Wh Questions –এ উপর মৌলিক ধারণা
Wh Question-এর সংজ্ঞা : আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রশ্ন করে থাকি । এই প্রশ্নগুলো করার জন্য আমরা কিছু ইংরেজী শব্দের সাহায্য নিয়ে থাকি । এই ইংরেজী শব্দগুলো হলো who, whom, whose, what, which, when, where, why, how ইত্যাদি । এই ইংরেজী শব্দগুলোই মূলত: Wh Questions নামে পরিচিত । তাহলে আমরা এক কথায় বলতে পারি, “ যে সকল ইংরেজী শব্দগুলোর (who, whom, whose, what, which, when, where, why, how ইত্যাদি ) সাহায্যে প্রশ্ন করা হয় তাদেরকে Wh Questions বলে ।
Note: Wh Questions –কে Framing Question –ও বলা হয়ে থাকে । যে ইংরেজী শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে Wh Question words বলে । এখানে উল্লেখ্য যে, Auxiliary verb দিয়েও Question তৈরী করা হয়ে থাকে ।
For example-( উদাহরণ ):
- What is your name ? – তোমার / আপনার নাম কি ?
এখানে “What” হলো Wh Question words.
💥Grammarly দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না✅ আপনি WhatsApp, Messenger -এ টাইপ করার সাথে সাথে সঠিক শব্দের ব্যবহার, সঠিক গ্রামার এবং ভোকাবুলারি লেখার জন্য suggestions করবে Grammarly🤳 ✅ তাহলে আর দেরি কেন? ✍️নির্ভুল ইংরেজি লিখতে এখনই ফ্রীতে Sign-up করুন ! Sign up |
Kinds of Wh Questions (Wh Questions-এর প্রকার) :
ইহা মূলত: ৯ প্রকার । যথা:
- who –( কাউকে জানার জন্য ইহা ব্যবহার করা হয় subject হিসেবে )
- whom- ( ইহা subject-এর object form হিসেবে ব্যবহার করা হয় )
- whose – (who-এর possessive form হিসেবে ব্যবহার হয় )
- what- ( ব্যক্তির বা বস্তুর অবস্থা জানার জন্য ইহা ব্যবহার করা হয় )
- which – (বিষয়-বস্তুর সনাক্তকরণে ইহা ব্যবহার করা হয় )
- when –( সময় জানার জন্য ইহা ব্যবহার করা হয় )
- where –( কোন জায়গা বা স্থান জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে )
- why – ( কোন কারণ জানার জন্য ইহা ব্যবহার করা হয়ে থাকে )
- how – ( কোন কিছু কিভাবে হয় বা কেমন আছে তা জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে)
For example-( উদাহরণ ): নিম্নের ছকে দেখানো হলো :-
Wh Question words | Statement/Assertive sentence | বাংলানুবাদ | Wh Questions | বাংলানুবাদ |
---|---|---|---|---|
who | He is Karim. | সে হয় করিম । | Who is he? | সে কে ? |
whom | I want Karim. | আমি করিমকে চাই । | Whom do you want? | তুমি কাকে চাও? |
whose | This is Karim’s pen. | এইটি করিমের কলম । | Whose pen is this? | এইটি কার কলম? |
what | My name is Karim. | আমার নাম করিম । | What is your name? | তোমার নাম কি? |
which | I like red pen. | আমি লাল কলম পছন্দ করি । | Which pen do you like? | কোন কলমটি তুমি পছন্দ করো ? |
when | I will go to the station at 7:00 am. | আমি সকাল ৭ টায় ষ্টেশনে যাবো । | When will you go to the station? | তুমি ষ্টেশনে কখন যাবে? |
where | Karim lives in Dhaka. | করিম ঢাকায় থাকে । | Where does Karim live in? | করিম কোথায় থাকে? |
why | Karim did not go to school as he was ill. | করিম স্কুলে যায়নি, কারণ সে অসুস্থ ছিল । | Why didn’t Karim go to school? | করিম কেন স্কুলে যায়নি? |
how | Karim goes to school by bus. | করিম বাসে করে স্কুলে যায় । | How does Karim go to school? | করিম কিভাবে স্কুলে যায় ? |
1. Details On “Who Question Words”
# “Who Question Words”-এর সংজ্ঞা : যে Question Word দিয়ে প্রশ্ন করলে কোন ব্যক্তির পরিচয় পাওযা যায়, তাকে “Who Question Words” বলে ।
Sentence Structure:
Str. # 1. = who + main verb as per tense + extension?
Str. # 2. = who + auxiliary verb as per tense + main verb as per tense + extension?
Str. # 3 = who + auxiliary verb as per tense +subject + main verb as per tense + extension?
Str. # 4 = who + auxiliary verb as per tense +subject + main verb as per tense + extension + prepositions (to/with/for/by )?
For example– ( উদাহরণ ): Sentence structure-এর ক্রমানুসারে উদাহরণসমূহ নিম্নের ছকে দেখান হলো :-
Statement/Assertive sentence | বাংলানুবাদ | “Who” দিয়ে প্রশ্ন | বাংলানুবাদ |
---|---|---|---|
Thomas Edison invented Gramophone | থমাস এডিসন গ্রামোফোন আবিস্কার করেছিলেন । | Who invented Gramophone? | কে গ্রামোফোন আবিস্কার করেছিলেন ? |
The teacher has warned the student | শিক্ষকটি ছাত্রটিকে সতর্ক করেছে । | Who has warned the student? | কে ছাত্রটিকে সতর্ক করেছে ? |
I am suggesting my younger brother | আমি আমার ছোট ভাইকে উপদেশ দিচ্ছি । | Who are you suggesting? | তুমি কাকে উপদেশ দিচ্ছো? |
I sang with a new singer | আমি নূতন গায়কের সাথে গেয়েছিলাম । | Who did you sing with? | তুমি কার সাথে গান গেয়েছিলে? |
Keep in mind-( মনেরেখো ):
- Assertive sentence-এ যদি ব্যক্তিবাচক subject ( proper noun ), personal pronoun ( he, she, I ), somebody, anybody, anyone, nobody, no one, none, everybody, everyone, all etc. subject থাকে , তবে এক্ষেত্রে “Who” দিয়ে প্রশ্ন করতে হয় ।
For example-( উদাহরণ ) ছকে ধেখানো হলো :-
Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
None believes a liar | মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না । | Who believes a liar? | মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে ? |
Nobody will help you. | কেহ তোমাকে সাহায্য করিবে না । | Who will help you? | কে তোমাকে সাহায্য করিবে ? |
- Everybody, everyone, all বা every যুক্ত noun , যেমন: every person, every girl, every boy ইত্যাদি থাকলে, তা তুলে দিয়ে সেখানে “ who + negative ….? ব্যবহা করতে হয় ।
For example-( উদাহরণ ) ছকে ধেখানো হলো :-
Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
Everybody wishes to go abroad. | প্রত্যেকেই বিদেশ যেতে চায় । | Who doesn’t wish to go abroad? | কে বিদেশ যেতে চায় না ? |
Every man is responsible for doing heinous deed. | জগণ্য কাজ করার জন্য প্রত্যেক লোকই দায়ী । | Who is not responsible for doing heinous deed? | জগণ্য কাজ করার জন্য কে দায়ী না ? |
- Assertive sentence-এ 1st person ( I, me, we, us ) থাকলে interrogative sentence-এ pronoun হিসেবে “you” বসে এবং my, our থাকলে interrogative sentence-এ possessive form ‘your” বসে ।
For example-( উদাহরণ ):
- Assertive sentence = I sang with a new singer. – আমি একজন নূতন গায়কের সাথে গান গেয়েছিলাম ।
- Interrogative sentence = Who did you sing with? – তুমি কার সাথে গান গেয়েছিলে?
Note: উপরোক্ত বাক্যসমূহে under lined যুক্ত শব্দগুলো হলো I=you.
2. Details On “Whom Question Word”
# “Whom Question Word “-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কি, কার বা কাকে –এর উত্তর পাওয়া যায়, তাকে “Whom Question Word” বলে ।
Sentence structure = whom + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?.
For example –( উদাহরণ ): নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো :-
Statement / Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
The car was designed by a Korean engineer. | একজন কোরিয়ান প্রকৌশলী দ্বারা গাড়ীটি ডিজাইন করা হয়েছে । | Whom was the car designed by? or By whom was the car designed? | কার দ্বারা গাড়ীটি ডিজাইন করা হয়েছিল ? |
This pen belongs to me. | এই কলমটি আমার বা আমার অধীনে । | Whom does this pen belong to? or To whom does this pen belong? | এই কলমটি কার বা কার অধীনে? |
Keep in mind – ( মনে রেখো ): Whom যেহেতু who-এর object, সেহেতু interrogative sentence –এ “preposition + whom” ( By whom, To whom ) এইভাবেও “ Wh Question making করা যায় ।
3. Details On “ Whose Question Word”
# “ Whose Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন বস্তু কার অধীনে আছে বা কে মালিক তা বুঝা যায়, তাকে “Whose Question Word“ বলে ।
Sentence structure:
Str. # 1 = Whose + noun + verb as per tense + subject + ?
Str. # 2 = Whose + noun +auxiliary verb as per tense + subject + verb as per tense + extension +?
For example-( উদাহরণ ) : নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো :-
Statement/Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
It is Salma’s villa | ইহা সালমার ভিলা । | Whose villa is it? | ইহা কার ভিলা? |
I took the help of Mr. Shafique. | আমি মি: শফিকের সাহায্য নিয়েছিলাম । | Whose help did you take? | তুমি কার সাহায্য নিয়েছিলে ? |
Keep in mind – ( মনে রেখো ):
Assertive sentence-এ “article + noun” থাকলেও Interrogative sentence-এ “whose”-এর পরে কোন article বসার দরকার নাই, শুধু noun বসবে ।
যেমন:
Whose the pen = wrong
Whose pen = right
আরও পড়ুন : Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?
4. Details On “ What Question Word’
# “ What Question Word’-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন কিছুর নাম বা তথ্য পাওয়া যায়, তাকে “What Question Word’ বলে ।
Sentence structure :
Str. # 01 = what + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?
Str. # 02 = what +noun + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension +?
Str. # 03 = what + verb as per tense + extension + ?
For example– ( উদাহরণ ): Sentence structure অনুযায়ী ছকের মাধ্যমে উদাহরণ দেখানো হলো :-
Statement / Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
I want some new magazines. | আমি কিছু নূতন ম্যাগাজিন চাই । | What do you want? | তুমি কি চাও? |
I like to read “The Daily Star”. | আমি দৈনিক ষ্টার পড়তে পছন্দ করি । | What newspaper do you like to read? or Which newspaper do you like to read? | কোন খবরের কাগজ পড়তে তুমি পছন্দ করো? |
He is a teacher. | সে একজন শিক্ষক । | What is he? | সে কি করে? |
Keep in mind– ( মনে রেখো ):
“what+noun” যোগে Interrogative sentence হবে. যখন:
- Pepsi, coca-cola, Black Horse = what things / what cold drinks? (Drink জাতীয় হলে )
- book, pen, pencil = what things ? ( কোন বস্তু হলে )
- diarrhoea, cancer = what disease? (রোগ সংক্রান্ত হলে )
- কোন খবরের কাগজ হলে = what newspaper? ( অর্থাৎ proper noun হলে interrogative –এ common noun হবে , যেমন: “The Daily Star” –এর common noun হবে “newspaper” )
What………prepositions (of/about/in/for) ইত্যাদি যোগে Interrogative হবে, যখন :-
- died for/of = what…….for/of …..( কোন কিছুর জন্য মারা গেলে )
- talk about = what ……..about?…..( কোন বিষয়ে আলাপ করতে )
- Interested in = what……in?……….( কোন বিষয়ে আগ্রহ থাকলে )
- for + (verb+ing) /noun = what for ?……..(কোন কিছু করার জন্য )
For example-( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণ সমূহ বুঝানো হলো :-
Statement /Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
He died for the country. | সে দেশের জন্য মরেছিল । | What did he die for? | সে কিসের জন্য মরেছিল? |
She died of cancer. | সে ক্যান্সারে মরেছিল । | What did she die of? | সে কিসে মারা গেল? |
He is talking about a new lesson. | সে একটি নূতন বিষয় নিয়ে কথা বলতেছে । | What is he talking about? | সে কোন বিষয় নিয়ে কথা বলতেছে? |
She is interested in folk songs. | সে লোকসংগীতে আগ্রহী । | What is she interested in? | সে কিসে আগ্রহী? |
The device is suitable for making tea. | যন্ত্রটি চা তৈরীর জন্য উপযোগী । | What is this device suitable for? | এই যন্ত্রটি কিসের জন্য উপযোগী? |
5. Details On “Which Question Word”
# “Which Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন বিষয়বস্তু নির্দিষ্টভাবে জানা যায়, তাকে “Which Question Word “ বলে ।
Note: এখানে উল্লেখ্য যে, কোন বিষয়বস্তু সনাক্তকরণে “Which” interrogative pronoun / adjective হিসেবে ব্যবহৃত হয ।
Sentence structure: = which + noun + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension (If any) +?
For example –( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ দেখানো হলো:-
Statement / Assertive sentence | বাংলানুবাদ | Sentence making | বাংলানুবাদ |
---|---|---|---|
I like English. | আমি ইংরেজী পছন্দ করি । | Which subject do you like? or Which language do you like? | তুমি কোন বিষয় পছন্দ করো ? |
Rahima likes the red pen. | রহিমা লাল কলমটি পছন্দ করি । | Which pen does Rahima like? | রহিমা কোন কলমটি পছন্দ করে ? |
I like to read “The Daily Star”. | আমি ডেইলি ষ্টার পড়তে পছন্দ করি । | Which newspaper do you like to read? | তুমি কোন পত্রিকাটি পড়তে পছন্দ করো ? |
6. Details On “ when Question Word”
# “ when Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন কাজের সময় বা কোন কিছুর সময় জানা যায়, তাকে “ when Question Word” বলে ।
Sentence structure := When + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?
For example- ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-
Statement / Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
I met him yesterday. | আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম । | When did you meet him? | তুমি তার সাথে কখন দেখা করেছিলে? |
I lived in Dhaka last year. | আমি গত বছর ঢাকায় বাস করেছিলাম. | When did you live in Dhaka? | তুমি কখন ঢাকায় বাস করেছিলে? |
Keep in mind-( মনে রেখো ):
- কোন Assertive sentence-এ সময় অর্থাৎ am, pm, year, month, day, night, yesterday, tomorrow, next week ইত্যাদি কোন সময়ের উল্লেখ থাকলে “ When” দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:
For example- ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-
Statement / Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
I am going to Dhaka tomorrow at 7:00 am. | আগামীকাল সকাল ৭ টায় আমি ঢাকা যাচ্ছি । | When are you going to Dhaka tomorrow? | আগামীকাল কখন তুমি ঢাকায় যাচ্ছো ? |
He goes to school at 8:30 am. | সে সকাল ৮ টা ত্রিশ মিনিটে স্কুলে যায় । | When does he go to school? | সে কখন স্কুলে যায় ? |
- when/while/at the age ইত্যাদি দিয়ে কোন phrase থাকরেও when দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:
For example– ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-
Statement /Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
When I was ten, I got my first prize. or At the age of ten, I got my first prize. | আমার বয়স যখন দশ ছিল তখন আমি আমার প্রথম পুরস্কার পেয়েছিলাম । | When did you get your first prize ? | কখন তুমি তোমার প্রথম পুরস্কার পেয়েছিলে ? |
He came to me while my mother was cooking. | আমার মা যখন রান্না করতেছিল তখন সে আমার নিকট এসেছিল । | When did he come to you ? | সে কখন তোমার নিকট এসেছিল ? |
7. Details On “Where Question Word”
# “Where Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন স্থানের নাম বা কোন কিছুর অবস্থান জানা যায়, তাকে “Where Question Word” বলে ।
Sentence structure :
Str. # 01 = where + Be verb (main verb ) as per tense + subject + extension + ?
Str. # 02 = where + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?
For example – ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-
Statement / Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
My mother is in the kitchen. | আমার মা রান্না ঘরে আছে । | Where is your mother ? | তোমার মা কোথায় আছে ? |
My elder brother lives in the U.S.A. | আমার বড় ভাই আমেরিকায় থাকেন । | Where does your elder brother live in ? | তোমার বড় ভাই কোথায় থাকেন ? |
They are coming from Myanmar. | তারা মায়ানমার থেকে আসতেছে । | Where are they coming from ? or From where are they coming ? | তারা কোথা থেকে আসতেছে ? |
Keep in mind – ( মনে রেখো ) :
- Assertive sentence –এ কোন স্থানের নাম উল্লেখ থাকলে “Where” দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:
- Assertive sentence = He lives in Dhaka.
- Question = Where does he live in ?
- Assertive sentence –এ যদি সময় ও স্থান উভয়ই উল্লেখ থাকে, তাহলে When and where দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:
- Assertive sentence = Salma was born in 1990 in Bangladesh.
- Question = When and where was Salma born ?
8. Details On “Why Question Word”
# “Why Question Word”-এর সংজ্ঞা ; যে word দ্বারা প্রশ্ন করলে কোন কিছুর কারণ জানা যায়, তাকে “Why Question Word “ বলে ।
Sentence structure:
Str. # 01 = why + be verb as per tense + subject = extension + ?
Str. # 02 = why + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension +?
For example – ( উদাহরণ ) : নিম্নের ছকে উদাহরণসমূহ দেখানো হলো :-
Statement / Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
I am cheerful to see you. | আম তোমাকে দেখে বিস্মৃত । | Why are you cheerful ? | তুমি বিস্মৃত কেন ? |
She went to market for buying flowers. | ফুল কেনার জন্য সে বাজারে গিয়েছিল । | Why did she go to market ? | তুমি কেন বাজারে গিয়েছিলে ? |
Keep in mind – ( মনে রেখো ):
- Assertive sentence –এ with a view to, due to, owing to, in order that, in order to, to+V1, as/since/because, so that ইত্যাদি শব্দগুলোর কোন একটি থাকলে, উক্ত Assertive sentence-কে “Why” দিয়ে প্রশ্ন করতে হয় । এখানে উল্লেখ্য যে, প্রশ্ন করার সময় এই সব শব্দগুলো বাদ দিতে হয় ।
For example – ( উদাহরণ ) : নিম্নের ছকে উদাহরণসমূহ দেখানো হলো :-
Statement/Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
I along with my family members visited the zoo with a view to seeing many wild animals. | অনেক বন্য প্রাণী দেখার উদ্দেশ্যে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে চিড়িয়াখানায় পরিদর্শনে গিয়েছিলাম । | Why did you along with your family members visit the zoo ? | তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলে কেন ? |
He works hard so that he can get better facility. | সে কঠোর পরিশ্রম করে যেন সে ভালো সুবিধা পায় । | Why does he work hard ? | সে পরিশ্রম করে কেন ? |
এই রকম পোস্ট আরও পড়ুন : Topic: WH words/Question words
9. Details On “How Question Word”
# “How Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে সময়ের ব্যপ্তি, স্থানের দূরত্ব, কোন কিছুর গতিবেগ, দাম কত, পরিমাণ কত, সংখ্যা কত ইত্যাদির উত্তর পাওয়া যায়, তাকে “How Question Word” বলে ।
Sentence structure:
Str.# 01 = How + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension = ?
Str. # 02 = How long + ……….. ( কত সময় ধরে……..এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 03 = How far + ………..( কত দূর………….এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 04 = How old +………..( কত বয়স……..এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 05 = How fast +………..( কত দ্রুত ……..এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str.# 06 = How often +………..( কত বার….এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 07 = How much +……….( কোন কিছুর দর……..এমন বূঝাতে ব্যবহৃত হয় )
Str. # 08 = How many + noun +………( গণনা করা যায়……এমন জিনিষের সংখ্যা বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 09 = How much + noun +………( গণনা করা যায় না ……এমন জিনিষের পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয় )
For example-(উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে structure-এর ক্রমানুসারে উদাহরণ দেখানো হলো :-
Statement/Assertive sentence | বাংলানুবাদ | Question making | বাংলানুবাদ |
---|---|---|---|
She overcame the problem closing the issue. | বিষয়টি বন্ধ করে সে সমস্যাটি সমাধান করেছিল । | How did she overcome the problem ? | সে সমস্যাটি কিভাবে সমাধান করলো ? |
The movie will be continued three hours. | ছবিটি তিন ঘন্টা চলবে । | How long will the movie be continued ? | ছবিটি কতক্ষণ চলবে ? |
My house is about 3 Km from my school. | স্কুল থেকে আমার বাড়ী তিন কিলোমিটার দূরে । | How far is your house from your school ? | স্কূল থেকে তোমার বাড়ী কতদূর ? |
Jerry is twelve years old. | জেরির বয়স ১২ বছর । | How old is Jerry ? | জেরির বয়স কত ? |
The boy drives his new car very fast. | বালকটি তার নূতন গাড়ীটি খুব দ্রুত চালায় । | How fast does the boy drive his new car ? | ভালকটি তার নূতন গাড়ীটি কত দ্রুত চালায় ? |
He earns 50,000/= Tk. per month from YouTube. | সে ইউটিউব থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করে । | How often does he earn 50,000/= Tk. from YouTube ? | কতদিন পরপর তুমি ইউটিউব থেকে পঞ্চাশ হাজার টাকা পাও ? |
The book cost me 400/= Tk. | বইটি কিনতে আমার চারশত টাকা লেগেছিল । | How much did the book cost you ? | বইটি কিনতে তোমার কত টাকা লেগেছিল ? |
My uncle gave me two story books. | আমার চাচা আমাকে দুইটি বই দিয়েছিল । | How many story books did your uncle give you ? | তোমার চাচা তোমাকে কতটি বই দিয়েছিল ? |
Her mother desires to have two pieces of furniture, | তার মা দুইটি আসবাবপত্র পেতে চায় । | How much furniture does her mother desire to have ? | তার মা কতটি আসবাবপত্র পেতে চায় ? |
Keep in mind- ( মনে রেখো ):
- কারও পেশা বুঝাতে বা জানতে “what” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
- Assertive sentence = He is a Banker. – (সে একজন ব্যাংকার )
- Question = What is he ? – ( সে কি করে ? )
- কেহ কোন কিছু তৈরী বা আবিস্কার করলে , সেক্ষেত্রে “Who” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
- Assertive sentence = Thomas Edison invented Gramophone.-( থমাস এডিশন গ্রামোফোন আবিস্কার করেন )
- Question = Who invented Gramophone? –( কে গ্রামোফোন আবিস্কার করেন ? )
- সময় ও স্থান উল্লেখ থাকলে, সেক্ষেত্রে “ When and where” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
- Assertive sentence = She was born in 1990 in Banglade4sh.-( সে বাংলাদেশে ১৯৯০ সালে জন্ম গ্রহণ করেন )
- Question = When and where was she born ? – ( সে কখন এবং কোথায় জন্ম গ্রহণ করেন ? )
- কোন স্থানে পৌঁছানোর মাধ্যম ( by bus, by train etc.) বুঝাতে “ How” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
- He reached the station by bus . – ( সে বাস দিয়ে ষ্টেশনে পৌঁছিয়াছিল । )
- How did he reach the station ? – ( সে কি দিয়ে ষ্টেশনে পৌঁছেছিল ? )
- Countable বুঝাইলে “How many” এবং non-countable বুঝালে “ How much” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
For countable:- Assertive sentence = I have three books. –(
- Question = How many books do you have ?- (
For non-countable:- Assertive sentence = There is a little water in the pond.-( পুকুরে অল্প পানি আছে । )
- Question = How much water is there in the pond? – ( পুকুরে কি পরিমাণ পানি আছে ? )
Leave a Comment