Phrases

Verbal phrase কাকে বলে? বাক্যে Verbal phrase এর ব্যবহার

Verbal phrase কাকে বলে? বাক্যে Verbal

Verbal phrase-এর সংজ্ঞা:


যখন একগুচ্ছ শব্দ বা phrase বাক্যে ব্যহৃত হয়ে একটি verb-এর ন্যায় কাজ করে তখন তাকে verbal phrase বলে ।
যেমন: For example-(উদাহরণ ):

  • He looked at the moon.- সে চাঁদের দিকে তাকিয়েছিল ।
  • We looked for a smart boy. – আমরা একজন চটপটে ছেলে খুঁজেছিলাম ।
  • Mina looks after her mother. –মিনা তার মাকে দেখাশোনা করেন ।
  • Put on your shirt. – তোমার শার্ট পরিধান করো ।
  • Give up smoking. – ধুমপান ত্যাগ করুন ।

Note: উপরোক্ত বাক্য সমূহে under line যুক্ত শব্দগুচ্ছগুলো হলো Verbal phrase । মনে রেখো Verbal phrase -কে Group verb-ও বলা হয়ে থাকে ।

বাক্যে Verbal phrase এর ব্যবহার।

* He LOOKS AT the moon every moonlit night….(সে প্রতি জোছনা রাতে চাঁদের দিকে তাকায়।)
* He is LOOKING FOR a better job….(সে একটি ভালো জব খুঁজতেছে।)
* She LOOKS AFTER her parents properly…. (সে সঠিকভাবে তাঁর পিতামাতার দেখাশোনা করে।)
* PUT ON your dress…. (জামাকাপড় পরিধান কর।)
* You should GIVE UP smoking immediately…. (অতিসত্বর তোমার ধুমপান ত্যাগ করা উচিত।)

উপরোল্লিখিত বাক্য গুলোতে capital letter বিশিষ্ট শব্দগুলো হলো verbal phrase যাহা একাধিক শব্দ নিয়ে গঠিত এবং ইহা একটি single verb এর ন্যায় কাজ করে।

আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
আরো পড়ুনঃ Phrases কাকে বলে কত প্রকার ও কি কি?

About the author

Mafijul Islam

Hi! I'm Mafijul, the founder of Easy Way Grammar. I have been working in the English Grammar Learning industry for the last few years. I love to share my experiences with people and hope you are enjoying my information and lessons!

Leave a Comment