Who এর ব্যবহার
* “Who” যখন বাক্যের প্রথমে বসে তখন ইহা interrogative pronoun হিসেবে ব্যবহার হয়।
Example :
- Who is he?= সে কে?
* “Who” যখন বাক্যের মধ্যে বসে তখন ইহা relative pronoun হিসেবে ব্যবহার হয়।
Example :
- He is my brother who came here yesterday. = সে আমার ভাই যিনি গতকাল এখানে এসেছিল।
* “Who” যখন Subject হয় এবং এই Subject কে যখন indefinite pronoun (everyone, everybody, no one, none etc.) হিসেবে কল্পনা করা হয় তখন ইহার পর যে verb ব্যবহার হয় তাহা singular number হয়। এছাড়া সচরাচর “Who” এর Subject যখন Singular হয় তখন verb ও singular number হয়।
Example :
- Who is coming tomorrow? = কে আগামীকাল আসিতেছে?
- Everyone is coming tomorrow = প্রত্যেকেই আগামীকাল আসিতেছে।
- Who is he? = সে কে?
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।
Leave a Comment