দিচ্ছে ফ্রীতে Sign-up করার সুযোগ ! 😲অফারটি কেউ মিস করবেন না Free Sign-up / এখানে ক্লিক করুন! |
Tense কাকে বলে
Tense –(ক্রিয়ার কাল ) : কোন কাজ করার সময় বা ক্রিয়ার কালকে বা verb এর কোন কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense – (ক্রিয়ার কাল ) বলে ।
( Tense denotes the time of an action of a verb or an event or the time of doing anything )
For example-(উদাহরণ ) :
- Karim eats rice – করিম ভাত খায় । ……..বতর্মান কাল ।
- Karim ate rice – করিম ভাত খেয়েছিল ।…….অতীত কাল ।
- Karim will eat rice – করিম ভাত খাবে ।…….ভবিষৎ কাল ।
Grammar explanation : এখানে উপরোক্ত বাক্যসমূহে verb গুলো হলো যথাক্রমে eats, ate and will eat যাহার বাংলা অর্থ হলো eats =খায়, ate=খেয়েছিল, will eat= খাবে । এখানে eat verb এর সাতে “s” যোগ হয়েছে, কারণ Karim হলো third person singular number ।
Free Sign-up / এখানে ক্লিক করুন! |
# Kinds of Tense – (ক্রিয়ার কালের প্রকার ) : Tense প্রধানতঃ তিন প্রকার । যথা:
- Present tense – বতর্মান কাল । যেমন: Karim eats rice – করিম ভাত খায় ।
- Past tense – অতীত কাল । যেমন: Karim ate rice – করিম ভাত খেয়েছিল ।
- Future tense – ভবিষৎ কাল । যেমন : Karim will eat rice – করিম ভাত খাবে ।
প্রত্যেক Tense-কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে । যেমন :
Present Tense – বতর্মান কাল
- Present indefinite / simple – ( সাধারণ বতর্মান কাল )
- Present continuous/progressive – ( ঘটমান বতর্মান কাল )
- Present perfect – ( পুরাঘটিত বতর্মান কাল )
- Present perfect continuous/progressive – ( পুরাঘটমান বতর্মান কাল )
For example-(উদাহরণ ) :
- Karim eats rice – করিম ভাত খায় । …….(Present indefinite/simple )
- Karim is eating rice – করিম ভাত খাইতেছে । …….( Present continuous )
- Karim has eaten rice – করিম ভাত খেয়েছে । …….( Present perfect )
- Karim has been eating rice for fifteen minutes. –করিম ১৫ মিনিট যাবৎ ভাত খাইতেছে ।…………( Present perfect continuous )
Past Tense – অতীত কাল
- Past indefinite/simple – ( সাধারণ অতীত কাল )
- Past continuous/progressive – ( ঘটমান অতীত কাল )
- Past perfect – ( পুরাঘটিত অতীত কাল )
- Past perfect continuous/progressive – ( পুরাঘটমান অতীত কাল )
For example-(উদাহরণ ) :
- Karim ate rice.-করিম ভাত খেয়েছিল । …..( Past indefinite/simple )
- Karim was eating rice. –করিম ভাত খাইতেছে ।…. (Past continuous )
- Karim had eaten rice before his mother came home. –তার মা বাসায় আসার পূর্বেই করিম ভাত খেযেছিল ।…….( Past perfect )
- Karim had been eating rice for fifteen minutes before his mother came home. –তার মা বাসায় আসার পূর্বেই করিম ১৫ মিনিট যাবৎ ভাত খাইতেছিল । …… (Past perfect continuous )
Future Tense – ভবিষৎ কাল
- Future indefinite/simple – ( সাধারণ ভবিষৎ কাল )
- Future continuous/progressive – ( ঘটমান ভবিষৎ কাল )
- Future perfect – ( পুরাঘটিত ভবিষৎ কাল )
- Future perfect continuous / progressive – (পুরাঘটমান ভবিষৎ কাল )
For example-(উদাহরণ ) :
- Karim will eat rice.- করিম ভাত খাবে ।……. (Future indefinite/simple.)
- Karim will be eating rice.- করিম ভাত খাইতে থাকিবে ।…..(Future continuous/progressive )
- Karim will have eaten rice before her mother comes /will come home.- তার মা বাসায় আসার পূর্বেই করিম ভাত খাইয়া থাকিবে ।….. ( Future perfect).
- Karim will have been eating rice for fifteen minutes before his mother comes/will come home.- তার মা বাসায় আসার পূর্বেই করিম ১৫ মিনিট যাবৎ ভাত খাইয়া থাকিবে ।……( Future perfect continuous / progressive ).
[…] পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার উদাহরণ সহ আলোচনা English Version: what is […]