Tense

Past Perfect Tense কাকে বলে ও চেনার উপায়

Past Perfect Tense কাকে বলে

Past Perfect Tense-( পুরাঘটিত অতীত কাল )


Past Perfect Tense: অতীত কালে দুইটি কাজ সম্পন্ন বা শেষ এইরূপ বুঝালে, তাকে Past Perfect Tense বলে । ( A tense that denotes an action of a verb or event that was finished or completed before another work. )

For example –(উদাহরণ ) :
The patient had died before the doctor came.

# Way to know-( চেনার উপায় ) : বাংলা বাক্যের ক্রিয়ার শেষে –লাম, -লেন, -লি, -লে, -ল ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে।

 past perfect tense এর গঠন (Structure):


– ( পুরাঘটিত অতীতকালের বাক্যের কাঠামো ) :

  • Structure-1: Subject + had + verb past participle + before + subject + verb past form (V2) + object /extension.
  • Structure-2 : Subject + verb past form (V2) + after + subject + had + verb past participle (V3) + object / extension.

# Sentence structure in short cut way : (সংক্ষিপ্ত বাক্য কাঠামো ) :

  • Structure-1: Clause of past perfect tense + before + clause of past simple tense.
  • Structure-2: Clause of past simple tense + after + clause of past perfect tense.

For example –(উদাহরণ ) :

  • We had reached school before the bell rang.-বেল বাজানোর আগেই আমরা স্কুলে পৌঁছিলাম ।
  • I had learned my lessons before I went to bed.-ঘুমানোর আগেই আমি আমার পড়া শিখে ফেললাম ।
  • I reached home after it had stopped rain.-বৃষ্টি থামার পর আমি বাড়ী পৌঁছিলাম ।
  • We went to the field after we had attended the meeting.-আমরা সভায় উপস্থিত হওয়ার পর মাঠে গেলাম ।

# Keep in mind –( মনে রেখো ):

  • উপরোল্লিখিত আন্ডার লাইন বাক্যগুলো এক একটি clause
  • একটি জটিল বা যৌগিক বাক্যের বাক্যাংশকে clause বলে ।
  • clause দুই প্রকার হয়ে থাকে, যেমন: Principal clause এবং sub-ordinate clause.

# Grammar explanation-( গ্রামারের ব্যাখ্যা ) :

  • বাক্যে When ও before এর ব্যবহার প্রায় একই রকম । শুধু মাত্র একটু পাথর্ক্য হলো অবস্থানের উপর । যেমন “when conjunction” টি past perfect tense এর আগে বা পরে উভয় স্থনে বসতে পারে । কিন্তু “before conjunction” টি শুধু মাত্র past perfect tense এর পরে বসে । যেমন :

For example –(উদাহরণ ) :

  • When I had finished my home works, I went to bed.-বাড়ীর কাজ শেষ করেই আমি ঘুমাতে গেলাম ।
  • Or I had finished my home works when I went to bed.- .-বাড়ীর কাজ শেষ করেই আমি ঘুমাতে গেলাম ।
  • I had finished my home works before I went to bed.- ঘুমানোর পূর্বে আমি আমার বাড়ীর কাজ শেষ করেছিলাম ।

“That conjunction এর পূর্বের clause –টি past indefinite / simple tense হলে, পরের claause-টি past perfect tense হয় ।

Structure: past indefinite / simple tense clause + that + past perfect tense clause.

For example –(উদাহরণ ) :

  • Mother told me that she had cooked rice.-মা আমাকে বললো যে সে ভাত পাকায়েছে /ভাত রান্না করেছে ।
  • I told Karim that I had finished my home works.-আমি করিমকে বললাম যে আমি আমার বাড়ীর কাজ শেষ করেছি ।
  • We told them that we had gone there.-আমরা তাদেরকে বললাম যে আমরা সেখানে গিয়েছিলাম ।

# অতীত কালে এক সংগে দুইটি কাজ শেষ বা সম্পন্ন হয়েছে এইরূপ বুঝালে, সেক্ষেত্রে when দিয়ে বাক্য শুরু করতে হয় । যেমন:
Structure: When + Past perfect tense clause, + past simple/indefinite tense clause.
For example –(উদাহরণ ) :

  • When Shila had sung a song, the audience listened to her attentively. -শিলা যখন গান করেছিল, শ্রেুাতারা মনযোগ সহকারে শুনেছিল ।
  • When Kabita had danced, the spectators / audience enjoyed it.-কবিতা যখন নাচতেছিল, দর্শকরা / শ্রেুাতারা উপভোগ করেছিল ।

আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা

Leave a Comment