession:

have=কোন কিছু আছে/থাকাhas==কোন কিছু আছে/থাকাbelong to=অধিকারে থাকাpossess=অধিকারে থাকাown=নিজের
contain=ধারণ করাconsist of=কোন কিছু গঠিত হওয়া

# Keep in mid –(মন রেখো ): আমরা জানি “see” verb এর অর্থ যখন দেখা হয় তখন verb এর সাথে “ing” যোগ হয় না বা continuous tense হয় না । কিন্তু “see” verb এর অর্থ যখন খোঁজা বুঝায় তখন “see” verb এর সাথে “ing” যোগ হয় বা continuous tense হয় । যেমন:
For example-(উদাহরণ ) :

  • My elder brother has been seeing a job for two years.- আমার বড় ভাই দুই বছর যাবৎ চাকুরীর খোঁজ করতেছে ।
  • The educated people have been seeing jobs.since 2020.-শিক্ষিত লোকেরা ২০২০ সাল চাকুরী খোঁজ করতেছে ।
  • I have been seeing my lost pen for two hours.-আমি দুই ঘন্টা যাবৎ আমার হারানো কলমের খোঁজ করতেছি ।

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

 

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment