Advance English WH Questions

WH question কাকে বলে? Kinds of Wh Questions

Wh Questions কাকে বলে?Kinds of Wh Questions

Wh Questions –এ উপর মৌলিক ধারণা


Wh Question-এর সংজ্ঞা : আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রশ্ন করে থাকি । এই প্রশ্নগুলো করার জন্য আমরা কিছু ইংরেজী শব্দের সাহায্য নিয়ে থাকি । এই ইংরেজী শব্দগুলো হলো who, whom, whose, what, which, when, where, why, how ইত্যাদি । এই ইংরেজী শব্দগুলোই মূলত: Wh Questions নামে পরিচিত । তাহলে আমরা এক কথায় বলতে পারি, “ যে সকল ইংরেজী শব্দগুলোর (who, whom, whose, what, which, when, where, why, how ইত্যাদি ) সাহায্যে প্রশ্ন করা হয় তাদেরকে Wh Questions বলে ।
Note: Wh Questions –কে Framing Question –ও বলা হয়ে থাকে । যে ইংরেজী শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে Wh Question words বলে । এখানে উল্লেখ্য যে, Auxiliary verb দিয়েও Question তৈরী করা হয়ে থাকে ।
For example-( উদাহরণ ):

  • What is your name ? – তোমার / আপনার নাম কি ?
    এখানে “What” হলো Wh Question words.

Kinds of Wh Questions  (Wh Questions-এর প্রকার) :


ইহা মূলত: ৯ প্রকার । যথা:

  1. who –( কাউকে জানার জন্য ইহা ব্যবহার করা হয় subject হিসেবে )
  2. whom- ( ইহা subject-এর object form হিসেবে ব্যবহার করা হয় )
  3. whose – (who-এর possessive form হিসেবে ব্যবহার হয় )
  4. what- ( ব্যক্তির বা বস্তুর অবস্থা জানার জন্য ইহা ব্যবহার করা হয় )
  5. which – (বিষয়-বস্তুর সনাক্তকরণে ইহা ব্যবহার করা হয় )
  6. when –( সময় জানার জন্য ইহা ব্যবহার করা হয় )
  7. where –( কোন জায়গা বা স্থান জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে )
  8. why – ( কোন কারণ জানার জন্য ইহা ব্যবহার করা হয়ে থাকে )
  9. how – ( কোন কিছু কিভাবে হয় বা কেমন আছে তা জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে)

For example-( উদাহরণ ): নিম্নের ছকে দেখানো হলো :-

Wh Question wordsStatement/Assertive sentence
বাংলানুবাদ

Wh Questions

বাংলানুবাদ
whoHe is Karim.সে হয় করিম ।Who is he?সে কে ?
whomI want Karim.আমি করিমকে চাই ।Whom do you want?তুমি কাকে চাও?
whoseThis is Karim’s pen.এইটি করিমের কলম ।Whose pen is this?এইটি কার কলম?
whatMy name is Karim.আমার নাম করিম ।What is your name?তোমার নাম কি?
whichI like red pen.আমি লাল কলম পছন্দ করি ।Which pen do you like?কোন কলমটি তুমি পছন্দ করো ?
whenI will go to the station at 7:00 am.আমি সকাল ৭ টায় ষ্টেশনে যাবো ।When will you go to the station?তুমি ষ্টেশনে কখন যাবে?
whereKarim lives in Dhaka.করিম ঢাকায় থাকে ।Where does Karim live in?করিম কোথায় থাকে?
whyKarim did not go to school as he was ill.করিম স্কুলে যায়নি, কারণ সে অসুস্থ ছিল ।Why didn’t Karim go to school?করিম কেন স্কুলে যায়নি?
howKarim goes to school by bus.করিম বাসে করে স্কুলে যায় ।How does Karim go to school?করিম কিভাবে স্কুলে যায় ?

1. Details On “Who Question Words”


# “Who Question Words”-এর সংজ্ঞা : যে Question Word দিয়ে প্রশ্ন করলে কোন ব্যক্তির পরিচয় পাওযা যায়, তাকে “Who Question Words” বলে ।
Sentence Structure:
Str. # 1. = who + main verb as per tense + extension?
Str. # 2. = who + auxiliary verb as per tense + main verb as per tense + extension?
Str. # 3 = who + auxiliary verb as per tense +subject + main verb as per tense + extension?
Str. # 4 = who + auxiliary verb as per tense +subject + main verb as per tense + extension + prepositions (to/with/for/by )?

For example– ( উদাহরণ ): Sentence structure-এর ক্রমানুসারে উদাহরণসমূহ নিম্নের ছকে দেখান হলো :-

Statement/Assertive sentenceবাংলানুবাদ“Who” দিয়ে প্রশ্নবাংলানুবাদ
Thomas Edison invented Gramophoneথমাস এডিসন গ্রামোফোন আবিস্কার করেছিলেন ।Who invented Gramophone?কে গ্রামোফোন আবিস্কার করেছিলেন ?
The teacher has warned the studentশিক্ষকটি ছাত্রটিকে সতর্ক করেছে ।Who has warned the student?কে ছাত্রটিকে সতর্ক করেছে ?
I am suggesting my younger brotherআমি আমার ছোট ভাইকে উপদেশ দিচ্ছি ।Who are you suggesting?তুমি কাকে উপদেশ দিচ্ছো?
I sang with a new singerআমি নূতন গায়কের সাথে গেয়েছিলাম ।Who did you sing with?তুমি কার সাথে গান গেয়েছিলে?

Keep in mind-( মনেরেখো ):

  • Assertive sentence-এ যদি ব্যক্তিবাচক subject ( proper noun ), personal pronoun ( he, she, I ), somebody, anybody, anyone, nobody, no one, none, everybody, everyone, all etc. subject থাকে , তবে এক্ষেত্রে “Who” দিয়ে প্রশ্ন করতে হয় ।

For example-( উদাহরণ ) ছকে ধেখানো হলো :-

Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
None believes a liarমিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না ।Who believes a liar?মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে ?
Nobody will help you.কেহ তোমাকে সাহায্য করিবে না ।Who will help you?কে তোমাকে সাহায্য করিবে ?
  • Everybody, everyone, all বা every যুক্ত noun , যেমন: every person, every girl, every boy ইত্যাদি থাকলে, তা তুলে দিয়ে সেখানে “ who + negative ….? ব্যবহা করতে হয় ।

For example-( উদাহরণ ) ছকে ধেখানো হলো :-

Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
Everybody wishes to go abroad. প্রত্যেকেই বিদেশ যেতে চায় ।Who doesn’t wish to go abroad?কে বিদেশ যেতে চায় না ?
Every man is responsible for doing heinous deed.জগণ্য কাজ করার জন্য প্রত্যেক লোকই দায়ী ।Who is not responsible for doing heinous deed?জগণ্য কাজ করার জন্য কে দায়ী না ?
  • Assertive sentence-এ 1st person ( I, me, we, us ) থাকলে interrogative sentence-এ pronoun হিসেবে “you” বসে এবং my, our থাকলে interrogative sentence-এ possessive form ‘your” বসে ।

For example-( উদাহরণ ):

  • Assertive sentence = I sang with a new singer. – আমি একজন নূতন গায়কের সাথে গান গেয়েছিলাম ।
  • Interrogative sentence = Who did you sing with? – তুমি কার সাথে গান গেয়েছিলে?
    Note: উপরোক্ত বাক্যসমূহে under lined যুক্ত শব্দগুলো হলো I=you.

2. Details On “Whom Question Word”


# “Whom Question Word “-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কি, কার বা কাকে –এর উত্তর পাওয়া যায়, তাকে “Whom Question Word” বলে ।
Sentence structure = whom + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?.

For example –( উদাহরণ ): নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো :-

Statement / Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
The car was designed by a Korean engineer.একজন কোরিয়ান প্রকৌশলী দ্বারা গাড়ীটি ডিজাইন করা হয়েছে ।Whom was the car designed by?
or
By whom was the car designed?
কার দ্বারা গাড়ীটি ডিজাইন করা হয়েছিল ?
This pen belongs to me.এই কলমটি আমার বা আমার অধীনে ।Whom does this pen belong to?
or
To whom does this pen belong?
এই কলমটি কার বা কার অধীনে?

Keep in mind – ( মনে রেখো ): Whom যেহেতু who-এর object, সেহেতু interrogative sentence –এ “preposition + whom” ( By whom, To whom ) এইভাবেও “ Wh Question making করা যায় ।

3. Details On “ Whose Question Word”


# “ Whose Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন বস্তু কার অধীনে আছে বা কে মালিক তা বুঝা যায়, তাকে “Whose Question Word“ বলে ।

Sentence structure:
Str. # 1 = Whose + noun + verb as per tense + subject + ?
Str. # 2 = Whose + noun +auxiliary verb as per tense + subject + verb as per tense + extension +?
For example-( উদাহরণ ) : নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো :-

Statement/Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
It is Salma’s villaইহা সালমার ভিলা ।Whose villa is it?ইহা কার ভিলা?
I took the help of Mr. Shafique.আমি মি: শফিকের সাহায্য নিয়েছিলাম ।Whose help did you take?তুমি কার সাহায্য নিয়েছিলে ?

Keep in mind – ( মনে রেখো ):
Assertive sentence-এ “article + noun” থাকলেও Interrogative sentence-এ “whose”-এর পরে কোন article বসার দরকার নাই, শুধু noun বসবে ।
যেমন:
Whose the pen = wrong
Whose pen = right

আরও পড়ুন : Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি? 

4. Details On “ What Question Word’


# “ What Question Word’-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন কিছুর নাম বা তথ্য পাওয়া যায়, তাকে “What Question Word’ বলে ।
Sentence structure :
Str. # 01 = what + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?
Str. # 02 = what +noun + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension +?
Str. # 03 = what + verb as per tense + extension + ?
For example– ( উদাহরণ ): Sentence structure অনুযায়ী ছকের মাধ্যমে উদাহরণ দেখানো হলো :-

Statement / Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
I want some new magazines.আমি কিছু নূতন ম্যাগাজিন চাই ।What do you want?তুমি কি চাও?
I like to read “The Daily Star”.আমি দৈনিক ষ্টার পড়তে পছন্দ করি ।What newspaper do you like to read?
or
Which newspaper do you like to read?
কোন খবরের কাগজ পড়তে তুমি পছন্দ করো?
He is a teacher.সে একজন শিক্ষক ।What is he?সে কি করে?

Keep in mind– ( মনে রেখো ):

“what+noun” যোগে Interrogative sentence হবে. যখন:

  • Pepsi, coca-cola, Black Horse = what things / what cold drinks? (Drink জাতীয় হলে )
  • book, pen, pencil = what things ? ( কোন বস্তু হলে )
  • diarrhoea, cancer = what disease? (রোগ সংক্রান্ত হলে )
  • কোন খবরের কাগজ হলে = what newspaper? ( অর্থাৎ proper noun হলে interrogative –এ common noun হবে , যেমন: “The Daily Star” –এর common noun হবে “newspaper” )

What………prepositions (of/about/in/for) ইত্যাদি যোগে Interrogative হবে, যখন :-

  • died for/of = what…….for/of …..( কোন কিছুর জন্য মারা গেলে )
  • talk about = what ……..about?…..( কোন বিষয়ে আলাপ করতে )
  • Interested in = what……in?……….( কোন বিষয়ে আগ্রহ থাকলে )
  • for + (verb+ing) /noun = what for ?……..(কোন কিছু করার জন্য )

For example-( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণ সমূহ বুঝানো হলো :-

Statement /Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
He died for the country.সে দেশের জন্য মরেছিল ।What did he die for?সে কিসের জন্য মরেছিল?
She died of cancer.সে ক্যান্সারে মরেছিল ।What did she die of?সে কিসে মারা গেল?
He is talking about a new lesson.সে একটি নূতন বিষয় নিয়ে কথা বলতেছে ।What is he talking about?সে কোন বিষয় নিয়ে কথা বলতেছে?
She is interested in folk songs.সে লোকসংগীতে আগ্রহী ।What is she interested in?সে কিসে আগ্রহী?
The device is suitable for making tea.যন্ত্রটি চা তৈরীর জন্য উপযোগী ।What is this device suitable for?এই যন্ত্রটি কিসের জন্য উপযোগী?
Note: Assertive sentence-এর appropriate prepositions গুলো মূলত: interrogative sentence-এর শেষে বসে ।

5. Details On “Which Question Word”


# “Which Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন বিষয়বস্তু নির্দিষ্টভাবে জানা যায়, তাকে “Which Question Word “ বলে ।
Note: এখানে উল্লেখ্য যে, কোন বিষয়বস্তু সনাক্তকরণে “Which” interrogative pronoun / adjective হিসেবে ব্যবহৃত হয ।
Sentence structure: = which + noun + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension (If any) +?

For example –( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ দেখানো হলো:-

Statement / Assertive sentenceবাংলানুবাদSentence makingবাংলানুবাদ
I like English.আমি ইংরেজী পছন্দ করি ।Which subject do you like?
or
Which language do you like?
তুমি কোন বিষয় পছন্দ করো ?
Rahima likes the red pen.রহিমা লাল কলমটি পছন্দ করি ।Which pen does Rahima like?রহিমা কোন কলমটি পছন্দ করে ?
I like to read “The Daily Star”.আমি ডেইলি ষ্টার পড়তে পছন্দ করি ।Which newspaper do you like to read?তুমি কোন পত্রিকাটি পড়তে পছন্দ করো ?

6. Details On “ when Question Word”


# “ when Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন কাজের সময় বা কোন কিছুর সময় জানা যায়, তাকে “ when Question Word” বলে ।
Sentence structure := When + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?
For example- ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-

Statement / Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
I met him yesterday.আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম ।When did you meet him?তুমি তার সাথে কখন দেখা করেছিলে?
I lived in Dhaka last year.আমি গত বছর ঢাকায় বাস করেছিলাম.When did you live in Dhaka?তুমি কখন ঢাকায় বাস করেছিলে?

Keep in mind-( মনে রেখো ):

  • কোন Assertive sentence-এ সময় অর্থাৎ am, pm, year, month, day, night, yesterday, tomorrow, next week ইত্যাদি কোন সময়ের উল্লেখ থাকলে “ When” দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:

For example- ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-

Statement / Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
I am going to Dhaka tomorrow at 7:00 am.আগামীকাল সকাল ৭ টায় আমি ঢাকা যাচ্ছি ।When are you going to Dhaka tomorrow?আগামীকাল কখন তুমি ঢাকায় যাচ্ছো ?
He goes to school at 8:30 am.সে সকাল ৮ টা ত্রিশ মিনিটে স্কুলে যায় ।When does he go to school?সে কখন স্কুলে যায় ?
  • when/while/at the age ইত্যাদি দিয়ে কোন phrase থাকরেও when দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:

For example– ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-

Statement /Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
When I was ten, I got my first prize.
or
At the age of ten, I got my first prize.
আমার বয়স যখন দশ ছিল তখন আমি আমার প্রথম পুরস্কার পেয়েছিলাম ।When did you get your first prize ?কখন তুমি তোমার প্রথম পুরস্কার পেয়েছিলে ?
He came to me while my mother was cooking.আমার মা যখন রান্না করতেছিল তখন সে আমার নিকট এসেছিল ।When did he come to you ?সে কখন তোমার নিকট এসেছিল ?

7. Details On “Where Question Word”


# “Where Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে কোন স্থানের নাম বা কোন কিছুর অবস্থান জানা যায়, তাকে “Where Question Word” বলে ।
Sentence structure :
Str. # 01 = where + Be verb (main verb ) as per tense + subject + extension + ?
Str. # 02 = where + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension + ?
For example – ( উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে উদাহরণসমূহ ধেখানো হলো :-

Statement / Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
My mother is in the kitchen.আমার মা রান্না ঘরে আছে ।Where is your mother ?তোমার মা কোথায় আছে ?
My elder brother lives in the U.S.A.আমার বড় ভাই আমেরিকায় থাকেন ।Where does your elder brother live in ?তোমার বড় ভাই কোথায় থাকেন ?
They are coming from Myanmar.তারা মায়ানমার থেকে আসতেছে ।Where are they coming from ?
or
From where are they coming ?
তারা কোথা থেকে আসতেছে ?

Keep in mind – ( মনে রেখো ) :

  • Assertive sentence –এ কোন স্থানের নাম উল্লেখ থাকলে “Where” দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:
    • Assertive sentence = He lives in Dhaka.
    • Question = Where does he live in ?
  • Assertive sentence –এ যদি সময় ও স্থান উভয়ই উল্লেখ থাকে, তাহলে When and where দ্বারা প্রশ্ন করতে হয় । যেমন:
    • Assertive sentence = Salma was born in 1990 in Bangladesh.
    • Question = When and where was Salma born ?

8. Details On “Why Question Word”


# “Why Question Word”-এর সংজ্ঞা ; যে word দ্বারা প্রশ্ন করলে কোন কিছুর কারণ জানা যায়, তাকে “Why Question Word “ বলে ।
Sentence structure:
Str. # 01 = why + be verb as per tense + subject = extension + ?
Str. # 02 = why + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension +?

For example – ( উদাহরণ ) : নিম্নের ছকে উদাহরণসমূহ দেখানো হলো :-

Statement / Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
I am cheerful to see you.আম তোমাকে দেখে বিস্মৃত ।Why are you cheerful ?তুমি বিস্মৃত কেন ?
She went to market for buying flowers.ফুল কেনার জন্য সে বাজারে গিয়েছিল ।Why did she go to market ?তুমি কেন বাজারে গিয়েছিলে ?

Keep in mind – ( মনে রেখো ):

  • Assertive sentence –এ with a view to, due to, owing to, in order that, in order to, to+V1, as/since/because, so that ইত্যাদি শব্দগুলোর কোন একটি থাকলে, উক্ত Assertive sentence-কে “Why” দিয়ে প্রশ্ন করতে হয় । এখানে উল্লেখ্য যে, প্রশ্ন করার সময় এই সব শব্দগুলো বাদ দিতে হয় ।

For example – ( উদাহরণ ) : নিম্নের ছকে উদাহরণসমূহ দেখানো হলো :-

Statement/Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
I along with my family members visited the zoo with a view to seeing many wild animals.অনেক বন্য প্রাণী দেখার উদ্দেশ্যে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে চিড়িয়াখানায় পরিদর্শনে গিয়েছিলাম ।Why did you along with your family members visit the zoo ?তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলে কেন ?
He works hard so that he can get better facility.সে কঠোর পরিশ্রম করে যেন সে ভালো সুবিধা পায় ।Why does he work hard ?সে পরিশ্রম করে কেন ?

এই রকম পোস্ট আরও পড়ুন : Topic: WH words/Question words

9. Details On “How Question Word”


# “How Question Word”-এর সংজ্ঞা : যে word দ্বারা প্রশ্ন করলে সময়ের ব্যপ্তি, স্থানের দূরত্ব, কোন কিছুর গতিবেগ, দাম কত, পরিমাণ কত, সংখ্যা কত ইত্যাদির উত্তর পাওয়া যায়, তাকে “How Question Word” বলে ।
Sentence structure:
Str.# 01 = How + auxiliary verb as per tense + subject + verb as per tense + extension = ?
Str. # 02 = How long + ……….. ( কত সময় ধরে……..এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 03 = How far + ………..( কত দূর………….এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 04 = How old +………..( কত বয়স……..এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 05 = How fast +………..( কত দ্রুত ……..এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str.# 06 = How often +………..( কত বার….এমন বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 07 = How much +……….( কোন কিছুর দর……..এমন বূঝাতে ব্যবহৃত হয় )
Str. # 08 = How many + noun +………( গণনা করা যায়……এমন জিনিষের সংখ্যা বুঝাতে ব্যবহৃত হয় )
Str. # 09 = How much + noun +………( গণনা করা যায় না ……এমন জিনিষের পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয় )
For example-(উদাহরণ ): নিম্নের ছকের মাধ্যমে structure-এর ক্রমানুসারে উদাহরণ দেখানো হলো :-

Statement/Assertive sentenceবাংলানুবাদQuestion makingবাংলানুবাদ
She overcame the problem closing the issue.বিষয়টি বন্ধ করে সে সমস্যাটি সমাধান করেছিল ।How did she overcome the problem ?সে সমস্যাটি কিভাবে সমাধান করলো ?
The movie will be continued three hours.ছবিটি তিন ঘন্টা চলবে ।How long will the movie be continued ?ছবিটি কতক্ষণ চলবে ?
My house is about 3 Km from my school.স্কুল থেকে আমার বাড়ী তিন কিলোমিটার দূরে ।How far is your house from your school ?স্কূল থেকে তোমার বাড়ী কতদূর ?
Jerry is twelve years old.জেরির বয়স ১২ বছর ।How old is Jerry ?জেরির বয়স কত ?
The boy drives his new car very fast.বালকটি তার নূতন গাড়ীটি খুব দ্রুত চালায় ।How fast does the boy drive his new car ?ভালকটি তার নূতন গাড়ীটি কত দ্রুত চালায় ?
He earns 50,000/= Tk. per month from YouTube.সে ইউটিউব থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করে ।How often does he earn 50,000/= Tk. from YouTube ?কতদিন পরপর তুমি ইউটিউব থেকে পঞ্চাশ হাজার টাকা পাও ?
The book cost me 400/= Tk.বইটি কিনতে আমার চারশত টাকা লেগেছিল ।How much did the book cost you ?বইটি কিনতে তোমার কত টাকা লেগেছিল ?
My uncle gave me two story books.আমার চাচা আমাকে দুইটি বই দিয়েছিল ।How many story books did your uncle give you ?তোমার চাচা তোমাকে কতটি বই দিয়েছিল ?
Her mother desires to have two pieces of furniture,তার মা দুইটি আসবাবপত্র পেতে চায় ।How much furniture does her mother desire to have ?তার মা কতটি আসবাবপত্র পেতে চায় ?

Keep in mind- ( মনে রেখো ):

  • কারও পেশা বুঝাতে বা জানতে “what” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
    • Assertive sentence = He is a Banker. – (সে একজন ব্যাংকার )
    • Question = What is he ? – ( সে কি করে ? )
  • কেহ কোন কিছু তৈরী বা আবিস্কার করলে , সেক্ষেত্রে “Who” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
    • Assertive sentence = Thomas Edison invented Gramophone.-( থমাস এডিশন গ্রামোফোন আবিস্কার করেন )
    • Question = Who invented Gramophone? –( কে গ্রামোফোন আবিস্কার করেন ? )
  • সময় ও স্থান উল্লেখ থাকলে, সেক্ষেত্রে “ When and where” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
    • Assertive sentence = She was born in 1990 in Banglade4sh.-( সে বাংলাদেশে ১৯৯০ সালে জন্ম গ্রহণ করেন )
    • Question = When and where was she born ? – ( সে কখন এবং কোথায় জন্ম গ্রহণ করেন ? )
  • কোন স্থানে পৌঁছানোর মাধ্যম ( by bus, by train etc.) বুঝাতে “ How” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
    • He reached the station by bus . – ( সে বাস দিয়ে ষ্টেশনে পৌঁছিয়াছিল । )
    • How did he reach the station ? – ( সে কি দিয়ে ষ্টেশনে পৌঁছেছিল ? )
  • Countable বুঝাইলে “How many” এবং non-countable বুঝালে “ How much” দিয়ে প্রশ্ন করতে হয় । যেমন:
    For countable:

    • Assertive sentence = I have three books. –(
    • Question = How many books do you have ?- (
      For non-countable:

      • Assertive sentence = There is a little water in the pond.-( পুকুরে অল্প পানি আছে । )
      • Question = How much water is there in the pond? – ( পুকুরে কি পরিমাণ পানি আছে ? )

 

 

Leave a Comment